নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

মার্কেটিং বচন ও সম-সাময়িক ভাবনা

২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬

একটি গল্প ও কর্পোরেট প্রতিষ্ঠানের মার্কেটিং ও সেলস্ কর্মীদের অবস্থান।


একটা এক দেশে এক রাজা ছিল। তার কোন সন্তান ছিল না। হঠাৎ  তার এক রানী গর্ভবতী হল এবং ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দিল।রাজা তার উত্তরসূরী পেয়ে সেই আনন্দে রাজ্যের সবাইকে খাওয়ানোার পরিকল্পনা করলেন এবং রাজমহলে উৎসব ঘোষণা করলেন। উৎসবে আমন্ত্রন করলেন বাদক দের যারা বিভিন্ন বাদ্য বাজিয়ে সবাইকে মনোরন্জন করবে।রাজ্যের সবাই উৎসবে আত্মহারা হয়ে অতীব আনন্দের সাথে সমূদয় প্রথাপালন পূর্বক উৎসব সমাধা করলেন।উৎসব শেষে বাদক দল রাজার কাছে বকশিস চাইলেন । রাজা তাৎক্ষনাৎ ঘোষণা করলেন তার রত্ন ভান্ডার হতে যে বাদক যে বাদ্য বাজিয়েছে তা পূর্ণ করে রত্নসামগ্রী নিয়েযেতে পারবে। সবাই সেই কথামত , ঢুলী তার ঢোল পূর্ণ করে, তবলচী তার তবলা পূর্ণ করে,ড্রাম বাদক তার ড্রাম পূর্ণ করে,গীটার বাদক তার গীটার পূর্ণ করে,সবশেষে বাঁশিওয়ালার পালা এলে সে অনেক কষ্টে তার বাঁশির বিভিন্ন ছিদ্রপথে কয়েকটা রত্ন ও সোনার মোহর নিয়ে মনোকষ্টে বের হয়ে গেল।
অফটপিক ঃ যথাসাধ্য সুযোগ থাকা সত্বেও তার ব্যবহার একমাত্র বাঁশিওয়ালা করতে পারলোনা।

যথারীতি কয়েক বছর অতিক্রান্ত হবার পা হঠাৎ অসুস্থ হয়ে সেই রাজকুমার মারা গেল। রাজ্য জুড়ে শোক। সবাই শোক জানাতে রাজমহলে এলো বাদক দলও এলো। বাদক দল শোকের বাজনা বাজিয়ে সবার মন কিছুটা হালকা করার চেষ্টা করলো। যথা নিয়মে সৎকার অণুষ্ঠান ও শেষ হল। বাদক দল যথা নিয়মে রাজার কাছে বকশিস চাইলেন। তাই শুনে রাজা অত্যান্ত ক্ষেপে আদেশ দিলেন যার কাছে যে বাদ্য যন্ত্র আছে তারগুহ্যদ্বারে সেই বাদ্যযন্ত্র প্রবেশ করানো হোক আর যাদেরটা ঢুকবেনা তাদেরকে ছেড়ে দেওয়া হোক।যথারীতি ঢুলী,তবলচী,ড্রাম বাদক,গীটার বাদক সবাই ছাড়া পেলেন।

অফটপিক : কিন্তু বাঁশিওয়ালা?
মোরাল অব দ্যা ইষ্টুরীঃ বাঁশিওয়ালা কয়জন আছেন?

##কোন ব্যটায় যেন বলেছিল গরম যখন বেশি পড়ে পাগলে নাকি তখন বেশি চ্যাতে............ মাথার কিডনী তখন হাঁটুর  নীচে নেমে আসে আর আমার কিউরিয়াস মাইন্ড তখনই প‌্যাঁচ খায়। সমস্ত উঠতি বাজারের সাথে তাল মিলিয়ে সূর্যমামা তার ও তাপমাত্রা সমানুপাতিক করে আর আমার অবস্থা বাথরুমের কমোডে বসে প্রাকৃতিক কর্ম শেষ করার পর যদি পানি না থাকে তবে ...............(বিদ্যুৎ বিভাগের কোন দোষ নেই দেশে বিদ্যুৎ এর কোন ঘাটতি নেই) হেন আইডিয়া নেই যা মাথায় আসে না। ঘরের বউকে প্রণয় ব্যক্ত করতে গেলে ভ্যাট+ট্যাক্স সব মিলিয়ে ফোনে একবার লাব ই্যুঁ আর দুইখান চুমু.... জীবনে আর কি চায়.... বিড়ির দাম বেড়েছে।কমেছে মানুষ নামক দুপেয়োর মনুষ্যত্ব । আমি দাদা কর্পোরেট আদলে চলি বেতন যা পাই ওটা স্রষ্টার অশেষ দয়া ........ এরই মাঝে বুয়ার আবদার বেতন বাড়াতে হবে ............ বাজারে মালের দাম উঠতি , সামনে ঈদ............. কোন টেনশন নাই ........ নিজে জন্মেছি ভ্যাট+ট্যাক্স দিয়ে আমার অনাগত সন্তানও ভ্যাট+ট্যাক্স দিয়েই জন্মাবে কোন ডাক্তারের ছুরি কাচিঁর তলে বাবার মত সে ও হবে হাইব্রিড দেশপ্রেমিক । আসলে জীবনে বাঁচতে হলে ইস্যু চাই........ আর সবচেয়ে বড় ইস্যু হলো সব সম্ভবের দেশে প্রিতৃ প্রদ্ত্ত জীবন বাঁচানো। এহেন অবস্থা কল্পনা করে রবি বাবু বলেছেন তা ছিঁড়ে গেছে কবে............... এত কিছুর মাঝেও জীবন চলছে বেশ......এই বেশ ভালো আছি.......... রাতে মশা আর দিনে মাছি।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে মারকেটিং করা কষ্টকর।
তবে ছেচরা হতে পারলে ভালো মার্কেটিং করা যায়।

২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ ভাই ভাল থাকুন সব সময়.............

২| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাঁশিওয়ালা কয়জন আছে?

অনেক দিন পর ব্লগে এলেন!! ভালো লাগলো দেখে। আশা লরি ভালো আছেন লিমন ভাই।

০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২১

তারছেড়া লিমন বলেছেন: আমি নিজেই বাঁশিওয়ালাদের একজন ;) ;) ;) ;) ;) ব্লগ রক হয়ে গিয়েছিল। আবার জাদিদ ভাইয়ের কল্যাণে লগইন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ ভাল আছি ভাই ।। আপনি কেমন আছেন।

৩| ৩০ শে জুন, ২০২০ রাত ১২:০৩

শের শায়রী বলেছেন: কত বছর পর!!! প্রিয় ভাইডি!!!! কত বছর পর আপনার কমেন্ট পেয়ে আপনার ব্লগে ঢুকলাম। আগে বলেন কেমন আছেন লিমন ভাই? একটা সময় আপনার কমেন্ট ছাড়া আমার পোষ্ট খালি খালি লাগত। ভীষন ভীষন ভালো লাগছে এত দিন পর আপনাকে দেখে। আমি তো মাঝে প্রায় ৫ বছরের বেশি অনুপস্থিত ছিলাম। আশা করি আপনাকে পাব এখন থেকে, জানি সময় এবং পরিস্থিতি অনেক চেঞ্জ তাও আশায় বুক বাধলাম।

০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬

তারছেড়া লিমন বলেছেন: তারপর কেটে গেছে অনেকগুলো বছর, নতুনের আগমনে পুরাতন পর হয়েছে। আমিও আছি আগের মত। মাঝে অনেক দিন ব্লগে ঢুকতে পারতাম না এখনও পারিনা। গ্রামীন/রবি/বাংলালিংক/এয়ারটেল কেউ সাপোর্ট করে না। আবার লগইন সমস্যা। আবার ইচ্ছা নিয়মিত হব।। আপনি কেমন আছেন খুব জানতে ইচ্ছা করে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.