নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

মহান স্রষ্টার সৃষ্টি আর আমার ছোট্ট উপলব্ধি

২৮ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৬


যুদ্ধ ক্ষেত্র....... ১ম ছবিটা কচিখালি রেন্জ আর ২য় ছবিটা কটকা রেন্জ সুন্দরবন। দুইটা স্পটই বিস্তৃর্ণ খোলা ময়দান নাম না জানা ঘাসের আবাস, এখানে হরিণ ঘাস খায়, বাঘ হরিণ শিকার করে আবার বন্য শুকর তার খাবার অন্বেষন করে দূরে অসংখ্য ঘন গাছের সমারহ। এখানে অবাক হয়ে লক্ষ্য করলাম একটা অংশ কে যেন চাষ করে রেখেছে যেমন আমরা জমি চাষ করে থাকি সেরকম কিন্তু এখানেতো মানুষের আবাদের কথা নয় ... কাছেই একটি বন্য শুকরের দেখা পেলাম আসল ঘটনা মাথায় এলো। বনে যে অংশটা দিয়ে আমরা হাটছিলাম সেই অংশের ঘাস মরে গেছে , মরা ঘাসের শিকড়ের মাঝে খাবার খুজেছে শুকর আর তার ফলে লা্ঙগল দিয়ে চাষের মত মনে হচ্ছে আর মরা ঘাস আর মাটির সংমিশ্যন ঘটাচ্ছে কেঁচো, স্রষ্টা বৃষ্টির পানি দিলেই উর্বর জমিতে আপনা আপনি গজিয়ে উঠবে ঘাস । যে ঘাস হবে হরিণের খাদ্য আর হরিণ হবে বাঘের। কি অপূর্ব তোমার সৃষ্টি খোদা , সবার জন্য সব কিছু তৈরী রেখেছ ........ আর মানুষ তোমার নামেই বিভেদ সৃষ্টি করে। অসীম দয়াময় খোদা ক্ষমা কর সব নির্বোধ পাপী মানুষকে ।।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: আল্লাহ খুব হিসাব করে এ পৃথিবী তৈরি করেছেন।

০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৭

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.