নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালির বেহেস্তি খানা পর্ব-১

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৩





অতি সাধারণ এর মাঝে অনন্য স্বাধ এর নাম পান্তা ভাত। যদি সাথে থাকে কাঁচা মরিচ, পেয়াজ তাতে ও চলে আবার ইলিশ ঝোল বা ভাজি অমৃত সম। পাকা আম বা কাঁঠাল হলে তো প্রতি লোকমাতেই মুখের মধ্যে স্বাধের বিষ্ফোরন বেহেস্তি খানা বলেই সম্ভব। ভর্তা হোক বা ঝোল সব কিছুতেই ভিন্ন ভিন্ন অনুভূতি।এক শানকি পান্তা ভাত দুটো কাঁচা মরিচ আর পেয়াজ জীবনে আর কি চায়...

জয়তু পান্তা।।




ছবি সংগ্রহকৃত।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:০০

শেরজা তপন বলেছেন: পাঁকা আম কাঠালের সাথে পান্তা আর প্রতি লোকমাতে মুখের মধ্যে স্বাদের বিস্ফোরন!!!
বুঝলাম খুব বেশী ভোজন রসিক আপনি :)

০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৪

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধনবাদ ভাই আপনাকে। বাঙালী মাত্রই ভোজন রসিক আর আমি ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬

জগতারন বলেছেন:
আজকেই সকালে পান্তা ভাত খাবো সাথে স্যালমন মাছা করল্লার পুরান ঝোল।
আহা কো না মজা হব্বে-আনে।

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধনবাদ ভাই আপনাকে। তা আর বলতে;) ;) ;) ;) ;)

৩| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: জয়তু পান্তা। তবে পান্তা নাকি ‌স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধনবাদ সেলিম ভাই আপনাকে। পিছুলোকে কিছু বলে ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৪| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছোট চিংড়ি ভাজা, শুটকির ভর্তা দিয়ে ছোটবেলায় পান্তা খেতাম। এখনো মুখে স্বাদ লেগে আছে।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৫

তারছেড়া লিমন বলেছেন: আমি এখনও সুযোগ পেলে দু প্রেট ঝেড়ে দিই।;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) অনেক ধনবাদ লিটন ভাই।।

৫| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৬

কামাল১৮ বলেছেন: আমার পান্তা খাওয়া ছিল ডিম ভাজি বা ডালের বড়া।কখনো কখনো খেজুড়ের ঝোলা গুঁড় সাথে একটু তেতুল।কতো বছর হয় পান্তা খাইনা।মনেও করতে পারছি না।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৬

তারছেড়া লিমন বলেছেন: আমি তেতুর ঝোলগুড় ককনও খাইনি ;) ;) ;) ;) ;) ;) ।অনেক ধনবাদ কামাল১৮ ভাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.