নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

একটু মানিয়ে নিন ............

০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৫





শুধু একটু মানিয়ে চলার প্রবণতা
ঘুমথেকে উঠুন সকালের নাস্তায় গরম ভাতের সাথে একটু আলু ভর্তা আর ডাল খেতে ইচ্ছা করছে কিন্তু কপালে আছে আগের রাতের অবশিষ্ট ভাতের সাথে পানি মিশিয়ে পান্তা করা কি আর করা একটু মানিয়ে নিন অমৃত সম খাবার একটু পেয়াজ কুচি আর কাঁচা মরিচ ডলে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে কোন মতে অফিস গমন। বসের অনাকাঙ্খিত প্রগৈতিহাসিক ভাষন , কাজের চাপ .......... নাহ...... একটু মানিয়ে নিন ....... সামনে ইনক্রিমেন্ট (এবার ভাল হবেই......)। দুপুরে কোন মতে পেটে কিছু চালান করে যখন ভাবি জীবনটা কিছু অবশিষ্ট আছে .......... বসের ফোন আবার কিছু বাচনিক অভিব্যক্তি............ একটু মানিয়ে নিন বেলা তো শেষ হয়ে এলো আজকের মত হয়তো আর কিছু হবে না । দিন শেষে ক্লান্ত পায়ে বাসায় ফিরে একটু বিছানায় শরীরর এলিয়ে আয়েশ করে বউকে ফোন দিই , তার মিষ্টি কথায় সারাদিনের ক্লান্তি দুর হবে দূর পরবাশিনির কথার সুর ড্রামের শব্দ মনে হয় কি আর করার একটু মানিয়ে নিন সে ও তো প্রতিক্ষায় থেকে ক্লান্ত বাশির সুর তো আশা করা যায় না। কোন মতে রান্না চাপিয়ে গরম ভাতে একটু মাছের ঝোল যদি জুটে মন্দ হয় না ......... না হলে একটু মানিয়ে নিন সামনে তো বেতন বাড়ছেই। অবশেষে ক্লান্ত চোখে শান্তির ঘুম , ছেড়া মশারী সাথে মশার গুনগুন শব্দ একটু মানিয়ে নিন মশক নিধন অভিযান শুরু হবে তখন ঘুমের সমস্যা হবে না আর বেতন বাড়লে না হয় একটা নতুন মশারী কিনে নেয়া যাবে। সংসার বাড়বে ,বয়স বাড়বে , নতুনরা বেশি বেতনে আসবে, সবার উন্নতি হবে , বস থেকে বউ সবাই নিজেরটা বুঝবে ...........আপনি শুধু একটু মানিয়ে নিন .............জীবন দর্শন পরিবর্তন হয়ে যাবে।।।.........

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: মানা মানিতেই জীবন যাবে।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। জীবন যখন যেমন.....

২| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: সকালের নাস্তায় আলু ভরতা আর ভাত কোনো দিন খাই নি।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

তারছেড়া লিমন বলেছেন: একদিন চেষ্টা করে দেখেন খারাপ লাগবেনা নিশ্চয়............ অনেক ধন্যবাদ ভাই।

৩| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভয় হয়, মানিয়ে নিতে নিতে না এক সময় এটাই অভ্যাসে পরিনত হয়!

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.