নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..:: আমার ব্লগে স্বাগতম ::..

তারেকবিডি

তারেকবিডি › বিস্তারিত পোস্টঃ

বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!! B-)

১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৯





উপরের ছবিটি হয়তো আমাদের কাছে তথা মানুষের কাছে তেমন কোনো অর্থ সৃষ্টি করবেনা। তবে কোনো বারকোড স্ক্যানিং মেশিনে এটি প্রদর্শিত হলে তাৎক্ষনিক ভাবে যে ফলাফলটি পাওয়া যাবে তা হচ্ছে- Google।



হ্যা, কয়েকদিন আগে গুগল বারকোড উদ্ভাবনের দিনটি এভাবেই পালন করেছিল। গুগলের আসল লোগোর পরিবর্তে তাদের বারকোড প্রদর্শিত হয়েছিল। এখন অনেকেই হয়তো ভাবছেন নিজ নামে একটি বারকোড থাকলে মন্দ হয়না। তাহলে আসুন আর দেরি না করে দেখি নেই কিভাবে নিজ নামে বারকোড তৈরি করা যায়।



যেভাবে তৈরি করবেন 2d বারকোড




নিজ নামে বা নিজের কোম্পানী অথবা ওয়েবসাইটের নামে বারকোড তৈরি করতে চলে যান morovia.com । এরপর বারকোড ফরমেট হিসেবে Code 28 নির্বাচন করুন এবং “Show human readable text” এর বক্সটি আনচেক করে দিন। এরপর কাঙ্ক্ষিত নাম দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন আপনার বারকোড।



উদাহরন স্বরুপ “somewhereinblog” এর বারকোড নিম্নরুপ-







যেভাবে বারকোড পড়বেন



এখন সহজেই প্রশ্ন আসে কিভবে এই বারকোড পড়া যাবে। বারকোড পড়ার জন্য zxing.org -এ যান। তারপর বারকোডের ইমেজটি আপলোড অথবা ইমেজের ইউ আর এল সাবমিট এর মাধ্যমে সহজেই বারকোড পড়া যাবে।

মন্তব্য ৩৫ টি রেটিং +৮১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৫

টনি বলেছেন: দারুন ব্যাপার।

২| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৬

বৈকুনঠ বলেছেন:

৩| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৮

যীশূ বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য। :)

৪| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০১

স্বাগত. বলেছেন:
মজার জিনিষ পেলাম .
এবার প্রেমিকাকে বার কোড প্রেম পত্র পাঠাব

৫| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০২

মুকুট বলেছেন: নাইস, ধন্যবাদ

৬| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৪

মহলদার বলেছেন:

৭| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৬

ওসমানজি২ বলেছেন: ধন্যবাদ।

৮| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৮

চোরকাঁটা বলেছেন: আপনেরে ঝাঁঝা :)

৯| ১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

আকাশ_পাগলা বলেছেন: প্রিয়তে।

১০| ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১২

শয়তান বলেছেন: কাজে লাগবো আমার :)

১১| ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৩

টেকনো বলেছেন: নেক ধইন্যা পাতা।:)
ভাল থাকুন

১২| ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

নির্জন রহমান বলেছেন: জটিল বিষয়তো।

১৩| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯

ব্রাইট বলেছেন: ++

বারকোড তৈরি করতে http://mybarcoder.com

১৪| ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩

নাফিস ইফতেখার বলেছেন: সাইটে গালাগালি করুম এগুলা দিয়া.........;)

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩৩

তারেকবিডি বলেছেন: :) আগে তো এই চিন্তা মাথায় আসেনি......... :P

১৫| ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮

রাজিব শাহরিয়ার বলেছেন: দারুন জিনিস তো......

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

মাছুম পলাশ বলেছেন: ভালো জিনিস পাওয়া গেল

১৭| ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৭

মোহাইমেন বলেছেন: অনেক পরে এই লিংক পেলাম, এটাতো 2d barcode না, এটাতো 1d barcode। এখানে বারগুলোর উইড্থটাই ফ্যাকটর, হাইট টা শুধু মেকানিক্যাল ইজিনেস এর জন্য বড় হয়েছে।

আমি 2d barcode এ্যাপলিকেশন নিয়ে কাজ করেছি, স্ক্রীপ্ট ডেভেলপ করেছি। একটা পোস্ট দেবো, এ্যাপলিকেশন ইউআরএল ভুলে গেছি। নতুন পোস্টে দেব।

2d barcode এর উদাহরন:
mohymen

১৮| ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৭

মোহাইমেন বলেছেন: ইউ. আর. এল. পেয়েছি।

Click This Link

এখানে d=******** পরিবর্তন করে আপনার নাম লিখে লিংকে যান, 2d barcode জেনারেট হবে। ধন্যবাদ।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৪৭

মোহাইমেন বলেছেন: আমার পোস্টি এখান থেকে পড়তে পারেন Click This Link

২০| ১৭ ই মে, ২০১০ সকাল ১১:৪৯

িরয়াজ উিদ্দন বলেছেন: কাজের পোষ্ট.

২১| ০৩ রা জুন, ২০১০ ভোর ৫:২৮

পরান বলেছেন: ভালো জিনিস পাওয়া গেল

২২| ১১ ই জুন, ২০১০ রাত ১:৫৭

ওমাহীভাই বলেছেন: এই মুহুতেই লোড করবো

২৩| ১১ ই জুন, ২০১০ রাত ২:৫৩

মিরাজ is বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য।

২৪| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৪১

কার্ল মার্কস বলেছেন: thnx

২৫| ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৫

নপই হক বলেছেন: জটিলতো।

২৬| ০৮ ই আগস্ট, ২০১০ রাত ২:০৫

নুভান বলেছেন: ঘাড়ে একটা বারকোডের অস্থায়ী ট্যাটু লাগাইতে চাইছিলাম, কিন্তু পাবলিকে কি মনে করবো এই ভয়ে আর লাগাই নাই :D

২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৫১

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস!!


Bangladesh travel info for tourists and expats

২৮| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৭

বাংলার আগন্তুক বলেছেন: মারাত্তক পিলাচ দিলাম

২৯| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৭

আসক্ত_আমি বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: সাইটে গালাগালি করুম এগুলা দিয়া.........;)
কেউ ধরবার পারবো না। ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৩০| ২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:২৯

এপিটাফ.. বলেছেন: ধইন্যা :)

৩১| ২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৩৫

সাকিন উল আলম ইভান বলেছেন: :)

৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:০১

যে পাথর পাথর নয় সেও তো পাথর বলেছেন: ::

৩৩| ১২ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৩

বনসাই বলেছেন: কোনটা বানামু হেইটাই ঠিক করতে লাগছি
জব্বর পোস্ট!

৩৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২

সাইফুল্লাহ িজপসী বলেছেন: ধন্যবাদ ভাই।
অনেক দিন যাবত এই ধরনের পোস্ট খুজছিলাম মনে মনে।
অনেক কোম্পানির বিভিন্ন পন্যের গায়ে এসব এসব বারকোড অংকন করা থাকে। ফ্ল্যাশ করলে বিস্তারিতিও জানা যায়। আমি যদি এখনো কোন পন্যের জন্য এরকম করি হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.