নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর চেহাড়া মানুষকে মুখোশ দেয় আর সুন্দর মন মানুষকে সুন্দর করে! কুৎসিত মনকে সুন্দর চেহারা দিয়ে স্বল্প সময় আড়াল করা যায় কিন্তু বেশিক্ষন লুকিয়ে রাখা যায় না।

আসিফ ইকবাল তােরক

অনুবাদকঃ আমি ঘৃনার শব্দকে ভালোবাসায় অনুবাদ করি।

আসিফ ইকবাল তােরক › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসলাম ইস্টবর্ন সমুদ্রসৈকত থেকে!(ছবি ব্লগ)

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

গত রবিবার ঘুরে আসলাম লন্ডনের বাইরে সাসেক্সের ইস্টবর্ন সী-বিচ থেকে! আপনারাও ঘুরে আসতে পারেন কেউ যদি লন্ডনের আসে পাশে থেকে থাকেন! অল্প কিছু ছবি তুলেছিলাম জায়গাটার! যাই হোক আপনারা যারা যেতে পারবেন না তারা ছবি দেখে জায়গাটা কেমনে তার একটা ধারনা নিতে পারবেন! আর যাদের যাওয়ার সামর্থ্য আছে তারা ঘুরে আসবেন কি আসবেন না তা ভেবে দেখবেন! তাহলে শুরু করা যাক আজকের ছবি ব্লগ।



১। প্রথম ছবিটা ইস্টবর্ন পিয়ারের একটা অংশের।





২। দূর থেকে পিয়ারের ছবি।





৩।সমূদ্র সৈকতের একাংশের ছবি।





৪। সমূদ্র সৈকতের আরেকটি ছবি।





৫। পিয়ার থেকে তোলা ছবি।





৬। পাহাড় থেকে তোলা। এই জায়গাটা থেকে পুরো শহরটা দেখা যায়।





আজ ছবি ব্লগের এইখানেই সমাপ্তি করছি, ভালো থাকবেন সবাই!

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

নিক পাইনাই বলেছেন: চমৎকার!! দেখি সময় পেলে যাবো।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: যাওয়া উচিত! ব্রাইটন থেকে ভালো লেগেছে এই জায়গাটা আমার!

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪

তিতুন বলেছেন: ছবির মতই সুন্দর!

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ!

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩

ফারহুম বলেছেন: লাস্ট ইয়ার সামারে একবার গিয়েছিলাম ইস্টবর্ন

ছবিগুলি অনেক সুন্দর আসছে + দিয়ে গেলাম :)

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

আসিফ ইকবাল তােরক বলেছেন: এ বছর আবার যাওয়ার প্ল্যান আছে নাকি?? ধন্যবাদ প্লাস এর জন্য!

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

রিফাত হোসেন বলেছেন: কপালপুড়া :( অস্ট্রিয়া সমুদ্রের পাশে পড়ে নাই. ...
অস্ট্রো হাঙ্গেরী মোনার্খি ফেরত চাই ;) =p~

তবে +++

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৮

আমি মেহমান বলেছেন: পোস্ট ++

তো হেগুর দেশের লোকজন কোথায় ভাইয়্যা? আমাগু দেশের মতন ঝামেলা বোধয় হেগু দেশে নাই!

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

সাদা রং- বলেছেন: দারুন।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

এম এম কামাল ৭৭ বলেছেন: ++

৮| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৩১

আলুমিয়া বলেছেন: ফুটো গুলানতো রং দিয়া মাইখ্যা হালাইছেন। এইগুলান কিছু হইল!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.