নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর চেহাড়া মানুষকে মুখোশ দেয় আর সুন্দর মন মানুষকে সুন্দর করে! কুৎসিত মনকে সুন্দর চেহারা দিয়ে স্বল্প সময় আড়াল করা যায় কিন্তু বেশিক্ষন লুকিয়ে রাখা যায় না।

আসিফ ইকবাল তােরক

অনুবাদকঃ আমি ঘৃনার শব্দকে ভালোবাসায় অনুবাদ করি।

আসিফ ইকবাল তােরক › বিস্তারিত পোস্টঃ

শুধুই কান্না তোমাদের জন্য!! আর কিছুই যে দেবার নেই!!

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩২

আমার সমাজ আমার রাষ্ট্র আজ তোমার পায়ে লাল আলতা পরিয়ে দিয়েছে দিদিমনী! কি ভাবছো সমাজ আর রাষ্ট্রের এই দৈন্যদশা কেনো? ভাবছো তোমার শরীর থেকেই কেনো ধার নিতে হবে আল্পনার ঐ লাল রং!







প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাথার চুলে বেনী বেধে লাল ফিতায় জড়িয়ে আর যাওয়া হবে না ঐ ফাটল ধরা গার্মেন্টসে! আর ঐ যে তোমার পায়ে ঝুলে আছে অনেক সখের কষ্ট করে জমানো টাকায় কিনা নূপুরটা! ওটার কি হবে? ঠাই পাবে না তোমার ঐ ছোট্ট দুই পায়ে আর! তোমার ছোট ভাইটা যে কিনা দুইটা টাকার জন্য দরজার কপাট আগলে ধরে রাখতো সেও তোমাকে আর আটকাতে পারবে নাহ! মাকে বলে গিয়েছিলে রাতে ফেরার সময় ঔষধ কিনে নিয়ে আসবে! আর মায়ের জন্য ঔষুধ কেনা হলো নাহ! টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাওয়া তরকারী আর ভাতটা কি শেষ বারের মত খেতে পেরেছিলে বোন!!



কত কম চাহিদা নিয়ে জন্মেছিস তোরা!! এক ডজন চুড়ি, একটা লাল ফিতে আর দুই বেলা মা ভাইকে নিয়ে আধ পেট খাওয়া! বেস হয়ে গেলো!! এত কম চাহিদা যে সমাজের বিত্তবানরা তোদের দেখে হিংসে করে মেরেই ফেললো! আর যাদের চাহিদা অনেক! হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলেও যাদের খুদা মেটে না তারা এখনো দিব্যি বেচে আছে সুস্থ সবল শরীল নিয়ে, বেচে থাকবে আরো অনেক দিন! তাদের নাকি আরো চাই! তোদের এত কম চাহিদা! তোরা বেচে থেকেই বা কি করবি বল! তার চেয়ে বরং ঐ খাই খাই করা লোক গুলোই বেচে থাকুক!



ছবির ঐ রক্তে রাঙ্গা লাল নিথর পা টাকি আজ আমাদের দিকেই তাক করে আছে? নাকি আমাদের প্রত্যেকটা বিবেকবান মানুষের দিকে, আমাদের সমাজের দিকে সমাজ ব্যবস্থার দিকে তাক করে আছে! আমাদের রাষ্ট্র আজ ব্যার্থ তোমাদের নিরাপত্তা দিতে! বোন আমাদের দোষ দিস নাহ! আমরা যে শর্ট টার্ম ম্যামোরি লসের রুগি, খুব অল্প সময়েই সব কিছু ভুলে যাই! আমরা ভুলে গেছি তোর আগে আমার আরেক বোন তাজরীন গার্মেন্টসে আগুনে পুড়ে জ্বলসে মারা গেছে! তারো আগে আমার আরেক বোনকে গুলি করে মেরে কাটা তারের উপর ঝুলিয়ে রেখেছিল! কিন্তু আমি সব ভুলে গেছি! তোর কথাও আমি খুব কম সময়েই ভুলে যাবো! তুই চিন্তা করিসনা আমাদের জন্য! আমরা তোদের কথা ঠিকি ভুলে গিয়ে দিব্যি ভালো থাকবো! তোরাও ভালো থাকিস বোন, মৃত্যুর এপারে না হোক ওপারেই সই! আল্লাহ তোমাদের শহীদের মর্যাদা দান করুক এই দোয়াই করি!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৪

সাউন্ডবক্স বলেছেন: Chokh ar pani atkate parlam na.....

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

মোঃ আবদুর রহিম বলেছেন: .............

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

বইয়ের পোকা বলেছেন: আসুন সবাই একযোগে ষ্ট্যাটাস দেই .

রক্তখাদক রানার পক্ষে যে আইনজীবি আদালতে দাড়াবে তাকেও রানাকে সহযোগিতার অপরাধে দায়ী করা হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.