![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
দেশে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে,একটা নতুন খবরের ভিড়ে পুরাতন খবরগুলো হারিয়ে যাচ্ছে। গত ৩ মাসে আলোচিত কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি:
পেয়াজের দাম:
এ বছর পিয়াজের দাম আলোচনার শীর্ষে। সবাইকে পিছনে ফেলে হু হু করে বেড়েই চলছে পিয়াজের দাম। পিয়াজ এখন বাজারে ভি আই পি পন্য, একহালি ছোট পেয়াজের দাম ১০ আর বড় পেয়াজের দাম ২০টাকা হালি, কেজিতে পেয়াজ কেনার দিন শেষ।
রোবট সোফিয়া:
এলেন দেখলেন জয় করলেন কথাটি রোবট সোফিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। গতকিছুদিন ধরে তরুণ প্রজন্মের আর্কষন এর কেন্দ্রবিন্দু ছিল এই রোবট। নতুন জিনিষ এর প্রতি বাংগালী আগ্রহ সবসময়ই আর এই ধরনের কথা বলা রোবটের প্রতি আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক।
আনিসুল হক এর মৃত্যু :
আনিসুল হকের মৃত্যুতে দেশ একজন কৃতি সন্তানকে হারালো আর ঢাকাবাসী হারালো তার অভিভাবকে। উনি অল্প সময়ে যে কাজগুলো করে গেছেন তা সত্যি অনুকরণীয়। এখন সরকার এর উচিৎ উনার মত করিৎকর্মা মেয়র প্রার্থী খুজে বের করা।
শাকিব অপু:
এটাই এখন বাংলাদেশের জাতীয় সমস্যা। কিছুদিন পরপরই এরা নতুন সমস্যা নিয়ে হাজির হয়, সব মিডিয়া এদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, বিনোদন পাতায় ছোট্ট করে এদের খবর দিয়ে দিলেই হয়, এত মাতামাতির কি আছে?
রোহিঙ্গা :
এটা জোর করে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া সমস্যা। এই জনগোষ্ঠী একসময় আমাদের জন্য বিপদজনক হতে পারে। এদের দ্রুত নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া জরুরী।
জেরুজালেম ইসরাইল এর রাজধানী
:
মুসলিম বিশ্বকে অশান্ত করার নতুন প্রয়াস। পবিত্র ভুমি জেরুজালেমকে নিয়ে সারা বিশ্ব এখন উত্তপ্ত। সারা পৃথিবীতে দ্বন্দ্ব লাগিয়ে নিজেদের ফয়দা হাসিল করাই যুক্তরাষ্টের একমাত্র কাজ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ,অন্য লেখাগুলো পড়বেন আশাকরি।
৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: আলোচিত ঘটনাগুলো পুরনো হলেও, প্রথমটি এখনও প্রাসঙ্গিক এবং তৃতীয় বিষয়টিতে আলোচিত ব্যক্তিত্ব জনাব আনিসুল হক সাহেব আরো অনেক যুগ ধরে ঢাকা মহানগরীর ইতিহাসে আলোচিত ব্যক্তিত্ব হয়ে থাকবেন। তিনি স্বল্প সময়ে দেশকে যা দিয়ে গেছেন, তার যথাযথ মূল্যায়ন এখনো হয় নি, হতে আরো অনেক সময় লাগবে।
আপনার পুরনো পোস্ট বাংলাদেশ ক্রিকেট টিমকে কেন হিংস্র পশুর সাথে তুলনা? পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম, যা হয়তো আপনি দেখেন নি।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
সাইন বোর্ড বলেছেন: বাস্তব কয়েকটি বিষয়কে তুলে ধরার প্রয়াস, ভাল লাগল ।