নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পরিচ্ছন্নতাকর্মী

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬



আজ সকালে বাস স্টান্ডে বাসের আশায় লাইন ধরে দাঁড়িয়ে আছি। তখন সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন বেশ দূরে, ঝাড়ু দেওয়ার কারনে রাস্তার ধুলাবালি উড়ে আমাদের দিকে আসছিল। আমিসহ লাইনে দাঁড়ানো সবাই ভিষন বিরক্ত হচ্ছিলাম,কেউ কেউ একাএকাই বলছিল এই কাজ আরো ভোরে করতে পারে না? কিন্তু ওই কর্মীকে কেউ কিছুই বলছিলনা । পরিচ্ছন্নতা কর্মী বিষয়টি বুঝতে পেরে ওই জায়গা ঝাড়ু দেওয়া বাদ দিয়ে আমাদের পিছনে ঝাড়ু দেওয়া শুরু করলেন যাতে ধুলা আমাদের দিকে না আসে। পরিচ্ছন্নতা কর্মীর কমন সেন্স দেখে অভিভূত হলাম।

প্রতিদিন যারা খুব ভোরে ঘুম থেকে উঠে হাটতে বের হোন তারা খেয়াল করবেন পরিচ্ছন্নতাকর্মীরা কত ভোরে উঠে কাজ শুরু করে,সূর্য উঠার পরপরই এদের কাজ শেষ হয়। আমরা যখন আরামে ঘুমাই এরা তখন গোটা শহরটাকে প্রস্তুত করে আমাদের ব্যবহারের জন্য। আগেরদিনের নোংরা আবর্জনা সাফ করে আমাদেরকে একটি পরিচ্ছন্ন শহর উপহার দেয়। আমাদের মত অনেক মানুষই এদের দেখলে নাক সিটকান, শুনেছি সরকারও চায় না এদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক, কারণ এরা লেখাপড়া শিখলে এইসব নোংরা কাজ কে করবে?(আমার জানা ভুলও হতে পারে)

সময়ের সাথে সাথে সবকিছুই আধুনিক হচ্ছে, কিন্তু আমাদের শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি এখনো সেই মান্ধাতার আমলের। পৃথিবীর অন্যান্য দেশগুলোকে অনুসরণ করে বর্জ্য ব্যাবস্থাপনার ও আধুনিকায়ন জরুরী। কিছুদিন আগে পত্রিকায় ছবি এসেছিল এক পরিচ্ছন্নতা কর্মীকে নর্দমায় নামিয়ে দেওয়া হয়েছিল এবং সে বিষাক্ত নর্দমায় সাঁতরে সাঁতরে ময়লা পরিষ্কার করছে। এটাই হল আমাদের বর্জ্য ব্যবস্থাপনার নমুনা।

এভাবে আর কতদিন এদের দমিয়ে রাখা?এদের ছেলেমেয়েরা আর কতদিন স্কুলে না গিয়ে আমাদের নোংরা পরিষ্কার করে যাবে? অনেকেই হয়তো বলবেন ওরা নিজেরাই শিক্ষিত হতে চায় না, কথাটি সত্য, একসময় আমাদের মত মুসলিম পরিবার বাংলা ইংরেজি শিক্ষার ব্যাপারে অনাগ্রহী ছিল,কিন্তু ওইসব পরিবারকে তখন বোঝানো হয়েছিল শিক্ষার গুরুত্ব। কিন্তু এদের বোঝানোর কেউ নেই, আমরা কেউই চাই না এরা শিক্ষিত হোক।

এরাও স্বাধীন দেশের নাগরিক এদেরও শিক্ষার অধিকার রয়েছে। এজন্য বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরী।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

কামরুননাহার কলি বলেছেন: হুম ঠিক বলেছেন এদেরও শিক্ষার দরকার আছে। তা না হলে এরা পিছিয়ে পড়বে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

তারেক_মাহমুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

কামরুননাহার কলি বলেছেন: আপনাকে ধন্যাদবা এবং শুভ কামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: আবারো ধন্যবাদ, আশাকরি খুব তাড়াতাড়ি প্রথম পাতায় স্থান পাবেন।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

কামরুননাহার কলি বলেছেন: জানিনা পাবো কি না, অনেক কিছুইর আশা করি না তবে তা হয়ে যায় কখনো কখনো।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: আমরা শুধুই বসে বসে হাহা কারি আর অন্যদের লেখায় মতামত দেই, সামুতে আপনার কতদিন হল?

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

কামরুননাহার কলি বলেছেন: বেশিনা সাড়ে ৪ মাসের মতো।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: আমার চেয়ে অনেক বেশি আমি একমাস ধরে লিখছি।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

কামরুননাহার কলি বলেছেন: মন খারাপের কিছু নাই যখন মনে হয় তাদের তখনি প্রথম পাতায় স্থান দিবেন । না দিলে তো আর জোড় করে নিতে পারবো না।
কিন্তু খারাপ লাগে যে এরা কোন কথার উত্তর দেয়না।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন আপু,আমাদের কিছুই করার নেই।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

আকতার আর হোসাইন বলেছেন: ভাই লেখাটা মারাত্মক ভাল লেগেছে।।

একসময় আমাদের দেশের মুসলিমরা তাদের সন্তাকএ ইংরেজি পড়ানোতে অনাগ্রহ প্রকাশ করত। কিন্তু যখন এদেরকে বুঝানো হল তখম তারা ঠিকই ইংরেজি শিক্ষায় গুরুত্ব দিয়েছে।

এসব ক্লিনারদেরকেও বুঝানো উচিৎ। তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে শিক্ষার মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে। তবেই এরাও এদের সন্তাকে শিক্ষিত করে তোলার চেষ্টা করবে।

আর ভাইয়া, ভিক্ষুক নিয়েও এমন একটা লেখা লিখিয়েন।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ, আমি আসলে কোন কিছু হিসেব করে লিখিনি ভাই আজ সকালে পরিচ্ছন্নতাকর্মীর কমন সেন্স দেখেই লিখতে বসে গেলাম যা মনে আসলো তাই লিখলাম, ফেসবুকেও সবাই ভালই লাইক কমেন্ট দিচ্ছে দেখলাম

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬

আকতার আর হোসাইন বলেছেন: বর্তমান পরিপ্রেক্ষিতে এমন লেখা জরুরি। আর লেখাটাও ভালো হয়েছে বিধায় সবাই প্রশংসা করছে।

আপনার ফেসবুক আইডিটা পেতে পারি ভাই?

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮

তারেক_মাহমুদ বলেছেন: Click This Link ভাল লেগেছে জেনে ভাল লাগলো

আমার ফেসবুক আই ডির লিংক দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.