নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাবা

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩



বাবা দুই অক্ষরের ছোট্ট একটি শব্দ, যে শব্দটির সাথে জড়িয়ে আছে অনেক আবেগ ভাললাগা ভালবাসা। আমি অফিস থেকে ফেরার পর আমার ছোট্ট মেয়েটি যখন বাবা বলে জড়িয়ে ধরে তখন আমার ক্লান্ত ঘর্মাক্ত দেহটিতে শান্তির পরশ ছুয়ে যায়। মনে হয় বেচে থাকা স্বার্থক। বাসার বাইরে গেলে বারবার ফোন করে বলে,বাবা তুমি কতদুর?তাড়াতাড়ি চলে আসো। মন তখন ব্যাকুল হয়ে ওঠে বাসায় ফেরার জন্য।

সব বাচ্চাদের মত আমার মেয়েও চকলেট ভালবাসে। একদিন অফিস থেকে ফেরার পর একটা আধ খাওয়া চকলেট দিয়ে মেয়ে বলছে 'বাবা এটা তোমার জন্য' সেদিন অদ্ভুত এক ভাললাগায় চোখে পানি এসে গিয়েছিল। যে মেয়ে চকলেট এত ভালবাসে সে নিজে না খেয়ে আমার জন্য রেখে দিয়েছে। এক, দেড় বছর বয়সে যখন ওকে জিজ্ঞাসা করতাম,আম্মু তুমি কার মেয়ে?ও একবারও চিন্তাভাবনা না করেই বলতো,'আমি বাবার মেয়ে'। এখন তিন বছর বয়সে একই প্রশ্ন করলে ডিপ্লোম্যাটিক উওর দেয়,'আমি বাবা আর আম্মুর মেয়ে'। এই উওর থেকে বোঝা যায়, মেয়ে আমার বড় হচ্ছে।

আমার মেয়ের জন্য কয়েকটি ভালবাসার পংতিমালা :

আম্মু
তুমি এগিয়ে যাও আগামীর পথে। বাবা তোমায় পিছন থেকে বটবৃক্ষের মত সুশীতল ছায়া দেবে, তোমার চলার পথের কাটাগুলো একটি একটি করে উপড়ে দেবে,তোমার চলার পথকে যতটুকু সম্ভব মসৃণ করে দেবে, বাবা তোমাকে সাহস দেবে,শক্তি যোগাবে, ভরসা দেবে । তোমার সামনে বন্ধুর পথ,যে পথ তোমাকে একাই চলতে হবে,যে পথ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। ভয় পেয়ো না আম্মু বাবা সবসময় তোমার পিছনেই আছে।

ইতি
তোমার বাবা।

বি: দ্র: লেখাটি আমার বাবাসহ পৃথিবীর সব বাবাদের উৎসর্গ করলাম।

মন্তব্য ৪৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রিএ্যাক্ট বিডি বলেছেন: nice

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া সেফ হওয়ার পর আপনি প্রথম মন্তব্য করলেন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


সন্তানদের মাঝে, মেয়ে সারাক্ষণ বাবার জন্য বেশী ব্যস্ত থাকে; আপনার মেয়ে বড় মনের অধিকারী হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: গাজী ভাই, গতকাল আপনি যখন আমার মাছ কিনিতে গিয়ে পোষ্টে কমেন্ট করেছেন তখনও আমি সেফ ব্লগার ছিলাম না। সেফ ব্লগার হিসাবে এটাই আমার প্রথম পোষ্ট।

সঠিকই বলেছেন ভাইয়া মেয়েরা একটু বেশিই বাবাকে নিয়ে ভাবে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

জনৈক অচম ভুত বলেছেন: ভাল থাকুক বাবারা, সন্তানদের ভাল থাকায়।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: ভুত ভাইয়া আপনার প্রার্থনা কবুল হোক।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

জুন বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তারেক মাহমু৩২৮ ।
ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক সারা জীবন ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

তারেক_মাহমুদ বলেছেন: জুন আপুনি, আপনি আমাকে চিনতে পারছেন? আমি আড্ডাঘরে আপনাকে আমার লেখা আমাদের কুকুর পোষ্টটি পড়ার জন্য অনুরোধ করেছিলাম। আজই সেফ হয়েছি, এটাই আমার প্রথম পোষ্ট । অনেক ভাল থাকুন আপুমনি।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেয়ের জন্য বাবার মনের শুভকামনা পূর্ণ হোক। :)

ইহকালীন পরকালীন সকল শুভ ও কল্যানের আশীর্বাদ রইল

++++++

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, চমৎকার শুভ কামানার জন্য।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: আপনার লেখাটি পড়ে চোখ ভিজে উঠলো।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫০

তারেক_মাহমুদ বলেছেন: আপনিও আমার মত মেয়ের বাবা তাই আপনার চোখ ভিজেছে। লেখাটি লেখার পর আমি নিজেও কেঁদেছি।
আপনার মত সিনিয়র ব্লগারকে কাদাতে পেরেছি এটা আমার পরম পাওয়া ।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২

তারেক_মাহমুদ বলেছেন: সবার জন্য মিষ্টি, আজই সেফ হলাম

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৬

মলাসইলমুইনা বলেছেন: মামনির নামটাতো বললেন না ? মামনির জন্য আদর আর তার বাবাকে সুন্দর লেখার শুভেচ্ছা |

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: আমার মেয়ের নাম নাবিহা মাহমুদ, ধন্যবাদ ভাইয়া গত দুই মাসে আপনার নামটা আমার কাছে পরিচিত হয়ে গেছে কিন্তু উচ্চরন করতে খুব কষ্ট হয়।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন মাহমুদ ভাই।আপনার মেয়ের জন্য অনেক ভালবাসা রইল।
প্রথম পাতায় সুযোগ পাওয়ার জন্য অভিনন্দন।
প্রথম দিনেই,চাঁদগাজী,জুনাপু,বিদ্রহীভৃগু ভাইয়ের মত বড় ব্লাগারদের কমেন্ট পেয়েছেন।
মলাসইলমুইনা এই নামটি উল্টো করে পড়লে একটি সুন্দর নাম পেয়ে যাবেন। ;)

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: আবারো ধন্যবাদ সোহেল ভাই, আপনি সবসময়ই আমার পাশে ছিলেন,
আমার মেয়ের জন্য দোয়া করবেন ।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

হাঙ্গামা বলেছেন: লেখা পড়ে মনে হচ্ছিল আপনার যায়গায় আমি।
আমার মেয়ের বয়স দেড় বছর।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ হাঙ্গামা ভাইয়া, সব বাবাদের অনুভূতিই একই রকম।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

আবু তালেব শেখ বলেছেন: আমার মেয়ে থাকার সুবাদে অবগত আছি যে মেয়েরা মার থেকে বাবার প্রতি বেশি টান থাকে।
আপনার সোনার নাম কি?

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

তারেক_মাহমুদ বলেছেন: সঠিকই কবলেন তালেব ভাই, আমার মেয়ের নাম, নাবিহা মাহমুদ।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:





বাবা মেয়ের হৃদয়ের সমীকরণ আধ্যাত্বিক । বেশ আবেগগণ লেখা । ভাল লেগেছে ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমার আবেগ বোঝার জন্য।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

আবু তালেব শেখ বলেছেন: খুব সুন্দর নাম। আমার জানের নাম আজমিরা আক্তার মারিয়া

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনার মামুনির নাম ও অনেক অনেক সুন্দর, আপনার মামুনির জন্য আদর রইলো।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তারেক মাহমুদ ভাই। লিখাটি বেশ ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কমেন্ট পেলে মনটাই ভাল হয়ে যায় সুজন ভাই।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিতে কি আপনাকে ও আপনার মেয়েকে দেখতে পাচ্ছি ? নাকি এমনি কোন ছবি ?

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: জি মাইদুল ভাই ছবিতে আমি এবং আমার মেয়ে, ছবিটি সেন্টমার্টিন থেকে তোলা।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! ভালো লাগলো বাবা মেয়ের গল্প।

সকল বাবা মেয়ের জন্য শুভেচ্ছা।
আপনাদের বাবা মেয়ের জন্যই শুভ কামনা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক ভাইয়া, উপরের ছবিটি আমার এবং আমার মেয়ের।
আপনার জন্য শুভ কামনা রইলো।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

জাহিদ অনিক বলেছেন:

উপরের ছবিটি আমার এবং আমার মেয়ের।
সেটা বুঝতে পেরেছিলাম।
দেখে ভীষণ লাগছে। :)

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ভালবাসা আপনার জন্য

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

পার্থ তালুকদার বলেছেন: বাহ ! বেশ লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো, ভাল থাকুন সবসময়।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


ছবি ও লেখা দুটোই অত্যন্ত হৃদয়গ্রাহী! খুব ভাল লাগল!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য, আপনার জন্য অনেক ভালবাসা।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২১

মাআইপা বলেছেন: অসাধারণ একটা লেখা পোস্ট করেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫১

তারেক_মাহমুদ বলেছেন: জেনে ভাল লাগলো, অনেক কৃতজ্ঞতা, এবং আপনার জন্য শুভ কামনা

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি বাবার মেয়ে


আমি বাবা আর আম্মুর মেয়ে

হাঃ হাঃ হাঃ। ইনটেলিজেন্ট মেয়ে। কন্যা সন্তান আল্লাহর রহমতের দান। আল্লাহ সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আপনার মেয়েকে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ হেনা ভাই ছেলে মেয়ে দুটোই আল্লাহর অশেষ রহমত। আপনার দোয়া আমার মেয়ের জন্য ভবিষ্যৎ এর অনুপ্রেরণা।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাবা মেয়ের অনবদ্য কাহিনী। আসলে উত্তরসুরি শেখায় নিতে অঙ্গিকার এক নুতন ভোরের।আপনার ছোট্ট সোনা অনেক অনেক বড় হোক।ভাল থাকুন নিরন্তর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরী ভাই, আপনিও ভালবাসা গ্রহণ করুণ, আপনার দোয়া আমার মেয়ের ভবিষ্যতের পাথেয়।

২৩| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০

আকতার আর হোসাইন বলেছেন: আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি..

পৃথিবীতে এক।মাত্র বাবা মা'র ভালবাসাটাই খাঁটি ভালবাসা যেখানে ভেজালের কোন চিহ্নই নেই।

লেখাটা অনেক সুন্দর ছিল ভাই..

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য।

২৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই ধন্যবাদ কষ্ট করে আবারো লিংকটি দেবার জন্যে।

আর ভীষনই সুইট একটি লেখা। না পড়লে মিস হয়ে যেত।
পড়তে পড়তে মনে হচ্ছিল আমার বাবা আর আমার ছোটবেলার স্মৃতিগুলো তো একদম এমনই!
বাবুর ডিপ্লোমেটিক হবার গল্পটি পড়ে হেসে ফেললাম! হাহা।

আমি অনেক দোয়া করি বাবুটার জন্যে। সুখী হোক, সরল ও সত্য জীবনের পথে চলুক সবসময়!

২২ শে মে, ২০১৮ সকাল ১১:০১

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সামু পাগলা আপু

লেখাটি আপনাকে স্মৃতিকাতর করেছে জেনে ভাল, লাগলো। আমার জন্য দোয়া করেছেন সেজন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.