নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকের নেগেটিভ চরিত্র

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

শিক্ষক শব্দটি শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আমরা যতটুকু শিখেছি তার প্রতিটি অক্ষরের পিছনেই কোন না কোন শিক্ষকের অবদান রয়েছে। আজও আমরা সেইসব শিক্ষাগুরুদের দেখলে পায়ে হাত দিয়ে সালাম করি। যখন দেখি সেইসব শিক্ষকরা তাদের নায্য অধিকারের দাবীতে প্রেসক্লাবের সামনে দিনের পর দিন অনশন করছে । তখন কষ্টে চোখ ভিজে আসে মনে হয় ইস উনাদের জন্য যদি কিছু করতে পারতাম! যাই হোক আজ একজন শিক্ষকের নেগেটিভ চরিত্র নিয়ে আলোচনা করবো। তবে এই শিক্ষককে আমি শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে বিবেচনা করতে চাই না,বরং খারাপ মানুষের প্রতিনিধি হিসাবে বিবেচনা করতে চাই।

সেই শিক্ষকের জ্ঞান গরিমা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। আমিসহ ক্লাশের সবাই উনার পড়ানোর দক্ষতায় মুগ্ধ, উনি কোন বিষয় একবার বুঝিয়ে দিলে, সামান্য চোখ বুলিয়ে নিলেই বিষয়টি আত্মস্থ হয়ে যায়। তাই কেউই উনার ক্লাশ মিস করতে চাইতো না। উনার একটি বৈশিষ্ট্য হচ্ছে উনি সবার নাম মনে রাখতে পারতেন। ক্লাশে উনি অন্য শিক্ষকের মত করে রোলকল করেন না। বছরের প্রথম দিন থেকেই বেশ সময় নিয়ে সবার নাম ধরে ধরে রোলকল করতেন,এবং যার নাম ডাকতেন তার দিকে তাকাতেন। এর উদ্দেশ্য হচ্ছে সবার নাম মুখস্ত করা। উনি সবার শেষে ক্লাশ নেওয়ার চেষ্টা করতেন, যাতে বেশী সময় ধরে পড়াতে পারেন।

একদিন আমাদের এক বান্ধবী উনার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ করে। স্যার তাকে বাসায় যেতে বলেছে। সে তখন উত্তরে বলেছে ঠিক আছে স্যার আমরা সবাই মিলে একদিন আপনার বাসায় গিয়ে আপনাকে রান্না করে খাওয়াবো। স্যার বলেছে সবাই না তুমি একা এসো(স্যারের স্ত্রী চাকুরীর সুত্রে অন্য শহরে থাকেন)। স্যার নাকি তাকে বলেছে, তুমি ভাল ছাত্রী, তোমার পক্ষে ফাস্ট ক্লাশ পাওয়াও সম্ভব কিন্তু আমার বাসায় না আসলে তোমার দিকে সুদৃষ্টি কিভাবে পড়বে?

একদিন রাত বারোটার পর কম কলরেটের কারনে সেই বান্ধবীকে ফোন দিয়েছিলাম পড়াশুনা এবং খাজুরে আলাপ করার জন্য। কিছুক্ষণ কথা বলার পর সে বলে কুত্তাটা(স্যার) আমাকে ফোন দিচ্ছে। তুই রাখ ফোন না ধরলে যদি পরিক্ষায় ফেল করিয়ে দেয়।

আমার সেই বান্ধবী স্যারের ফাস্টক্লাশ পাওয়ার প্রলোভনে পড়েনি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেয়েরাই শিক্ষকদের এসব প্রলোভনের শিকার হয়। শিক্ষকদের এমন চরিত্র আমরা দেখতে চাই না। আমরা তাদের পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া নিতে চাই।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

পার্থ তালুকদার বলেছেন: ঘটনা সত্যি হলে তা খুবই দু:খজনক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি না হওয়ার কিছু নেই পার্থ ভাইয়া, এমন ঘটনা অহরহ ঘটছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল মন্দ সব জায়গাতেই আছে সেটা শিক্ষকের মধ্যেও।
শিক্ষক বলেই যে সে তিনি ভাল এই ধারনা এখন মনে হয় সমাজে নেই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

তারেক_মাহমুদ বলেছেন: কিন্তু শিক্ষককে আমরা আমাদের আদর্শ হিসাবে দেখতে চাই, মন্তব্যের জন্য ধন্যবাদ সোহেল ভাই।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

জাহিদ অনিক বলেছেন:

শিক্ষক শব্দটা পবিত্র। উনি সেই শব্দ ধারণ করতে পারলেন না। উনার জন্য দু:খ প্রকাশ করছি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: সঠিকই বলেছেন ভাইয়া।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

কামরুননাহার কলি বলেছেন: বিশ্বাস করতে মনে বাধে, যে শিক্ষকরা এমনও আচারণ করে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই আপু, আমরা শিক্ষকদের সম্মান করেতে চাই, কিন্তু কিছু কুলাঙ্গারের কারনে গোটা শিক্ষক সমাজের বদনাম হয়।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

আটলান্টিক বলেছেন: চাঁদগাজী সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে ভাল হতো।এইসব সমস্যা হতো না :) :) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

তারেক_মাহমুদ বলেছেন: ভালই বলেছেন ভাইয়া, তবে মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন না হলে, এসব কোনদিন ই বন্দ হবে না।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইখানেই শিক্ষক হবার তার যাবতীয় যোগ্যতা, যোগ্যতাহীন হয়ে পড়ে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: ইনারাই বিভিন্ন মিটিং এ সেমিনারে জ্ঞানের কথা শুনান, মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


শিক্ষকতায় অনেক দুষ্ট লোক স্হান পেয়ে গেছে; ছাত্রদের উচিত এদেরকে কৌশলে বের করে দেয়া

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

তারেক_মাহমুদ বলেছেন: ছাত্ররা নিজেদের ভবিষ্যৎ এর কথা ভেবে কিছুই করতে পারেনা, এরা পার বার বারই পার পেয়ে যায়।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

জনৈক অচম ভুত বলেছেন: একজন শিক্ষক কিভাবে নিজেকে এত নীচে নামাতে পারে ভাবতে গেলে অবাক হতে হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: আমারো আপনার মতই অবাক লেগেছিল ভুত ভাইয়া।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল-মন্দ সবকিছু মিলে দুনিয়া।


একজন শিক্ষক খারাপ মানে সব শিক্ষক খারাপ ঠিক নয়।


এ ঘটনাটা সত্যিই দু:খজনক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

তারেক_মাহমুদ বলেছেন: আমিও তাই বলতে চেয়েছি ভাইয়া, দু একজন কুলাঙ্গার গোটা সমাজের প্রতিনিধি হতে পারে না।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

মাহের ইসলাম বলেছেন: Hope his true character will be known to others soon.

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: সম্ভাবনা খুব কম ভাইয়া, অনেকেই এমন কাজ করে পার পেয়ে যাচ্ছে।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮

বিজন রয় বলেছেন: ?????

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫১

তারেক_মাহমুদ বলেছেন: এত প্রশ্ন দাদা? এমন ঘটনা বিশ্ববিদ্যালয়গুলোতে হরহামেশায়ই ঘটছে।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮

বিজন রয় বলেছেন: !!!!!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আমি এমন ঘটনা অন্য বিশ্ববিদ্যালয় এর ছাত্রদের মুখে আরো শুনেছি।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

কালীদাস বলেছেন: আছে এরকম বেশ কিছু কুলাঙ্গার। কয়েকটা আছে অসম্ভব ইচিং টাইপের, শালীনতার সীমার মধ্যে থেকে ক্ষণে ক্ষণে ফোন করে যন্ত্রণা করে ছাত্রীদের। কিছু বলতেও পারে না ছাত্রীরা।

এই ব্যাধির প্রতিকার আমার জানা নেই। বড়জোর ধর্মের পথে আসার কথা বলতে পারি, নৈতিকতার কথা বলতে পারি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আমিও তাই বলতে চেয়েছি, কিছু কুলাঙ্গার গোটা শিক্ষক সমাজের প্রতিনিধি নয়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য কালিদাস ভাইয়া।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

সজিব। বলেছেন: কেউ প্রলোভন দেখায় আর কেউ কেউ প্রলোভিত হয়। অপেক্ষা ঐ মুহুর্তের যেদিন তারা প্রতিবাদি হয়ে উঠবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: মাঝেমাঝেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা প্রতিবাদী হয়ে ওঠে, তবুও মাঝে মাঝে এ ধরনের ঘটনা শোনা যায়, মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.