![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
আমার বাসার বাড়িওয়ালী আন্টির বিড়াল এবং কুকুরের প্রতি দারুণ ভালবাসা। উনার চারটা বিড়াল দুইটা কুকুর আছে। বাসাটাকে উনি একটা মিনি চিড়িয়াখানা বানিয়ে ফেলেছেন। বাসার সোফা,বিছানাসহ সর্বত্রই কুকুর বিড়ালের সাথে মানুষের সহঅবস্থান। কিছুদিন আগে ওনার একটা বিড়াল মারা গেছে, সেই বিড়ালের কথা বলতে গিয়ে আমার বউয়ের সামনে আন্টি কেঁদেই দিয়েছিলেন,চোখদুটো পানিতে নাকি ছলছল করছিল। কয়েকদিন আগে আন্টিকে দেখলাম একটা বিড়ালকে কোলে নিয়ে রিকশায় উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম
-আন্টি কোথায় যাচ্ছেন? আন্টি বললেন
-বিড়ালটা কিছুই খাচ্ছে না তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমার খুবই কৌতুহল হল বিড়ালের ডাক্তারের ভিজিট কত জানার জন্য,আন্টিকে জিজ্ঞাসা করেই ফেললাম। বললেন ৭০০টাকা,আরো একটি তথ্য নিজে থেকেই দিলেন যেমন তিন হাজার টাকা খরচ করে বিড়ালকে ভ্যাকসিন দিয়েছেন।
মাঝে মাঝে বাসার দারোয়ানকে গ্যারেজে আট দশ কেজি সিলভার কার্প, তেলাপিয়া মাছ কাটতে দেখি যেগুলি বিড়ালের খাদ্য। দারোয়ান এর কাছে জিজ্ঞাসা করলাম আন্টি সেদিন বিড়ালকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার কি বলেছে জানেন? বললো
-হ জানি, ডাক্তার নাকি বলেছে বিড়ালের মাছ খেতে খেতে রুচি নস্ট হয়ে গেছে হয়ে গেছে তাই মাংস খাওয়াতে। আন্টি তাই বিড়ালের জন্য ব্রয়লার মুরগি এনেছেন। আন্টির প্রাণীদের প্রতি ভালবাসা অবশ্যয়ই অনুকরণীয়।
কিছুক্ষণ আগে যে দারোয়ানের কথা বলছিলাম যাকে দিয়ে আন্টি বিড়ালের জন্য মাছ কোটায় সেই দারোয়ান আমাকে বেশ সম্মান করে। কারণ আমি তাকে মাঝেমাঝেই দশ বিশ টাকা দেই চা খাওয়ার জন্য,ঈদের সময় ভাল বকশিশ দেই। গত রমজানে দারোয়ান মামা আমাকে বললো,
-আমি এই বাসায় আর কাজ করবো না, আমি বললাম কেন? দারোয়ান মামা বললেন,
-এত বড় দিন ইফতারে শুধু মাত্র একটু ছোলা পিয়াজু মুড়ি আর সেহেরিতে ভাত দেয়। উনি ক্ষুধার কষ্টে চাকুরী ছেড়ে দিতে চান। আমি মামাকে ডেকে আমার বাসায় এনে ভাত খাওয়ালাম। ভাত খেতে খেতে আরো কিছু তথ্য দিলেন যেমন :আন্টির বাসায় তিন ধরনের খাবার রান্না হয়। একটা নিজেদের জন্য, একটা বিড়াল কুকুরের জন্য, আর এক ধরনের খাবার কাজের লোকেদের জন্য।
স্বামী বিবেকানন্দ আজ বেচে থাকলে আর এই গল্প শুনলে আমার মনে হয় 'জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর' এই বাণী তুলে নিয়ে বলতেন, 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই '।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
তারেক_মাহমুদ বলেছেন: এর উওর জানা নেই আমার ভাইয়া।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
জীবের প্রতি মমতা ভালো, মানুষ জীবের ক্ষতি না করলেই হলো
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২
তারেক_মাহমুদ বলেছেন: সঠিকই বলেছেন গাজী ভাই, আমার মনে হয় আগে মানুষ পরে অন্য প্রাণী।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: হা হা হা হা ..... ভয় পেলেন নাকি?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: ভয় পাবো কেন দাদা? পোষা প্রাণীর প্রতি ভালবাসা থাকা ভাল তবে বেশী আদিখ্যেতা আমার পছন্দ নয়।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
বিজন রয় বলেছেন: হা হা হা .... আমি অন্য লাইনে কথা বলেছিলাম।
যাক বাদ দেন।
শুভকামনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৮
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ দাদা
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
কালীদাস বলেছেন: পেট এনিমেলের প্রতি আলাদা টান থাকতেই পারে কারও। পশ্চিমা দেশগুলোতে অনেক বয়ষ্ক লোকজনের জীবনের একমাত্র সহচর এই পোষা কুকুর বা বিড়াল। বাংলাদেশে সেভাবে কখনও হয়নি বলে সামনেও হবে না সেটা বলা টাফ। যে কারণে কাজের লোকের খাবারের সাথে বিড়ালের খাবার কম্পেয়ার করলে খুবই বাজে মনে হবে মহিলাকে। আরেকটা জিনিষ হচ্ছে বাংলাদেশে ঘরের কাজ যারা করে, তারা শুরুতেই কনটাক্ট করে নেয় বেতন এবং সুবিধা কি কি পাবে। এই আদারস ফ্যাসিলিটি সাধারণত ২/১ বেলার খাবার এবং বোনাস হয়। দারোয়ান যদি মনে করেন তার কন্টাক্টে যা দেয়ার কথা ছিল সেটা পাচ্ছে না, সেক্ষেত্রে তার কাজই করার কথা না ঢাকার বেশিরভাগ জায়গার সাপেক্ষে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫
তারেক_মাহমুদ বলেছেন: আমিও সেটাই বলার চেষ্টা করেছি, পোষা প্রাণীদের প্রতি ভালবাসা থাকা অন্যায় নয়, পাশাপাশি আশেপাশের মানুষগুলোর দিকেও খেয়াল রাখা উচিৎ। ধন্যবাদ কালীদাশ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮
আবিদা সিদ্দিকী বলেছেন: মানুষের সাইকোলজি বোঝা মুশকিল। পোষা প্রাণী কিংবা গৃহকর্মীর কথা ছেড়ে দেই, দেখা যায় একজন মানুষ দুই সন্তানের মধ্যে বৈষম্য করেন। একজনকে তার পছন্দের খাবার দিচ্ছেন হাসতে হাসতে আবার অন্যজনকে খেতে না চাইলে বকাঝকা করছেন। যে মানুষ নিজের ঘর ধুয়েমুছে ঝকঝকা রাখেন তিনিই আবার বাইরে বা কারো বাসায় গেলে পরিচ্ছন্নতার ধার ধারেন না। একটা বয়সে চট করে জাজমেন্টাল হয়ে যেতাম, মানুষকে সহজেই ভালো/খারাপ বলে দিতাম কিন্তু এখন দ্বিধায় ভুগি। একই মানুষ ভিন্ন ভিন্ন চ্যাপ্টারে ভিন্ন ভিন্ন ভাব প্রকাশ করে। ধন্যবাদ তারেক।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আবিদা আপু সুন্দর মন্তব্যের জন্য, আসলেই মানুষ একটি বিচিত্র প্রাণী।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
শাহিন-৯৯ বলেছেন: বিজন রয় দাদা সম্ভবত মানুষরুপী .......বুঝিয়েছেন।
মহিলার এই আচরণ অমানবিক।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৫
তারেক_মাহমুদ বলেছেন: সেটি বুঝতে পেরেছে, আমার বক্তব্য হচ্ছে আমরা মানুষকে ভালবাসবো, তারপর পোষা প্রাণীকে। ধন্যবাদ শাহীন ভাই।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬
নতুন বলেছেন: আমার মনে হয় ঔ আন্টি যা নিজে খান তাই উনাকে খেতে দিয়েছেন।
বয়স্ক মানুষ আর যদি বাড়িতে লোক বেশি না থাকলে অবশ্যই ইফতারিতে বড় আয়োজন করা হয় না।
যদি বাড়ীতে অনেক আয়োজন হয় আর ঐ লোককে কম খেতে দেয় তবে আন্টির সমালোচনা করা যায়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: নতুন ভাইয়া/আপু আপনি মনে হয় একটা কথা মিস করে গেছেন, আন্টির বাসায় তিন রকমের খাবার রান্না হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫
হাঙ্গামা বলেছেন: বদ মহিলা।
ছোটলোক।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: বিবেকানন্দের মৃত্যুর বহু বছর পরে, রবীন্দ্রনাথ ঠাকুর ফরাসি নোবেল লরিয়েট রম্যাঁ রল্যাঁকে বলেছিলেন, "যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তাঁর মধ্যে সবকিছুই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
তারেক_মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন রাজীব ভাই,সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
অর্ক বলেছেন: আপনার লেখাটা পড়লাম। গৃহপালিত পশুর প্রতি অনেকেরই ওরকম ছেলেমানুষি ভালবাসা থাকে। যা বাইরের লোকদের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। হয়ও। অস্বাভাবিক নয়। অনেক সাধারণ মানুষকেও দেখেছি, গৃহপালিত গরু বাছুরের মৃত্যুতে শোকাতুর হতে। ওই দারোয়ান মামাও হতে পারে, উত্তেজিত মুহূর্তে একটু বাড়িয়ে বলেছে। নিঃসন্দেহে সকলেরই উচিৎ তাদের অধীনস্থদের যথাসম্ভব সন্তুষ্ট রাখা।
আমি যখন স্কুলে পড় তখন আমার একটা পোষা বিড়াল ছিল। বিড়ালটাকে আমি অস্বাভাবিক ভালবাসতাম। একসাথে ঘুমোতাম। আমার সারা কামড়ে হাচড়ে ক্ষতবিক্ষত করতো। হয়তো কখনও লিখবো ঘটনাটা। আপনার কাছে ওটাও অস্বাভাবিক মনে হবে। কিন্তু কখনও কোনও পোষা প্রাণীর সাথে কিছুদিন থাকলে বুঝবেন, অদ্ভুত একটা মায়া তৈরি হয়ে যায়।
ভালো লাগলো পোস্টটি। শুভকামনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: অর্ক ভাইয়া চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ, আমার পোষ্টটি আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
আমাদের ও একটা কুকুর ছিল ,সেই কুকুরটিকে নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম, অনেকেই প্রশংসা করেছিলেন আপনি পড়ে দেখতে পারেন আশাকরি ভাল লাগবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
তারেক_মাহমুদ বলেছেন: Click This Link
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
ওমেরা বলেছেন: শখের তোলা আশি টাকা নাকি , এরকম একটা কথা আছে। যাই হোক কুকুর বেড়াল পোষা উনার শখ । শখের পিছনে লাখটাকা খরচ করতে কষ্ট লাগে না । কাজের লোক প্রয়োজনীয় তবে শখ না তাই এদের পিছনে খরচ করতে কষ্ট লাগে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর কথা বলেছেন ওমেরা ভাইয়া/আপু, সবই ঠিক আছে সামর্থ্য থাকা পর ও আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে খেয়াল না রাখা অন্যায়। প্রাণীর প্রতি ভালবাসা থাকতেই পারে।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
ওমেরা বলেছেন: আমি একজন মেয়ে তাই নিঃসন্দেহে আপু বলতে পারেন ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু জেনে খুশি হলাম।
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
আটলান্টিক বলেছেন: দেরি করে ফেললাম নাকি?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
তারেক_মাহমুদ বলেছেন: সমস্যা নেই ভাইয়া,দেরী হয়েছে তো কি হয়েছে? মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১
আবু তালেব শেখ বলেছেন: মানুষে বেইমানি করবে কিন্তু কুকুর,বেড়ালে বেইমানি করবে না। ওরা প্রভুর প্রতি আনুগত্য পোষন করে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: তা অবশ্য সঠিকই বলেছেন। কুকুরের প্রভুভক্ততার গল্প নিয়ে লেখাটি পড়ে দেখতে পড়ে দেখতে পারেন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০
তারেক_মাহমুদ বলেছেন: Click This Link
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২
অয়ি বলেছেন:
হয়তো উনি কোন কারনে মানুষের প্রতি বিরক্ত ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
তারেক_মাহমুদ বলেছেন: হতেও পারে আপনার কথাই সঠিক।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯
বিজন রয় বলেছেন: বাংলাদেশে মানুষ বেশি না কুকুর বেশি??