নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

১০ টাকায় চাল পেতে চাই না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

বর্তমানে চাউলের দাম অনেকের কাছেই একটা অস্বস্তির বিষয়। মোটা চাউলের কেজি ৪৫-৫০ টাকা, চিকন চাউল ৫৫-৭০ টাকা পর্যন্ত। এই দামে চাল কিনতে অনেকেই হিমসিম খাচ্ছেন। চালের এই বর্ধিত দামে কৃষক খুব একটা আহামরি লাভবান হচ্ছে না। কৃষকের পকেটে যাচ্ছে ৩০-৩৫ টাকা আর পুরো টাকাই চলে যাচ্ছে মধ্যস্বত্তভোগীদের দখলে। প্রতিকেজি চাউলে কৃষকের লাভ ২-৫ টাকা। অথচ এই চাউল উৎপাদনের পিছনে রয়েছে কৃষকের এক অমানুষিক পরিশ্রমের গল্প। সাথে উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলছে, সার ঔষধ ডিজেলের দাম আকাশচুম্বী।

একসময় চাউলের বাজার ক্ষুদ্র ব্যাবসায়ীরা নিয়ন্ত্রণ করলেও এখন এই বাজার বড় বড় কোম্পানির সিণ্ডিকেট এর হাতে জিম্মি। বর্তমানে প্রাণ, এসিআই, রশিদএগ্রো মত আট দশটি কোম্পানির হাতে গোটা চালের ব্যবসার নিয়ন্ত্রণ। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ পথে বসার যোগাড় নওগাঁ, পাবনা, কুষ্টিয়া এলাকার হাজার হাজার চাতাল বন্দ হয়ে গেছে এরই মধ্যে, আরো হাজার হাজার বন্দ হওয়ার পথে।

আমরা সবাই কমদামে চাউল পেতে চাই। সেই কমদামটা নিশ্চয় দশ টাকা নয়? এককেজি চালের উৎপাদন খরচ যেখানে ২৫-৩৫ টাকা সেখানে ১০টাকায় চাল খেতে চাওয়াও যেমন অন্যায়, আবার কেউ যদি বলেন আমরা ক্ষমতায় আসলে চাউলের দাম দশ টাকা হবে সেটাও অন্যায়। আমরা কেন কৃষকের পেটে লাথি মেরে তাদের উৎপাদিত ফসল এত কম দামে পেতে চাইবো?আমাদের কৃষক ভাল থাকুক আমরাও কম দামে চাউল পেতে চাই,তাই সিন্ডিকেট এর দৌরাত্ম্য কমানো জরুরি। আমার মতে মোটা চালের যৌক্তিক দাম হওয়া উচিৎ ৩৫-৪০ টাকা চিকন চাউলের দাম হওয়া উচিৎ ৫০-৫৫টাকা।

আমরা দশ টাকায় চাউল খেতে চাই না,আমরা চাই আমাদের কৃষক ভাল থাকুক আমরাও ভাল থাকি।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

হাঙ্গামা বলেছেন: ম্যাক্সিমাম ৫৫ টাকা চিকন চালের দাম ঠিক আছে।
অর্থমন্ত্রী বলছেন কোন চালের দাম ৪০ এর কমে আসা উচিত না। এই কথার সাথে ও একমত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

তারেক_মাহমুদ বলেছেন: আমার মনের কথাই বলেছেন

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

হাঙ্গামা বলেছেন: সিন্ডিকেটের হাত থেকে বাজারের নিয়ন্ত্রন কেড়ে নিতে সরকার ব্যর্থ।
আমার তো মনে হয় বড় অঙ্কের মাসোহারা নিয়েই আদের হাতে বাজার ছেড়ে দেয়া হয়েছে।
এর জবাব দিতে হবে একদিন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: রশিদ সাহেবদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা সরকারের নেই।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

সামিয়া বলেছেন: ভালো বলেছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু, ভাল লাগলো মন্তব্য পেয়ে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

কামরুননাহার কলি বলেছেন: আপনি হয়তো ৪০ থেকে ৫৫ টাকার চাল কিনে খেতে পারবেন কিন্তু যাদের মাসে ৫০০০ হাজার কেনো ২০০০ হাজার টাকারও ইনকাম নাই তারা খাবে কি?
বলেছেন কৃষকদের পেটে লাথি দিবো আমরা। হতে পারে দিবো। কিন্তু এটারও তো একটা বিহিত আছে তাই না। সার, ঔষুধ, কীট-নাশক, যন্ত্রপাতি এগুলোর দাম কমালেই তো আর কেউ লাথি মারে না কৃষকের পেটে। তাই যারা মাসে ২০০০ হাজার টাকাও ইনকাম করছে না তাদের সাথে আমরা কি করলাম বলুন তো ভাইয়া। বরাবরই অত্যাচার কি নয় এটা?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

তারেক_মাহমুদ বলেছেন: সার ঔষধদের দাম কমালে উৎপাদন খরচ এমনিতেই কমে যাবে। আমি যে দামের কথা লিখেছি তা উৎপাদন খরচ বিবেচনা করে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কলি আপু।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: চিকিন চাল-৪০-৪৫/- ও মোটা চাল-৩০-৩৫/- হলে সবচেয়ে ভাল। কারণ প্রতিদিনই ভাত খেতে হয়, ভাত আমাদের প্রধান খাদ্য। তাই অবিলম্বে চালের দাম কমানো উচিৎ।

সুন্দর বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, সিন্ডিকেট এর দৌরাত্ম্য না কমলে চালের দাম কমবে না

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

আটলান্টিক বলেছেন: এটা হচ্ছে জনগণ ও কৃষকদের মূর্খামির ফসল :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

তারেক_মাহমুদ বলেছেন: কৃষকরা আবার কি করলো, তারা কি ফসল ফলিয়ে ভুল করলো?

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

মোস্তফা সোহেল বলেছেন: এ দেশে কৃষকের কথা কেউ কি ভেবেছে কোনদিন?
একটা দেশের প্রধান খাদ্যের দাম বেড়ে গেলে তার প্রভাব সব জায়গাতেই পড়ে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: কৃষকের কথা কেউই ভাবে না সোহেল ভাই

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে এমনটাই হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: কোন সরকারই কৃষক বান্ধব নয়।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

ওমেরা বলেছেন: আপনার লিখার সাথে সহমত ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

তারেক_মাহমুদ বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ ওমেরা আপু ।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

কালীদাস বলেছেন: পলিটিকাল লেখার কমেন্ট করাও ভীতিজনক এই জমানায় :(

চালের দাম দশ টাকা কেউ চাইলেই করতে পারবে না; পাওয়ারে যেই থাকুক না কেন। কারণ প্রতিটা সেক্টর আরও অনেকগুলো সেক্টরের সাথে সাবসিক্যোয়েনশিয়ালি জড়িত। দাম এতটা কমাতে হলে সার, কীটনাশক, বিদ্যুৎ, পরিবহন খরচ, মধ্যসত্ত্বভোগীর লাভ, প্রতিবেশি দেশগুলোতে দাম, চালের বিকল্প কৃষিজাত দ্রব্যগুলোর বর্তমান দাম .... এরকম আরও অসংখ্য জিনিষ নিয়ে আগে ভাবতে হবে। অথবা টাকার দাম বাড়াতে হবে যেন বর্তমান ৫০ টাকা নতুন দশ টাকার ইক্যুইভ্যালেন্ট হয়। মুহিত জ্যাঠা খুব ভুল কিছু বলেন নাই এত দিক চিন্তা করলে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: ভাইয়া বিষয়টা পলেটিক্যাল হলেও সমস্যাটা সাধারণ মানুষের। একদিকে কৃষক নায্যমুল্য পাচ্ছেনা অন্যদিকে সাধারণ মানুষকে চড়া দামে খাদ্যদ্রব্য কিনতে হচ্ছে। মাঝখানে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.