নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বুমেরাং

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আমার সাবেক অফিসের একজন জুনিয়র কলিগ অন্য অফিসে ভাল অফার
পাওয়ায় রিজাইন লেটার দিল। কোম্পানির সিইও তাকে প্রথমে দুই একবার অনুরোধ করলেন থাকার জন্য, কিন্তু ছেলেটি রাজী হল না। তখন সিইও স্যার রেগে গেলেন খারাপ ব্যবহার করলেন বললেন
- তুমি এই মুহুর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও আর কোনদিন এই অফিসে ঢুকবে না। ছেলেটি দুঃখ পেল, সে ভেবেছিল সবার কাছ থেকে ভালভাবে বিদায় নিয়ে চাকুরী ছাড়বে কিন্তু সিইও স্যার তার আশা পূর্ণ হতে দিল না।

কিছুদিন পর অফিসের এমডি সিইও স্যারের কোন একটি কাজে ভিষন অসন্তুষ্ট হলেন। একদিন ডেকে নিয়ে বললেন
- তুমি কোন কাজেরই নও। তোমাকে এত টাকা দিয়ে পুষে আমার লাভ কি? তুমি সোজা বেরিয়ে যাও আর কোনদিন আমার অফিসে ঢুকবে না।
ব্যাচারা সিইও নিজের অফিস রুম থেকে নিজের প্রয়োজনীয় জিনিষপত্রগুলোও নেওয়ার সুযোগ পাননি।


একটি রুপকথার গল্প :

একদেশে ছিল এক কবি রাজা। সেই রাজ্যের প্রজারা কবি রাজার প্রতি সন্তুষ্ট ছিলেন না। তাই একদিন গনঅভ্যুত্থানের মাধ্যমে কবি রাজা ক্ষমতাচ্যুত হন। পুতুল রাণী ক্ষমতা গ্রহণ করলেন,এবং কবি রাজাকে কারাগারে নিক্ষেপ করলেন। পতিত কবি রাজা কারা অভ্যন্তরে একটি বরই গাছের চারা রোপন করলেন পুতুল রাণীর জন্য। এরপর কবি রাজা একসময় কারাগার থেকে মুক্তি পেলেন। ততদিনে বরই গাছটি বড় হয়ে গেছে। গোপালী রাণী ক্ষমতা গ্রহণ করলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস কোন এক বরই মৌসুমেই সেই পুতুল রাণীও সেই একই কারাগারে বন্দী হলেন। বরই গাছটি তখন পাকাপাকা টসটসে টক বরই এ পরিপূর্ণ। পুতুল রাণী সেই গাছের বরই চেখে দেখেছিলেন কিনা জানা নেই। তবে বরই গাছটি দেখে পতুল রাণী ভাবতে লাগলেন গোপালী রাণীর জন্য কি গাছের চারা লাগলো যায়? এর পরের কাহিনী অজানা।

বি:দ্র: এটি একটি কাল্পনিক গল্প, এর সাথে বাস্তবের কোন ব্যাক্তি বা চরিত্রের মিলে যাওয়া নিতান্তই কাকতালীয়।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


এটা কাল্পনিক? এটা তো বাইবেলে আছে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

তারেক_মাহমুদ বলেছেন: তাই নাকি? হা হা হা মন্তব্যের জন্য ধন্যবাদ গাজী ভাই।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একটি রূপকথার গল্প পড়ে কিছুই বুঝতে পারলাম না। এটা কি বাংলাদেশের পটভূমিকার কোন রূপকথা? :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: এটি একটি কাল্পনিক রুপকথা, দেশ বিদেশের কোন গল্পের সাথে কেউ মিল খুঁজতে চায় তবে সেটা নিজ দায়িত্ব এ খুঁজে নেবেন
মন্তব্যের জন্য ধন্যবাদ সম্রাট ভাই।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেলগাছ লাগালে ভাল হবে! :P

কথায় আছে না- ন্যাড়া দুবার বেলতলায় যায়না! এই বাক্যের চর্চা করতে করতে ভাববে ইশ কি ভুলটাইনা করেছিলাম পুতুল রানীরে বন্দী করে! :-/
এখন আবার বেলতলায় আসতে হল :-B :-B :-B

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: ভাল সাজেশন দিয়েছেন, পুতুল রাণীর কাছে এই সাজেশন পৌঁছালে নিশ্চয় বেল গাছই লাগাতেন। ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাইয়া।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

জোকস বলেছেন:



বল্টু দেরী করে যাওয়ায় অফিসের বস রেগে বললেন 'আজ থেকে তোমার চাকরী নট'
বল্টু মনের দুক্ষে বাড়ি চলে গেল এবং প্রতিদিন রাতে বসের বাসার সামনে পায়খানা করেতে লাগলো।
একদিন বল্টু ধরা খেল!
বস বলল- 'তোর চাকরী খেয়েছি বলে তুই আমার বারির সামনে হাগবি? X((
বল্টু- 'জি না স্যার, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে, আমার চাকরী নেই বলে আমি না খেয়ে থাকিনি। :-P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ দারুণ একটি জোকস শোনানোর জন্য। ভাল থাকুন জোকস ভাই।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: অন‍্যের সাথে অন‍্যায় করলে নিজেও শাস্তি পাবেন এমন কিছু বুঝাতে চেয়েছেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০১

তারেক_মাহমুদ বলেছেন: জি আপু, এটাই এই গল্পের মুল বক্তব্য।মন্তব্যের জন্য ধন্যবাদ হাফসা আপু।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: প্রতিটা অফিসেই হাজার লক্ষ গল্প আছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৩

তারেক_মাহমুদ বলেছেন: তাতো বটেই, এই গল্পের মুল বক্তব্য হল কারো সাথে অন্যায় করলে একসময় সেটা নিজের উপরই ফিরে আসে। মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: কাল্পনিক গল্প হলেও বাস্তবতার সাথে মিল খুজে পেলাম বেশ খানিক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫

তারেক_মাহমুদ বলেছেন: মিলতো পাবেনই গল্পতো জীবনেরই অংশ। মন্তব্যের জন্য ধন্যবাদ শাহরিয়ার কবির ভাইয়া।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

যবড়জং বলেছেন: এতো মজার মজার রুপকথার গল্প কোথায় যে পান ? :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: এই দেশটাই একটি রুপকথা দেশ, এখানে আশেপাশে ছড়িয়ে আছে হাজারো রূপকথার গল্প। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চাঁদগাজীর বাইবেলে আছে, তিনি একটা বাবলা গাছ লাগাইয়া আসছিলেন। (কারা সুসমাচার:: শ্লোক ৬৬৬)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা ভাল বলেছে ভাইয়া। ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী ভাইয়া।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

আবু তালেব শেখ বলেছেন: লেখায় রাজনিতির গন্ধ পাচ্ছি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: একটি রূপকথার গল্পেও রাজনীতি? মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০১

কালীদাস বলেছেন: পয়লা ঘটনায় একটা জিনিষ বুঝলাম না। সাধারণত সিইও (চীফ এক্সেকিউটিভ অফিসার) সবচেয়ে বড় পোস্ট, এমডি (ম্যানেজিং ডিরেক্টর) তার নিচে হওয়ার কথা না?

সেকেন্ডটা: =p~

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০০

তারেক_মাহমুদ বলেছেন: আমি যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি সবগুলোতেই এম ডি,সিইওর চেয়ে বড় পোষ্ট। একটি প্রতিষ্ঠানেতো মালিক নিজেই এমডি ছিলেন। অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যাপার আমার জানা নেই।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

রায়হান চৌঃ বলেছেন: শফি হুজুর হলে নিষ্চিৎ তেতুল গাছ লাগাইতেন...... তবে সম্ভাবনা একে বারে উড়িয়ে দেয়া যায় না

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

তারেক_মাহমুদ বলেছেন: ভাল বলেছেনতো ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি নিতি ম্যাসেজ বহনকারীও রসালো পড়ে ভালো লাগল। ৪মন্তব্য জোকসের জোসকটাও ভালো লাগল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: হুম জোকস ভাইয়ের জোকসটা জটিল। পড়ার জন্য ধন্যবাদ সুজন ভাই।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

ওমেরা বলেছেন: কথায় আছে না,পরের জন্য গর্ত খুড়লে নিজে পড়ে সেই গর্তে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

তারেক_মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন আপু, মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

কামরুননাহার কলি বলেছেন: আমি একটু ধিদায় পরে গেলাম, অফিসের কথা এবং রূপকথার গল্প দুটির মধ্যে কিছু খুজে পেলাম না। দুটিকে আমি গুলিয়ে ফেললাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

তারেক_মাহমুদ বলেছেন: কষ্ট করে আর একবার পড়ুন, অথবা ওমেরা আপু, এবং নুর ই হাফসা আপুর কমেন্ট পড়ুন তাহলে গল্পের মুল বক্তব্য বুঝতে পারবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া বুজতে পেরেছি এখন। মানি এখানে তুলে ধরা হয়েছে যে, যে ব্যক্তি অন্য একজনকে কষ্ট দেয় তাকেও সেই একই কষ্ট পেতে হয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু আবারো পড়ার জন্য। ভাল থাকুন সব সময়।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

উম্মে সায়মা বলেছেন: ভালো ম্যাসেজ দিয়েছেন। আমিও বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে একমত। বেলগাছ লাগানো উচিৎ B-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপুনি, ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.