নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পুশিং সেল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

আমাদের একজন খুব স্মার্ট ম্যাডাম ছিলেন ম্যাডামের বয়স ম্যাডাম ৮০+, এই বয়সেও ভিশন স্মার্ট। উনি শাড়ি, ব্লাউজ, জুতা,ব্যাগ ম্যাচিং করে পরতেন। ম্যাডামের রুপের প্রশংসা করলেই ম্যাডাম মুচকি হাসি দিতেন। একদিন আমাদের বন্ধু জিয়া বললো ম্যাডাম আপনিতো আমাদের আইডল আপনাকে দেখে বেচে থাকার অনুপ্রেরণা পাই ।অন্য একদিন ম্যাডামের বয়স জিজ্ঞাসা করায় হেসে বলেছিলেন
-ভদ্র মহিলাদের বয়স জিজ্ঞাস করতে হয় না এটা কি জানো না?

ম্যাডাম প্রতিদিন খুব সুন্দর সেজে গুজে ক্লাশে আসতেন। ক্লাসের অনেকেই কারনে অকারনে ম্যাডামের মন জয় করার জন্য অহেতুক প্রশংসা করতো,যেমন :
ম্যাডামের একটা কলাম ইনকিলাব এ ছাপা হয়েছিল সেটা আমরা জানতামও না, একদিন ম্যাডামই বললেন
-আমার একটা লেখা ইনকিলাব এ ছাপা হয়েছে তোমরা পড়েছো? আমাদের এক বন্ধু বলে উঠলো
-আপনার লেখা পড়ার জন্য হলের পেপার রুমে গিয়ে দেখি ছাত্রদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে , তাই আমি পড়ার সুযোগই পায়নি। আমার রুমমেট পড়েছে,ও বলেছে ও নাকি জীবনেও এত সুন্দর লেখা পড়েনি। বুঝুন তেল দেওয়ার মাত্রাটা? ম্যাডামও বুঝতেন তাকে তেল মারা হচ্ছে তবুও তিনি খুশিই হতেন আসলে পৃথিবীর প্রতিটি মানুষই নিজের প্রশংসা শুনতে পছন্দ করে ম্যাডামও এর ব্যতিক্রম নন।

একদিন ম্যাডামের রুমে দেখলাম নতুন বইয়ের বিশাল গাট্টি। কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম ম্যাডামের কবিতার বই বের হয়েছে। সেদিন ক্লাশে এসে ম্যাডাম বললেন তোমরাতো অনেকেই আমার লেখার ভক্ত তাই তোমাদের জন্য আমার কবিতার বই নিয়ে আসলাম। সবাই ১৫০টাকা বের কর। সবার মুখ শুকিয়ে গেল। ম্যাডাম মুচকি মুচকি হাসছেন। এই হাসির অর্থ তোমরা চল ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। সেদিন থেকেই ম্যাডাম বিভিন্ন ইয়ারের ছাত্রদের কাছে উনার বই পুশিং সেল শুরু করলেন।আমরা অনেকেই বিরক্ত ছিলাম ম্যাডামের এই কাজে। ম্যাডাম ছাত্রছাত্রীদের লিস্ট করা শুরু করলেন কে কে উনার বই কিনছে তাদের। অনেকেই বাধ্য হয়ে আবার অনেকেই তোষামোদ করার জন্য ম্যাডামের কবিতার বই কিনেছিল।

সেদিন ম্যাডামের এই পুশিং সেলের কারণে বিরক্ত হয়েছিলাম। আজ মনে হয় ম্যাডামতো ঠিকই করেছিলেন, ম্যাডাম এত কষ্ট করে একটা বই লিখেছিলেন। কবিতার বইয়ের বাজার এমনিতেই খারাপ, কেউ কবিতা পড়তে চায় না, তার উপর আমরা ছাত্ররাও যদি উনার বই না কিনি তাহলে উনি কার কাছে বেচবেন উনার বই? ম্যাডাম আজ পৃথিবীতে নেই আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুণ।

এবারের বইমেলায় যেসব কবিদের কবিতার বই বেরিয়েছে তাদের জন্য শুভকামনা।

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আজ কাল এমন ম্যাডাম পাওয়া ভাগ্যের ব্যাপার।

উনি বেহেশবাসী হোক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: ম্যাডাম আসলেই অনুকরণীয় মানুষ, বয়সের কাছে উনি হার মানেননি ম্যাডাম ছিলেন চিরতরুন। ধন্যবাদ মাইদুল ভাই ভালবাসা আপনার জন্য।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার মেডামের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে বলছি, আমার পরিচিত ভার্সিটি লেভেলের কিছু টিচার্স রয়েছেন যারা নিজেদের লেখা প্রচারে নিজেরা এক একজন মহান বিজ্ঞাপন দাতা। বই মানসম্মত না হলেও চাপে পড়ে আপনাকে কিনিতেই হবে।

আপনার মেডামের প্রতি আবারো বিনম্র শ্রদ্ধা। উনার বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ভার্সিটিতে পড়ার সময় ১৫০ টাকাও অনেক বেশী টাকা ছিল তাই সেদিন কিছুটা মন খারাপ হয়েছিল। সৈয়দ ভাই সেফ হইলেন মিষ্টিতো পাইলাম না।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

আরাফআহনাফ বলেছেন: ম্যাডামের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো।
আল্লাহ, তাঁকে বেহেস্ত নসীব করুন - আমীন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় আরাফ ভাই ভালবাসা নিবেন,ম্যাডাম সত্যি আমাদের আইকন, এখনো ডিপার্টমেন্ট এর অন্য স্যারেরা উনার শুন্যতা অনুভব করেন।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবিতার বইয়ের বাজার সবসময়ই খারাপ ছিল। নির্মলেন্দু গুণের বইও নাকি বিক্রি হয় না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় তূর্য্য ভাইয়া, ভালবাসা রইল সুন্দর মন্তেব্যের জন্য। ঠিকই বলেছেন কবিতার বই মানুষ কিনতে চায় না।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

হাসান রাজু বলেছেন: জনাবের কি বই প্রকাশ হয়েছে ? :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

তারেক_মাহমুদ বলেছেন: না ভাই এ ধরনের দুঃসাহস আমার নেই, তবে ড.মাহফুজুর রহমান সাহেবের মত টাকা থাকলে চেষ্টা করতাম। মন্তব্যের জন্য ধন্যবাদ হাসান রাজু ভাই।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ম্যাডামেরও তো ছাত্র-ছাত্রীদের উপরে একটা অধিকার আছে।
তাই এটাকে পুসিং সেল না বলায় ভাল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

তারেক_মাহমুদ বলেছেন: ভাল বলেছেন সোহেল ভাই, আসলেইতো ছাত্রদের উপর শিক্ষকের কিছু অধিকারতো থাকেই। মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

ওমেরা বলেছেন: ছবিটা কি আপনার ম্যাডামের ? প্রশংসা আসলে সবারই ভাল লাগে —— আপনার পোষ্ট ভাল হয়েছে।
এই একটু প্রশংসা করলাম আর কি?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

তারেক_মাহমুদ বলেছেন: জি আপু ছবিটা ম্যাডামের, উনি ব্রেস্ট ক্যান্সারের রোগী ছিলেন কিন্তু উনি সবসময় হাসিখুশি থাকতেন, লেখালেখি করতেন ছাত্রদের সাথে বন্ধুর মত মিশতেন। হা হা হা প্রশংসা পেয়ে খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ওমেরা আপু।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

আবিদা সিদ্দিকী বলেছেন: একজন একবার সম্পর্কের অধিকারে আমাকে দিয়ে রকমারিতে তার বই অর্ডার করিয়েছিল। ২০১৪ সালের কথা । সেই বই এখনো রকমারির প্যাকেটেই আছে। খুলতে ইচ্ছেই করি না। এটা আমার "গোপন ঘাতক" ফরমুলা। সেও খুশি, আমিও সন্তুষ্ট। :D

তারেক, কেমন আছো? ব্লগে খুব কম আসি। আজ এসেই তোমার লেখা পেয়ে গেলাম। তুমি একদমই নিজের মতো লেখো বলেই তোমার লেখা পড়তে ভালো লাগে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

তারেক_মাহমুদ বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগলো আবিদা আপু। আমাদের এই ম্যাডাম খুবই বয়স্ক একজন মানুষ ছিলেন ভালই লিখতেন। উনার সাথে ২০১২সালে আমার শেষ দেখা হয়, তখনি এই ছবিটি তোলা। ছাত্রজীবনে ১৫০টাকা খুবই মুল্যবান ছিল তাই সেদিন খারাপ লেগেছিল।আপনার মত আমারো ম্যাডামের সেই বইটা এখনো পড়া হয়নি দেখি আজ বাসায় গিয়ে খুঁজবো।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপুমনি।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


যেসব কবিদের বই বের হয়েছে, তাঁদের জন্য তা'হলে আপনার শুভ কামনা?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

তারেক_মাহমুদ বলেছেন: জী ভাই পোষ্টের মুল বক্তব্যই তাই, এত কষ্ট করে একটা বই লেখার পর কবি অবশ্যই চায় তার বইটি সবাই পড়ুক। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

জুন বলেছেন: এমন পুশিং সেলের খপ্পরে পরে আমার ছেলেও ক্লাশ ফোরে থাকতে ক্লাশ টিচারের একটি অপ্রয়োজনীয় নোট বই সাড়ে তিনশ টাকা দিয়ে কিনে এনেছিল চক্ষুলজ্জার খাতিরে। যে টাকাটা পরদিন দিতে আমরা বাধ্য হয়েছিলাম কারন উনি তাতে ছাত্রদের নাম লিখতে বলেছিল। ফলে ফেরত দেয়াও সম্ভব ছিল না। এমন অনেকেই করে বলে মনে হয় যদি তাদের হাতে কিছু ক্ষমতা থাকে তারেক মাহমু৩২৮।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: এটা আমাদের দেশের টিচাররা হরহামেশায়ই করে থাকেন। জুন আপু আপনার মন্তব্য পেয়ে খুবই ভাল লাগলো।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

শাহিন-৯৯ বলেছেন: উনার জন্য প্রার্থনা রহিল, আল্লাহ উনাকে উত্তম স্থান দান করুক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ শাহীন ভাই সুন্দর মন্তব্যের জন্য। ম্যাডামের প্রাণ শক্তি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় ছিল।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

উম্মু আবদুল্লাহ বলেছেন: অসাধারন ম্যাডাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: একটা কথা এখানে বলা হয়নি ম্যাডাম ছিলেন ব্রেস্ট ক্যান্সারের রোগী উনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মরন ব্যাধির সাথে সংগ্রাম করে গেছেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ উম্মু আবদুল্লাহ ভাই।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: পুশিং সেল আমারও পছন্দ নয়

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: এটা ঠিক পুশিং সেল ঠিক নয়। ম্যাডাম হয়তো সেদিন ভালবাসার দাবী নিয়ে পুশিং সেল করেছিলেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য । ভালো লাগলো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ হাফসা আপু।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

কালীদাস বলেছেন: এটা ফেয়ার না, একজন টিচারের জন্য জিনিষটা মোটেও শোভনীয় না।
বাট, আশি+ একজনের এরকম রঙিন মন আছে- এটার প্রশংসা করতেই হয় :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

তারেক_মাহমুদ বলেছেন: বিষয়টা আমাদেরও সেদিন ভাল লাগেনি, ম্যাডাম এই ঘটনা না ঘটালে হয়তো এ ধরনের কথা লিখতে হতো না। মন্তব্যের জন্য ধন্যবাদ কালিদাস ভাই।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আসলে আমরা সবাই দোষ গুনে মানুষ। ম্যাডাম তার ব্যাতিক্রম নন।আর তোষামোদ আমরা সবাই কম বেশি পছন্দ করি।ছাত্র জীবনে আমরাও অনেক সময় শিক্ষকদের নিয়ে মজা করেছি।সেই মজার কথা ভেবে এখন বরং লজ্জা পাই।বিশেষ একটা বয়সের পর অনেক মানুষ তাকে নিয়ে তামাশা করছে, এটা ভাবতে পারেনা। এই নাপারা থেকেই বোধহয় নিজেকে অনেকটা উচুতে ভাবতে থাকে।
যাইহোক এতবয়সের একজন রসিক মানুষের পরিচয় পেয়ে ভাল লাগলো।শুভেচ্ছা রইল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

তারেক_মাহমুদ বলেছেন: এত বয়সেও ম্যাডাম একজন প্রাণউচ্ছল মানুষ ছিলেন। সঠিকই বলেছেন পদাতিক চৌধুরী ভাই, ভালবাসা আপনার জন্য।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

তারেক ফাহিম বলেছেন: লেখকদের জন্য শুভ কামনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ভাই অনেক কৃতজ্ঞতা রইল।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

টারজান০০০০৭ বলেছেন: কবিতার বই পুশিং ছাড়া বিক্রয় হইব না, একারণেই ম্যাডাম এই কাজ করিয়াছেন ! আপনাদের তৈলবাজির প্রতিদানে ম্যাডাম কুইনাইন গিলাইয়াছেন ! তাই ম্যাডামের তারিফ করিতে হয় ! আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন ! আমিন !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

তারেক_মাহমুদ বলেছেন: হুম ভালই বলেছেন তৈলবাজীর প্রতিদান। ধন্যবাদ টারজান ভাই সুন্দর মন্তব্যের জন্য।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০

রুদ্র নাহিদ বলেছেন: কবিতার ভক্ত গল্প উপন্যাসের চেয়ে কম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: সঠিকই বলেছেন
মন্তব্যের জন্য ধন্যবাদ নাহিদ ভাই ভালবাসা রইল।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

সোহানী বলেছেন: ভালো শব্দ পুশিং সেল। কি করবে, কেউ না কিনলেতো এ ব্যবস্থা নিতেই হবে। কিন্তু কথা হলো, কেউ কিনবে না জেনে কেনো বই বের করা!!!

যাহোক, ৮০ বছর কম নয়। এর মাঝে নিজেকে সবার মাঝে তরুন রাখার জন্যই উনার বই কেনা উচিত।

যেখানেই থাকুক ভালো থাকুক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

তারেক_মাহমুদ বলেছেন: একটা কবিতার বই বের করা ম্যাডামের শখ ছিল, বিভিন্ন পত্রিকায় উনার কবিতা ছাপা হলেও একটা বইয়ের শখ থাকাই স্বাভাবিক, মুলত: শখের কারণেই তিনি বিক্রি হবে না জেনেও বই বের করেছিলেন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সোহিনী আপু।

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাডাম কাহিনী ভালো লাগলো ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, ম্যাডাম কাহিনী ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

কামরুননাহার কলি বলেছেন: শুনিছি আগেকার দিনের ম্যাডম স্যারেরা খুব সহজ-সরল ছিলেন। তারা সব ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতোই আদর করতেন। এখন সেরকম আছে কিনা জানিনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: আসলে বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের বেশী সহজ সরল হলে চলে না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য তাদের চেয়ে বেশী ধুরন্ধর হতে হয়। তবে হ্যা ছাত্রছাত্রীদের আদর করতেন এটা নি:সন্দেহে বলা যায়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কলি আপু।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

কামরুননাহার কলি বলেছেন: আপনার ম্যাডামের জন্য অনেক অনেক দোয়া রইলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় কলি আপু মন্তব্যে অনেক ভাল লাগলো, আপনিও ভাল থাকুন।

২৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ম্যাডামের জন্য রইলো অনেক অনেক দোয়া।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যটিও দায়িত্বশীল হয়েছে। আপনার জন্য ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.