![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
বিটিভির নাম শুনলেই এখনকার ছেলেমেয়েরা নাক সিটকায়। এখন বিটিভি মানেই সরকারের গুণগান বিটিভি মানেই নিন্মমানের অনুষ্ঠান। অথচ আমাদের ছেলেবেলায় এই বিটিভিই ছিল আমাদের সকল আনন্দের উৎস। বিটিভির সংবাদ মানেই সরকারের গুণকীর্তন এই কথাটি সবসময়ের জন্যই প্রযোজ্য। সূর্য পূর্বদিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় যেমন সত্য বিটিভি সরকারের গুনকীর্তন করবে এটাও আজীবন স্বীকৃত।
বিটিভির সংবাদের ধরণ সবসময় একই রকম হলেও একসময় বিটিভির নাটকগুলো ছিল অসাধারণ। সপ্তাহে একটা ধারাবাহিক একটা সাপ্তাহিক নাটক প্রচার হতো,যা পরিবারের সবাই মিলে একসাথে বসে দেখা হতো।সপ্তাহে দুইটি কার্টুন ছবি ,মাসে একবার ইত্যাদি,প্রতি মাসে একটা বাংলা সিনেমা এইছিল বিটিভির অনুষ্ঠান। ম্যাকগাইভার নামের সিরিয়ালটি ছিল ব্যাপক জনপ্রিয়, যা দেখে আমরা সবাই ম্যাকগাইভার হতে চাইতাম। ইত্যাদি ও বাংলা সিনেমা দেখার জন্য সারামাস আমরা তীর্থের কাকের মত বসে থাকতাম। সবমিলিয়ে সারা সপ্তাহ ৪থেকে ৫ঘন্টা টিভি দেখতাম, এতেই আমাদের ইলেকট্রনিক বিনোদনের চাহিদা পূরণ হয়ে যেতো। এখনকার ছেলেমেয়েদের মত সারাদিন টিভি দেখার দরকার ছিল না। বাকী সময়গুলোতে পড়াশুনার পাশাপাশি বন্ধুদের সাথে ফুটবল,ক্রিকেট, দাড়িয়াবান্ধা ছাড়াও নানারকম খেলায় মত্ত থাকতাম।
বিটিভি ধারাবাহিক নাটকগুলি আমার মত অনেকেরই মনে দাগ কেটে আছে। হুমায়ুন আহম্মেদের সেই অয়োময় নাটকের মির্জা সাহেব, হানিফ,মির্জাসাহের পাখাল(পাখির রাখাল) যে চরিত্রগুলি ছিল আমাদের বন্ধুদের সাথে আলোচনার বিষয়। এছাড়া কোন কাননের ফুল,কোথাও কেউ নেই, রূপনগর,বহুব্রীহি, সংশপ্তক নাটকগুলো কথা এখনো মানুষ ভুলে যায়নি। কোথাও কেউ নেই নাটকের সেই বাকের ভাইয়ের কথা কোনদিন বাঙালী ভুলতে পারবে?তাছাড়া সংশপ্তক নাটকের কান কাটা রমজান, হুরমতি,লেকু। কোথাও কেউ নেই নাটক কিংবা ইত্যাদি প্রচারের সময় ঢাকার রাস্তাঘাট একদম ফাকা হয়ে যেতো। মানুষ আগেই নিজেদের সব কাজ সেরে বাসায় ফিরে যেতো শুধুমাত্র নাটক দেখার জন্য। বাকের ভাইকে ফাসি থেকে বাচানোর জন্য সারাদেশে মিছিল হওয়ার খবরতো সবারই জানা।
সেসময় হুময়ুন আহম্মেদের পাশাপাশি ইমদাদুল হক মিলনের নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। রূপনগর নাটকে ইমদাদুল হক মিলন, হুমায়ুন আহম্মেদের বাকের ভাইয়ের অনুকরনে খালেদ খানকে দিয়ে একটি মাস্তান চরিত্র তৈরি করেছিলেন। হুমায়ুন আহম্মেদের মত অতোটা জনপ্রিয়তা না পেলেও রূপনগরের জনপ্রিয়তাও কম ছিল না। সে সময় এই দুজনের বইয়েরই ব্যাপক চাহিদা ছিল বইমেলায়। আর এখন? হুমায়ুন আহম্মেদ আকাশের তারা, আর মিলনের জনপ্রিয়তা একেবারেই নিন্মমুখী।
এখন এত চ্যানেল কিন্তু দেখার মত অনুষ্ঠানই খুজে পাওয়া যায় না। সব চ্যানেল সারাদিন একই খবর ট্যাবলেট বানিয়ে গুলিয়ে খাওয়াচ্ছে। মানহীন অনুষ্ঠান, আর বিজ্ঞাপনের যন্ত্রনায় মানুষ বিদেশী চ্যানেলে আশক্ত। জানিনা এত চ্যানেল আসার উদ্দেশ্য কি?এমন অনেক চ্যানেল আছে যেগুলির নামও মানুষ জানে না দেখাতো দুরের কথা। সব চ্যানেল মালিকরাই বলছেন প্রতিদিনই তাদের লস গুনতে হচ্ছে কিন্তু তবুও কেন কিছুদিন পরপরই নতুন টিভি চ্যানেলের আগমন ঘটছে সেটাই আমার বোধগম্য নয়। সময় বদলেছে টিভি চ্যানেলগুলোরও প্রয়োজনীয়তা রয়েছে তবে চ্যানেলগুলির অনুষ্ঠানের মান বাড়ানোও জরুরি।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: আমি বুধবার ম্যাকগাইভার দেখার অপেক্ষায় থাকতাম, মন্তব্যের জন্য ধন্যবাদ তারেক ফাহিম ভাই।
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১
পদ্মপুকুর বলেছেন: অতিপ্রসবে প্রসুতির জীবনশংকা ঘটারই কথা, এই জন্যেইতো সরকার বাহাদুর জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল। তো এইডা খালি মাইনষ্যের লাইগা না হইয়া সবক্ষেত্রেই হওনের দর্কার আছিল।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: দারুণ বলেছেন পদ্মপুকুর ভাই, প্রতিদিন নতুন নতুন চ্যানেল গজিয়ে উঠছে আর অনুষ্ঠানের মান নিচের দিকে নামছে।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯
নীল আকাশ বলেছেন: আমি সারা সপ্তাহ ধরে শুক্রবারের ২:৩০ মিনিটে Thunder Cats দেখার জন্য বসে থাকতাম। সারা সপ্তাহে মাত্র একদিন কার্টুন। তবে মাঝে শুক্রবারের / বৃহস্পতিবারে দারুন দারুন ENGLISH MOVIE দেখাত । প্রত্যক ঈদের দিন রাতে আমজাদ হোসেনের জবা কুসুম রোকন দুলালের মায়ের নাটক না হলে জমত নাকি !! আহ্ কি সুন্দর সেই দিন কাটাতাম....
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭
তারেক_মাহমুদ বলেছেন: আমার প্রিয় কার্টুন ছিল নিনজা টার্টল, শুক্রবার মুভি অফ দ্যা উইক এ দারুণ সব ইংলিশ ছবি দেখাতো। আমজাত হোসেনের ওই নাটকটি দারুণ ছিল। ধন্যবাদ নীল ভাই।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩
নীল আকাশ বলেছেন: ম্যাকগাইভার ছিল Awesome!!! আমি একটা পর্ব ও মিস করিনি । তবে নাইট রাইডার ও খুব জনপ্রিয় ছিল। পরে দেখাতও X-Flies, Twin Peaks. Twin Peaks সিরিজ টা ছিল বেস্ট।
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১
তারেক_মাহমুদ বলেছেন: দ্যা ফল গাই,এ টিম এই সিরিজগুলো চমৎকার ছিল, আসলেই নীল ভাই আগে কি সুন্দর দিন কাটাইতাম।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩
কল্পদ্রুম বলেছেন: আমার বাবা বিটিভিতে চাকরি করেছেন দুই যুগেরও বেশি।এখন রিটায়ার্ড করেছেন।আমার স্কুল লাইফের প্রায় পুরোটা কেটেছে শুধু বিটিভি দেখে।একটা সময় স্যাটেলাইট চ্যানেল আসার পরও আব্বুকে দেখতাম গোঁ ধরে থাকতো বিটিভি দেখার জন্য।তার মতে অন্য চ্যানেলের বেশিরভাগ প্রোগ্রাম না কি ছ্যাবলামি মনে হতো।ইদানিং তিনি নিজে থেকেই বলেন 'চ্যানেলটা বদলায় দিয়ে যা।'
যদিও এখনো তিনি বলেন বিটিভি পুরাতন সিনিয়র শিল্পী রা যাঁরা বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম করেন তাঁদের সেরা পারফরমেন্স বিটিভিতেই হয়েছে।আমার অবশ্য এ ব্যাপারে তেমন জানা নাই।তবে দিন দিন বিটিভির জনপ্রিয়তা কমতে দেখে সত্যিই খারাপ লাগে।
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: আপনার বাবা বিটিভির সব উত্থান পতনের সাক্ষী তাই উনি বিটিভির সেইদিনগুলো ভুলতে পারেন না। বিটিভির মেধাবী মানুষেরা এখন আর নেই। বিটিভি দেখার সেই আনন্দ এই জেনারেশন বলে বোঝানো যাবে না। এখন সবাই বস্তাপচা ইন্ডিয়ান সিরিয়ালে মগ্ন সবাই, খবর আর টকশোর যন্ত্রনায় কান ঝালাপালা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কল্পদ্রুম ভাই।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭
আকতার আর হোসাইন বলেছেন: প্রাসঙ্গিক লেখা। ভালো লাগলো পোস্টটি।
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আখতার ভাই, হঠৎ করে বিটিভি দেখার দিনগুলো মনে পড়ে গেল, ভাবলাম লিখেই ফেলি। অনেক ভালবাসা।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ! কি সোনালী দিন গেছে বিটিভির।
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২
তারেক_মাহমুদ বলেছেন: বিটিভির সেইদিনগুলি সত্যি অসাধারণ ছিল। কাংখিত অনুষ্ঠানের জন্য পুরো সপ্তাহ অপেক্ষা অতঃপর কাংখিত অনুষ্ঠান দেখতে পাওয়ার মধ্যে দারুণ এক ভালোলাগা কাজ করতো। মন্তব্যের জন্য ধন্যবাদ মাইদুল ভাই।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫
মোস্তফা সোহেল বলেছেন: এখন আর বিটিভি দেখা হয়না!
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: এখন বিটিভির বড়ই দুঃসময়, এবং এ থেকে উওরনের কোন চেষ্টা সরকারের নেই। ধন্যবাদ সোহেল ভাই।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নষ্টালজিয়া !!
পুরাতন দিনের স্মৃতি মনে পড়ে গেলো।
আহা সোনালী দিনের বিটিভির কি নির্মম পদস্খলন !!
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪
তারেক_মাহমুদ বলেছেন: সরকারি প্রতিষ্ঠানগুলো এটাই এখন নির্মম বাস্তবতা। মান উন্নয়নের কোন পদক্ষেপ নেই।এক্ষেত্রে শুধুমাত্র হানিফ সংকেতের ইত্যাদিই ব্যতিক্রম।
মন্তব্যের জন্য ভালবাসা নুরু ভাই।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: Robocop...........
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: তাইতো রোবকপও খুবই জনপ্রিয়তা পেয়েছিল, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ জামান ভাই।
১১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
পরম কাঁইজি বলেছেন: স্টার জলসা জি বালা । সম্প্রচার বন্ধ করে দিলে আবার চলবে
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: এইদুইটা উদ্ভট চ্যানেল বন্দ করা খুবই দরকার।মন্তব্যের জন্য ধন্যবাদ কাইজি।
১২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪
হাসান রাজু বলেছেন: কল্পদ্রুম অভিজ্ঞতা শেয়ার করে আমকেও একটা কথা মনে করিয়ে দিয়েছেন । আমার বাবা একটা সরকারি ব্যাংকে চাকরি করতেন । রিটায়ারমেনটের সময় তার সাথে একটা অন্যায় হয় । আমরা একসময় বললাম আইনের আশ্রয় নিতে । তিনি সময় নিলেন। পরে আরও চাপাচাপি করলে একদিন বললেন, যে প্রতিষ্ঠান এতদিন রুটি রুজির যোগান দিল তার বিরদ্ধে মামলা করতে মন সায় দিচ্ছে না । আমরা তার আবেগটা বুঝতে পারলাম । অনেকদিন অপেক্ষা করে, আর ঘুরাঘুরি করে সমস্যার সমাধান হয়েছে অবশ্য । আসলে এটা মানুষের মায়া আর আবেগ।
যাক অল্প সময়ের সম্প্রচারিত বিটিভি আমাদের আবেগের স্থানে পুক্তভাবে জায়গা করে নিয়েছে । আজ অনেক অনেক রিয়ালিটি শোতে প্রতিভা অন্বেষণ হয় । কিন্তু নতুন কুড়ির মত প্রতিভা বের করতে পারেনি, পারবেওনা । বিটিভির অনুষ্ঠান গুলো ছিল ছিমছাম কিন্তু চাকচিক্যের এখনকার টিভি গুলো তার ধারে কাছেও নাই । সুন্দর পোস্ট । নস্টালজিক পোস্ট । ভালো থাকবেন ।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: আপনার বাবার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালবাসা। ধান্দবাজ মানুষের ভীড়ে এখনো আপনার বাবাদের মানুষেরা আমাদের দেশে আছেন জেনে ভাল লাগলো। আর কোনদিন কোন চ্যানেল বিটিভির সেই জনপ্রিয়তার ধারের কাছেও যেতে পারবে না এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। আর নতুন কুড়িরতো তুলনা হয়না, ঈশিতা, তারিন,শাওনসহ অসংখ্য স্টারের জন্মদিয়েছে বিটিভি। মন্তব্যের জন্য ধন্যবাদ হাসান রাজু ভাই।
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২০
হাসান রাজু বলেছেন: বিটিভির অনুষ্ঠান সাধারণত পুনপ্রচার হতনা । ম্যাকগাইবারের শেষ পর্ব পুনপ্রচার হয়েছিল । খুব কষ্ট হচ্ছিল, আর কখনো দেখা হবে না ভেবে।
কোন একটা টিভি চ্যানেলে আবারো ম্যাকগাইবার দেখানো হয়েছিল । দেখেছি, সেই আবেগ ছুতে পারেনি । আসলে সময় বয়ে গেছে । বিদেশি চ্যানেলে নতুন ম্যাকগাইবার শুরু হয়েছে । অভিজ্ঞতা - বিরক্তিকর ।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২
তারেক_মাহমুদ বলেছেন: একদম আমার মনের কথা বলেছেন হাসান রাজু ভাই, ম্যাকগাইভার যেদিন বন্দ হয়ে গিয়েছিল সেদিন আপনার মত একই অনুভুতি ছিল আমার। সেই আবেগ ছোঁয়ার সাধ্য আর নেই,কারণ সময় বদলে গেছে।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২২
হাসান রাজু বলেছেন: @পরম কাঁইজি , বন্ধ করে কখনো উন্নতি হয় না । বাংলা সিনেমা তার বড় উদাহরণ ।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১০
তারেক_মাহমুদ বলেছেন: আমি কাইজির সাথে একমত, এসব চ্যানেল থেকে শেখার কিছু নেই এগুলো বন্দ করে দেওয়াই ভাল।
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালোমন্দ সময়ের সাথে নির্ধারিত হয়। আমরা ছোটকালে বিটিভি দেখেছিলাম, তাই হয়ত বিটিভি নিয়ে আমাদের আবেগ, অনুভূতি আছে। এখন বিটিভি দেখতে ইচ্ছে করেনা তৈল মদ্দন করার কারণে। ছোট কালে হয়ত বুঝতাম না তৈল মদ্দন কি?
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫২
তারেক_মাহমুদ বলেছেন: বিটিভির তৈল মর্দনের চরিত্র আজীবনের তবে সে সময়ে খবর বাদে অন্যান্য অনুষ্ঠানগুলির মান ভাল ছিল। মন্তব্যের জন্য ধন্যবাদ শাহাদাৎ ভাই।
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বিটিভিকে সে সময়ে যেতে হবে ।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: বিটিভির মান উন্নয়নের কোন পদক্ষেপ নেই, সময়ের সাথে সাথে সব সরকারই নিজেদের মুখপাত্র হিসাবে ব্যবহার করেছে বিটিভিকে।মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭
শাহিন বিন রফিক বলেছেন: রুপনগর, লাটভাই, এখনো চোখে ভাসে আমার।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: আরে তাইতো লাটভাইয়ের কথাতো ভুলেই গিয়েছিলাম, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ রফিক ভাই।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন শুক্রবার বাংলা সিনেমা দেখাবে বুঝতাম না। তাই প্রতি শুক্রবার দুপুরে ঘোষক/ঘোষিকার অপেক্ষায় থাকা। 'মুভি অব দ্য উইক' হলে ক্রিকেট খেলতে যাওয়া আর 'সিনেমা' হলে ঘরে থাকা...
আসলে তখন অন্য কিছু না থাকাতেই এগুলো এত ভালো লাগত। যদি তখনও এখনকার মত অন্য চ্যানেল থাকত, তাহলে হয়তো আমরা বিটিভি দেখতাম না...
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫
তারেক_মাহমুদ বলেছেন: আপনার মত বাংলা সিনেমা দেখার একই অনুভূতি ছিল আমার। সময়ের সাথে মানুষের রুচির পরিবর্তন হয়। সে সময় ওগুলিই ছিল আমাদের একমাত্র বিনোদন। তবে এত চ্যানেল এসে কোন লাভ হয়েছে? কিছুইতো খুঁজে পাইনা দেখার মত। মন্তব্যের জন্য ধন্যবাদ বিচার মানি ভাই।
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৩:৫০
সিসৃক্ষু বলেছেন: সব কথাই ঠিক বলেছেন। তবে BTV বিষয়ে এসব কথা তো অনেক আগের। মানে এসব কথা মানুষ অনেক আগে থেকেই বলছে। তবে নতুন কথা বলেছেন, যে, এত নতুন বাংলা চ্যানেল হওয়ার কারন টা কী।...কালকেই দেখলাম একটা নতুন চ্যানেল, নাগরিক। সেই অন্যান্য চ্যানেলের মত একই। সত্যিই কী যে বলব...
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৬
তারেক_মাহমুদ বলেছেন: আসলে পৃথিবীতে এমন কোন বিষয় নেই যা নিয়ে কেউ কোনদিন কোন কিছু বলেনি বা লেখেনি। তবে প্রত্যেক মানুষ ভাবনার পার্থক্য রয়েছে, আমি আমার মত করে সে সময়ের বিটিভিকে দেখেছি।একের পর এক চ্যানেল আসছে, আর সব চ্যানেলেরই একই এজেন্ডা একই খবরকে গুলিয়ে ট্যাবলেট বানিয়ে খাওয়ানো। মন্তব্যের জন্য ধন্যবাদ সিসৃক্ষু ভাই ।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষের কোথায় যে তৃপ্তি মানুষ নিজেও জানে না।
আমি হলাম সেই টিভি দর্শক, যে পৌনে ৩টার সময় টিভিসেটের সামনে বসতো, আর রাত সাড়ে এগারটায় জাতীয় পতাকা উড়ানো, জাতীয় সঙ্গীত বাজানো, কোরআন তেলাওয়াত পর্যন্ত টিভির দিকে তাকিয়ে থাকতো। আমার এ অভ্যাসটি ছিল ৮৮ থেকে। ৯২ সালের দিকে দেশে ডিশ আসে। তখন আমি রাতদিন টিভিতে। টিভি দেখতে দেখতে প্রেশারসহ নানাবিধ রোগ লেগে শরীরে।
তো, আমি মর্মে মর্মে জানি বিটিভির হালহকিকত। সপ্তাহে একটা নাটক, একটা ধারাবাহিক (১৪ দিন পর পর), মাসে ১টা সিনেমা, শুক্রবারে বিদেশি সিরিয়াল, ইংলিশ সিনেমা, বিনোদন এর বেশি ছিল না। অভ্যাস বশত পত্রিকা খুলেই টিভি প্রোগ্রাম, টিভি সমালোচনা, সিনেমা সমালোচনা পড়তাম, বিশেষ করে যায় যায় দিনে। এসবের অবস্থা যত নীচে নামা সম্ভব, ততখানিই নীচে ছিল। কালেভদ্রে কিছু ভালো নাটক হতো, হুমায়ুন আহমেদ, আখতার ফেরদৌস রানা, আতিকুল হক চৌধুরী ছিলেন সেরা। মিলনের নাটকে কিছু শুরুতে কিছু চমক থাকলেও শেষে হয়ে যেত বোরিং।
আমি টিভি দেখতে বসলে এখনো বাংলাদেশের চ্যানেলই দেখি। যারা বাংলাদেশের নাটকের মান কমে গেছে বলে আক্ষেপ করেন, তাদের কেউ বাংলাদেশের চ্যানেল দেখেন না, আমি দৃঢ়তার সাথেই বলছি। হিন্দি/পশ্চিম বাংলার চ্যানেল দেখেন বলে আমার বিশ্বাস। আগে এক্টিমাত্র চ্যানেল থাকায় এক চ্যানেলের সবকিছু খুঁটিয়ে দেখা হতো। এখন চিন্তা করে দেখুন, এক চ্যানেলে কতক্ষণ আটকে থাকতে পারেন। বিটিভিতে সিনেমা/নাটক দেখানোর সময় যেভাবে বিজ্ঞাপন দেখানো শুরু হতো, আমার মনে হতো তারা মূল অনুষ্ঠানের কথাই ভুলে গেছেন।
বাংলাদেশ অনেক এগিয়েছে। আমার সেই আমলের বিটিভি রেটিং যদি ১ ধরি, আজকের সবগুলো চ্যানেলের রেটিং ২০ হবে। এসব বুঝতে হলে বাংলাদেশের চ্যানেল দেখতে হবে, ইন্ডিয়ান চ্যানেল দেখে শুধু হাওয়ার উপর কথা বলা যাবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪
তারেক_মাহমুদ বলেছেন: আপনার সব কথাই এক বাক্যে মেনে নিলাম। পনের দিন পরপর একটা নাটক হলেও বেশিরভাগ নাটকের মানই ভাল ছিল। তাছাড়া ইংলিশ সিরিয়াল, গানের অনুষ্ঠান,নতুনকুড়ি সহ অন্যান্য যেসব অনুষ্ঠান ছিল সেগুলির মান এখনকার তুলনায় অনেক ভাল। কখনোই বিনোদনের অভাববোধ হয়নি আর এখন টিভিতে দেখার মত কিছু খুজে পাওয়া যায় না। আর বিজ্ঞাপনের ঝামেলা সবসময় একই রকম তবে তখনকার দিনে চ্যানেল পাল্টানোর সুযোগ ছিল না, আর এখন আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ সোনাবীজ ভাই।
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২২
কেএসরথি বলেছেন: রূপনগরের তৌকির গুন্ডাদের হাত থেকে পালিয়ে যাবার কাহিনী দেখে শিহরন লেগেছিল
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: রূপনগর নাটকটি দারুণ সাড়া ফেলেছিল। ধন্যবাদ ভাই কেএসরথি।
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২২
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক আগে আমাদের গ্রামে কারেন্ট ছিল না ... ব্যটারি দিয়ে সাদা-কালো টিভি দেখতাম।
অনেক লোক এক সাথে বিটিভিতে শুত্রুবারে আলিফ লায়লা দেখতাম.... দিনগুলোর কথা আজও মনে পড়ে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: যেসব গ্রামে কারেন্ট ছিল সবাই এই একইভাবে বিটিভি দেখতো, এখন সেই আলিফ লাইলা gtv. তে হচ্ছে দেখতে বিরক্ত লাগে। মন্তব্যের জন্য অনেক ভালবাসা।
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮
বিষন্ন পথিক বলেছেন: থান্ডার ক্যাটস, ম্যাকগাইভার সব নষ্টালজিক, কিন্তু সেই বিদেশী সিরিয়ালটার কথা মনে আছে কারো? গার্ল ফ্রম টুমোরো..
মাইয়াডারে টাইম মেশিনে এক পাষন্ড নিয়া আসে, আর বাড়ি ফিরতে পারেনা, কি তড়পানি, হেও তড়পায়, আমরাও তড়পাই
মাইয়াডারে যে কি ভালা পাইতাম ঐ আমলে আংরেজী বুঝিনা, কিন্তু এক্সপ্রেশান দেখে সব কাহিনী এখনো মুখস্ত
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪
তারেক_মাহমুদ বলেছেন: মনে আছে মনে দারুণ লাগতো, আমিও বুখতাম না এক্সপ্রেশন দেখেই বুঝে নিতাম কি বলছে। সত্যি এই পোষ্টের মাধ্যমে কথাই মনে পড়ে গেল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বিষণ্ণ পথিক ভাই।
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪
হাসান রাজু বলেছেন: শুক্রবার সিনেমার প্রথম ২০/৩০ মিনিট দেখে বুঝতাম কি ধারার সিনেমা । সাদাকালো দুঃখ কষ্টের সিনেমা হলে বাদ, কিন্তু যদি দেখতাম নায়কের বাবা মাকে ভিলেন মেরে ফেলছে তাহলে বুঝা যেত সিনেমায় ফাইট আছে । আর ফাইট আছে মানে খেলার মাঠে একটা পোকাও নাই । দুঃখ বেদনার সিনেমা দেখার থেকে খেলাধুলা অনেক ভাল ।
এখন ভাবলে ভালো লাগে । তখন শরৎচন্দ্রের উপন্যাস থেকে বানানো সব সিনেমাকে বা সত্যজিৎ রায়ের সিনেমাকে নাক সিটকিয়ে অবজ্ঞা করেছি । মনে হত, এইটা একটা সিনেমা হইল । ঘরে, উঠানে আর ক্ষেতে বইসা বইসা সহজ সহজ সিনেমা বানাইছে কোন ফাইট নাই খালি কথাই কয়। পারলে ইলিয়াসকাঞ্চন, রুবেলের মত দশ তলা থাইক্যা লাফায়া পইড়া একাই ১০/১২ জন গুণ্ডারে মারার সিনেমা বানাক । কঠিন আছে ।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭
তারেক_মাহমুদ বলেছেন: আমার ছেলের প্রিয় হিরো ছিল রুবেল, সত্যি ওই ফাইটিং ছবি ওই বয়সে দারুণ লাগতো। ধন্যবাদ হাসান রাজু ভাই।
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সোহানী বলেছেন: আহ মনে করিয়ে দিলেন সেই সব দিনের কথা। কি সে দিন ছিল.... বাংলা সিনেমার দিন, হুমায়ুন আহমেদের নাটকের দিন রাস্তা জনশূণ্য............।
অামি অনেক দেশে যেয়ে সেখানকার টিভি চ্যানেলগুলো দেখার চেস্টা করেছি কিন্তু অবাক হয়েছি ইউরোপ বা নর্থ আমেরিকার কান্ট্রিগুলোতে মাত্র কয়েকটি চ্যানেল। এবং স্বল্প সময়ের জন্য। আর আমরা কি এমন হাতি ঘোড়া শত চ্যানেলে ভর্তি.........
যেখানে ইনভেস্ট দরকার সেখানে করি না, অপাত্রে ইনভেস্ট করি।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
তারেক_মাহমুদ বলেছেন: গত মাসেও নাগরিক নামে একটি নতুন চ্যানেল এসেছে, বাংলাদেশের চ্যানেল মানেই শুধু সংবাদ সব চ্যানেলে সারাদিন একই খবর কোন নতুনত্ব নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ সোহানী আপু।
২৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
শূন্যনীড় বলেছেন: বিটিভি মানেই যন্ত্রণা কেবল খেলার সময় ছাড়া।
তাছাড়া বিজ্ঞাপন যন্ত্রণা তো সব চ্যানেলে আছেই।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬
তারেক_মাহমুদ বলেছেন: বিজ্ঞাপনের যন্ত্রনা সারাজীবনই ছিল এখনো আছে, তবে একসময় বিটিভির অনুষ্ঠানের মান ভাল ছিল। ধন্যবাদ শুন্যনীড় ভাই।
২৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: 'ইদানিং তিনি নিজে থেকেই বলেন 'চ্যানেলটা বদলায় দিয়ে যা' - কল্পদ্রুম এর বাবার এ কথাটাতেই পাওয়া যায় আজকের বিটিভি'র সঠিক মূল্যায়ন।
তবে এ কথা ঠিক যে বিটিভি দেশবাসীকে অনেক উন্নত মানের নাটক উপহার দিয়েছে, যা দেখার জন্য ওপার বাংলার নাগরিকরাও রাত জেগে বসে থাকতো।
কিন্তু নতুন কুড়ির মত প্রতিভা বের করতে পারেনি, পারবেওনা - হাসান রাজু এর এ কথাটাও সত্য। তার বাবার আবেগময় সিদ্ধান্তটাও আমার ভাল লেগেছে।
আলোচনাটি ভাল লেগেছে। + +
বেশ কিছু মন্তব্য/প্রতিমন্তব্যও ভাল লেগেছে।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫১
তারেক_মাহমুদ বলেছেন: পোষ্টটি অনেকেই নস্টালজিক করেছে, চমৎকার একটি আলোচনার অবতারণা হয়েছে এই পোষ্টকে ঘিরে। একসময় বিটিভি চমৎকার কিছু নাটক আমাদেরকে উপহার দিলেও বর্তমানে বিটিভির একেবারে দৈন্যদশা।
মন্তব্যের জন্য ধন্যবাদ স্যার।
২৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
লিযেন বলেছেন: শুক্রবার-- দুপুরে সিনেমা,
-- রাতে সিন্দাবাদ, x files
রবিবার-- রবিনহুড, মিস্টারিয়াস আয়ারলেন্ড..।
আহা
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: প্রত্যেকটি সিরিয়ালই অসাধারণ ছিল। মন্তব্যের জন্য ধন্যবাদ লিয়েন ভাই।
২৯| ০২ রা মে, ২০১৮ সকাল ৮:২১
কাওসার চৌধুরী বলেছেন: আজ রবিবার, কোথাও কেউ নেই, শুক্রবার বিকাল তিনটার সিনেমা, রবিন হুড, আলিফ লায়লা আর কত কী!! শুক্রবার সকালে মনের মুকুরে নাটক দেখাত। ১৪" টিভিটাই এ যুগের ৬২" HD মনে হতো। সে দিন আর আসবে না। TV তে WIFI তারপরও সেই স্বাদ আসে না। টিভি সপ্তাহে একদিন দেখি কি না সন্দেহ।
০২ রা মে, ২০১৮ সকাল ১০:১৫
তারেক_মাহমুদ বলেছেন: অনুষ্ঠানের সংখ্যা খুব বেশি না হলেও মান খুবই ভাল ছিল, ধন্যবাদ কাওসার ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
তারেক ফাহিম বলেছেন: শুক্রবারের অপেক্ষায় থাকতাম