নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

যেতে যেতে লোকাল বাসে

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

প্রতিদিন মতিঝিল থেকে মিরপুর লোকাল বাসে যাতায়াত করতে করতে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, এবং প্রতিদিনই করছি। বাসে ওঠার পর পরই বলে দিতে পারি আজ মতিঝিল পর্যন্ত যেতে যেতে কি কি ঘটবে : দৈনিক বাসে যেতে যেতে যা যা ঘটে তাই আপনাদের সাথে শেয়ার করছি।

আপনি যখন বাসে উঠবেন যদি সিট থাকে তবে হেল্পার আপনাকে জামাই আদরে গাড়িতে উঠিয়ে নেবে। উঠানোর সময় আপনাকে বলবে সিটিং গাড়ি দাঁড়িয়ে লোক নেওয়া হবে না। কিছুদুর যাওয়ার পরই দেখবেন দাঁড়িয়ে ঠাসাঠাসি করে লোক নিচ্ছে। কিছুদূর যেতেই কিছু ত্যাদোড় লোক হেল্পারের সাথে ঝগড়া শুরু করবে কেন দাঁড়িয়ে লোক নেওয়া হল। আরো কয়েকজন তাকে সমর্থন করবে। শুরু হবে হেল্পারের সাথে যাত্রীদের তুমুলঝগড়া,যা গালিগালাজ পর্যন্ত পৌঁছাতে পারে। গালি দিলে হেল্পার ওই যাত্রীর দিকে তেড়ে আসবে, ড্রাইভার সিটে বসে হেল্পারের সমর্থনে কিছু কথা বলবে। এই ঝগড়া চলতে চলতে গাড়ি মতিঝিল পৌঁছে যাবে। সবাই একসময় নেমে যাবে। ঝগড়া থেমে যাবে। বেশিরভাগ দিনই এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকবে।



এই ঘটনাটা যদি না ঘটে (না ঘটার সম্ভাবনা ৫%) তাহলে যা ঘটবে - গাড়ি জ্যামে পড়বে এটা চিরন্তন সত্য, যদি দুই একটা গাড়ি আপনার গাড়িকে ওভারটেক করে যায়, তবে শুরু যাবে ড্রাইভারের সাথে তুমুল ঝগড়া। একজন বলবে এই ব্যাটা তুই ড্রাইভার না হেল্পার?ড্রাইভার কে দুচারটা গালিও হজম করতে হবে। ধৈর্যশীল ড্রাইভার হলে চুপ করে থাকবে, আর ড্রাইভার ত্যাড়া হলে,ওই যাত্রী র চৌদ্দগোষ্ঠি উদ্ধার করে দিবে। গাড়ির কিছু যাত্রী শুরু করবে জ্যামের কারণ এবং প্রতিকার নিয়ে মুক্ত আলোচনা, প্রথমে দুইজনের মধ্যে আলোচনা শুরু হবে, পরে এই আলোচনায় আরো ৪-৫ জন যোগ দেবে। একজন বলবে একই ফ্যামিলিতে তিন চারটা প্রাইভেটকার জ্যাম কিভাবে কমবে?এদের মধ্যে দুই একজন আশাবাদী লোকও পেয়ে যাবেন, যারা বলবে মেট্রোরেল, ফ্লাইওভার হলে ট্রাফিকজ্যাম থাকবে না,নৈরাশ্যবাদী লোকটা তখন বলবে, এত মানুষ সব রাস্তা দোতালা করলেও জ্যাম কমবে না।
এখন গাড়িতে রাজনৈতিক আলোচনা খুবই কম হয়, তবে মাঝেমধ্যে কিছু অতি রাজনৈতিক সচেতন ব্যক্তি রাজনৈতিক আলোচনা শুরু করবে, এদের মধ্যে একজন শেখ হাসিনার উপর চরম খিপ্ত হয়ে উঠবে,পারলে আজই হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়।

যারা প্রতিদিন লোকাল বাসে যাতায়াত করেন তারা মিলিয়ে নিন,ঠিক বলেছি কিনা?

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

ঢাবিয়ান বলেছেন: এইসব ক্ষুদ্র ঝগড়াঝাটি , মুক্ত আলোচনা না থাকলেত ট্রাফিক জ্যামের মধ্যে লাইফটা একেবারে নিরামিশ ঠেকত। =p~

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

তারেক_মাহমুদ বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন ঢাবিয়ান ভাই লোকাল বাসে অনেক বিনোদন লুকিয়ে আছে।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০২

শামচুল হক বলেছেন: এরকম ঘটনাই সাধারণত ঘটে।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

তারেক_মাহমুদ বলেছেন: হুম তাতো ঘটেই তাইতো লিখলাম ধন্যবাদ শামচুল ভাই।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


বাস হলো সাধারণ বাংগালীর জীবনের অংশ

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই বাস আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ধন্যবাদ গাজী ভাই।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দু-দশ বছরেও এই দুঃখ যাবে না।:(

এই জন্যই দেশে থাকলে, প্রয়োজন ছাড়া বাইরে বের হই না। :(

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনিতো বের হন না, আমাকেতো প্রতিদিন অফিসে যেতে হয়।ধন্যবাদ নিজাম ভাই।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

আকিব হাসান জাভেদ বলেছেন: যখনই ঢাকা এসেছি তখনই এই সমস্যাই পড়েছি। তবে আমূল পরিবর্তন কিছুই হয় নি । গতানুগতিক এ দৃশ্য এখনো টিকে আছে । আমরা যেমনটা তেমনি গাড়ির হেলপার।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৫

তারেক_মাহমুদ বলেছেন: ঢাকা শহরে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরেই চলে আসছে,মন্তব্যের জন্য ধন্যবাদ জাভেদ ভাই।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:
ঢাকার বাসগুলোর দিকে থাকালেই দেখা যায় শুধু ঘর্ষণের দাগ। ঘসার চিহ্ন বীরত্বের চিহ্ন। রাজধানীতে ঘষা ছাড়া কোন বাস চোখে পড়লে বুঝতে হবে স্বপ্ন দেখছেন। এখানে বাসে বাসে ঘর্ষণে বিদ্যুৎ উৎপন্ন না হলেও বীরত্বের জয়গান থাকে। স্বপ্নবাজরা চাইলে অবশ্য এখান থেকে ইতিবাচক কিছু পেতে পারেন। কারণ ঘসা দেওয়া মানে স্বপ্নকে জাগিয়ে তোলা, থেমে যাওয়া নয়!

বাস আর চালকের এই বীরত্বের ঘষাঘসিতে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারায়। এটা এখন গণহত্যার পর্যায়ে চলে গেছে। হাজার হাজার মানুষ আহত হচ্ছে, পঙ্গু হচ্ছে। শত শত পরিবার নিঃস্ব হচ্ছে, পথে বসছে। এ যেন রাজপথে মৃত্যুর মিছিল। নিয়ম নেই, শৃঙ্খলা নেই, দায় নেই, দায়িত্ব নেই। নেই চালকদের যথাযথ প্রশিক্ষণ। নেই গাড়িগুলোর ফিটনেস। আর এগুলোর দেখার জন্য নিয়ন্ত্রক সংস্থার সীমাহীন অনিয়ম আর দূর্ণীতি। আছে রাজনৈতিক গুন্ডামী, নৈরাজ্য আর চান্দাবাজি। রাজনীতির রাজকীয় চাল আর পকেট ভারী করার ফন্দি।

শুধু বাস চালকদের দোষ দিয়ে কী লাভ? জাতীয় জীবনের মতো ভয়ানক বৈষম্য আর রেষারেষিতে ভরা রাজধানীর রাজপথ। রাস্তায় আধুনিক গণতান্ত্রিক রাজতন্ত্রের রাজা/রাণী হলেন মন্ত্রী/এমপি/ভিআইপিরা; তারপর তাদের উজির নাজির; তিন নাম্বারে তাদের শুভাকাঙ্খী, সুবিধাভোগী আমলা, সমর্থক, খাঁটি চাটুকার আর দালালরা। এই শ্রেণীবিন্যাসে কোটাবিহীন সাধারন যাত্রীরা হলেন সবার নিচে। যেদিন ভিআইপিদের দৌড় ঝাঁপ বেশি সেদিন ফার্মের মুরগীর মতো ছাল বাকল হীন, ঘসা লাগা খাঁচায় চোখ কান খোলা রেখে গলা টান টান করে দীর্ঘ শ্বাস নিতে নিতে গরমে হাঁসফাঁস করতে করতে অসহায় দৃষ্টিতে ভিআইপিদের এসিতে বসা চকচকে চেহারা, দামী পাজারুর সারি দেখে দেখে গণতন্ত্রের চৌদ্দগোষ্টী উদ্ধার করে এরা নীরবে।

লন্ডনে দেখেছি পাবলিক বাসের জন্য আলাদা লেন আছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকলেও প্রাইভেট গাড়িগুলো বাস লেন দিতে যাওয়ার অনুমতি নেই। ভুল করে উঠলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। পাবলিক পরিবহণে নেই কোন ব্যক্তি মালিকানা, এটা পুরোপুরি সরকারি। চালকদের প্রাইভেট গাড়ি চালানোর লাইসেন্স থাকলেও পাবলিক বাস চালাতে আলাদা টেস্ট দিয়ে পাশ করতে হয়। কোন চালক পূর্বে কোন মামলায় আদালত কর্তৃক ক্রিমিনাল হিসাবে অভিযুক্ত হলে পাবলিক পরিবহণের চালক হওয়ার অযোগ্য বিবেচিত হবেন। বাসগুলো পৃথিবীর সর্বোচ্ছ প্রযুক্তি দিয়ে তৈরী, আরামদায়ক ও বিলাসবহুল।

(আমার একটি লেখার অংশবিশেষ)

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৯

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর লিখেছেন, মতামতের জন্য ধন্যবাদ।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: একদম সঠিক চিত্র তুলে ধরেছেন তারেক_মাহমুদ ।
১নং মন্তব্যে সহমত
+

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩১

তারেক_মাহমুদ বলেছেন: অনেকদিন পর এলেন জুনাপি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ ,



প্রতিদিনের চিত্র ।
কাওসার চৌধুরীর মন্তব্যটি বেশ হয়েছে ।
ঢাবিয়ান ও ঠিক কথা বলেছেন , ঐসব না থাকলে ট্রাফিক জ্যামের মধ্যে লাইফটা একেবারে নিরামিশ ঠেকত।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে ধন্যবাদ আহমেদ জি এস ভাই।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: বাসের ভেতরের লাইফ সম্পূর্ণ আলাদা । আমি লাঠি নিয়ে চলাচল করি তাই কন্যারা আবদার ধরে আপনি না বসলে আমরাও বসবনা , তো বসতেই হয় লেডিস সিটে । ;)

নামার জটিলতা বেশি , সবাই দরজার কাছে ঠেসে দাড়িয়ে , হেল্পার চিল্লায় "ফুল ব্রেক উস্তাদ, ল্যাংড়া আঙ্কেল নামবো" X(( X((

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। মন্তব্যের জন্য ধন্যবাদ আজিজ ভাই।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭

ভিনগ্রহের মানুষ বলেছেন: ১০০% সত্য “লোকাল বাসীয়” বাস্তবতা তুলে ধরেছেন। এটা এখনকার দিনের স্বাভাবিক ঘটনা হয়ে গেছে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: হুম ভালই বলেছেন এটাই বাসীয় বাস্তবতা, ধন্যবাদ ভিনগ্রহের মানুষ ভাই

১১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

সুমন কর বলেছেন: হুম, কমন সব ঘটনা !! ইদানিং হিজড়াদের অত্যাচারও বেড়েছে !!

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: হুম ইদানীং প্রতিদিনই হিজড়াদের অত্যাচারে সবাই অতিষ্ঠ। ধন্যবাদ সুমন ভাই।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই হয় প্রতিদিন...

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ তালগাছ ভাই, ভালবাসা নিরন্তর।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আমি যথাসময়ে যথাযথ কাজটি করতে না পারার দলে।
আসুন, কে কে যোগ দিতে চান আমার দলে!

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫

তারেক_মাহমুদ বলেছেন: আমিও আপনার দলে ধন্যবাদ রাজীব ভাই।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাসের জীবন বড়ই ভয়ানক। সাধারণ মানুষই এ সব ভোগান্তির শিকার। অসাধারণ যারা তাদেরকে কখনো বাসে উঠতে হয় না। তারা ভাগ্যবান।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: আমি সেই দূর্ভাগাদের একজন যাকে প্রতিদিন বাসে উঠতে হয়।আমার দূর্ভাগা সেই ছেলেটি যে দুই বাসের পাল্লাপাল্লিতে প্রথমে হাত খোয়ায় তারপর জীবন। ধন্যবাদ সাজ্জাদ ভাই।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মিশন গাবতলী টু মতিঝিল
ভায়া ফার্মগেট, চলছে,
চলবে আমরাও দুলবো

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

তারেক_মাহমুদ বলেছেন: এভাবেই ট্রাফিক জ্যাম আর হেল্পারদের সাথে যাত্রীদের ঝগড়ার মধ্য দিয়েই কাটে লোকাল বাসের যাত্রীদের প্রতিটি দিন।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি, তারেকভাই ভাল আছেন।আমিও আপনার সঙ্গে একমত।চিত্রটি বোধহয় গোটা উপমহাদেশেরই বৈকি!। আমি আমার দেখা অন্য ট্রাফিক আইনের প্রসঙ্গে জানাই, তখন আমি কানপুরের বেঙ্গলি কলোনিতে থাকতাম।কানপুর কোর্টের উপর দিয়ে আমাকে প্রতিদিন কখনো ডি এ ভি কলেজ বা সরস্বতী মহিলা মহাবিদ্যালয়ে যেতে হত,দেখতাম, যে যেভাবে পারে গাড়ি চালাচ্ছে। কোনো বাম ডান বলে নিয়ম নেই।ফুটপথে হাটতেও ভয় পেতাম, এই বুঝি কোন গাড়ি এসে ধাক্কা মারে।অবশ্য লোকাল জনতা ওর মধ্যেই স্বচ্ছন্দে চলাচল করে।রুমে ফিরে এসে বাড়িওয়ালা মাসিমাকে বলতে, উনি বললেন উত্তর প্রদেশের আর একনাম উল্টোপ্রদেশ।আমি গুম হয়ে গেলাম।
সেদিক দিয়ে আপনার দেখানো চিত্র অনেক ভালো।

শুভ কামনা নিয়েন।

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১

তারেক_মাহমুদ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ পদাতিকভাই। আসলে ঢাকার ট্রাফিকজ্যাম মানুষের মাধ্যে নানারকম মানসিক সমস্যা তৈরি করে, তার মধ্যে একটি হচ্ছে কথায় কথায় রেগে যাওয়া। আর এই রাগের বহিঃপ্রকাশ থেকেই ঝগড়াঝাঁটির উৎপত্তি হয়।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮

জাহিদ অনিক বলেছেন:



প্রতিদিন আমার প্রায় ৪/৫ ঘন্টা কেটে যায় বাসে আর ট্রাফিকজ্যামে বসে।
প্রায়ই মজা করে বলি, বাসে বাসে বসবাস।

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আসেন ভাই বুকে বুক মেলাই আমাদের দুঃখ শুধু আমরাই বুঝবো। ধন্যবাদ জাহিদ অনিক ভাই।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম ঠিক বলেছেন। নিত্যদিনকার ঘটনা।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: এইসব নিয়েইতো আমরা নিত্যদিন বেচে আছি।ধন্যবাদ সম্রাট ভাই।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১

তারেক ফাহিম বলেছেন: বাসের ভিতর মেয়ে যেখানে লম্পট লোকগুলোও সেখানে :(

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: হুম তাতো আছেই, লম্পট সব জায়গায়ই লম্পট।

২০| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

অর্ক বলেছেন: যাই হোক লোকাল বাসের ভিড়ভাট্টা, চেঁচামেচির মধ্যেও ঘুমিয়ে দারুণ শান্তি পাওয়া যায়। তার কোনও তুলনাই হয় না। আপনাআপনি মন গুনগুন করে ওঠে, ‘এই পথ যদি না শেষ হয়...’ হা হা হা...

লোকাল বাসের স্টাফ, ট্রাফিক পুলিশ এদের সাথে যথাসম্ভব কম কথা বলাই ভালো। ওই বাংলাতেও লোকাল বাস নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। ওখানকার স্টাফরাও মারমুখী। একবার দেখলাম কাকে যেন বলছে, ‘বায়না করে নিয়ে যাও। দু হাজার টাকা দাও। সব যাত্রী নামিয়ে দিয়ে তোমাকে একা নিয়ে যাবো। কোথাও দাঁড়াবো না। দেবে তুমি?’ যাত্রী নীরব।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০

তারেক_মাহমুদ বলেছেন: লোকাল বাসের স্টাফ, ট্রাফিক পুলিশ এদের সাথে যথাসম্ভব কম কথা বলাই ভালো একেবারেই সত্যি কথা আমিও এটাই পালন করি ধন্যবাদ অর্ক ভাই।

২১| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: লোকাল বাসে আমার মজার এবং বিরক্তিকর সব অভিজ্ঞতা আছে।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের সবারই লোকাল বাসের কিছু মজার এবং বিরক্তিকর অভিজ্ঞতা আছে।ধন্যবাদ রাজীব ভাই।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! আপনার পোষ্ট আর মন্তব্যে অনেক কিছু জানলাম।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: জানার কোন শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই,হা হা হা!!!!!!!!!
ধন্যবাদ আপু।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.