নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দিনের এলোমেলো ভাবনাগুলো

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বৈশাখ মাস কিন্তু সারাদিন বৃষ্টি দেখে মনে হচ্ছে আষাঢ় মাস, তার উপর ছুটির দিন। অলসতা পুরাই ভর করে বসেছে। এমন বৃষ্টির দিনে কিছু এলোমেলো ভাবনা মাথায় আসছে।

খিচুড়ি হচ্ছে বৃষ্টির দিনের জাতীয় খাদ্য,সকালে ঘুম উঠে তাই তিনপ্লেট খিচুড়ি সাবাড় করলাম। চা ছাড়া এমন দিন জমে, একবার নয়, চাই বার বার, সাথে মুড়ি, চিড়াভাজা,চানাচুর। ভার্সিটি লাইফের বৃষ্টির দিনে হলে বসে বন্ধুদের সাথে তাস পেটাতাম আজ তেমনি তাস পেটাতে খুব ইচ্ছা করছে কিন্তু সম্ভব নয় । ছোট বেলার সেই লুডু খেলাও কম মজার ছিল না। এখন ইচ্ছা করলে নেটে লুডু তাস দুইটাই খেলতে পারবো, কিন্তু সেই খেলার সাথে কি এই খেলার কোন তুলনা হয় না। চারজন প্লেয়ার আরো কয়েক দর্শক কি মজার ব্যাপার, নেটে লুডুস্টার এ কি সেই প্রাণ আছে? কাগজ ছিঁড়ে চোর, ডাকাত পুলিশ খেলাও একটা মজার খেলা ছিল না । এসব খেলায় জেতাটা একটা দারুণ আনন্দের ব্যাপার ছিল। সেই আনন্দের ছিটেফোঁটাও কি এইসব ইন্টারনেট গেম দিতে পারবে?

কাগজের নৌকো বানিয়ে বৃষ্টির জলে ভাসিয়ে দেওয়া এবং নৌকো বৃষ্টিরজলে নষ্ট না হওয়া পর্যন্ত সেদিক তাকিয়ে থাকা। দাদী নানীর কাছে কাথা মুড়ি দিয়ে শুয়ে গল্প শুনতে দারুণ লাগতো । স্কুলে গেলে বৃষ্টির দিনে সাধারণত ক্লাশ হতো না স্যাররা রোলকল করা হলেই গল্প করতেন আমরা মন্ত্রমুগ্ধের মত গল্প শুনতাম।

ইস কি সুন্দর ছিল দিনগুলো।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

শামচুল হক বলেছেন: একেরে আমার জীবনের কথা।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: আসলে আমাদের সবার জীবনের বৃষ্টির দিনের গল্প এমনি,ধন্যবাদ সামচুল ভাই।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত তারেক ভাই।শৈশবকে আরো একবার মনে করিয়ে দিলেন।

অনেক অনেক ভাল লাগা আপনাকে।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই হুম আমাদের শৈশব স্মৃতিগুলো এমনি আপনার জন্যও অনেক ভালবাসা।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

কাওসার চৌধুরী বলেছেন: তারেক ভাই। তিন প্লেট খিচুড়ি সাবাড় করে দিলেন? আপনি যে এতো খাদ্য রসিক তা দেখে কিন্তু মনে হয় না!! বৃষ্টির দিনের চমৎকার লেখা।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: হুম সকালে তিন প্লেট খিচুড়ি খেয়ে আর সারাদিন চা ছাড়া কিছুই খাইনি,আসলে আমি খাদ্যরসিক নই তবে খিচুড়ির প্রতি আমার দারুণ লোভ। ধন্যবাদ কাওসার ভাই।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


বৃষ্টি বাংগালীদের অলস করে দেয়; তবে, একা একজন যদি ৩ প্লেট খিচুড়ী খান, দেশে খাদ্যের টান পড়বে।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা মন্দ বলেনি এমনিতে চালের কেজি ৭০ টাকা,এ বছর অবশ্য বাম্পার ফলন হয়েছে,আল্লাহই জানেন আজকের ঝড় বৃষ্টিতে আমাদের কৃষকরা কি পরিণাম ক্ষতিগ্রস্ত হলেন।ধন্যবাদ গাজী ভাই।


৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আজো বৃষ্টির দিনগুলি অনেকের খুব সুন্দর কাটে...

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

তারেক_মাহমুদ বলেছেন: তাতো বটেই আজকের এইদিনটিই হয়তো একদিন আমার কাছেই স্মৃতিময় মনে হবে।মন্তব্যের জন্য ধন্যবাদ প্রান্ত।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

কাওসার চৌধুরী বলেছেন:

আপনার চায়ের কথা শুনে এক কাপ কড়া কফি বানিয়ে আনলাম। আইপিএল দেখছি ধুমাইয়া।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ আপনার কফি দেখে আরেক কাপ খেতে ইচ্ছে করছে,বউকে বলে দেখি ব্যবস্থা হয় কিনা।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছবিটা রাবির প্যারিস রোডের??

অসুস্থ। সর্দি, মাথাব্যথা। :(

মুড়ি খাব।:)

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

তারেক_মাহমুদ বলেছেন: হুম নিজাম ভাই, আমি রাবির সাবেক ছাত্র তাই বৃষ্টিভেজা প্যারিস রোডের ছবি পোষ্ট করলাম। আপনার মত আমারো শরীর ভিশন খারাপ, সেই বাড়ি থেকে আসার পর থেকেই কাশি যাচ্ছে না, এন্টিবায়োটিক চলছে।তাছাড়া আমার বউ বাচ্চা সবাই ঠান্ডা সমস্যায় কষ্ট পাচ্ছে। ধন্যবাদ নিজাম ভাই।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

শাহিন-৯৯ বলেছেন: লুডু খেলা আমার একদম পছন্দ না, আমার কাছে এইটা মহিলাদের খেলা মনে হয়।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

তারেক_মাহমুদ বলেছেন: হুম ছোট বেলায় আমার প্রিয় ছিল এখন আর ভাল লাগেনা,তবে নেটে লুডোস্টার খুবই জনপ্রিয়। ধন্যবাদ শাহীন ভাই।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মৌরি হক দোলা বলেছেন: বৃষ্টি মানেই অন্য রকম একটি দিন :) :)

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

তারেক_মাহমুদ বলেছেন: বৃষ্টি মানে অলসতা, ঘুম, গল্পশোনা, তবে অফিস থাকলে বৃষ্টি মানে মরন,ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকা। ধন্যবাদ দোলা আপু।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা যারা মরুভুমির দেশে থাকি তাদের জন্য বৃষ্টিযে কতো আনন্দে।কিন্তু কোন সময় দেশে যখন থাকি অতি বৃষ্টির জন্য খারাপও লাগে। এরপরেও বৃষ্টি মজারি বটে।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: আজকের মত ছুটির দিন হলে বৃষ্টি ঠিক আছে কিন্তু কিন্তু অফিস থাকলে ট্রাফিক জ্যামের কারণে চরম বিরক্ত লাগে বৃষ্টি ধন্যবাদ সুজন ভাই।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

মিরোরডডল বলেছেন: চমৎকার লিখেছেন
ছবিটি সুন্দর
Last month আমি সাপ লুডু খেলেছি অনেক দিন পরে
It was really fun:-)

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য, ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের।আপনার পোষ্টে গিয়ে জানলাম আপনি বাংলা লিখতে পারেন না, এখানে দেখলাম চেষ্টা করছেন, চেষ্টা অব্যাহত থাকুক, নিরন্তর ভালবাসা আপনার জন্য।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: বৃষ্টিদিন ভাল লাগে তবে একটানা নয়।
অনেক স্মৃতি মনে পড়ে গেল।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০

তারেক_মাহমুদ বলেছেন: হুম গত দুইদিন ধরে খুবুই ঝড় বৃষ্টি, এখন মাঠে মাঠে পাকা ধান খুবই চিন্তায় আছি সব নষ্ট না হয়ে যায়, ধন্যবাদ সোহেল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.