![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। কোন সোনারকাঠি রুপারকাঠির স্পর্শে নয়। আমাদের দেশের শ্রমজীবী মানুষের শ্রমে ঘামে এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। ক্রিকেটার মাশরাফি একবার বলেছিলেন আমরা এই দেশের জন্য করেছি? আমরা শুধুমাত্র এই দেশের মানুষকে আনন্দ দিয়েছি, কিন্তু প্রকৃত বীরতো তারাই যাদের শ্রমে ঘামে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। মাশরাফির এই বক্তব্য ভারতসহ অনেক দেশের মিডিয়া ফলাও করে প্রচার করেছে,সবাইকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আজকে আলোচানার বিষয় ক্রিকেট নয়,আমার দেশের এই সব শ্রমজীবী মানুষকে সম্মান জানানো।
কৃষক :
গ্রামে বাড়ি হওয়ায় আমি নিজেও কৃষি কাজের সাথে সরাসরি জড়িত, তাই আমি জানি এক কেজি চাল উৎপাদন করতে কৃষকের কি পরিমাণ পরিশ্রম হয়। শহুরে একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন চাল কোথায় পাওয়া যায়? সে বলবে দোকানে। কথা সঠিক, চালতো দোকানেই পাওয়া যায়। এই চালকে দোকান পর্যন্ত নিয়ে আসার পিছনে কৃষকের যে অমানুষিক পরিশ্রম জড়িত রয়েছে তা কি কেজিতে ৬০ দিয়ে মেটানো যায়? আবার আপনার আমার দেওয়া এই ৬০ টাকা অর্ধেক চলে যায় মধ্যস্বত্তভোগীদের দখলে। কোন কোন সময় কৃষক তার প্রকৃত উৎপাদন খরচও পান না। তবুও তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে যান। একজন শিশু কাদামাটির মত, তাকে অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি মানুষ বানান। আমরা যে খাবার খাচ্ছি তার পিছনে কৃষকের কি ত্যাগ জড়িত রয়েছে তা তাকে বোঝান এবং কৃষকের কাছে কৃতজ্ঞ হতে শেখান।
শ্রমিক :
প্রতিদিন আমি যে সময়ে অফিসে বের হই গার্মেন্টস শ্রমিকরাও একই সময়ে তাদের কাজে হয়,রাস্তায় পা ফেলার জায়গা থাকে না এত মানুষ। বেশিরভাগই মহিলা। যারা একসময় শুধুমাত্র ঘরের কাজ করে সময় কাটাতো, তারা আজ ঘরে বাইরে সমানতালে পরিশ্রম করে যাচ্ছে,যে অর্ধেক জনগোষ্ঠী একসময় ঘরের কাজে সময় কাটাতো আজ তারাই দেশের অর্থনীতিতে অবদান রাখছে। যাদের অমানুষিক পরিশ্রমের ফলেই আমরা আজ সুন্দর পোষাক পরতে পারছি। আমার দেশের ১কোটি শ্রমিক পৃথিবীর বিভিন্নদেশে নানা পেশায় নিয়জিত থেকে দেশের অর্থনীতির চাকাকে সচল করছে। পরিবার পরিজন ফেলে হাড়ভাংগা খাটুনি খেটে অর্থ উপার্জন করছে, যা অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।
দেশ প্রাতি বছর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে কিন্তু আমরা ভয় পাইনা, আমাদের এই সাহস কে দিয়েছে? দিয়েছে আমাদের কৃষক, আমাদের শ্রমিক। আমাদের কৃষক যেমন প্রাকৃতিক বিপর্যয়ে দমে যান না,সব ফসল নষ্ট হয়ে গেলেও আবার নতুন উদ্যমে ফসল ফলান। আমাদের মুখে খাবার তুলে দেন।শ্রমিকও তার পরিশ্রমের হাত সবসময় সচল রাখেন।
তাই আমাদের সবার উচিৎ এইসব
মেহনতি মানুষকে ভালবাসা,এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। মহান মে দিবসে এইসব শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
০১ লা মে, ২০১৮ দুপুর ১২:২২
তারেক_মাহমুদ বলেছেন: কৃষক তার ফসলের নায্য মুল্য পাক শ্রমিক উপযুক্ত পারিশ্রমিক পাক এটাই হোক মে দিবসের প্রত্যাশা।
২| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: মে দিবস সফল হোক।
০১ লা মে, ২০১৮ দুপুর ১২:২৪
তারেক_মাহমুদ বলেছেন: মে দিবসে কৃষক শ্রমিকদের মুখে হাসি ফুটুক এটাই প্রত্যাশা। ধন্যবাদ প্রান্ত।
৩| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:০৮
শাহিন-৯৯ বলেছেন: সকল শ্রমিকের পক্ষ থেকে আমি আপনাকে দিলাম সহস্র সালাম।
০১ লা মে, ২০১৮ দুপুর ১:০১
তারেক_মাহমুদ বলেছেন: মহান মে দিবসে শ্রমিকরা এবং তাদের পরিবার ভাল থাকুক এটাই প্রত্যাশা ধন্যবাদ শাহীন ভাই।
৪| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৪২
এজাজ ফারিয়া বলেছেন: মে দিবসের উপর এই লেখাটি দারুণ লাগলো।
০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩৫
তারেক_মাহমুদ বলেছেন: শ্রমিকরা ভাল থাকলেই দেশের অর্থনীতি সচল থাকবে,ধন্যবাদ ফারিয়া আপু।
৫| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
"শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই"
০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: নিশ্চয় পড়বো, অনেক ভালবাসা নুরু ভাই।
৬| ০১ লা মে, ২০১৮ বিকাল ৪:৩৯
কাওসার চৌধুরী বলেছেন: মে দিবসে সেরা লেখা দিয়েছেন তারেক ভাই। শ্রমিকদে ন্যায্য পারিশ্রমিকের পাশাপাশি প্রাপ্য সম্মানটুকু ও দিতে হবে। এটা তাদের অধিকার। তাদের প্রতি সহানুবতিশীল ও দায়িত্ববান হতে হব।
মে দিবসের শুভেচ্ছা।
০১ লা মে, ২০১৮ রাত ৮:০৩
তারেক_মাহমুদ বলেছেন: সামুতে এখন পাঠকের চেয়ে লেখকের সংখ্যাই বেশি তাই ভাবছি কিছুদিন নতুন পোষ্ট না দিয়ে শুধু অন্যদের পোষ্ট পড়বো আর মন্তব্য করবো। এখন প্রথম পাতায় একটা পোষ্ট মাত্র ৪০-৫০ বার পাঠিত হচ্ছে। সামুর সুদিনের প্রত্যাশায় রইলাম, অনেক ধন্যবাদ কাওসার ভাই।
৭| ০১ লা মে, ২০১৮ বিকাল ৫:৫৯
এজাজ ফারিয়া বলেছেন: আপনি যেহেতু জানালেন, সেহেতু তাঁর লেখাটিও পড়ে দেখতে হয় আপনার লেখাটিও সুন্দর!
০১ লা মে, ২০১৮ রাত ৮:০৭
তারেক_মাহমুদ বলেছেন: বুঝলাম না ফারিয়া আপু কোন লেখাটির কথা বললেন পুনরায় মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ০১ লা মে, ২০১৮ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
আপনার পোষ্ট টি পড়ে আমার মাথায় একটা লেখা এসেছে।
০১ লা মে, ২০১৮ রাত ১০:৪২
তারেক_মাহমুদ বলেছেন: আমার লেখা থেকে আইডিয়া পেয়েছেন জেনে ভাল লাগলো, লিখুন পড়ে দেখবো। অনেক ধন্যবাদ রাজীব ভাই।
৯| ০১ লা মে, ২০১৮ রাত ১১:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
আমরা তাদের প্রতি কৃতজ্ঞ । তারা প্রতিনিয়ত পরিশ্রম করে আমাদের জীবন সমৃদ্ধ করছে ।
লেখায় ভাললাগা ।
০২ রা মে, ২০১৮ সকাল ৭:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ কথন ভাই,যাদের কঠোর পরিশ্রমে আমাদের মুখে খাবার জোটে তাদের প্রতি কৃতজ্ঞতাই লেখার উদ্দেশ্য।
১০| ০২ রা মে, ২০১৮ রাত ১:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দিবস শেষে রাতে পড়লাম। মে দিবসের স্লোগান মূখে না থেকে অন্তরে থাকুক সেই প্রত্যাশা রইল।
০২ রা মে, ২০১৮ সকাল ৭:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন সুজন ভাই মে দিবসের শ্লোগান অন্তরে ধারন করাই হোক মে দিবসের অঙ্গীকার। অনেক ভালবাসা।
১১| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪১
প্রামানিক বলেছেন: শ্রমিকরা ন্যায্য অধিকার পাক মে দিবসে এই কামনা করি।
০৩ রা মে, ২০১৮ দুপুর ১:১৫
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই, কৃষক শ্রমিক বাচলে দেশ বাচবে।
১২| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
বাংগালী শ্রমিকদের ক্রীতদাসের মত বেচাকেনা করছে আদম বেপারীরা, সরকার তাতে সাহায্য করছে।
০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
তারেক_মাহমুদ বলেছেন: একবার জি টু জি পদ্ধতিতে বিদেশে শ্রমিক প্রেরণের ব্যর্থ চেষ্ট হয়েছিল। আসলে সরকারকে দিয়ে কিছুই হবে না। তাই আদম ব্যাপারীদের কাছে যাওয়া ছাড়া শ্রমিকদের উপায় নেই।
১৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১:০৮
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর লিখেছেন ভাই...
আমমাদের উচিৎ সেই সকল শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:২৮
তারেক_মাহমুদ বলেছেন: আসলে কৃষক শ্রমিকদের প্রতি সম্মান দেখানো আমাদের সবার দায়িত্ব, ধন্যবাদ ভাই আখতার।
১৪| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:২৬
কাওসার চৌধুরী বলেছেন: তারেক ভাই, শুভ সকাল।
০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: শুভ ছুটির সকাল, সকাল সকাল খোজ নেওয়ার জন্য ধন্যবাদ কাওসার ভাই। আপনারতো নিশ্চয় আজ ছুটির দিন নয়?
১৫| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:৫১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মেহনতি মানুষের প্রতি কৃতজ্ঞতা রইলো সাথে লেখকের জন্য শুভকামনা।
০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ কঙ্কাবতী রাজকন্যা আপনার পদধূলিতে ধন্য এই ব্লকবাড়ি। মেহনতি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের সবারই দায়িত্ব।
১৬| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫৭
বিদেশে কামলা খাটি বলেছেন: প্রবাসী শ্রমিকদেরকে দেশে কাজ দেয়া হোক।
০৪ ঠা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
তারেক_মাহমুদ বলেছেন: প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে,এদের প্রতি রইলো স্যালুট। ধন্যবাদ ভাই।
১৭| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: তারেক ভাই, কেমন আছেন?
দয়া করে দোলার এই গল্পটি পড়ে আপনার মতামত দিন
click
০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৪২
তারেক_মাহমুদ বলেছেন: হুম পড়েছি খুব সুন্দর লেখা।
১৮| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৪৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া, আপনি কেমন আছেন?
০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: হুম ভাল আছি, ছুটির দিন আলসেমিতেই কাটছে,তোমার খবর কি?
১৯| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আমিও ভালো আছি, গান শুনছি আর ব্লগে ঘুরছি। একটা কবিতা পোষ্ট করেছি, নিমন্ত্রণ ।
আমার দিনটি আজ ভালো কেটেছে।
০৫ ই মে, ২০১৮ দুপুর ১:০৬
তারেক_মাহমুদ বলেছেন: হুম পড়েছি, ভাল লেগেছে, চলুক লেখালেখি সাথে নিজের লেখাপড়াও।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৮ সকাল ১১:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রমিকরাই সব। বাকি সবাই ভোক্তা।
কৃষক, মজুর, কুলি, মাঝি সবাই শ্রমিক।
সবার উন্নততর জীবন নিশ্চিত হোক।