নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ঘুম

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪২

সকাল ৯.৩৫ স্থান গুলিস্তান রাজউক ভবনের সামনের ফুটপাত।দুই যুবক জড়াজড়ি করে বস্তা মাথায় দিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে। যুবকদের বয়স আনুমানিক ২০-২৫ বছর হবে।এই বয়সের যুবকদের যথেষ্ট কর্মঠ হওয়ার কথা, এই সময় ভয়াবহ গরমে তাদের এভাবে ফুটপাতে ঘুমিয়ে থাকার কথা নয়।যেকোনো ছোটখাটো কর্ম করলেও বস্তিতে একটা ঘর ভাড়া করা এদের জন্য কঠিন হওয়ার কথা নয়। সম্ভবত এরা মাদকসেবী, গুলিস্তান, স্টেডিয়ামের আশপাশ এলাকায় এমন যুবকদের প্রায় দেখা যায় পলিথিন ব্যাগে করে ড্যান্ডি ফুকাতে। 

রাস্তায় ব্যস্ত ছুটেচলা মানুষগুলো দু 'একবার অবাক হয়ে তাকিয়ে এদের দেখছে পরক্ষণেই ঘাড় ঘুরিয়ে চলে যাচ্ছে। প্রচণ্ড গরম, গাড়ির হর্ণ,উতপ্ত ফুটপাত,পাশ দিয়ে ছুটে চলা মানুষের শব্দ কোন কিছুই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না। এ এক পরম শান্তির ঘুম।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: মোর বীনা ওঠে কোন সূরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে'
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয় স্পন্দে'

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১২

তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল রাজীব ভাই, গানটি খুবই চমৎকার, কিন্তু এই ছবির সাথে সম্পর্কটি বুঝতে পারলাম না।

২| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: শুভ সকাল, তারেক ভাই। আসলে আমাদের সমাজটা সমঅধিকার ও রাষ্ট্রের সমান সুযোগ সুবিধা সবার জন্য নিশ্চিত করেনি। এছাড়া আছে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সীমাহীন অজ্ঞতা। হিসাব করলে দেখবেন, দেশের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোতে সবচেয় বেশি জনসংখ্যা থাকে। বস্তিগুলোতে নোংরা পরিবেশে ছোট্ট একটা ঘরে ৫-৭টি শিশুর জন্ম ও বেড়ে উঠা। গ্রামগুলোর অবস্থাও ঠিক তাই। এসব পরিবার না পারে এসব শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে, না পারে একটি সুন্দর পরিবেশ দিয়ে সু শিক্ষায় শিক্ষিত করে তুলতে।

এজন্য এর দায়ভার বাবা-মায়ের সবচেয়ে বেশি। একটি দরিদ্র দেশের জন্য এ মানুষগুলো বোঝা সরুপ।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬

তারেক_মাহমুদ বলেছেন: এটা নগরভবনের সামনের ফুটপাত, ভিতরে সুবিশাল এসি রুমে বসে নগর পিতা নগরের উন্নয়নের কথা ভাবছেন, আর নগরভবনের দেওয়াল ঘেসে ফুটপাতে ঘুমাচ্ছে দুই যুবক সেটা নিয়ে চিন্তা করার সময় নেই। সঠিক নির্দেশনা ও সুযোগ পেলে এরাও সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো। আর দশটা স্বাভাবিক মানুষের মত দেশের জন্য অবদান রাখতে পারতো।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কাওসার ভাই।

৩| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পুরো দেশেই এমন চিত্র এখন আর কাউকে আশ্চর্যান্বিত করে না! এমন দৃশ্য যেন এ দেশের চিরাচরিত রূপ!

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন সম্রাট ভাই, এটা এখন ঢাকার ফুটপাতের চিরচারিত চিত্র।

৪| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: এরকম অনেক যায়গায়ই দেখতে পাচ্ছি ইদানিং।

তাদের জন্য কিছু একটা করা দরকার।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১৫

তারেক_মাহমুদ বলেছেন: এদের কথা কেউই ভাবে না, অনেক ধন্যবাদ দাদা।

৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩০

Sujon Mahmud বলেছেন: কবি এখানেই নিরব :(

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১৭

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই সুজন ভাই, আমাদের কিছুই করার নেই।

৬| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: সবেচেয় লজ্জার কথা হল, মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ আমাদের;
অথচ এখনো অনেক মানুষ রাস্তায় ঘুমায়।। :(

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২১

তারেক_মাহমুদ বলেছেন: এটা নগর ভবনের সামনের ছবি নগর পিতা ভিতরে বসে নগরের উন্নয়নের কথা ভাবছেন, আর বাইরের অবস্থা এই। অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই।

৭| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন: উঁচু উঁচু দালানে বসবাসকারী মানুষগুলো এদের দেখে ভাবে, এরা অনেক শান্তিতে ঘুমাচ্ছে। আসলে তারা এর ভেতরে গিয়ে চিন্তা করতে পারে না বা ইচ্ছে করেই এদিকে এগুয় না।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫

তারেক_মাহমুদ বলেছেন: ওরা যেখানে ঘুমাচ্ছে পাশেই পোষ্টারে সরকারের উন্নয়নের ফিরিস্তি দেওয়া আছে, এইসব মানুষদের নিয়ে ভাববার সময় এসেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ ইসলাম ভাই।

৮| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪

কামরুননাহার কলি বলেছেন: এমন চিত্র তো প্রতিদিনই চোখে পড়ছে । কি আর করার আছে জনগণের।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮

তারেক_মাহমুদ বলেছেন: এদের নিয়ে সরকারকেই ভাবতে হবে, নইলে এরা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়বে, সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। অনেক ধন্যবাদ কলি আপু।

৯| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সমা‌জের এই সব দেখার কেউ কি কোথাও নেই? দে‌ খে খারাপ লা‌গে।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

তারেক_মাহমুদ বলেছেন: আছে, রাজউক ভবনের ভিতরে বসে মেয়র সাহেব নগরের উন্নয়ন পরিকল্পনা করছেন। বাইরে ফুটপাতে কারা ঘুমাচ্ছে সেটা দেখার সময় নেই উনার। ধন্যবাদ সাজ্জাদ ভাই।

১০| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নাগরীক জীবনে এগুলো এখন গা সহা হয়ে গেছে।

কতনা কষ্টে মানুষের জীবন কাটে।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: এদের নিয়ে না ভাবলে এরাই একদিন ভয়ংকর অপরাধী হয়ে উঠতে পারে, দেশের নিরাপত্তা কথা ভেবে হলেও এদের জন্য কিছু করা উচিত। ধন্যবাদ মাইদুল ভাই।

১১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৩

লাবণ্য ২ বলেছেন: এমন চিত্র দেশের সর্বত্রই দেখা যায়।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন লাবন্য আপু, এটা আসলে কাম্য নয়,এইসব যুবশক্তি এভাবে রাস্তায় পড়ে থাকা দেশের জন্য মোটেই সুখকর নয়।

১২| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: সরকারের উচিত এদের নিয়ে কর্মমুখী উদ্যোগ নেয়া। এরা একটু অস্থায়ী শান্তির জন্যই এ নেশায় নিমজ্জিত। যদি এরা সুখময় জীবনের সন্ধান পায়, তবে লুফে নেবে নিশ্চিত।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: এদেরকে প্রথমে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা জরুরি, তারপরই কাজে নিয়োজিত করা উচিত। নতুবা এদের দ্বারা যেকোনো অপরাধ সংগঠিত হওয়া মোটেই অস্বাভাবিক নয়। ধন্যবাদ বৃষ্টি আপু।

১৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩০

কাইকর বলেছেন: এটা আর নতুন কি

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩২

তারেক_মাহমুদ বলেছেন: এটা নতুন কিছু নয়, তবে উন্নয়নশীল বাংলাদেশে এমন চিত্র কাম্য নয়।

১৪| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

শামচুল হক বলেছেন: মনে হয় নেশার জগতে হুশ নাই।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: আমার তাই মনে হয় শামচুল ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: পেছনে মতিঝিল প্রকল্প। সেখানে গিয়ে কি তারা একটু ঘুমাতে পারবে ভাই?

২৯ শে মে, ২০১৮ রাত ৮:০২

তারেক_মাহমুদ বলেছেন: এটা নগর ভবনের সামনে সরকারের উন্নয়নের ফিরিস্তি দেওয়া হয়েছে ঠিক তার সামনে এভাবে ঘুমিয়ে আছে দুই মাদক সেবী যুবক।

১৬| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: মনে হয় হাতিরঝিল প্রকল্প...ভুল হয়ে গেছে। দুঃখিত

২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৩

তারেক_মাহমুদ বলেছেন: বুঝতে পেরেছি প্রান্ত অনেক ধন্যবাদ।

১৭| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভ সকাল রাজীব ভাই, গানটি খুবই চমৎকার, কিন্তু এই ছবির সাথে সম্পর্কটি বুঝতে পারলাম না।


সব কিছুর সাথে সব কিছুর সামঞ্জ্য আছে।

২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৪

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা তাই নাকি?

১৮| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪৮

উদাস মাঝি বলেছেন: বাইরে থেকে দেখে মন্তব্য করা ঠিক হবেনা ভাই ।
হয়ত ওরা সারা রাত পরিশ্রম করেছিল !

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কথাও ঠিক হতে পারে, আমরা খারাপটা দেখে অভ্যস্ত তাই প্রথমে খারাপটাই চিন্তা করি।

১৯| ৩০ শে মে, ২০১৮ রাত ১২:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: ওরা কেন মরার মতো ঘুমাচ্ছে সেটা আমরা শিওরলি বলতে পারবনা। হতে পারে নেশায়, হতে পারে কঠোর পরিশ্রম, অথবা অবহেলায়, অনাদরে, মানবিক সুবিধা বঞ্চিত শরীরে বাসা বেঁধেছে কোন রোগ! কারণ যাই হোক না কেন, একটি ছবি সমাজের হাজারটি সমস্যার দিকে আঙুল তুলে তাকাচ্ছে।

ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের ভালটাই প্রথমে চিন্তা করা উচিত, এদের নিয়ে সরকারের অবশ্যই ভাবা উচিত, সমাজের বোঝা নয় এদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলা উচিত। সুন্দর সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

২০| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: এরা অধিকার বঞ্চিত, স্বাভাবিক জীবন থেকে ওরা বহুদূরে চলে গেছে। এর জন্য ওরা নিজেরাও দায়ী। দায়ী আমাদের সমাজব্যবস্থা, দায়ী সরকার

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের ধন্যবাদ ভাই আক্তার আর হোসেন।

২১| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭

আবু ছােলহ বলেছেন:



শে মে, ২০১৮ সকাল ১১:০৬ ০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পুরো দেশেই এমন চিত্র এখন আর কাউকে আশ্চর্যান্বিত করে না! এমন দৃশ্য যেন এ দেশের চিরাচরিত রূপ!

সহমত। পোস্ট দেয়ায় ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সাথে সহমত পোষন করা ছাড়া কিছুই বলার নেই সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ছোলহ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.