![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
২০৪৬ বিশ্বকাপ। বাছাই পর্বে দূর্দান্ত খেলেছে বাংলাদেশ, এশিয়ার চ্যাম্পিয়ন হিসাবেই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই সেরা স্টাইকারের নাম আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাব। সারা পৃথিবীতে এরা এক নামে পরিচিত। এখন আর কেউ বাড়িতে বাড়িতে ব্রাজিল আর্জেটিনার পতাকা লাগায় না। সবার বাড়িতেই এখন লাল সবুজের বাংলাদেশের পতাকা। অনলাইনেই নেই ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কাদা ছুড়াছুঁড়ি।
এখন কেউ আর মেসি নেইমারের ছবিযুক্ত জার্সি গায়ে ঘুরে বেড়ায় না। সবার গেঞ্জিতেই এখন আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাবের ছবি। মেসি নেইমাররা এখন অবসরপ্রাপ্ত সম্মানিত খেলোয়াড়। মেসি পত্রিকায় এক কলামে লিখেছেন, আমি বিশ্বকাপ জিততে পারিনি এটা আমার সারা জীবনের দুঃখ, কিন্তু আমার বিশ্বাস আব্দুল কুদ্দুস ঠিকই বিশ্বকাপ উচিয়ে ধরতে পারবেন । নেইমার তার কলামের লিখেছেন, আমার আর কৌতিনহো জুটির চেয়েও আব্দুল কুদ্দুস ও আব্দুল ওহাব জুটি ভয়ংকর। বাংলাদেশই এবারের বিশ্বকাপের হট ফেভারিট।
গ্রুপ পর্বে দুই জয় এবং এক ড্র, বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে ২য় পর্বে উন্নিত হল। দ্বিতীয় পর্বে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হল জার্মানির সাথে অতিরিক্ত সময়ে আব্দুল ওহাবের গোলে ১-০ বাংলাদেশ জিতে কোয়াটার ফাইনালে চলে গেল বাংলাদেশ। কোয়াটার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি বাংলাদেশ, এ ম্যাচে ২-১ গোলে জিতে বাংলাদেশ সেমিতে উঠে গেল। সেমিফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল। ব্রাজিলকে ২-০ গোল উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ। দূটি গোলই করেন আব্দুল কুদ্দুস।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার। আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাব প্রাণ দিয়ে লড়ে যাচ্ছেন। দুজনের চোখে গোলের ক্ষুধা, কিন্তু কিছুতেই গোল পাচ্ছেন না। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ,খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ২৮ মিনিট শেষ কিন্তু গোলের দেখা নেই। ২৯ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে আব্দুল কুদ্দুসের দুর্দান্ত গোল, চিৎকারে ফেটে পড়লো গোটা বাংলাদেশ।সবার চোখে যখন আনন্দ অশ্রু তখন আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাব এই গোলকে বিশেষ ভঙিমায়ায় উজ্জাপন করতে লাগলেন। অনেকের কাছেই বিষয়টি কিছুটা দৃষ্টিকটু লাগলো।
পরবর্তীতে মায়ানমার ফিফার কাছে অভিযোগ জানলো আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাবের বিরুদ্ধে। ফিফা তাদেরকে এককোটি টাকা জরিমানা করলো। কিন্তু তাতে দুঃখ নেই আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাবদের,মায়ানমার সামরিক বাহিনীর প্রতি বিশ্ববাসীর সামনে যে ঘৃণা প্রকাশ করতে পেরেছে এতেই তারা খুশি।
পরবর্তীতে পত্রিকার পাতায় বেরিয়ে এল আব্দুল কুদ্দুস এবং ওহাবের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে ওঠার গল্প। ২০১৭ মায়ানমার সামরিক বাহিনীর ধর্ষনের শিকার হয়েছিল বিশ্বসেরা এই দুই খেলোয়াড়ের মা,তারই ফসল এই দুই খেলোয়াড়।
অনেকেই বলেন খেলার সাথে রাজনীতি মেশাতে হয় না, আমি বলি মাঝেমাঝে খেলার সাথেও রাজনীতি মেশাতে হয়।
২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনার জন্য এককাপ চা। পাঠ ও সহমতের জন্য ধন্যবাদ।
২| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৩২
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ।
++
২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৪২
তারেক_মাহমুদ বলেছেন: পাঠ মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ ভাই স্রাঞ্জি সে। আপনার জন্য শুভ কামনা।
৩| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর মিশেল হল, খেলা ও রাজনীতির। মানবতার জয় হোক। স্বপ্নও যেন একদিন সার্থক হয়।
শুভ কামনা রইল প্রিয় তারেক ভাইকে।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫
তারেক_মাহমুদ বলেছেন: জাকা আর শাকিরির গল্প আমাকে খুব টাচ করেছে, ওদের জীবনের সাথে রোহিঙ্গাদের জীবনের অনেক মিল আছে। অনেক ধন্যবাদ পদাতিক ভাই।
৪| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫
সুমন কর বলেছেন: কাল্পনিক কিন্তু বর্তমান পেক্ষাপট মিলিয়ে বেশ লিখেছেন।
+।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৪
তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই। নিরন্তর শুভেচ্ছা।
৫| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫
পবন সরকার বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ পবন ভাই।
৬| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৯
সিগন্যাস বলেছেন: তারেক ভাই গল্প সুন্দর হয়েছে।অবশ্য আপনার সব গল্পই সুন্দর হয়।প্লাস নেন
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩
তারেক_মাহমুদ বলেছেন: পাঠ মন্তব্য ও ভাললাগার জন্য ধন্যবাদ সিগন্যাস আপনার মন্তব্যে আপ্লুত হলাম।
৭| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৪
আমি ব্লগার হইছি! বলেছেন: ওরে আল্লাহ! তার মানে রোহিন্গারা এখানে থেকে যাবে? ফিরবে না? তার চেয়ে ওরা সুইজারল্যান্ডে চলে যাক। ৪৬ সালে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না। ওদের জন্যে সুইজারল্যান্ডে যাওয়া ভালো হবে।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: আমি ব্লগার হইছি ভাই
২০৪৬ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা সেটা বলা যায় না, তবে রোহিঙ্গারা এদেশ ছেড়ে যাবে না এটা নিশ্চিত। অনেক ধন্যবাদ ভাই।
৮| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবই ভালো লাগল কিন্তু দুজনকে ধর্ষণের ফসল হিসেবে উপস্থাপন না করলে আরও ভালো লাগত।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: মায়ানমার সামরিক বাহিনীর দ্বারা কি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে রোহিঙ্গারা সেটা বোঝাতে এভাবে উপস্থাপন করেছি,অনেক ধন্যবাদ সম্রাট ভাই।
৯| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
পদ্মপুকুর বলেছেন: লেখাটা বার্মিজ ভাষায় ট্রান্সলেট করা যায় না!!!
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:১৭
তারেক_মাহমুদ বলেছেন: ওরা পশু, এইসব সাধারণ গল্প ওদের জানিয়ে লাভ নেই। অনেক ধন্যবাদ পদ্মপুকুর ভাই।
১০| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯
মিস্টার বাঁচাল বলেছেন: আমি প্রথমে 2048 না পরেই পড়া শুরু করলাম . আমি তো অবাক বাংলাদেশ বিশ্বকাপে . হো পরে আবার প্রথম থেকে পড়লাম. সুন্দর .দারুন হয়েছে
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:১৮
তারেক_মাহমুদ বলেছেন: আপনাদের ভাল লেগেছে জেনে ভাল লাগলো, অনেক ধন্যবাদ ভাই।
১১| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:৫২
কাইকর বলেছেন: সুন্দর পোস্ট।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০২
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই কাইকর।
১২| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: দারুণ!
দারুণ!!
চালিয়ে যান, লক্ষ্যে পৌছে দিন!!!
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাকির ভাই, আপনার জন্য শুভ কামনা।
১৩| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৯
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! তারেক ভাই শেষের পাঞ্চটি তো চমৎকার। মন ছুয়ে গেল। আশায় রইলাম ২০৪৬ দেখার। তবে, হায়াতে কুলাবে কিনা কে জানে।
আপনার লেখার সাথে আরেকটু যোগ করি-
বাংলাদেশ 'বি' গ্রুপে খেলবে- দলগুলো হলো
(১) বাংলাদেশ
(২) ভূটান
(৩) হাইতি
(৪) নাউরু
২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৪
তারেক_মাহমুদ বলেছেন: আপনি আবার গ্রুপের নাম এবং দলের নামও দিয়ে দিলেন। বাংলাদেশ বিশ্বকাপ খেলুল এটা আমরা চাই কিন্তু রোহিঙ্গারা এদেশে থাকুক এটা আমরা কেউ চাই না,ওরা নিজ দেশে ফিরে সম্মানের সাথে বাস করুক এটাই আমাদের চাওয়া।
অনেক ধন্যবাদ প্রিয় কাওসার ভাই, কয়েকদিন ব্যস্ততার কারণে আপনার পোষ্ট পড়া হচ্ছে না, দেখি সময় করে পড়বো।
১৪| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: চায়ের জন্য ধন্যবাদ।
চমৎকার স্বাদ।
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
তারেক_মাহমুদ বলেছেন: পুনরায় মন্তব্যের জন্য ধন্যবাদ, অনেক অনেক শুভ কামনা আপনার আর্জেন্টিনার জন্য।
১৫| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশাবাদী গল্প।
তবে খেলোয়ার দুজনের নাম আরও আধুনিক হলে সুন্দর হত।
২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪২
তারেক_মাহমুদ বলেছেন: রোহিঙ্গা ক্যাম্পে বড় হওয়া ছেলেদের নাম এরচেয়ে আধুনিক হওয়ার কথা নয়। ধন্যবাদ মাইদুল ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট তারেক ভাই।
আমি আপনার সাথে সহমত।