![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
আমারা বাঙালীরা একটু বেশি আবেগী আর ক্রিকেট নিয়ে আবেগতো আমাদের বাড়াবাড়ি পর্যায়ের। এই আবেগটাইতো আমাদের সম্বল। একাত্তরে স্বাধীন বাংলাদেশের ক্রিকেট টিমের ওপেনার হওয়ার স্বপ্ন নিয়ে ব্যাট ফেলে যুদ্ধে গিয়েছিলেন শহীদ জুয়েল। ঘাতকের বুলেটে যখন জুয়েলের হাত যখন ঝাঝরা হয়েছিল। তিনি সেদিন ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার হাতের আঙুলগুলো যেন কেটে ফেলা না হয় তিনি যে স্বাধীন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ক্রিকেট খেলতে চান। বাংলদেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন পুরন হয়নি শহীদ জুয়েলের। শহীদ জুয়েল কি আজ ওপার থেকে দেখতে পাচ্ছেন মাশরাফি নামক এক যোদ্ধা কিভাবে প্রাণ বাজী এদেশের হয়ে লড়ে যাচ্ছেন?
'মাশরাফি' যাকে পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না। অন্য কোন দেশের খেলোয়াড় হলে হয়তো অনেক আগেই চলে যেতেন বাতিলের খাতায়। কিন্তু এটা বাংলাদেশ এখানে মাশরাফি আমাদের প্রাণ ভোমরা। পৃথিবীর ইতিহাসে এমন কোন খেলোয়াড় খুজে পাবেন না যিনি এতটা ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলেন। গতকালের খেলায় মাশরাফি রুবেলের বলে শোয়েব মালিকের যে ক্যাচটি নিয়েছেন, কে বলবে এই লোকটির পায়ে সাত সাতবার সার্জারি করা হয়েছে?
আফগানদের সাথে মাশরাফি একটু বেশি রান দিয়ে ফেলেছিল, ব্যস কিছু ফেসবুক ক্রিকেট বোদ্ধারা বলেতে শুরু করেছিল 'মাশরাফির এখন বিদায় নেওয়া উচিত'। হে ফেসবুক ক্রিকেট বোদ্ধারা তোমরা শুধু ওর বেশি রান দেওয়াটাই দেখলে আর ও যে আফগানদের দুজন সেট ব্যাটসম্যানকে আউট করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনলো সেটা দেখলা না। আচ্ছা মাশরাফিকে না হয় বাদই দিয়ে দিলাম ,মাশরাফির বিকল্প একজন বোলারের নাম বলুন? সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া খুজলে একজনও পাবেন না। মাশরাফি যাই খেলুক ও মাঠে থাকাই আমাদের জন্য বিরাট প্রাপ্তি।
শহীদ জুয়েল যে স্বপ্ন দেখতেন তা পুরুণ হচ্ছে আজ এই মাশরাফির হাত ধরেই । এমনিতেই ও আর খুব বেশিদিন খেলতে পারবে না, তাই ও যতদিন খেলে, খেলতে দিন। এই মাশরাফির জন্য হলেও এবারের এশিয়া কাপ জেতাটা বাংলাদেশের জন্য জরুরী।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন সোহেল ভাই, মাশরাফিকে নিয়ে কেউ খারাপ কথা লিখলে মন সত্যি খারাপ হয়। ভাল থাকুন আমাদের মাশরাফি।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২
মেহেদী হাসান হাসিব বলেছেন: শ্রদ্ধা ও ভালবাসা মাশরাফি ভাইয়ের জন্য। কালকের দৃশ্যটা ভোলার মত না।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
তারেক_মাহমুদ বলেছেন: কাল ম্যাসের মধ্যে যেন সুপার ম্যান ভর করেছিল, ধন্যবাদ হাসিব ভাই।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল তারেকভাই,
অভিনন্দন গোটা টিমকে। ধন্যবাদ আপনাকে। আর সমস্ত খেলাপ্রেমীকে শুভকামনা রইল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় পদাতিক ভাই শুভ সকাল
খেলার মাঠে মাশরাফি যখন খুড়িয়ে খুড়িয়ে হাটে তখন তখন সমগ্র বাংলাদেশের মানুষও উৎকন্ঠায় থাকে সত্যি এদেশের মানুষ অনেক বেশি ভালবাসে এই খেলোয়াড়টিকে।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
ফেনা বলেছেন: মাশরাফি আমাদের একটাই।
তোমাকে সেলুট ক্যাপ্টেন......
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: কি অদম্য মানসিকতার, ওকে না ভালবেসে পারা যায় না। অনেক ধন্যবাদ ফেনা ভাই।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪
নূর আলম হিরণ বলেছেন: মাশরাফির অনুপ্রেরণা বাকিদের উজ্জীবিত করে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
তারেক_মাহমুদ বলেছেন: মাশরাফি হয়তো কিছুদিন পর আর ক্রিকেট খেলবে কিন্তু ওর গল্পগুলো ভবিষ্যতের ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাবে। অনেক ধন্যবাদ হিরণ ভাই।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
মিথী_মারজান বলেছেন: মাশরাফি অনুপ্রেরণার এক অনন্য নাম।
বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য প্রাণঢালা শুভকামনা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
তারেক_মাহমুদ বলেছেন: ডুবতে বসা বাংলাদেশের ক্রিকেটকে মাশরাফিই জাগিয়ে তুলেছে। স্যালুট ক্যাপ্টেন।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
সাইন বোর্ড বলেছেন: মাশরাফি শুধু একজন ভাল ক্রিকেটারই না একজন ব্যক্তিত্ত্ববান মানুষও ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
তারেক_মাহমুদ বলেছেন: যেদিন মাঠে দর্শক ঢুকে পড়েছিল আর মাশরাফি যেভাবে সেই দর্শককে পুলিশের হাত থেকে বাচিয়ে মাঠের বাইরে দিয়ে এসেছিল সেদিনই বোঝা গিয়েছিল ও কত বড় মাপের মানুষ। অনেক ধন্যবাদ সাইন বোর্ড ভাই।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯
মাহমুদুর রহমান বলেছেন: যে দেশের মানুষ গুনীজনকে সম্মান দিতে জানে না,সে দেশে গুনী মানুষ জন্ম নেয় না।একদিন তারা হাড়ে হাড়ে টের পাবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
তারেক_মাহমুদ বলেছেন: একদম সত্যি কথা, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২
মাকার মাহিতা বলেছেন: আমাদের মাশরাফি
বেশ নাম ডাক তার
আমাদের মাশরাফি
হাঁটু ভরা জোড়া তার
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
তারেক_মাহমুদ বলেছেন: মাশরাফির প্রতি ভালবাসার দারুণ প্রকাশ।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
শাহাদাত নিরব বলেছেন: মাশরাফি ভাই
নামটি যতবার নেই ততবার চোখে পানি চলে আসে এই ভেবে যে
একদিন আমাকে দেখতে হবে ওডিয়াই স্কোয়াডে মাশরাফি ভাইয়ের নাম নেই।
জানিনা কি ভাবে সহ্য করবো মাশরাফি ভাইয়ের সুস্থতা কামনা করছি ।
এটা আবেগ নয় এটা একজন মাশরাফি প্রেমীর আর্তনাদ ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
তারেক_মাহমুদ বলেছেন: হৃদয় ছুয়ে গেল আপনার মন্তব্যে সুপ্রিয় শাহাদত নিরব ভাই, মাশরাফি দলে নেই এটা ভাবতেই কেমন যেন মনটা বিষন্ন হয়ে। ভাল থাকুন আমাদের ক্যাপ্টেন।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মাশরাফি একটা আবেগের নাম। একজন মানুষ যাকে মাঠে দেখলেই মন ভালো হয়ে যায়।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
তারেক_মাহমুদ বলেছেন: ঠিক বলেছেন ভাই দি ফ্লাইং ডাচম্যান, ওকে দেখলেই মন ভাল হয়ে, ও একটা উইকেট পেলেই পরম শান্তি পাই।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
রাকু হাসান বলেছেন: গুরু এখন যৌবনা । মুগ্ধ ম্যাশে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
তারেক_মাহমুদ বলেছেন: আরো অনেক দিন দলে থাকুক আমাদের মাশরাফি, বসের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ রাকু হাসান ভাই।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
জাহিদ অনিক বলেছেন: আমি খেলাটাকে খেলায় জায়গাতেই রাখতে চাই।
কে কতবার ইনজুরি হলো এসব সিমপ্যাথি দিয়ে কাউকে দেবতা বানাতে ইচ্ছুক না।
খেলা জমজমাট হলে হাতে তালি দেই- ভালো না লাগলে চ্যানেল অফ করে দেই।
মাশরাফি নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটে একটি অনুপ্রেরণার নাম।
কেউ কেউ দেখালাম তাঁকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিচ্ছে- এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল। মাশরাফিকে সন্মান দেয়ার জন্য অন্যের উপাধি তাকে দিতে হবে কেন? তার জন্য তো উপাধি আছেই।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: খেলাটকে আবশ্যই খেলার জায়গায় রাখা উচিত, এবং মাশরাফি ভাল পারফর্ম করেই দলে দলে খেলছে। অবশ্যই মাশরাফি জন্য অন্যকারো বিশেষণ ধার করার প্রয়োজন জন্য।
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাশরাফি'র নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি একজন বড় মাপের মটিভেটর, ব্যক্তিগত দৃষ্টান্ত দিয়ে সতীর্থদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। তিনি একজন নিষ্ঠাবান ক্রিকেটার, অসম সাহসী বীর যিনি সামনে থেকে নেতৃত্ব দিতে ভালবাসেন। প্রাক্তন কোচ ডেভ হোয়াটমোরও তাকে আলাদা চোখে দেখতেন এবং আদর করে 'পাগলা' নামে ডাকতেন।
পোস্ট পড়ে ভাল লাগলো। + +
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
তারেক_মাহমুদ বলেছেন: ভাল খেলোয়াড় অনেকই আছে কিন্তু মাশরাফি ভাল মানুষ ও ভাল খেলোয়াড়। ও অধিনায়ক হওয়ায় পর থেকেই বাংলাদেশ দলে আকাশ পাতাল পরিবর্তন এসেছে। অনেক ধন্যবাদ স্যার।
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: গ্রেট ম্যান।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
তারেক_মাহমুদ বলেছেন: আসলেই মাশরাফি গ্রেট, অনেক ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২
মোস্তফা সোহেল বলেছেন: ক্রিকেট নিয়ে যারা ফেসবুকে খেলা চলাকালিন ঘন ঘন স্টাটাস দেই এরা খেলা দেখে না আন্দাজে স্টাটাস দেওয়ার জন্য বসে থাকে।
মাশরাফির মত খেলোয়ার এখনও বাংলায় একটিও নাই।