নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আজও ওরা ঢাকা আসছে

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

আজ সকালে অফিসে আসার পথে মহাখালী বাসস্টান্ডের পাশে একটি অস্থায়ী পানির স্টলে চোখ আটকে গেল। স্টলটিতে কয়েক হাজার পানির বোতল চোখে পড়লো।স্টলের সামনে ব্যানারে লেখা,"প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে আসা মাদ্রাসা ছাত্রদের জন্য বিনামূল্যে পানি সরবরাহ "। আয়োজক কারা সেটা পড়ার আগেই আমার বাস স্থান ত্যাগ করলো তাই বাকী লেখাটা পড়া হল না। কাকরাইল মোড়ে দেখলাম সাদা পাঞ্জাবি পরিহিত হাজার হাজার মাদ্রাসার ছাত্রদের লাইন দিয়ে এগিয়ে চলছে সোহরাওয়র্দী উদ্যানের দিকে।

অন্যকে পানি পান করানো খুবই সওয়াবের কাজ।কিন্তু এই পানি খাওয়ানোর পিছনেও যে স্বার্থ থাকতে পারে সেটা ভাবা যায়? ৫ বছর আগে যদি ফিরে যাই সেদিনও ওরা এসেছিল। সেদিনেও তাদের পানি খাওয়ানোর জন্য রাস্তার পাশে স্টল ছিল,সেদিন রাস্তায় গাড়ি ছিল না,আজ ওরা গাড়ি নিয়ে এসেছে সারা ঢাকা শহরের রাস্তা ওদের গাড়ির দখলে অফিসগামী যাত্রীরা আজ ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন।

সেদিন যারা পানি খাইয়েছিল তাদের স্বার্থ ছিল ভিন্ন আর আজ যারা পানি খাওয়াচ্ছে তাদের স্বার্থ ভিন্ন। সেদিন যারা এদের বাহবা দিয়েছিল আজ তারা মনে মনে এদেরগোষ্ঠী উদ্ধার করছে। আসলে ওদের নিজেদের ইচ্ছেই কোন কিছু হয় না। ওদেরকে যারা পরিচালনা করেন তাদের ইচ্ছায় ওরা ঢাকায় আসে। তবে সেদিন এরা জানতো না কেন ঢাকায় এসেছে আজ জানে, এটুকুই পার্থক্য।

মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য অবশ্যই যুগান্তকারী একটি কাজ করেছেন সেজন্য প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী ওদের আজ আরও বড় একটি উপকার করলেন ওদেরকে ২য় বার সংগঠিত হয়ে তাদের শক্তি জানান দেওয়ার সূযোগ করে দিলেন কে জানে একদিন এই শক্তিকে অন্যকেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই ব্যবহার করবে না?

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

নাহিদ০৯ বলেছেন: আসলে সবাই খেলছে। কেউ রাষ্ট্র শক্তি কে পুঁজি করে বলছে আমরা অপরাধী না। ;) কেউ মানুষের সহানুভুতি কে পুঁজি করে বলছে আমরা ধোয়া তুলসি পাতা, আমরা কিছু্ই করিনাই, সব দমন পীড়ন। :(

আর এর মাঝে এইসব শাহবাগ, হেফাজত, সুশীল এর মতো ক্লাউন রা সার্কাস এর দর্শক দের কে মাঝে মাঝে বিনোদন দিতে এগিয়ে আসে। X(( X((

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

তারেক_মাহমুদ বলেছেন: রাজনীতিতে শেষ বলে কোন কথা আজ আবারও তাই প্রমাণিত হল, অনেক ধন্যবাদ নাহীদ ভাই।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

প্রথমকথা বলেছেন: সব আল্লাহ্‌ র হুকুম। উনি ভাল জানেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামনে নির্বাচন, বুঝিতে হইবে।

এদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ(সংবিধান মতে), কিন্তু ভোট ব্যবসাতে ধর্ম একটি প্রধান নিয়ামক। কথাটা আমার চাইতে রাজনৈতিক দলগুলো বেশী ভালো জানে..;)

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

তারেক_মাহমুদ বলেছেন: পরিক্ষা বন্দ করে দিয়ে কর্মব্যস্ত দিনে এমন একটি আয়োজন সাধারণ মনুষের জন্য কতটা ভোগান্তির সেটা ভাববার দরকার ছিল।, সামনে নির্বাচন এটাই মুল সমীকরণ। মন্তব্যের জন্য ধন্যবাদ নিজাম ভাই।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

হাবিব বলেছেন: সবাই নিজের লাভের জন্য ছোটে যতই বলি যে আল্লাহ প্রেম নবি প্রেম এইগুলা আসলে সাইনবোর্ড হিসেবে ঝুলিয়ে রাখে। নিজের গর্ত ভরলেই হাত তালি না হইলেই মার মুখে গালি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

তারেক_মাহমুদ বলেছেন: এদেশে সব রাজনীতিবিদরাই যুগে যুগে নিজের লাভের জন্য ধর্মকে ব্যবহার করে আসছে এটা তারই ধারাবাহিতা। অনেক ধন্যবাদ হাবিব স্যার।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: ওরা আসছে- শেখ হাসিনাকে সম্মান জানাতে। আর তেতুল হুজুরের জন্য স্বাধীনতা পদক দাবী করতে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

তারেক_মাহমুদ বলেছেন: হুম হুজুর স্বাধীনতা পদক পেলেও অবাক হবো না।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাজনীতি রাজার খেলা।কেউ খেলে কেউ দেখে। কেউ উপভোগ করে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

তারেক_মাহমুদ বলেছেন: হুম আসলেই তাই কখন কি ঘটে বোঝা বড্ড কঠিন। ধন্যবাদ মামুন ভাই।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সাইন বোর্ড বলেছেন: এখনো কত খেলা যে দেখতে বাকী অাছে !

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

তারেক_মাহমুদ বলেছেন: নির্বাচন এগিয়ে আসছে শুরু হচ্ছে নতুন নতুন খেলা। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই সাইনবোর্ড।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

করুণাধারা বলেছেন: আপনার পোস্টে লাইক; তার চেয়ে বেশি লাইক এটা দেখে যে, আপনি বাসে চড়েই অফিসে যাচ্ছিলেন! আশা করি কিছুদিন সময় নেবেন সুস্থির হয়ে মোটরসাইকেল চালাবার জন্য।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আপু শুভ সকাল

যে মরর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেছে তাতে করে বাইক চালনাতে পরিবারের কেউ সাই দিচ্ছে না, আমি অবশ্য বাইক চালনাতে হাত পাকানোর চেষ্টা করে যাচ্ছি, আদৌ কখনো বাইক চালানো হবে কিনা জানি না। ঘটনাটা মনে রাখার জন্য ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা আপনার জন্য।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: এতো দূর্বলচিত্তদের জন্য ইসলাম নয়।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: কি জানি খাইরুল ভাই আল্লাহই ভাল জানেন।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো কথা উল্লেখ করেছেন , প্রিয় তারেক ভাই । বুমেরাং হতে পারে একদিন।।


শুভকামনা জানবেন।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল পদাতিক ভাই, আসলেই এই সংগঠনই একদিন মতিঝিলে জড় হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়েছিল, কে জানে কোন একদিন আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে না।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

নাহিদ০৯ বলেছেন: পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী এবং মেয়েরা শয়তানের খেলার সামগ্রী। - নেপোলিয়ান

একজন নারী নানা ইমোশনাল কায়দায় খুব সহজেই একজন পুরুষকে ফাঁদে ফেলতে পারেন। একবার সেই অত্যাচারের শিকার হলে আর ভালমন্দ বিচার করার ক্ষমতাই থাকে না।

সমস্যা হলো অনেকেই এই সংগঠনের নেতাদের কে বেশি উঁচু পর্যায়ের ভেবে বসে আছেন, যাঁরা হয়তো স্বাভাবিক ছলা কলার ও উর্ধে চলে গিয়েছে। কিন্তু আসলে এরা সাধারন একজন আলেম এর অবস্থান থেকেও নিচে নেমে গেছে কয়েক ধাপ।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গীকে আমি শ্রদ্ধা করি,

একটু ভেবে দেখুন কওয়ামী মাদ্রাসার শিক্ষা শুধুমাত্র মসজিদের ইমামতি ছাড়া অন্য কোন পেশায় গ্রহণযোগ্যতা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সব চাকুরী পাওয়ার দ্বার উন্মুক্ত করেছেন সেটা ভোটের স্বার্থেই হোক আর যাই হোক উপকৃত হবেন সব কওমি আলেমরা তাই তাদের দৃষ্টিকোন এই সংবর্ধনা মোটেই অন্যায় নয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ সুপ্রিয় নাহিদ ভাই।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

কালো_পালকের_কলম বলেছেন: ৪ নভেম্বর আর ৫ মে তে কত পার্থক্য... তা কখনো ইতিহাস ভুলবে না

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: সময় অনেক কিছুইই বদলে দেয়, আজ যে আমার শত্রু কাল সে বন্ধু হতেই পারে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

অর্ক বিন মুজিব বলেছেন: সমাজের একটা বৃহৎ অংশ এরা। এরা বরাবরই অবহেলিত থেকেছে। সবাই এদের নিয়ে খেলছে ইচ্ছে মতন।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

তারেক_মাহমুদ বলেছেন: কওমি শিক্ষার স্বীকৃতি মিলেছে এখন আধুনিকায়ন জরুরি, শুনেছি হুজুররা এই শিক্ষার আধুনিকায়ন চায় না ঘটনা সত্যি কিনা আমার জানা নেই।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায়রে রাজনীতি! কি না করতে পারে এর জন্য মানুষ।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

তারেক_মাহমুদ বলেছেন: আবার সেই পুরানো কথা রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। অনেক ধন্যবাদ মাইদুল ভাই।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

পদ্মপুকুর বলেছেন: এখানে এখন আপনার/আমার/জনতার স্বার্থ বলে কিছু নেই, থাকতে পারে না। সবকিছুই রাজনীতিবিদদের স্বার্থের সামান্তরালে চলবে।
হুমায়ুন আজাদ সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে কবিতায় বলেছিলেন-

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ-পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে
চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের
অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ’লে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।


এখন মনে হয় সেই সময় এসে পড়েছে।

ভালো থাকবেন।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

তারেক_মাহমুদ বলেছেন: রাজনীতিবিদরা স্বার্থের বাইরে কিছুই করেন না, আসলে দেশে সৎ লোকেরা এখন আর রাজনীতি করেন না, সবকিছুই এখন নষ্টদের অধিকারে চলে গিয়েছে। যে দল ক্ষমতায় আসুক পাবলিকের কথা কেউ ভাবে না।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এ সমাজে কাওকে সহজে বিশ্বাস করা ভুল এবং আমি মনে করি কাওকে সহজে বিশ্বাস করা হচ্ছে একজন মানুষের কৃত জঘন্নতম কাজ। সামনে নির্বাচন, যা করার ভেবে চিন্তেই করতে হবে। সাথে বুদ্ধি খাটিয়ে।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আসসালামুআলাইকুম ভাইয়া, কেমন আছেন?

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

তারেক_মাহমুদ বলেছেন: হুম ভাল আছি প্রান্ত। তোমার পড়াশুনা কেমন চলছে? আমার ফেসবুক আইডির লিংক দিলাম https://www.facebook.com/shimul.mahmud.9

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: সরি ভাইয়া, আমি ফেসবুক চালাই না.......। এবং কোনদিন চালাবো বলেও মনে হয় না । একদিন এই বিষয়টা নিয়ে লিখবো, আপনি ফেসবুক আইডি দিয়েছেন, এজন্য কৃতজ্ঞ। কোনদিন প্রয়োজন হলে আপনার আইডি চেয়ে নিবো। :)
আমার পড়াশোনা ভালো চলছে, দোয়া করবেন।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: তোমার পড়াশুনা ভাল চলছে জেনে ভাল লাগলো, ফেসবুক ব্যবহার না করাই ভাল। ফেসবুকে সামু ব্লগারদের ভাল একটা গ্রুপ আছে পরিচিত ব্লগাররা সবাই আছে সেই গ্রুপে এজন্যই আমার আইডি দিয়েছিলাম।

১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

অলিউর রহমান খান বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে আমার বিরাট ভয়। দেশ ও দশের কথা কেউ চিন্তা করে না, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত প্রতিটি দল ও দলের মানুষ। স্বপ্ন দেখি একদিন দেশটা সুন্দর হবে, সবাই মিশে একাকার হয়ে যাবে, কোন দল থাকবে না। সবাই হবে একি দলের। স্বপ কি কখনো পূরণ হবে?

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

তারেক_মাহমুদ বলেছেন: এ স্বপ্ন হয়তো পুরণ হবে না, কিন্তু দেশের উন্নতির জন্য সৎ রাজনীতিবিদ খুবই প্রয়োজন।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

নজসু বলেছেন:



স্বার্থ ছাড়া কে এক কদম চলে ভাই?
দুনিয়াটা স্বার্থের গোলাম।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: দুনিয়াটাই স্বার্থবাদী, অনেক ধন্যবাদ ভাই নজসু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.