নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগডে উপলক্ষ্যে ব্লগারদের মিলনমেলায় আমি

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

ব্লগারদের মিলনমেলা বসছে এটা জানার পর থেকেই খুবই উত্তেজিত ছিলাম। এতদিন শুধু যাদের লেখা পড়ে এসেছি তাদেরকে সামনাসামনি দেখার সুযোগ পাওয়া সত্যি দারুণ ব্যাপার। ফেসবুকের কল্যানে বেশ কয়েকজনের চেহারাও পরিচিত হলেও কোনদিন দেখা হবে ভাবিনি। আজ সত্যি সত্যি সবার সাথে দেখা হয়ে গেল। কাভা ভাই,অগ্নি সারথি ভাইকে ধন্যবাদ এমন চমৎকার আয়োজনের জন্য। আমি কিছুটা দেরিতে যাওয়ায় অনুষ্ঠানের কিছু অংশ মিস করেছি। এই অনুষ্ঠানে আসার কথা বলতেই আমার বউ তেলে বেগুনে জ্বলে উঠেছিল, বউয়ের সাফ কথা ছুটির দিন কোথাও যাওয়া চলবে না। আসলে বেচারা আমার দুই বিচ্ছুকে সামলাতে গিয়ে হিমশিম খায় প্রতিদিন তবুও অনেক কষ্টে রাজী করা গেল ।

অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় একঘন্টা পর পৌছালাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমাদের মডারেটর কাভা ভাই। ছবি তোলার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ভাই। উপস্থিতি একেবারে কম নয় ৫০ জনের মত। মনিরা সুলতানা আপু এসেছিলেন দুলাভাইকে সাথে নিয়ে, নুরুন নাহার লিলিয়ান আপুকেও দেখা গেল। আমাদের পিচ্চি ব্লগার মৌরি হক দোলা দেখলাম আপুদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে।ব্লগে আমার প্রিয় বন্ধু কাওসার চৌধুরী ভাইয়ের সাথে দেখা হল। জানলাম তিনি আমাদের মত লেজকাটাদের দলে এখনো নাম লেখাননি, অতিসত্বর উনার লেজকাটার ব্যবস্থা করার জন্য সবার কাছে অনুরোধ রইলো। সত্যপথিক স্যাইয়ান ভাই এবং বিদ্রোহী ভৃগু ভাইকে দেখে যে কেউ চোখ বুজে বলে দিবেন ইনারা লেখক অথবা কবি। আর হুমায়ুন ফরিদী ছবি যিনি প্রফাইল পিক করে রেখেছেন সেই দাড়ি ওয়ালা সেলিম আনোয়ার ভাইকে দেখে তার সেই সুন্দর ++ কমেন্টের কথা মনে পড়ে গেল। প্রামাণিক ভাইয়ের পুলিশ ছড়ার আবৃতি সত্যি অসাধারণ ছিল। সৈয়দ তাজুল ভাইয়ের কথা না বললেই নয় খুবই আন্তরিক এবং মিশুক এই ভাইটি।

আমার আর বিদ্রোহী ভৃগু ভাইয়ের গন্তব্য একই দিকে তাই কাওসার ভাইকে গাড়িতে তুলে দিয়ে আমি আর ভৃগু ভাই এখন বাসার পথে।

কয়েকটি ছবি দেখুন



আবৃত্তি করছেন ছন্দের যাদুকর প্রামাণিক ভাই

কথা বলছেন আমাদের মনিরাপু

নুরুন নাহার লিলিয়ান আপু

সৈয়দ তাজুল, এবং সত্যপথিক স্যাইয়ান ভাইয়ের সাথে আমি

কাওসার চৌধুরী ভাইয়ের সাথে আমি।

মন্তব্য ৮৫ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

নজসু বলেছেন:


আরও ছবি চাই।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

তারেক_মাহমুদ বলেছেন: আমার মোবাইলে বেশি ছবি নেই, তাই কয়েকটা ছবি দিলাম।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

নজসু বলেছেন:



আমার ধারণা ছিল প্রিয় কাওসার চৌধুরী ভাই একটু বয়স্ক টাইপ হবেন। :D
এখন দেখছি ধারণা ভুল। :-B

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

তারেক_মাহমুদ বলেছেন: হুম, আমি অবশ্য এমনি ভেবেছিলাম।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

করুণাধারা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এই প্রথম চাক্ষুষ দেখা হলো প্রিয় ব্লগারদের।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে শুভেচ্ছা আপু।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

আরোগ্য বলেছেন: সেই কখন থেকে এই সব পোস্টের অপেক্ষা করছি।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

তারেক_মাহমুদ বলেছেন: আমার কাছে বেশি ছবি নেই আশাকরি নাহিদ ভাই অনেক ভাল ভাল ছবি পোষ্ট করবেন ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

অব্যক্ত কাব্য বলেছেন: ছিলাম,ছবি সাইজ বড় হওয়াতে আপলোডাইতে পারছি না

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

তারেক_মাহমুদ বলেছেন: হুম দেখলাম আপনার ছবিগুলো।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগল সবাইকে দেখে। সবার লেখার সাথে আমরা পরিচিত। তবে লেখার পেছনের মানুষের দেখা পাওয়াটা আসলেই দারুন এক অভিজ্ঞতা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই দারুণ অভিজ্ঞতা।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ কামনা জানাই। :)

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ হাসু মামা আপনাকেও শুভেচ্ছা।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাহমুদ ভা্ই আপনাকে ধন্যবাদ
অন্তত কয়েকজনের ছবি প্রকাশ করার জন্য।
কাওসার ভাইকে দেখে খুশী হলাম।
লিলিয়ান আপু, মনিরা আপু, সা্ইয়ান ভাই (!)
প্রামানিক ভাইয়েরতো কথাই নাই!!
সবাইকে একরাশ শুভেচ্ছা। কাভা ভাইেযের ছবি দেখতে
ইচ্ছা ছিলো , কিন্তু হলোনা !!

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে আমরা মিস করেছি নুরু ভাই, আপনার কেউ একজন বলছিল নামটা ঠিক মনে করতে পারছি।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

ডার্ক ম্যান বলেছেন: আমার পছন্দের একজনকে দেখছি না, সে বোধহয় আসে নাই।
পাঞ্জাবী পড়াটা কি শাইয়ান ভাই খায়রুল আহসান স্যার কি আসছিলেন ???
আপনারে নিয়ে কিছু বলবো না ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই ডার্কম্যান, না খাইরুল আহসান স্যার আসেননি।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

ঢাকার লোক বলেছেন: খুব ভাল লাগল সবাইকে দেখে। সবাইকে একরাশ শুভেচ্ছা।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকার লোক ভাইয়া।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

নাহিদ০৯ বলেছেন: সব ছবি আপ হচ্ছে। কিছুক্ষনের মধ্যে সব ছবি সহ একটা পোষ্ট পাবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি দারুণ কাজ করেছেন নাহিদ ভাই, আপনার ছবিগুলো দেখে মন জুড়িয়ে গেল।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: গুড গুড! ভেরী গুড!!!!

অনেক ভালো লাগলো ভাইয়া! :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে পেলে অনেক ভাল লাগতো আপু, অনেক শুভেচ্ছা।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল লাগলো । আরও বিস্তারিত ছবিসহ পোস্ট আসবে আশা করি।
ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

তারেক_মাহমুদ বলেছেন: অনেক আগেই নাহিদ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত ছবি পেয়ে গেছেন, আপনাদের অনুষ্ঠান সুন্দর হয়েছে জেনে ভাল লাগলো।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট।
আহমেদ জিএস ভা্ই ছিলেন, ভৃগুদা ছিলেন, প্রামানিক ছিলেন, কা_ভা ছিলেন, ছিলেন ঘু_পা, অলওয়েজ ড্রিম, মুনিরা আপু, মুনিরা দুলা ভাই কাউসার চৌধুরী,রিজওয়ান তানিম .সহ অনেকেই। দারুন ভালো লেগেছে..... :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, আপনাকে পেয়েও অনেক ভাল লাগলো।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

নতুন নকিব বলেছেন:



দারুন। চমৎকার মিলনমেলা। অভিনন্দন সকলকে। শেয়ার করায় ধন্যবাদ, তারেক ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ভাল থাকবেন নকীব ভাই।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: DDDDAAAAAMN !!!!!!!!

SPEECHLESS
(for many reasons ;) )

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: তোমার উপস্থিতি আশা করেছিলাম প্রান্ত।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: আমাকে দেখেন নি?

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

তারেক_মাহমুদ বলেছেন: কই আপনাকেতো দেখলাম না,আমি, কাওসার ভাই, তাজুল ভাই আপনার কথা আলোচনা করছিলাম।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

নিমচাঁদ বলেছেন: জমজমাট দিন কাটলো এবং বয়স আবার কুড়ি কমে গেলো

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই দারুণ কিছু সময় কাটলো।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: সবার আগে একটা 'বিগ থ্যাঙ্ক ইউ'!
তার পরে পোস্টে ডাবল প্লাস!! + +
সবাইকে দেখে খুব ভাল লাগলো। আয়োজকদের সবাইকে, বিশেষ করে প্রথম প্রস্তাবক অগ্নি সারথী এবং স্বতঃস্ফূর্ত সমর্থনকারী কা_ভা এবং নীলসাধুকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, অনুষ্ঠানটি সফলভাবে পরিকল্পনা, উপস্থাপনা ও পরিবেশনার জন্য। আপনারা যারা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে অনুষ্ঠানে যোগ দিয়ে আয়োজকদের সম্মানিত করেছেন এবং আম ব্লগারদেরকে খুশী করেছেন, তাদেরকেও।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে পেলে অনেক ভাল লাগতো, আগামীতে ইনাশাল্লাহ পাবো আশা রাখি।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২

শিখা রহমান বলেছেন: ছবিগুলো দেখে আর গল্প শুনে খুব খুব ভালো লাগলো তারেক। এইসব সময়েই দেশে না থাকার জন্য কি যে মনখারাপ হয়!!

আরো গল্প আর ছবি দেখার অপেক্ষায় রইলাম। সবাইকে দেখে এত্তো ভালো লাগছে।

শুভকামনা তারেক। দেখা হয়ে যাবে তোমার আর অন্য প্রিয় মানুষদের সাথে কোন একদিন নিশ্চিত।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই অনেক ভাললাগার একটি বিকেল, আশাকরি ভবিশ্যতে দেখা হবে।

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

জাহিদ অনিক বলেছেন: ওয়াও ! আরেহ বাহ !
হ্যাপি ব্লগ ডে তারেক মাহমুদ ভাই।
আপনাদেরকে দেখে সত্যি খুব ভালোলাগছে

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

তারেক_মাহমুদ বলেছেন: আমার ধারনা ছিল আপনি আসবেন কিন্তু আপনাকে না পেয়ে হতাশ হলাম, আশাকরি ভবিশ্যতে এমনি কোন এক বিকেলে দেখা হয়ে যাবে।

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++ জানিয়ে গেলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনি এসেছেন এজন্য ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই অপু।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: একটা আফসোস থেকে গেল অনেককে কাছে পেয়েও সময়ের অভাবে ভালো করে কথা বলতে পারি নাই। আবার তাদের সাথে কবে দেখা হবে জানি না। চমৎকার বর্ননায় আমার ছবিসহ পোষ্ট দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনি অল্প সময়েই আলো ছাড়িয়ে গেছেন আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত প্রামাণিক ভাই।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ধন্যবাদ তা-মা ভাই

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও অনেক ভালবাসা স-শা ভাই।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২

রসায়ন বলেছেন: ব্লগারদের সাথে কাটানো প্রাণবন্ত একটি বিকেল ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি দারুণ একটা বিকেল আপনিসহ সব গুনি ব্লগারদের উপস্থিতি অনুষ্ঠানকে আলোকিত করেছে। অনেক ধন্যবাদ প্রিয় রসায়ন ভাই।

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৬

বলেছেন: বেশ ভালো লাগলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই ল।

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: একসাথে আপনাদের দেখে ভালো লাগছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: ভবিষ্যতে আপনাকেও দেখতে চাই এমন আয়োজনে।

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর অনুষ্ঠান সফলভাবে পরিচালনা করার জন্য কাভা ভাইসহ উদ্যোক্তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । সব পোস্টগুলি তাই আপনার ফটো অত্যন্ত সুন্দর হয়েছে। দেখে তো মনে হলো এখনো মাথায় টোপর পরিয়ে ঘুরিয়ে আনা যাবে । হা হা হা ...
প্রথম ফটোগুলো সুন্দর হয়েছে কিন্তু শেষ দুটো ফটোতে ধোঁয়ার কারণে বড্ড ঝাপসা ঝাপসা লাগছে। । সুন্দর সুখানুভূতি শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। নিজে যেতে পারেনি তাই আপনাকে আজকে সব উজার করে দিলাম ; প্লাস +++++ লাইক, কমেন্টে সুপার্ব!!!!!!

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় তারেক ভাইকে।



২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

তারেক_মাহমুদ বলেছেন: হা হা, অনেক ধন্যবাদ পদাতিক ভাই

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল শাইয়্যান ভাইএকটি পোস্ট দিয়েছিলেন নামের বিবর্তন নিয়ে। উনি তখন সিলেটের পথে ট্রেনে। আজকে দেখলাম আপনার পোস্টেও সেই বিবর্তন সমানে চলছে..... হা হা হা ( শাইয়্যান)

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: পথ এক হলেও আপনার আর আমার কোন ছবি নাই :((

হা হা হা

ক্যামেরায় মোবাইলে না হয় নাই থাকুক
হৃদয়ের জমা আছে সবার ছবি
ভালবাসা, অনুভব আর হাসিখুশি
স্মৃতিতে অমলিন, সকলেই চিরদিন :)

:)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

তারেক_মাহমুদ বলেছেন: ইস তাইতো ছবি তোলা হয়নি, সত্যি বড়ই আফসোসের কথা, অন্য কোন এক বিকেলে সেই আফসোস মিটিয়ে নেওয়ার প্রত্যাশা রইল, অনেক ধন্যবাদ সুপ্রিয় বিদ্রোহী ভৃগু ভাই।

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

হাবিব বলেছেন:




প্রিয় ব্লগারদের দেখতে পেয়ে খুব ভালো লাগছে....
সামনাসামনি দেখতে পারলে আরো ভালো লাগতো......

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

তারেক_মাহমুদ বলেছেন: নিশ্চয় দেখা হবে অন্য কোন এক বিকেলে।

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কই আপনাকেতো দেখলাম না,আমি, কাওসার ভাই, তাজুল ভাই আপনার কথা আলোচনা করছিলাম।

পোড়া কপাল আমার। আমি যেতে পারিনি।
কাল থেকে এখন পর্যন্ত আমি খুব কষ্টে আছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আহা, সত্যি আমি আপনাকে প্রত্যাশা করেছিলাম। ব্যাপার না অন্য কোন এক দিন দেখা হয়ে যাবে।

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভিডিও সহ দেখতে চাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

তারেক_মাহমুদ বলেছেন: আমার কাছে নাই, অন্য কারো কাছে থাকতে পারে।

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় তারেক ভাই এতো আমুদে, এতো বড় মনের একজন মানুষ তা ব্লগ ডে'তে না গেলে বুঝতাম না। একজন বন্ধুবৎসল প্রাণ খোলা গুণীজন। আমাকে দেখেই চিনতে পারলেন। দারুন আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। মনে হচ্ছে যুগ যুগ থেকে একে অন্যকে কত ঘনিষ্ঠভাবে চিনি-জানি। সবাই যেভাবে একে-অন্যের সাথে পরিচিত হলেন তা দারুন লেগেছে।

অনেক মিস করছি, আপনাকে। ভাল থাকুন পরিবার-পরিজন নিয়ে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

তারেক_মাহমুদ বলেছেন: আপনি এসেছেন সেজন্য প্রথমে একটা বিরাট ধন্যবাদ, ব্লগের সবাই অনেক কাছের মনে হয়, আসলে না দেখা অনেক দুরের আপনাদের মত বন্ধুরাই এখন কাছের আর লেখকদের আমি বরাবরই ভালবাসি।
ব্লগে আপনার আমার সম্পর্ক শুধু সহব্লগার নয় আরো অনেক বেশি কিছু, দূরে থাকলেও আমরা সবসময় একে আপরের কাছাকাছি আছি।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা।

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

তারেক ফাহিম বলেছেন: আপনাদের দেখার খুব ইচ্ছে ছিলো, হলো না।

ছবি দেখে কিছুটা ভালো লাগছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে পেলেও ভাল লাগলো, অনেক ধন্যবাদ ফাহিম ভাই।

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট ! সবাইকে দেখে ভালো লাগল।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

আমি তুমি আমরা বলেছেন: ভাল পোস্ট। একটি সুন্দর আয়োজনে অংশগ্রহণের জন্য আপনাদের অভিনন্দন :)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৪০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

তারেক_মাহমুদ বলেছেন: উদ্যোক্তা হিসাবে সবচেয়ে বড় ধন্যবাদ আপনারই প্রাপ্য।

৪১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

টুনটুনি০৪ বলেছেন: চমৎকার পোষ্ট।
আমাদের ষড় ঋতু

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ টুনটুনি আপু।

৪২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার অগ্নিসারথীর উদাত্ত আহবানে পরবর্তীতে আরো কয়েকজন ব্লগারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে ব্লগ ডে অনুষ্ঠান হলো। আমরা উপস্থিৎ সবাই মত বিনিময় করেছি। কেউ কেউ ব্লগের মডারেশন নিয়ে কথা তুললেন। এবারের ব্লগ ডে অনুষ্ঠানের উদ্যোক্তা ব্লগারগন। অগ্নি সারথী আমাকে অনেক অনুরোধ করেছেন স্টেজের উপরে গিয়ে অবস্থান নিতে । আমি যাইনি। আহমেদ জিএস ভাই ছিলেন ছিলেন আরো সিনিয়র ব্লগার ব্লগার নিমাচাদ এমন কি প্রধান মন্ত্রীর সফর সঙ্গী একজন ছিলেন। সঙ্গত কারনে আমার স্টেজে না ওঠা। আমি গিয়েছি ব্লগারদের কথা শুনতে। তাদের মনের কথা জানতে। তাদের মধ্যে আমি প্রেরণা খুজে পাই। আগামীদিনের পরিবর্তন কিছু যদি ঘটে সেটা তাদের মাধ্যমে হবে। ঘুড্ডির পাইলট কে দেখেতো আর বুঝার উপায় নাই তিনি কত বড় মহীরূহ নিজ যোগ্যতা গুনে। উপস্থিতদের মধ্যে আহমেদ জিএস ভাই ব্লগের উজ্জ্বল তারকা। নিমচাদ ভাই প্রাণ প্রাচুর্যের ডিনামাইট। অপু দ্যা গ্রেট, নাহিদ ০০৯, সাইনবোর্ড তাদের কর্মস্পৃহা মুগ্ধ করার মতো। বৃদ্ধকবি ইসমাইল ভাইয়ের উপস্থিতি আমাদের জন্য প্রেরণা। এস আর জনি কে দেখলেই আমার মনে হয় আমার ছোট ভাইটি। আসলে তিনিতো ব্লগের তারকা। কাউসার চৌধুরী একজন প্রতিভাবান সম্বাবনাময় ব্লগার। প্রামানিক ভাই শুধু ছড়াকার নন দারুন পারফরমার। তার ছড়াগুলোও দূর্দান্ত। এই বয়সেও তার তারুন্য দৃষ্টান্ত দেয়ার মতো। দেশের এমন পরিস্থিতিতে যারা ব্লগ ডে অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। উদ্যোগী ভূমিকা পালন করেছেন তাদের নিয়ে পোস্ট দেয়া যায়। আসলে আমরাই পারি আমাদের প্রতিষ্ঠিত করতে। সনেট কবির ব্লগারদের নিয়ে কবিতা। সম্প্রতি রাবেয়া রহীমের ব্লগারদের নিয়ে কর্মস্পৃহা। আমরা দলগতভাবে মেধাবী সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করতে পারি।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সেলিম ভাইয়ের এই চমৎকার মন্তব্যটা পেয়ে অনেক ভাল লাগলো, সেদিন সামনাসামনি পরিচয়ে অনেক ভাল লাগলো মনে কত দিনের চেনা জানা আমরা সবাই।

৪৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

খায়রুল আহসান বলেছেন: @সেলিম আনোয়ার, খুব ভাল লাগলো আপনার ৪২ নং মন্তব্যটা। ধন্যবাদ।
আমরা দলগতভাবে মেধাবী সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করতে পারি। - অবশ্যই তা পারি এবং সেটা হবে একটা ভাল উদ্যোগ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.