নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ফাঁকিবাজি পোস্ট

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২



১/ নির্বাচন উপলক্ষে টানা ৩ দিনের ছুটি সোমবার ব্যাংক হলিডে উপলক্ষ্যে বেশিরভাগ অফিসই বন্ধ,তারমানে অনেকেরই ছুটি ৪দিনের। ঢাকার রাস্তাঘাট একদম ফাকা, মনে হচ্ছে যেন ঈদের ছুটি।

২/ আজ টিভিতে ভোটের ক্ষণগননা দেখছি দিন থেকে ঘন্টায় নেমে এসেছি, ভোটের আর মাত্র ৬০ ঘন্টা বাকী।

৩/ আমরা একজন কলিগ খুবই আফসেট, প্রতিমুহূর্তে ফেসবুকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খবর দেখছেন আর আফছোস করছেন নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা ১০০% কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না। আমি তাকে পরামর্শ দিলাম এই কয়দিন ফেসবুকে ঢুকা বাদ দেন, তারচেয়ে বই পড়ুন সিনেমা দেখুন অনেক ভাল থাকবেন।

৪/ গুলশান/বনানী এলাকায় দুজন সুদর্শন প্রার্থীর পোষ্টার ঝুলছে, একজন ওরে নীল দরিয়া খ্যাত নায়ক ফারুক অন্যজন আন্দালিব পার্থ যিনি শেখ পরিবারের পরম আত্মীয়। এই আসনটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে দেখা যাক কে জেতে?

৫/ ফাকা দোতালা বাসে বাসায় ফিরছি, এতবড় বাসের দোতালায় আমি ছাড়া আর মাত্র তিনজন মানুষ আছে। এদের মধ্যে একজোড়া তরুণ তরুণী রয়েছে, ওরা একদম সামনের সিটে বসেছে,এবং সেই আধা ঘন্টা ধরে ঠোঁটে ঠোট লাগিয়ে বসে আছে। আচ্ছা দুনিয়া ছেড়ে লজ্জা শরম কি সব পালিয়েছে নাকি?

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

হাবিব বলেছেন: ফাঁকিবাজি ভালোই হয়েছে

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা জাস্ট উপস্থিতি জানান দেওয়া। ধন্যবাদ হাবিব স্যার।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বাংলার মেলা বলেছেন: পার্থের পোস্টার আপনি কোথায় দেখলেন? আমি তো গুলশান এলাকায় থাকি, আমার চোখে তো এই পর্যন্ত ধানের শীষের একটা পোস্টারও পড়লনা।

খালি ঠোঁটে ঠোঁট? তাহলে বলা চলে পোলাপাইন খুব ভদ্র হয়ে গেছে। আমি তো বাসে দলাই মলাইয়ের সিনও দেখি

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

তারেক_মাহমুদ বলেছেন: মহাখালী কলেরা হাসপাতালের পাশে পার্থর কিছু পোষ্টার আমার চোখে পড়ছে যদিও সংখ্যায় খুবই কম।

হা হা হা ভাই দলাই মলাই কি জিনিষ?

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা একদম ফাঁকিবাজি হয় নাই ; বরং ফাকি বাজির নামে ধোঁকা দেয়া হয়েছে । কি বাজে পোস্ট কখনো এরকম হওয়ার কথা নয় সাদা খাতা জমা দেওয়া আর কি। তবে আমি কমেন্টে ফাঁকিবাজি করে দেখলাম টা টা টা টা টা টা ........

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

তারেক_মাহমুদ বলেছেন: হা হা এটা রাজীব নুর ভাইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা পোস্ট, অনেক ধন্যবাদ সুপ্রিয় পদাতিক ভাই।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ফয়সাল রকি বলেছেন: টাইটেলে ১৮+ ট্যাগ দিতে পারতেন B-)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


৩নং, ফেসবুক বের হওয়াতে দেশের ইডিয়টের পরিমাণ বের করা কিছুটা সহজ হয়েছে

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

তারেক_মাহমুদ বলেছেন: হুম তা মন্দ কননি ভাই, মানুষের মেন্টালিটি বোঝার সহজ উপায় ফেসবুক।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

পবিত্র হোসাইন বলেছেন: বাসে ছেলেটার চুল গুলো আপনার মতো দেখতে লাগছে !!!! B-)) B-)) B-))

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা, ওই দিন আর নেইরে ভাই।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি !!
আইয়ামে জাহিলিয়াতের যুগ চলছে বোধ হয়।

বিঃদ্রঃ আইয়ামে জাহেলিয়াতের অর্থ হল অন্ধকার যুগ বা কুসংস্কারাচ্ছন্ন যুগ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: তাই নাকি? আসলে বর্তমানে সমাজে এটাই চলছে।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কুঁড়ের_বাদশা বলেছেন: কি হিংসে হয়!!!!! :-B




পোলাপান একটু ফাঁকা মাঠে গোল দিচ্ছে। =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: তাতো হয়ই, ধন্যবাদ কুড়ের বাদশা ভাই।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ৫ নং, সচরাচর এমনটা তো হয় না তারেক ভাই। যাক আপনার ভাগ্য ভাল।

৪ নং খুব ইন্টারেস্টিং। আন্দালিবের আবেদন আদালত নাকচ করে দেয়ায় উনি খুবই কষ্টিত আছেন ;)

এখন বলুন৷ আপনি কেমন আছেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: জি ভাল আছি তাজুল ভাই, আপনি ভাল আছেন?

আজ ঢাকা শহরের মানুষ কম এই সুযোগটাই কাজে লাগিয়েছে।

দেখা যাক ঢাকা ১৭তে কে জিতে।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

মাহের ইসলাম বলেছেন: ফাঁকিবাজি বেশি হয় নাই।
আর ও চেষ্টা করতে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

তারেক_মাহমুদ বলেছেন: একটু হাজিরা দেওয়া আর কি, আপনি ভাল আছেন মাহের ভাই।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সুমন কর বলেছেন: মন্তব্যও ফাঁকি !!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

তারেক_মাহমুদ বলেছেন: ফাঁকিবাজী পোষ্টে মন্তব্যেও ফাকি হওয়াই স্বাভাবিক, অনেক ধন্যবাদ সুমন ভাই।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একটানা ছুটি পেয়ে ঢাকা এখন ফাঁকা। তাই আপনিও ফাঁকা(বাজি) পোস্ট দিলেন? পাঁচ নাম্বারটা এখন এদেশের বর্তমান চিত্র।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২২

তারেক_মাহমুদ বলেছেন: হুম ফাকা ঢাকা ফাঁকিবাজি পোস্ট দিয়ে জানান দিলাম আমি ঢাকাতেই আছি।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মাহের ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই।
আলহামদুলিল্লাহ্‌, বেশ ভালো আছি।

একটু সময় পেয়েছি। তাই, ব্লগের সবার সাথে মোলাকাত করার চেষ্টায় আছি।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২২

তারেক_মাহমুদ বলেছেন: ভাল আছেন জেনে ভাল লাগলো।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

বলেছেন: ৫ নং শুনে টাসকি খেলাম

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

তারেক_মাহমুদ বলেছেন: হে হে ছবিটা দেখেন।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছবিটা তুলতে তাদের পারমিশন নিয়ে ছিলেন?
কারো পূর্বানুমতি ছাড়া ছবি তোলা দোষণীয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

তারেক_মাহমুদ বলেছেন: হে হে হে, তারা এমন একটা মুহুর্তে ছিল তখন গিয়ে যদি বলি ভাইয়া/আপু আপনাদের ছবি তুলতে পারি? বিষয়টা মন্দ হতো না। আমার উওরতো প্রামাণিক ভাই দিয়ে দিলেন, যেহেতু পিছন থেকে তাদের চেহারা দেখা যাচ্ছে না তাই তাদের সামাজিক কোন সমস্যায় পড়তে হবে না।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: নুরু ভাই, পিছন থেকে ছবি তুললে পারমিশন লাগে না কারণ পিছনে তো মুখ নাই, কাজেই এইরকম ছবি তুললে দোষনীয় হওয়ার কথা নয়। ফাঁকিবাজির পোষ্ট হলেও বাস্তবতার পোষ্ট। ধন্যবাদ

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামাণিক ভাই।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ,



এই দিন দিন নয়, আরও দিন বাকী!
( সবটা মিলিয়ে )

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কথা পুরোপুরি সত্য সামনে অনেক কিছু দেখার বাকী, ধন্যবাদ ভাই আহমেদ জি এস।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: প্রামানিক বলেছেন: নুরু ভাই, পিছন থেকে ছবি তুললে পারমিশন লাগে না কারণ পিছনে তো মুখ নাই, কাজেই এইরকম ছবি তুললে দোষনীয় হওয়ার কথা নয়।

কিন্তু আমরাতো শিখেছি পিছন থেকে আঘাত করা বীরের কর্ম নয়

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: ছবি তুলে বীরত্ব দেখানোর কি আছে? অনেক ধন্যবাদ নুরু ভাই।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার চোখে তো ঘুম নাই ভাই









(ফাঁকিবাজি মন্তব্য :P )

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ফাঁকিবাজি হলেও মন্তব্য করার জন্য।

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ফাঁকিবাজি দেখে এতো পরে মন্তব্য করলাম B-))

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: হা হা তবুও করেছেন, এজন্য ধন্যবাদ।

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই চমৎকার আছি।

আমার মনে হয় আন্দালিব এই এলাকায় এগিয়ে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: দেখা যাক কে জিতে? আমি ভোটার নড়াইলের ভোটার বাড়ি গেলে অবশ্যই মাশরাফিকে ভোট দিতাম এখন শুধু বসে বসে টিভিতে খবর দেখবো।

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



ঠোটে ঠোট লাগিয়ে বসে আছে!! আর আপনি পেছেন থেকে চুপি চুপি আপচুচ করছেন!! ক্যান, ভাই? অন্যের গোপন অভিসারে এতো আগ্রহ ক্যাব? লজ্জা তো আপনার পাওয়া উচিৎ!! এখন থেকে নিজেই একটা ব্যবস্থা করুন; যাতে আপচুচ করতে না হয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

তারেক_মাহমুদ বলেছেন: ছি ছি অসব বলতে হয় না কাওসার ভাই আমার বউ শুনলে কিন্তু রান্নাবাড়া বন্ধ করে দিবে পরে না খেয়ে মরতে হবে।

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

নজসু বলেছেন:



৪ নং এ দুই সুদর্শনের ফলাফলের অপেক্ষা আমিও করছি। :-B

রাস্তাঘাট ফাঁকা থাকলেও স্বস্তি থাকবে না মনে হয়।
একটা ভয় ভয় কাজ করবে। কখন কি ঘটে কে জানে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: হুম আসলেই সবার মধ্যে এক ধরনের ভয় কাজ করছে ,দেখা যাক আর মাত্র ১ দিন । অনেক ধন্যবাদ ভাই নজসু ।

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

বলেছেন: লেখায় রাজীবিয় স্টাইল টা ভালোই লাগলো --


অল্প কথায় সারাংশ তুলে ধরা সাথে প্রমাণ!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

তারেক_মাহমুদ বলেছেন: হ্যা এটা রাজীব ভাইয়ের কাছ থেকে ধার করা স্টাইল ,নিজের হাজিরা বহাল রাখার জন্য ।

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

মোস্তফা সোহেল বলেছেন: ফাকিবাজি পোষ্ট ভাল লাগল

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই ।

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

নাহিদ০৯ বলেছেন: ফাঁকা মাঠে গোল দেওয়া, চুমু দেওয়া, পোস্ট দেওয়া....

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: হা হা, নতুন বছরের শুভেচ্ছা নাহিদ ভাই

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমিও ছুটি পয়ে বইয়ে মজেছি । অনেক দিন সারা দিন বই পড়ি না ।

আর আপনি ও তরুন তরুনীর দিকে তাকিয়ে আছেন ছি ছি আপনার উচিত নেমে যাওয়া । ওদের লজ্জা আছে বলেই তো দোতলায় উঠেছে ।

আপনি ই তো বাগড়া দিচ্ছেন :D :D :D :D

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা ভালই বলেছেন প্রিয় ভাই অপু,নতুন বছরের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.