| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারেক_মাহমুদ
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
গত কয়েক দিনে দেশের খবরগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সবগুলোই খারাপ খবর,
খবরগুলো একনজরে দেখে নিন
১।ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে, হাসপাতালগুলো ডেঙ্গু রোগী সামলাতে হিমসিম খাচ্ছে।
২।বন্যা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিন বন্যায় প্লাবিত হচ্ছে দেশের বিভিন্ন নতুন নতুন এলাকা
৩।ভয়াবহ পাহাড় ধসের আশংকায় পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠী ও এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
৪।অধিকাংশ খাবারে ভেজাল, গরুর দুধে এন্টিবায়োটিকের উপস্থিতি।
৫। নাটবল্টু খুলে নেওয়ায় ঝুঁকির মধ্যে চলাচল করছে ট্রেন।
৬। স্বৈরশাসক এরশাদের মৃত্যু।
এবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কিছু সাম্প্রতিক ছবি দেখুনঃ
১।বৃষ্টির পানিতে ভরপুর খাল বল নিয়ে খেলায় মেতেছে কিশোরেরা লবণচরা, খুলনা, ১৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
২। মা মুরগি পাহারা দিচ্ছে হাঁসছানাদের। লবণচরা, খুলনা, ১৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
৩। খাগড়াছড়ির মেরুং-লংগদু সড়কের বড় মেরুং ছড়ার ওপর থাকা বেইলি সেতুটি ৬ দিন ধরে পানিতে তলিয়ে আছে এতে যানবাহন চলাচল বন্ধ আছে এ অবস্থায় স্থানীয় লোকজন সড়কে নৌকা নিয়ে চলাচল করছেন দীঘিনালা, খাগড়াছড়ি, ১৩ জুলাই। ছবি: পলাশ বড়ুয়া
৪। রাজধানীর শ্যামপুরের ওয়াসা নতুন রাস্তায় বড়ইতলা পুলের রেল লাইনের স্লীপারের নাট–বল্টু ভেঙ্গে আছে এ রকম ঝুকিপূর্ন অবস্থাতেই চলছে ট্রেন ঢাকা, ১৩ জুলাই। ছবি: দীপু মালাকার
৫। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীতে পানি বেড়ে সাতকানিয়া উপজেলায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি।
৬। স্কুল ছুটির পর খুদে শিক্ষার্থীরা মাথায় ছাতা নিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ১৩ জুলাই। ছবি: নীরব চৌধুরী
৭। ঢাকায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে, তাই হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুকে চিকিৎসা সেবা দিচ্ছেন এক নার্স ❤ ছবি: আব্দুল্লাহ আল মমীন
৮।পাহাড়ে টানা ভারী বৃষ্টি হচ্ছে চেঙ্গী নদীর শাখায় মাছ শিকার করার ধুম পড়েছে নিচেরবাজার, খাগড়াছড়ি, ১৩ জুলাই। ছবি: নীরব চৌধুরী
৯। এটাকে কি ছাতাজট বলা উচিত?
ছবি ইপিজেড মোড় চট্টগ্রাম থেকে তোলা

ছবিঃ ইন্টারনেট
১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪১
তারেক_মাহমুদ বলেছেন: মন বিষন্ন হওয়াই স্বাভাবিক সবই খারাপ খবর।
২|
১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: তথ্য বহুল পোস্ট। +
১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪১
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
৩|
১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৪
ঢাবিয়ান বলেছেন: চট্টগ্রামে এক ফ্লাইওভারের নায়াগ্রা ফলস এবং ঢাকার ডাবল ডেকার নদীর ছবিগুলো ফেসবুকের শোভা বাড়াচ্ছে ![]()
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪২
তারেক_মাহমুদ বলেছেন: গত কয়েক দিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি রাস্তাঘাটের অবস্থা বেশ খারাপ।
৪|
১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫০
মাহমুদুর রহমান বলেছেন: এক এবং দুই নম্বর ছবি দুটোই সবচেয়ে সুন্দর।
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪২
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
৫|
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৯
মুক্তা নীল বলেছেন:
তারেক ভাই ,
সমসাময়িক একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন । এত বৃষ্টি দেশের দুর্ভোগ উনি আসছে । ডেঙ্গু জ্বর , কর্মজীবী মানুষের দুর্ভোগ ও ও অন্যান্য সমস্যা গুলো বেড়েই চলছে।
ভালো থাকুন সবসময় ।
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় মুক্তা নীল আপু ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঢাকায় অধিকাংশ মানুষই চিন্তিত । এ ব্যাপারে সবার সচেতনতা জরুরি।
৬|
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৬
আপেক্ষিক মানুষ বলেছেন: সিটি কর্পোরেশনের ফগ স্প্রেতে আজকাল মশা মরে না।
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: সিটি করপোরেশন থেকে কোথাও স্পেরে ছিটানো আমার চোখে পড়েনি, সবার সচেতন হওয়া দরকার।
৭|
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মন খারাপ করা ঘটনাগুলো
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
তারেক_মাহমুদ বলেছেন: জি আপু, পত্রিকার পাতায় একটাও ভাল খবর খুঁজে পাওয়া যায় না।
৮|
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: আমি সুখী, কারন আমার সাথে কেউ দুর্ব্যবহার করলে আমি অতি দ্রুত ভুলে যাই।
৯|
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: প্রচুর বৃষ্টিপাত হলে ঢাকা শহরে বছরে দুই একদিন রাস্তায় পানি জমে থাকে। আপনারা হায় হায় শুরু করে দেন। আমি বলব এত অস্থির হওয়ার কিছু নেই। দরিদ্র একটা দেশে রাতারাতি সব সম্ভব না। চিন্তা করে দেখুন, আজ থেকে ২৫ বছর আগে বিক্রমপুর যেতে সময় লাগতো- ৭/৮ ঘন্টা। আর এখন সময় লাগে এক ঘন্টা।
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
তারেক_মাহমুদ বলেছেন: এমন চিত্র কিছুটা মন খারাপতো হবেই।
১০|
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পুরো দেশটাই চলছে জোড়াতালি দিয়ে।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৬
তারেক_মাহমুদ বলেছেন: সুসময়ের প্রতীক্ষায় আমরা সবাই। ধন্যবাদ সাজ্জাদ ভাই।
১১|
১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো-মন্দ মিশিয়ে বেশ ভালো লাগলো। ভালো ছবি গুলোর জন্যই মূলত পোস্টে পঞ্চম লাইক।
তবে বন্যা ও ডেঙ্গু পরিস্থিতিটা অত্যন্ত উদ্বেগের। সরকারের সঙ্গে সাধারণ মানুষেরও এগিয়ে আসাটা জরুরি।
শুভকামনা প্রিয় তারেক ভাইকে।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৯
তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন পাদাতিক ভাই,
ছবিগুলোর মধ্যে আশাজাগানিয়া ব্যাপার আছে কিন্তু খবরগুলো সবাই খারাপ ।
১২|
১৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৫
নতুন বলেছেন: খবরগুলি মন খারাপ করার মতন। কিন্তু কিছু ছবি কিন্তু আশা জাগানিয়া।
এতো কিছু্র মাঝেও জীবন তার গতিতে চলছে, বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ হয় নাই, চিকিতসা চলছে আন্তরিকতার সাথে.... সবাই ছাতা নিয়ে কাজে যাচ্ছে ....
আশা করি বন্যা পরিস্থিতির আর অবনতি হবেনা। বৃস্টি কমে গেলেই ভালো।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১২
তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় নতুন ভাইয়া
কিছু আশাজাগানিয়া বিষয়ই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। সুন্দর আপনার পর্যবেক্ষণ।
অনেক ধন্যবাদ আপনাকে।
১৩|
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: তবে মেয়র মহোদয় আশ্বস্ত করেছেন এ মাসের মধ্যে ডেঙ্গু মশার লার্ভা ঢাকা শহর থেকে ক্লীন করা হবে।।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১৩
তারেক_মাহমুদ বলেছেন: আশা নিয়েই বেচে থাকা, পরের বছরও একই কথা বলবেন।
১৪|
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৭
অর্থনীতিবিদ বলেছেন: আপনার এই পোস্টটি যেন আনন্দ ও বিষন্নতার মিশ্র সমন্বয়। সবগুলো ছবিই সুন্দর হয়েছে।
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১৫|
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩৬
নীল আকাশ বলেছেন: ছবি গুলি চমৎকার লেগেছে তবে ৬ নাম্বার খারাপ খবর খারাপ নয় মোটেও।
ধন্যবাদ।
১৬|
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৫
কাওসার চৌধুরী বলেছেন:
এই ছবিগুলো গত দুই তিনদিন নেটে ঘোরাঘুরি করেছে। বর্ষাকাল আসলে সারা বাংলা নতুন রূপে জেগে ওঠে। এই অপরুপ রূপের জন্য বাংলায় অসংখ্য কবি সাহিত্যিকের জন্ম হয়েছে। প্রতিটি সুন্দরের পেছেন থাকে দুঃখ আর ত্যাগের ইতিহাস; এসব ছবিতেও ঠিক তাই। (৯) ছবিটা যিনি তুলেছেন তাকে ধন্যবাদ; এই ছবি হাজারো স্বপন্বাজের মিছিল। যারা দিন শেষে দুমুঠো ভাত আর মাথাগুঁজার ঠাই পেলেই সুখি হয়। (৬) ছবিতে একজন মায়ের ত্যাগের জলন্ত উদাহরণ।
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৭
তারেক_মাহমুদ বলেছেন: এক একটা ছবি মানেই এক একটা গল্প। অনেক ধন্যবাদ কাওসার ভাই।
১৭|
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৭
তারেক ফাহিম বলেছেন: ৯-৬ দারুন ভালোলাগছে।
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৮
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৬
পবিত্র হোসাইন বলেছেন: সুন্দর লাগলো। তবে মনটাও বিষণ্ণ হলো