![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুলসী গাছ আমাদের আশেপাশেই থাকে অনেক সময় । কিন্তু, আমরা তার সদ্ব্যবহার করতে পারি না। শুধু পুজো-অর্চনাতেই তুলসী পাতার প্রয়োজন পড়েনা ৷ আয়ুর্বেদে তুলসীকে ভেষজের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ৷
নাম:
বাংলা : তুলসী
অন্যান্য ভাষায় : Holy basil, Tulsi तुलसी (Hindi, Tamil, Telugu), Trittavu (Malayalam), Tulshi (Marathi)
বৈজ্ঞানিক নাম: Ocimum sanctum
গোত্র: Lamiaceae
পরিচয়:
সাধারনত ভেজা মাটিতে তুলসী গাছের জন্ম হয়ে থাকে । তুলসী শাখা প্রধান গুল্ম জাতীয় উদ্ভিদ। গাছটির সমস্ত শরীরে একধরণের সুক্ষ্মতা বিদ্যমান । পূর্ণাঙ্গ উদ্ভিদ ৭৫-৯০ সে.মি. হয়। শাখা-প্রশাখা শক্ত ও চতুষ্কোনাকার। তুলসী ঔষধি ও চিরহরিৎ গুল্মজাতীয় গাছ। পাতা ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে এর পাতার কিনারা খাঁজকাটা। শাখা-প্রশাখার সামনের অংশ থেকে পাঁচটি ফুলের ডাল বের হয় এবং প্রতিটি ডালের চারদিকে ছাতার মতো ১০ থেকে ১২টি স্তরে থরেথরে ফুল ধরে। তুলসী গাছের ফুল, ফল এবং পাতার একটি ঝাঁজালো গন্ধ আছে। বাংলাদেশ ও ভারতের সর্বত্র এ গাছ দেখতে পাওয়া যায়। এ গাছের গুণাগুণের কথা বিভিন্ন প্রাচীন গ্রন্থেও উল্লেখ আছে।
ফযীলত:
নানা রোগে এ গাছের রসের ব্যবহার সেই প্রাচীনকাল থেকে। গাছটি কৃমিনাশক, বায়ুনাশক, হজমকারক ও রুচিবর্ধক হিসেবে বহুল ব্যবহৃত।
১. চর্মরোগে তুলসী পাতা দূর্বাঘাসের ডগার সংগে বেটে মাখলে ভালো হয়ে যায়।
২. জ্বর হলে পানির মধ্যে তুলসী পাতা, গোল মরিচ এবং মিশ্রী মিশিয়ে ভাল করে সেদ্ধ করে নিন ৷ অথবা উপরিউক্ত তিনটে দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন ৷ দিনের মধ্যে তিন-চার বার ঐ বড়িটা পানি দিয়ে সেবন করুণ । জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে।
৩. কাশি হলে তুলসী পাতা এবং আদা একসাথে পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান ৷ এতে উপকার পাবেন ৷
৪. ডাইরিয়া হলে ১০ থেকে বারোটি পাতা পিষে রস খেয়ে ফেলুন।
৫. মুখের দুর্গন্ধ দূর করতে দিনে ৪-৫ বার তুলসী পাতা চেবান ।
৬. আপনার শরীরে যদি কোনরকম ঘা যদি থাকে তাহলে তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘা এর স্থানে লাগান।
৭. শরীরের কোন অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগান, এতে জ্বালাপোড়া কমে যাবে। পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পোড়া দাগ ওঠে যাবে।
৮. ত্বকের রোশনি বাড়ানোর জন্য, ত্বকের বলীরেখা এবং ব্রোন দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান।
৯. প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে হলে তুলসী পাতার রস ২৫০ গ্রাম দুধ এবং ১৫০ গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন ।
১০. যদি কখনও বমি কিংবা মাথা ঘোরা শুরু করে, তাহলে তুলসী রসের মধ্যে গোলমরিচ মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায়।
১১. সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে রস পান করলে খাবার রুচী বাড়ে।
১২. নিয়মিত তুলসীর রস পানে হৃদরোগেও উপকার পাওয়া যায়।
১৩. চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে ওই পানি দিয়ে সকালে চোখ ধুয়ে ফেলুন।
(চলবে)
১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০১
তারেক আহমেদ বলেছেন: প্রচুর আছে এই গাছগুলো আপনি চাইলে আপনার পাশের নার্সারীতে খোঁজ করতে পারেন ।
২| ১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: গুড পোষ্ট। +++
১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০৪
তারেক আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে আশা করি সাথে থাকবেন ।
৩| ১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১৯
নোটার্হম বলেছেন: তেইশ বছর বয়সে আপনার পক্ষে অভিজ্ঞ ভেষজবিদ হওয়া অসম্ভব।আর তাছাড়া আপনি নিজেকে পরিচয়ও দেননি আপনি ভেষজবিদ কিনা। অতএব আপনি যে ফজিলতের বর্ণণা দিলেন, তাহা নিশ্চয়ই কোন গ্রন্থ থেকে টুকে দিয়েছেন । টুকেছেন, ক্ষতি নেই, কিন্তু গ্রন্থটির নাম উল্লেখ করতে লজ্জা পেলেন কেন ?
পোষ্টের হেডিং এ "তুলসী পাতার গুনাগুন " না লিখে "তুলসী পাতার ফজিলত" লেখার কারন কি ? যারা উঠতে বসতে "ফজিলত" "ফজিলত" করে এদেরকে নিন্দা করার জন্য এরূপ করেননিত ?
১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৬
তারেক আহমেদ বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমি দারুণ লজ্জিত। ( কী দিয়ে মুখ ঢাকবও জিনিস পাচ্ছিনা )। ভাই গ্রন্থটির ঠিকানা আমাকে দিলে আমার লাভ হতো। কারণ, আমি এগুলো খুঁজতে অনেক কাগজ পত্র ঘাটতে হয়েছে । আর রেফারেন্স দিতে গেলে লেখার চেয়ে রেফারেন্স বেশী হয়ে যাবে । এজন্য দেই নি।
আপনার দ্বিতীয় কথায় আমি পুলক অনুভব করছি। আপনি শাব্দিক চয়ন নিয়ে আলোচনায় অবতরণ করেছেন। আচ্ছা গুনাগুনের বদলে ফযীলত লিখলে সমস্যা কোথায় ? উত্তর আশা করছি !!
আরেকটা কথা অতি প্রতিক্রিয়াশীল মানুষকে আমার বড্ড অপছন্দ।
৪| ১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩
মে ঘ দূ ত বলেছেন: ভালো এবং কাজের পোষ্ট। +++++
১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৭
তারেক আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৫| ১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩০
মহাকালের পথিক বলেছেন: দারুণ পোষ্ট !! অনেক কিছু জানলাম।
১৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৮
তারেক আহমেদ বলেছেন: আপনাদের জাননোর জন্য আমার ক্ষুদ্র প্রয়াস ।
৬| ১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩২
নো ব ডি বলেছেন: উপকারী পোষ্ট।
১৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৮
তারেক আহমেদ বলেছেন: হুম........
৭| ১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
আহমদ আবদুল হালিম বলেছেন: সুন্দরতর।
১৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৬
তারেক আহমেদ বলেছেন: ধন্যবাদ লাল গোলাপ .......আপনাকে কত দিন থেকে ব্লগে পাইনা কারণ কি ? অসুস্ত নাকি ?
৮| ১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
হোদল রাজা বলেছেন: দারুন পোস্ট!
আপনার সেলফ ডিফেন্সও চমৎকার!
১৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৭
তারেক আহমেদ বলেছেন: ধন্যবাদ ......রাজা সাহেব ।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:২৬
বন্ধুআমার বলেছেন: চলবে মানে আবার জিগায়, খুব উপকারি জিনিষ।ধন্যবাদ ভাই চালিয়ে যান..........................................
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫০
আকাশদেখি বলেছেন: মেলা গুন.. আমার একটা তুলসি গাছ লাগব