![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.রহিম সাহেবের ওজন 60 কেজি। একদিন সন্ধ্যায় 200গ্রাম চানাচুর এবং 50গ্রাম মুড়ি একত্রে পেয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খান। খাওয়ার 5মিনিট পরেই তার পেটের ভিতরকার চাপ বাড়তে থাকে এবং অনবরত বিভিন্ন তীব্রতার শব্দের বাতকর্ম করতে থাকে।
ক. চানাচুর কোন কোম্পানীর ছিলো?
খ. বাতকর্মের শব্দ ও গন্ধ ব্যস্তানুপাতিক- ব্যাখ্যা করো
গ. উদ্দীপকের আলোকে বাতকর্ম সাধনের পর আশেপাশের বায়ুর ঘনত্বের কিরুপ পরিবর্তন হয়েছিলো-গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
ঘ. যদি মুড়ি 200 গ্রাম এবং চানাচুর 50 গ্রাম হত, তাহলে খেতে কম সময় লাগত, এবং এক্ষেত্রে গন্ধের কোনো পরিবর্তন হত কী? শক্তির নিত্যতা সূত্রকে কি সমর্থন করে?
২.একটি ছেলে এবং একটি মেয়ে পরস্পরকে 84620 নিউটন বলে আকর্ষণ করে। ছেলে মেয়ে উভয়কে একটি দেয়ালে 12 কিমি পার সেকেন্ড বেগে আছড়ে ফেলা হল। এতে দুই জনই সমকামী হয়ে গেল।
(ক) নিউটন কি সমকামী ছিলেন?
(খ) সমকামী হবার পর ছেলেটির চৌম্বকত্ব কি পরিবর্তিত হবে?
(গ) আছড়ে ফেলার পর ছেলেটি আর পূর্বের ন্যায় আচরণ করল না কেন, ব্যাখ্যা কর।
(ঘ) যদি ছেলে মেয়ের মাঝে আকর্ষণ দশগুণ বেশি হত, তাহলে আছড়ে ফেলার পর কি তারা সমকামী হত? নিজের মতের গাণিতিক বিশ্লেষণ কর।
আরেকটা প্রশ্ন-
আসাদ সাহেবের পরনের লুঙ্গিটির বাতাসে ওজন 1 নিউটন এবং পানিতে ওজন 0.6 নিউটন। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। লুঙ্গিটি আসাদ সাহেব দুই গিট্টু দিয়ে পরেন, ফলে পেটের ওপরে 4 প্যাসকেল চাপ পড়ে। আসাদ সাহেবের ব্লাডারের পরিধি 28 সে.মি.। নদীতে নেমে গোসল করার সময় স্রোতের গতিবেগ যদি ঘণ্টায় 50 কিমি হয়, তবে লুঙ্গি খুলে হারিয়ে যেতে কত সময় লাগবে?
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪
তরিকুল ইসলা১২৩ বলেছেন: ধন্যবাদ. তবে শেষেরটা মহামানবলোচনের করা...
২| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২
ইমাম হাসান রনি বলেছেন: একটি ছেলে এবং একটি মেয়ে পরস্পরকে 84620 নিউটন বলে আকর্ষণ করে। ছেলে মেয়ে উভয়কে একটি দেয়ালে 12 কিমি পার সেকেন্ড বেগে আছড়ে ফেলা হল। এতে দুই জনই সমকামী হয়ে গেল
ক্যামনে কি ???
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬
তরিকুল ইসলা১২৩ বলেছেন: ভাইরে সৃজনশীলের যুগ.। কী আসে বলা যায় না..
সৃজনশীলের আরেকটা সামান্য নমুনা প্রশ্ন বলি-
১ ডজন আপেলের দাম ১৫০ টাকা হলে ৮ ডজন কমলার দাম কত?
৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭
সেতু আশরাফুল হক বলেছেন: মচৎকার।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০
তরিকুল ইসলা১২৩ বলেছেন: বান্যধদ...
[ ভাবছিলেন কী. আপনাকে সোজা ধন্যবাদ দিব... উহু]
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪
নীল ভোমরা বলেছেন: হা..হা....
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯
তরিকুল ইসলা১২৩ বলেছেন:
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩
রবি কিরণ বলেছেন: পোস্ট পড়ে হাসতে হাসতে শেষ। আপনার মাথায় এত কিছু এল কি করে?
পদার্থবিদরা এত দিন বেচে থাকলে এই পোস্ট পড়ে আত্মহত্যা করত।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২
তরিকুল ইসলা১২৩ বলেছেন: সাধে কী আর মাথায় আসে.... সৃজনশীলতার যুগে প্রশ্নের ক্যাটাগরি তো এমনই হওয়া উচিত
৬| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
মো: রায়হান চৌধুরী বলেছেন: বড়ই সৌন্দর্য ।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
তরিকুল ইসলা১২৩ বলেছেন:
৭| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬
মোহাম্মদ আসাদ আলী বলেছেন: প্রথম দিকের সবকিছু ঠিকই ছিল, তবে আশ্চর্য হলাম আমার লুঙ্গি নিয়ে অহেতুক টানাটানির কারণে। তবে হ্যা, আমার লুঙ্গি খুলে হারিয়ে যেতে কোন শর্তেরই দরকার পড়ে না। আমি রাত্রে ঘুমোনো অবস্থায় লুঙ্গি হারানোর (চুরি) মত ঘটনা ইতোমধ্যেই ঘটে গেছে। তাই, কোন ক্যালকুলেশনের দরকার নেই।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
তরিকুল ইসলা১২৩ বলেছেন: নাম কমন পড়ে গেছে
আমার এক বন্ধু ঘুম থেকে উঠে ওয়ারড্রোব এ তার লুঙ্গি আবিষ্কার করে
৮| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: হা হা হা । প্রশ্নটা অনেক মজার।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮
তরিকুল ইসলা১২৩ বলেছেন: এখন কমন পড়লেই হয়
৯| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২
জাহিদ ২০১০ বলেছেন: ওরে আম্রে ধইরা কেই মার মার। পুরাই মাইরালা মাইরালা টাইপের পুষ্ট
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪
তরিকুল ইসলা১২৩ বলেছেন: ভাই, আস্তে.... নাহিদ চাচ্চু জানলে আমার সমস্যা হইতে পারে
১০| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
এই সেরেচে !!! একটা প্রশ্নও দেখি কমন পড়েনাই। নির্ঘাত ফেল করব। আমারে কেউ নকল সাপ্লাই দেন প্লীজ লাগে।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬
তরিকুল ইসলা১২৩ বলেছেন: এখন কি আর আগের যুগ আছে? সৃজনশীলের যুগে প্রশ্ন কমন পড়ে না হু,
আরেকটা প্রশ্ন বলি- ১ টি লেবুর দাম ৫ টাকা হলে অনেকগুলো লেবুর দাম কত?
১১| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯
ভিটামিন সি বলেছেন: আমি আইতাছি। লুঙ্গিটা কই গেলো; এইটা না পরে গেলে তো ইজ্জত থাকতো না। (হাসতে হাসতে আমার লুঙ্গি খুইল্যা গেছিলো; এখন পইরা আইলাম)।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪
তরিকুল ইসলা১২৩ বলেছেন: লুঙ্গির সাথে বেল্ট লাগাতে পারেন, তাহলে আর খুলে যাবে না
১২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১১
জাহিদ২৬ বলেছেন:
আপনাকে নাহিদ কাকু প্রশ্ন লেখার দায়িত্ব দিতে পারে
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪
তরিকুল ইসলা১২৩ বলেছেন: আস্তাগফিরুল্লাহ, এডি কী কন?
১৩| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৯
বোকামানুষ বলেছেন: পোষ্টটা রম্য হলেও সৃজনশীলের অদ্ভুত প্রশ্নের ঘুনিঝরের কবলে পরে পোলাপানের জীবন শেষ
আমার ভাই এইবার এইচএসসি পরীক্ষা দিতেছে ওদের নৈর্বক্তিক প্রশ্নের অবস্থা দেখে ভাবি বেঁচে গেছি এই সিস্টেমে পরীক্ষা দেয়া লাগে নাই
আর রুটিনের কথা কেউ জানেন কিনা জানি না কিন্তু এমন অদ্ভুত এইচএসসি রুটিন আমি আগে কখনো দেখি নাই যেখানে জীববিজ্ঞান ১ম পত্রে ৬দিন বন্ধ আর পদার্থবিজ্ঞানের ১ম পত্রে ১দিন আবার রসায়ন ১ম পত্রে ১৭দিন বন্ধ আর রসায়ন ২য় পত্রে নাকি ৩ অথবা ৬(সঠিক মনে নাই) বন্ধ
যাই অনেক সিরিয়াস কথা বলে ফেলছি রম্য পোস্টে তবে রম্য ভাল লাগছে
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭
তরিকুল ইসলা১২৩ বলেছেন: পদার্থ ১ম পত্র বাদে বাকিগুলার বন্ধ ঠিক আছে। তবে প্রতি বছরই এরকম হয়।
আর একটা কথা সৃজনশীল প্রশ্নে পরীক্ষা পদ্ধতি অনেক ভালো একটা উদ্যোগ, তবে এখনো শিক্ষার মান ওরকম করা হয়নি আর কখনো কখনো প্রশ্নের মানও যাচ্ছেতাই হয়, তারপরেও আমি সৃজনশীল প্রশ্নের পক্ষে
১৪| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫
বোকামানুষ বলেছেন: আমি সৃজনশীল প্রশ্নের বিপক্ষে নই বরং এটা ভাল উদ্যোগ যদি আসলেই ছাত্র-ছাত্রীদের মুখস্ত বিদ্যা থেকে বের করে আনা যায়
কিন্তু যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নের মান আর ধরন নিয়ে আরেকটু সচেতন হওয়া উচিত ছিল
রুটিন নিয়ে আমার দ্বিমত আছে রসায়ন ১ম পত্রে ১৭দিন বন্ধের কোন যুক্তি নাই যেখানে ২য় পত্রের সিলেবাস বড় আবার বন্ধ কম আর সৃজনশীল পদ্ধতির জন্য এখনকার ছাত্র-ছাত্রীদের পুরো বই পড়তে হয় সময় লাগে বেশি
পদার্থবিজ্ঞানের ২য় পত্রেও মনে হয় ৩দিন বন্ধ
২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
তরিকুল ইসলা১২৩ বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯
ঢাকাবাসী বলেছেন: দারুণ আপনার কল্পনাশক্তি, মজা পেলুম।