নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে পালিয়ে বেড়াই

তরিকুল ইসলা১২৩

আমি পাঁচ হাজারেরও অধিক ভাষায় চুপ থাকতে পারি

তরিকুল ইসলা১২৩ › বিস্তারিত পোস্টঃ

সকল বিবাহিত এবং অবিবাহিতদের জন্য ;)

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

সকল অবিবাহিত পুরুষদের জন্য বিবাহিতদের পক্ষ থেকে কিছু অভিজ্ঞতা আর কিছু কৌতুক

১.
এক পুরূষ মানুষ একটি আরশোলাকে পায়ের তলায় পিষে মারতে যাবে এমন সময় আরশোলাটি চেঁচিয়ে উঠে বলে,
" আরে মারবি তো? নে মার । ছিন্নভিন্ন করে ফেল আমারে, কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে তুই স্রেফ ঈর্ষায় আমায় মেরে ফেললি । কারন তোর বউ আমাকে ভয় পায় কিন্ত তোকে ডরায় না । "

২. নারী হলো শক্তি, আর পুরুষ হলো সহ্যশক্তি

৩.
যেদিন বিবাহের সিদ্ধান্ত নিলাম, সারা শরীরে কেমন শিহরন খেলে গিয়েছিল? ওটা আসলে শরীর থেকে উপস্থিত বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিত্ত্ব বেরিয়ে যাওয়ার সেন্সেশন ।

৪.
স্ত্রী- ওগো, আমার দিকে মুখ করে শোও, আমার বড্ড ভয় লাগছে

স্বামী- আমার বুঝি ভয় লাগে না।

৫.
বাবা, বাবা, আমি সিনেমাতে চান্স পেয়েছি ।

- বাহ, সিনেমার নাম কি?

- নির্বাক।

- নিশ্চয় কোন হাজব্যান্ডের রোল পেয়েছিস....

৬.
ফোনের বুথের বাইরে অপেক্ষারত এক ভদ্রলোক অধৈর্য্য হয়ে বল্লেন, " যে ভদ্রলোক ঢুকেছেন পাক্কা তিরিশ মিনিট কিন্তু কিছুই তো কথা বলছেন না ।

বুথ মালিক নিরুত্তাপ স্বরে বললেন, " নিশ্চয় ভদ্রলোক তার স্ত্রীর সাথে কথা বলছেন ।

৭.
পুরুষমানুষ কোন একটা জায়গায় যদি প্রতারিত হয়, সেই পথ দ্বিতীয়বার মাড়ায় না ।
ব্যাতিক্রম - শ্বশুরবাড়ি ।

৮.
এক দার্শনিক স্বামীর উপলব্ধি , স্ত্রীরা হলেন গিয়ে মিস্ট্রেস । বিবাহের প্রথম বছর মিস, বাকি জীবনের স্ট্রেস ।

(বেশিরভাগই সংগৃহীত)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

অ্যানালগ বলেছেন: চমৎকারস!

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

তরিকুল ইসলা১২৩ বলেছেন: ধন্যবাদস :)

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

নতুন বলেছেন: কৌতুক হিসেবে মজার...

কিন্তু যেই স্বামী স্ত্রীর মাঝে ভালবাসা থাকে ... তাদের চেয়ে সুখী আর কেউই নাই....

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

তরিকুল ইসলা১২৩ বলেছেন: তাতো অবশ্যই

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

নিয়ামুল ইসলাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

তরিকুল ইসলা১২৩ বলেছেন: B-) B-)

৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

নুরুল আফছার অপু বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.