![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।
‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে
প্রেম পিপাসায় ভরা এ মন
তোমার ভালোবাসা শুধু ভালোবাসাই প্রয়োজন..’’
‘‘বায়োমেট্রিক সিম তুমি দাও আমাকে
এমবি টকটাইমে ভরা এ সিম
সিমের বায়োমেট্রিক শুধু বায়োমেট্রিকই প্রয়োজন...’’
-
‘‘যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো
যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়।
‘‘যদি বায়োমেট্রিক করো গো আরো টকটাইম পাবে গো
যদি বায়োমেট্রিক করো গো আরো টকটাইম পাবে গো
করো করো তুমিও করো, লাগবে মন্দ নয়
সরকারের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়’’
-
‘‘খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
আমি ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়’’
‘‘মোবাইলের ভিতর সিম খানি
কেমনে অকেজো হয়
আমি করলে পারলে সিম রেজি:
ভরতাম ড্রয়ারে নয়’’
-
‘‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।’’
‘‘নিবন্ধন ছাড়া সেই সিমগুলো আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো
মোবাইল নেটওয়ার্কগুলো সেই
আজ আর নেই’’
০২ রা জুন, ২০১৬ রাত ১২:২৬
তরিকুল ইসলা১২৩ বলেছেন: শুনছি কারো কারো টা বন্ধ হয় নাই.. বেশিরভাগেরই বন্ধ হইছে... তবে অনেকের নাকি নিবন্ধন করা সত্ত্বেও বন্ধ হয়ে গেছে
২| ০২ রা জুন, ২০১৬ রাত ১২:১৯
রাশেদ রাহাত বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ রাত ১২:১৪
লক্ষ্মীছেলে বলেছেন: করুম না...... সমস্যা আছে কারো ভাই।
আচ্ছা ভাই যারা রেজিস্ট্রি করেনায়, তাদের গুলা কি সব বন্ধ হইয়া গেছে। আমি তো করিনায়, তো আমার টা বন্ধ হইতে বলতে এক সাইড হইছে, ফোন আসে কিন্তু করতে পারিনা
