![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷
সেদিন চেয়ে দেখি আকাশের ঐ দিগন্তে
এক বিকেলবেলার গোধূলির আলোতে
ঢাকা সবকিছু যেনো কল্পলোকের ছায়াতে
অবলিলায় ইচ্ছে হয় যে কারো হারাতে
কিন্তু আমি হারাইনি
আমি হেটে গেছি ধীর পায়ে
প্রান ভরে দেখেছি প্রকৃতিকে
খেজুর গাছের ছায়াতে
কিংবা ডুবন্ত সূর্যের
আবছা আলোর মায়াতে
ইটের ভাটার পোড়া ইটের মত
আমি যেনো খুঁজে পাই নিজেকে
কাঁদামাটির নরম আমার আমিত্ব
লড়ে চলেছি নিয়ে নিজের অস্তিত্ব
দেখে সবাই কঠিন লালচে আমাকে
কিন্তু ওরা কি জানে?ওরা কি ভাবে?
আজ হয়েছি বিলীন,পুড়েছি আমি,
আছি হয়ে এখনো কাদামাটির দলাটিই যে
জানে হয়তো কেউ
কিংবা জেনেও না
জানার চেষ্টা
ক্ষীন আলোতে তবু আমি পা বাড়াই
সাথে নিয়ে আমার সত্ত্বা ৷৷
২| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৭
তারিক১৪২২ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
শ্রুতি মধুর