![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বন্ধরা
তাসফিয়া ইংলিশ এডুকেয়ার এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।
তাসফিয়া ইংলিশ এডুকেয়ার আজ তোমাদের সাজেষ্ট করবে বেশি বেশি ইংরেজী বলার মানসিকতা তৈরির জন্য। প্লিজ তোমর জীবনে বড় হতে হলে অনেক ধৈর্য ধারন করে শিখতে হবে।
একটা কথা মনে রাখবে- বক্তে বক্তে বক্তা।
তার মানে হল তুমি যত বেশি বলার চেষ্টা করবে, বলার ক্ষে ত্রে তুমি ততটা পারফেক্ট হয়ে যাবে, তোমার জড়তা কেটে যাবে, তুমি তত বড় হবে।
আর ইংরেজী তুমি যত বেশি শিখতে চাইবে-যত ভাল শিখতে চাইবে তত বেশি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হবে, তত ভাল করে শিখবে।
ধন্যবাদ সবাইকে
তাসফিয়া ইংলিশ এডুকেয়ার এর সঙ্গে থাকার জন্য।
২| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কি শিখলাম?
৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭
সকাল হাসান বলেছেন: হঠাৎ ধুমকেতু বলেছেন: ইংরেজি শিখার সাথে বাংলার প্রতি শ্রদ্ধাশীল হবার সম্পর্ক কি?
উনার প্রশ্নটাই আমারও প্রশ্ন!
৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
তারাবেষ্ট বলেছেন: উচ্চশীক্ষার জন্য ইংরেজি একান্ত জরুরি!
৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: গণহারে দেখি তুমি করে বলছেন সবাইকে ! এইটা কি কিন্ডারগার্ডেন ব্লগ পাইছেন নাকি ? যে বাংলায় দুই লাইন ঠিক মতো লিখতে পারে না সাজিয়ে গুছিয়ে , তিনি শেখাবেন ইংরেজি ! আর ইংরেজি শেখার সাথে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার যোগসূত্র কি ?
ভাই আপনি আমার সাথে যোগাযোগ কইরেন । university of Cambridge (london) থেকে IELTS করা আছে লাস্ট ইয়ারে । ৭.৫ আছে স্কোর । আর বেশ কিছু বছর লন্ডনে থেকে এসেছি । আপনাকে অন্তত কিছু প্রাথমিক শিক্ষা দিয়ে দিতে পারবো আশারাখি , যেন এরকম পোস্ট দিয়ে আমাদের আর বিনোদন না দেন ও আপনিও অপমানিত না হন ।
কিন্তু আপনার আক্কল আনতে পারবো কি না সে গ্যারান্টি দিতে পারছি না । আপনার অন্যান্য পোস্টগুলো ঘুরে এই মন্তব্য করতে বাধ্য হলাম ।
আপনার মঙ্গল হোক ।
১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩
তাসফিয়া ইংলিশ এডুকেয়ার বলেছেন: ধন্যবাদ বন্ধু
আপনার মুল্যবান সমালোচনার জন্য
৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭
ঢাকাবাসী বলেছেন: আপনার আগের পোস্টগুলো দেখে এই উপসংহারে উপনীত হলুম আপনি বাংলাটাও ঠিকমত জানেননা। আর ব্লগে ঢালাও ভাবে সবাইকে তুমি বলার অধিকার আপনাকে কে দিল? উপরে কারো মন্তব্যের জবাব দিচ্ছেননা, কারণটা কি?
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬
হঠাৎ ধুমকেতু বলেছেন: ইংরেজি শিখার সাথে বাংলার প্রতি শ্রদ্ধাশীল হবার সম্পর্ক কি?