| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীতিরাজ
আগেই বলেছি।তবে সত্যকে জানার প্রবল আগ্রহ আছে।তাই এখন ও খুজছি।সে জন্যই লেখা শুরু।আশা করি পাঠকরা এ ব্যাপারে সহায়তা করবেন।
অনেক স্বপ্ন ও আশা নিয়ে আজ থেকে এক বছর আগে ইউরোপের সম্ভ্রান্ত এক দেশে এসে পড়ি। অজানা অচেনা এক দেশে এসে প্রথম শিক্ষাটাই ছিল > বিদেশের সংস্কৃতিকে ভালোবাসতে হবে, আত্মস্থ করতে হবে। ভিন দেশীয় ভাষার গান, চলচ্চিত্র দেখতে হবে। এক কথায় ভাষাটা শিখতে না পারলে যতই শিক্ষালাভ করি না কেন, কাজ হবে না। আমার জানা দেশের কিছু উচ্চশিক্ষিত মানুষ এদেশে এসে অবলীলায় রেস্টুরেন্টের কাজ করে। কারণ, যার যার দেশে তার তার শিক্ষাব্যবস্থার কদর করে। বড়মাপের শিক্ষালাভ করেও কোন চেয়ার টেবিলে বসা কাজ পায় না। প্রথম এ ধাক্কাটা হজম করতে খুব কষ্ট হয়েছে। ২৪ বছরের অর্জনকে কি তুচ্ছ বলা যায়? যে পরিচয়ে নিজের দেশে বুক ফুলিয়ে চলতাম সে পরিচয় বিদেশে এসে লজ্জা নিয়ে বলতে পারা যায়? নিজের পরিচয় কি এত সহজে বাদ দেয়া যায়? নিজের বাবা নিজের মা, তা সে যতই অসুন্দর আর গরিব হোক না কেন, কেউ তা বদলাতে পারে না। ইউরোপের পরিবেশ প্রথমেই তা বদলে দেয়। বদলে দিতে বাধ্য করে। যে বদলাতে পারে সেই হয় রাবণ। আর যে পারে না সে থাকে হতভাগ্যদের কাতারে।
আমার এ ধারাবাহিক লেখায় নিজের মনের কিছু ব্যথার কথা, দু:খের কথা, স্বপ্ন ভঙ্গের কথা জানাবো। সেই সাথে বাংলাদেশের তরুনদের জন্য কিছু পরামর্শ থাকবে। পাঠক ও ব্লগার বন্ধুদের পরামর্শ ও সহযোগীতা কামনা করি।
২|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রবাস জীবনে আত্নসম্মানের সংজ্ঞাটাই বদলে দিতে হয়।
৩|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
শফিক2003 বলেছেন: carry on and share the new experience that are interesting.wait for the next
৪|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
কালীদাস বলেছেন: সারা শরীরে আগুন ধরে যায় যখন কোন বাংলাদেশিকে দেখি ইন্ডিয়ান বা ফাকিস্তানিদের সাথে হিন্দি বা উর্দুতে কথা বলে। এরা জীবনে কোনদিন আমাদের সাথে বাংলায় কথা বলে? আত্মসম্মান, দেশপ্রেম না থাকলে একটা জাতি কোনদিন নিজের পায়ে সসম্মানে দাঁড়াতে পারবেনা দুনিয়ার বুকে।
৫|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৩
প্রবাসী দেশী বলেছেন: লেখককে একটা বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে হবে তাহলে হয়তো সহজ হবে। সেটা হলো আপনি ছিলেন তৃতীয় বিশ্বের প্রথম শ্রেণীর নাগরিক আর এখন প্রথম বিশ্বের তৃতীয় শ্রেণীর নাগরিক।বাকিটা ব্লগার কালিদাস বলেদিয়েছেন। ভালো ও সুস্থ থাকুন।
মিথ্যেবাদী পরিচয়টা রূপক অর্থে মন্দ নয়.
৬|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৪
ইমরান আশফাক বলেছেন: পোস্টগুলি একটু লম্বা-চওড়া চাই, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫
আশফাক ওশান বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।ধন্যবাদ আপনাকে।