![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিষ্টি রাতের হাওয়ায় যেখানে সমুদ্র এসে মিশেছে চাঁদের সাথে...
যেখানে বেজে চলে কোন বেদনার সুর
রাতের কোমল আভা থমকে দাঁড়ায় যেখানে
মনে হয় পৃথিবীটা স্বপ্নের দেশ হয়ে আমাদের কাছে এসেছে
আমরা যেন এই অপার্থিব পৃথিবীর ভালবাসার একটি রূপ ।
সমুদ্রও যেন আমাদের ভালবাসার তৃষ্ণা মেটাতে পারছে না
দুটি তৃষ্ণার্ত হৃদয় নিয়ে আমরা সমুদ্রের কাছাকাছি এসেছি,
আমি তোমায় ডেকেছি কত না মধুর সুর এ
সেই সুরে আমি তোমায় খুঁজে পেয়েছি
আঁধারে আমি শুনেছি তোমার শান্ত নিঃশ্বাস
ভালবাসা যেন এক বিশাল সমুদ্র নিয়ে ধরা দিয়েছে আমাদের একে অপরের কাছে।।
২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১০
তাসনিম নিঝু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনার প্রথম লেখায় প্রথম মন্তব্য করতে পেরিছিলাম।এখানেও এক ছন্দময় আনন্দ যেন উপভুগ্য। ভাল থাকবেন অার লিখে যাবেন। আপনাকে আবারো ব্লগিয় শুভেচ্ছা জানাচ্ছি।
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩
তাসনিম নিঝু বলেছেন: আমার প্রথম লেখায় আপনার সুন্দর মন্তব্য আমার লেখার আনন্দ অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আপনিও ভাল থাকবেন।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ঋতো আহমেদ বলেছেন: কবিতায় সমুদ্রপ্রেম ভাল লাগল। তবে, বেদনার সুর আর স্বপ্নের দেশ এ বৈপরীত্য আছে মনে হচ্ছে।
২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
তাসনিম নিঝু বলেছেন: হয়তবা এই বেদনার সুর দিয়েই আমার স্বপ্নের দেশ ঘিরে আছে।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।