![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসে থাকো পাশাপাশি অথবা মুখোমুখি
চোখে চোখ রাখতে পারো, না রাখলেও চলে
হাতে হাত রাখার কথা হচ্ছে না, কাঁপা আঙুলের কথাও না।
বসে থাক কেবল
চোখ যদি বিরক্ত করে বাদ দাও
দূরেই বসে থাক।
হাতের নাগালে না হোক চোখের আড়ালে তো নেই।
এর চেয়েও দূরে যেতে ইচ্ছে করে যদি, যেও
না হোক ছায়া টুকু রেখে যেও
ছায়ার সাথে রাত কাটাবো আপত্তি কি ?
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। তবে আর কোন লিখা দিচ্ছেন না কেন?