নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

আমরা কি রুমিন ফারহানার কাপড়চোপড় নিয়ে কথা বলব?- এ কেমন বক্তব্য ?

০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৪১

একটি দেশের সংসদে যখন হাস্যকর ও তীব্র ব্যক্তি আক্রমণ করাই একমাত্র কাজ তখন দেশটির ভবিষ্যৎ কি তা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ রাখে না। এর আগে বহুবার সংসদে হাস্যকর অদ্ভুত কাণ্ড ঘটেছে। সংসদ অধিবেশন পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় খরচ হয় মিনিটে প্রায় দুই লক্ষ টাকা। সংসদ কোন গানের মঞ্চ নয়। দেশের বন্যা কবলিত মানুষ না খেয়ে আছে। মানবেতর জীবন যাপন করছে। ঠিক সে মুহূর্তে রাষ্ট্রের টাকা খরচ করে মমতাজের গান শোনা কতটুকু মানবিক লীগের সহ ব্লগারদের প্রতি বিনয়ের সাথে প্রশ্ন রইল।

সংসদে কি ধরণের বক্তব্য দেয়া যাবে আর কি ধরণের বক্তব্য দেয়া যাবেনা সে বিষয়ে সুনির্দিষ্ট আইন থাকা জরুরী হয়ে পড়েছে। একজন বিরোধী দলীয় সাংসদ সরকারের সমালোচনা করতেই পারেন তাই বলে তাকে ব্যক্তি আক্রমণ করা কতটুকু যৌক্তিক সে প্রশ্নটিও লীগের সহব্লগারদের কাছে রাখতে চাই।

চলতি অধিবেশনকে পদ্মা সেতু অধিবেশন বা বিএনপি অধিবেশন বলা যায় এই বক্তব্যের জবাব দিতে গিয়ে আইন মন্ত্রী নিজেই কি আইন ভাংগেন নি?
রুমিনের বক্তব্যের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা নাকি এখানে (সংসদে) খালেদা জিয়াকে বকাবকি করি। আমরা নাকি পদ্মা সেতু নিয়ে বেশি বেশি কথা বলছি। এটা নাকি ছিল সংসদের কাজ। আমরা এই সংসদে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলাপ করেছি।’- সুত্র- পত্রিকা

স্বাধীনতার পর পদ্মা সেতুর উদ্বোধন ঐতিহাসিক তৎপর্যপূর্ণ ক্ষণ উল্লেখ করে আইনমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘তো আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলব না, কী নিয়ে কথা বলব? আমরা কি ওনার (রুমিন ফারহানা) কাপড়চোপড় নিয়ে কথা বলব? আমি তা করব না।’ আইনমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন রুমিন ফারহানা। তিনি বলেন, যুক্তিবিদ্যার সবচেয়ে বড় ‘ফ্যালাসি’ হচ্ছে যখন কোনো যুক্তি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ করা। যখন যুক্তি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ আসে। তিনি বলেন, ‘উনি (আইনমন্ত্রী) কোনো যুক্তি না পেয়ে আমার পোশাক নিয়ে আলোচনা হবে কি না, এমন অভব্য বক্তব্য দিয়েছেন, যা আমরা আইনমন্ত্রীর কাছে আশা করি না।’ - সুত্র পত্রিকা।

একজন আইন মন্ত্রীর বক্তব্য আরও মার্জিত হওয়া উচিত ।

রুমিনের বক্তব্যের ইউটিউব ভিডিও --


বড় লেখা সামুর বর্তমান ব্লগারগণ ও পাঠক গণ কম পড়েন। অনেক কিছু লেখার ইচ্ছা থাকলেও এখানেই শেষ করলাম।

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: রুমিন ফারহানা ভালো উত্তর দিয়েছেন।

০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৫৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বি এন পি কথা বলার মতো যে কজন আছে তাদের মধ্যেই ওনি আছেন।

২| ০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৫৭

ঢাবিয়ান বলেছেন: ঢাকা শহড়ের সবচেয়ে বড় বস্তির নাম হচ্ছে সংসদ

০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৫৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অপ্রিয় হলেও সত্য।

৩| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: জোকারদের আড্ডাখানা

০২ রা জুলাই, ২০২২ রাত ৯:০৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মিনিট প্রতি ২ লাখ জলে গেলো ।

৪| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:০৯

নূর আলম হিরণ বলেছেন: সংসদে অপ্রয়োজনীয় কথাবার্তা প্রয়োজনীয় কথাবার্তার চেয়ে সবসময়ই বেশি হয়েছে। যার জন্য আমলারা রাজনীতিবিদদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে।

০২ রা জুলাই, ২০২২ রাত ৯:১০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নিঃসন্দেহে সঠিক।

৫| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:



সংসদের সেশন প্রধানত: কিজন্য বসে?

০২ রা জুলাই, ২০২২ রাত ৯:১৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মিনিটে ২ লাখ টাকা খরচ করতে হবে তো।

৬| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:




লেখক বলেছেন: মিনিটে ২ লাখ টাকা খরচ করতে হবে তো।

-লেখক হিসেবে আপনাকে মুলধারণাগুলো নিয়ে কথা বলতে হবে; প্রথমে সঠিক উত্তর দেয়ার পর, এটাসেটা চেষ্টা করতে হয়। আপনি আদৌ জানেন কিনা সংসদের সেশন প্রধানত: কিজন্য বসে!

০২ রা জুলাই, ২০২২ রাত ৯:৩৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জানি ভালোই। বর্তমানের যে সংসদ অধিবেশন বসে তার কোন দরকার কি আছে? সব তো পূর্ব নির্ধারিত। লোক দেখানো অধিবেশনের কি দরকার? যেখানে নির্বাচনই হয়না। একটি গৃহপালিত বিরোধীদলকে পুতুলের মতো সাজিয়ে রাখা হয়েছে।

৭| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:৫৩

জগতারন বলেছেন:
@সাড়ে চুয়াত্তর

রুমিন ফারহানা !
স্বামী ছাড়া, সংসার ছাড়া,
ছেলে ছাড়া, মেয়ে ছাড়া
একটা অস্বাভাবিক মানুষিক ভাবে অসুস্থ মহিলা।
যার আছে বড় একটা মুখ।
তা দিয়ে জানে শুধু বকর বকর করতে
যার ৯৯ ভাগই অর্থহীন।

০২ রা জুলাই, ২০২২ রাত ৯:৫৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি সুস্থ আছেন তো ? আপনি কোন দল বি এন পি না লীগ?

৮| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: অমন বক্তব্য দিয়ে নিজের এবং পারিবারিক কুশিক্ষার পরিচয় দিয়েছেন।

০২ রা জুলাই, ২০২২ রাত ১০:০৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মন্ত্রী গনের নিজ স্বাধীনতায় বক্তব্য দেয়ার স্বাধীনতা টুকু অবশিষ্ট আছে কী ?

৯| ০২ রা জুলাই, ২০২২ রাত ১০:০২

জগতারন বলেছেন:
লেখক বলেছেন:
আপনি সুস্থ আছেন তো ? আপনি কোন দল বি এন পি না লীগ?

এ ভাবে আক্রমন না করে আমার মন্তব্য
যুক্তি ও প্রমান দিয়ে প্রতি মন্তব্য করুন
এবং দায়িত্বশীলতার পরিচয় দিন।

০২ রা জুলাই, ২০২২ রাত ১০:১১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি কখন আক্রমণ করলাম? আপনাকে প্রশ্ন করতে পারিনা?
রুমিন কেমন জীবন যাপন করবেন তা নিয়ে কথা বলার অধিকার কি আপনি রাখেন?
কিভাবে বুঝলেন তিনি মানসিক ভাবে অসুস্থ?
আপনার মন্তব্যটি একজন সাংসদ কে অসম্মান করে।
এটা কি দায়িত্বশীল ব্লগারের বৈশিষ্ট্য !!!

১০| ০২ রা জুলাই, ২০২২ রাত ১০:১৯

জগতারন বলেছেন:
শোনেন মিঃ ভার্চুয়াল তাসনিম ;
আমাদের দেশে অনেক ঝগাড়াওয়ালি কে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন কাজ সমাধা করার জন্য।
এমনকি আমাদের দেশের পবিত্র স্থান জাতীয় সংসদেও।
যে বক্তব্য দেয় মানুষদের কল্যান-এর জন্য তাকে নিষ্কুলুশ চরিত্রের হতে হয়।
নয়তো তার বক্তব্য শুধুই বকর বকর আর আবোল তাবোল।।

০২ রা জুলাই, ২০২২ রাত ১০:৪৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমার কাছে রুমিনা কে একজন ভালো বক্তা মনে হয়। সুন্দর করে কথা বলতে পারে কজন ?

১১| ০২ রা জুলাই, ২০২২ রাত ১০:২৬

জগতারন বলেছেন:
রুমিন ফারহানা যে, মানুষদের স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, সংসার
ভালো রাখার জন্য বক্তব্য দয়েয়; যা তাহার নেই।
তাই আমার প্রথম মন্তব্যে লিখেছিঃ
তা দিয়ে (বড় মুখ দিয়ে) জানে শুধু বকর বকর করতে
যার ৯৯ ভাগই অর্থহীন।

০২ রা জুলাই, ২০২২ রাত ১০:৪৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আবার আপনি তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন।

১২| ০২ রা জুলাই, ২০২২ রাত ১১:০৬

জগতারন বলেছেন:
শোনেন মিঃ ভার্চুয়াল তাসনিম;

আমি রুমিন ফারহানা'র ব্যাক্তিগত জীবন নিয়ে কোনই কথা বলবো না।
যদি সে সব্বাইকে নিয়ে কথা বলার আগে নিজের পাছা ভালো করে কাপড় দিয়ে না ঢাকেন।
রুমিন ফারহানা'র নিজের পাছাই তো উদলা,
সে আবার আসে পরের পাছা কাপড় দিয়ে ঢাকা নিয়ে কথা বলে (!)

০৩ রা জুলাই, ২০২২ রাত ৮:০০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি আপত্তিকর শব্দ ব্যাবহার করে মন্তব্য করছেন। দেখুন তো উনির বক্তব্যে যুক্তি আছে কিনা?

১৩| ০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

ভাড় পোষা হয়, সংসদে?

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সংসদে সংরক্ষিত মহিলা এম.পি. লুৎফুন নেছার হাস্যকর বক্তব্য !!! তাই প্রমাণ করে।

১৪| ০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:২৫

রানার ব্লগ বলেছেন: ঢিল মারলে পাটকেল খেতেই হবে। রুমিন অনেক ঢিল ছুড়েছেন কিছু পাটকেল তো তার জন্য বরাদ্দ আছেই হোক তা ঝামা!!

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সরকারের সমালোচনা করা যাবেনা আইন করে দিক।

০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আইন মন্ত্রীর বক্তব্যটি এখান থেকে শোনতে পারেন।

১৫| ০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন সময় হচ্ছে।

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কি বলব ?

১৬| ০৩ রা জুলাই, ২০২২ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সংসদে অপ্রয়োজীয় জিনিস নিয়ে বেহুদা আলাপ বন্ধের আইন হোক।

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৫:০৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর , রুমিন ফারহানা আরও কিছু ভালো বক্তা যে নেই তাহা নয়। কিন্তু অধিকাংশ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলে মিনিটে ২ লাখ টাকা অপচয় করেন। এটা দেশের জন্য ক্ষতিকর।

১৭| ০৩ রা জুলাই, ২০২২ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: সংসদও হয়ে গেছে রঙ্গমঞ্চ।

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৫:০৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রঙ্গমঞ্চে বাংলা আর হিন্দি মিশ্রিত গান কবে পরিবেশিত হয় তার অপেক্ষায় আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.