নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসমিল্লাহির রাহমানির রাহিম
চারদিক এখন গরু-ছাগলময়। সম্প্রতি জানা গেল, দেশে ছাগলের সংখ্যা বেড়েছে। এসব নিয়ে কথা বলার জন্য বিশিষ্ট গো-চিন্তক, গো-বেষক জনাব জাবর হাম্বার মুখোমুখি হয়েছিল ‘একটু থামুন’। সাক্ষাৎকারের চুম্বক অংশ লিখেছেন শরীফ মজুমদারছবি: হাসান মাহমুদ।
শুনেছেন নিশ্চয়ই, দেশে ছাগলের সংখ্যা বাড়ছে। তো এ নিয়ে আপনি কী ভাবছেন?
এ আর নতুন কী! ফেসবুক-টিকটকে গেলেই তো এটা টের পাওয়া যায়।
মানে ফেসবুক-টিকটকে গেলে এই খবর অহরহ পাওয়া যাচ্ছে, তাই তো?
হে হে হে। হ্যাঁ, তা তো বটেই। আমার সামনেও তো একজন বসে আছেন।
(যাক, পাশে আরেকটা গরু বসে জাবর কাটছে; মানে আমাকে গরু বলেনি) তো এই খবরে আপনারা নিশ্চয়ই অনেক খুশি?
এটা নিঃসন্দেহে অত্যন্ত খুশির খবর। আমি খুবই আনন্দিত যে আমাদের কমিউনিটি নিজেদের বংশবৃদ্ধির গুরুত্বটা বুঝতে পেরেছে।
আপনাদের কমিউনিটি বলতে কি ছাগলদেরও বোঝাচ্ছেন?
হ্যাঁ, ছাগল-মহিষ এমনকি লোমওয়ালা ভেড়াও। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা পাবেন না। আমরা যারা ‘গ্রাসমেট’ আছি, তারা সবাই-ই ভাই ভাই। কোনো ক্লাস কনফ্লিক্ট নেই, ভেদাভেদ নেই। কে হাম্বা ডাকল আর কে ম্যাঅ্যাঅ্যা ডাকল, ডাজন্ট ম্যাটার অ্যাট অল।
আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যে আলাদা কোনো কাউইজম বা গোটিজম নেই?
ঠিক এমনটা নয়। আমাদের যার যার স্বকীয়তা তো অবশ্যই থাকবে। সে হিসেবে গরুত্ব কিংবা ছাগলত্ব যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু তার জন্য আরেকজনকে, যে কিনা আমারই মতো ঘাস খায়, ভুসি খায়, জাবর কাটে তাকে তো আর নিজের থেকে আলাদা ভাবতে পারি না। কবি বলেছেন, ‘গরু কি মহিষ, ছাগল বা ভেড়া,/ সদা ঘাস খেয়ে হও যে চাঙা,/ হাম্বা আর ম্যাঅ্যাঅ্যা বাহিরে কেবল/ ভেতরে সবারই সমান রাঙা...’
কবি এমনটা সত্যিই বলেছেন?
হ্যাঁ, এ রকমই কিছু একটা আরকি।
যা হোক, এই যে আপনাদের একটা বিশাল গোষ্ঠী তৈরি হলো, এদের নিয়ে কি কোনো স্বাধীন গো-রাষ্ট্র গঠনের পরিকল্পনা আপনাদের আছে?
ভবিষ্যতে কী হয় বলা যায় না। তবে এমন আত্মঘাতী পরিকল্পনা আপাতত আমাদের নেই। বেশ তো আছি আমরা। খাচ্ছিদাচ্ছি, জাবর কাটছি, লাইফে এর বাইরে আর কীই-বা চাওয়ার আছে! আর এই যে রাষ্ট্রের কথা বললেন; সেটা মানেই তো সরকার, বিরোধী দল, নির্বাচন, হরতাল-অবরোধ, মিথ্যাচার, দোষারোপ...ঝামেলাপূর্ণ সব ব্যাপারস্যাপার।
মূল প্রসঙ্গে আসি। ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কি কিছু ভাবছেন আপনারা?
আপাতত না। আমাদের উপযোগিতার ভিত্তিতে এটা ভাবা যাবে। তা ছাড়া এ ক্ষেত্রে আমরা কখনোই অনিয়ন্ত্রিত ছিলাম না।
তা অবশ্য ঠিক। শেষ প্রশ্ন, আপনাদের বুদ্ধিবৃত্তি এবং জীবনযাপনকে মানবসমাজ অনেক অবজ্ঞার চোখে দেখে থাকে। তো এটাকে কীভাবে নেন আপনারা?
এ প্রসঙ্গে আমি আগেও বহু সাক্ষাৎকারে বিস্তারিত বলেছি। এখন আর কিছু বলব না। এটা জাস্ট অরণ্যে হাম্বা ডাকা। শুধু এটুকু বলতে চাই যে আমাদের বুদ্ধিবৃত্তি সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। নো মিনিমাম আইডিয়া।
ধন্যবাদ আপনাকে।
আপনাকেও। হাম্বা।
ব্লগে পোস্ট নেই দেখে প্রথম আলো থেকে কপি মেরে দিলাম
০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২৯
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কেনো কেনো???
২| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
আশে পাশে এত গরু-ছাগল বেঁচে দেয়া যেত, তাহলে কিছু কমতো।
০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: এই ঈদে দাম বেশী। বেচা কম হৈবে।
৩| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১২:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাগু আর গরুতে
কমুউনিটি ব্লগ
জমজমাট।
সামনে ক্কোরবানী!
এবার এদেরকে
চড়া দামে খোদাকা
পেয়ারা করা যাবে।
০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫১
ভার্চুয়াল তাসনিম বলেছেন:
৪| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব ছাগুদের কোরবানী দিয়ে দিলে কেমন হয়?
০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: প্রতিবছর অনেক ছাগু বাকি থেকে যায়।
৫| ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত এত গরু ছাগল জমছে নিত্য
উহ জ্বলে যায় মোর চিত্ত।
০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: পরিবেশ দোষিত।
৬| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
মিরোরডডল বলেছেন:
এই পোষ্টটা মজার ছিলো ।
এরকম পোষ্ট আরও দিবে তাসনিম ।
১৬ ই জুলাই, ২০২২ রাত ৮:১২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঠিক আছে দিব।
৭| ২৪ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৫
মিরোরডডল বলেছেন:
তাসনিমের পুরনো নিক হাঙ্গামা ?
পুরনো পোষ্ট পড়তে গিয়ে দেখেছি ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৮
ভার্চুয়াল তাসনিম বলেছেন: নাহ, হাঙ্গামা নয়। দুএকটা নিক এর সাথে মিলবে আমার। এই নিক চালানোর ইচ্ছা ছিলনা। একজন বিশ্ববিদ্যাল্যের ভাই রেজিঃ করে আমকে পাস দিয়েছে।মাঝে মাঝে সে মন্তব্য করে এটি থেকে। আছেন কেমন?
৮| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৭
মিরোরডডল বলেছেন:
তাসনিম কোথাও কমেন্ট করেছিলো, পুরনো নিকে সেইম প্রোফাইল পিক ।
হাঙ্গামা নিকে দেখলাম এই সেইম রেড প্রোফাইল পিক ।
তাই ভেবেছি ওটা তাসনিম ।
এইতো চলে যাচ্ছে দিন ।
হোপ তাসনিম ভালো আছে ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: আজকাল কোনো রম্যতে হাসি পায় না।