নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ফীল দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে নেই।

২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৪


জার্মান দুই শিল্পীর তুলিতে রঙিন চবির শাটল ট্রেন:
গত ৪-৫ দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বিভিন্ন চিত্রকর্ম ফুটিয়ে তুলছেন জার্মান দুই শিল্পী। আগামী ২৭ জুলাই নিজ দেশে ফিরে যাবেন তারা। তাই বৃষ্টির বাধা সত্ত্বেও শাটল ট্রেনের সবগুলো বগি রঙিন ছবিতে ফুঁটিয়ে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন এই শিল্পীরা।

আজ রোববার বিকেলে চট্টগ্রাম রেল ষ্টেশন থেকে ছবিটি তুলেছেন রাজীব রায়হান।












চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ফীল দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে নেই।

ছবি ও লেখা সুত্রঃ ডেইলি স্টার।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ওয়াও :| , চমৎকার তো

আপনাকে ধন্যবাদ। সুন্দরের প্রচারের জন্য।

২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আসলেই দৃষ্টিনন্দন।তাজুল শুভেচ্ছা নিরন্তর।

২| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার রঙ তুলির আচড়ে মূর্ত
হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
শাটল ট্রেন! ধন্যবাদ বিদেশী শিল্পীদের
জন্য।

২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: শাটল ট্রেন এমনিই চমৎকার। তাহার মধ্যে এমন রঙে রাঙানো তুলির আঁচড় মুগ্ধ হওয়ার মতো।

৩| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৯

মোগল সম্রাট বলেছেন: রেলের বগিতে এরকম চিত্রকর্ম করতে বাংলাদেশ রেলওেয়ের পারমিশান লাগে না?

২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: পারমিশন ছাড়া করবেন না তিনারা। বিষয়টি সুন্দর তো। কেহ আপত্তি উঠাবেন না।

৪| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪৫

ফয়সাল রকি বলেছেন: খুবই সুন্দর।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ।

৫| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৮

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের সব ট্রেন গুলাই এমন কালারফুল করে দেয়া উচিৎ। কেমন একটা বোরিং রঙ নিয়ে হুরমুড়িয়ে ঘুড়ে বেড়ায় !!

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঠিক বলেছেন। চবির শাটল ট্রেন বিশ্ব জুড়ে সমাদৃত বলে জার্মান শিল্পীগণ শুধু চবির শাটলকে বাছাই করেছেন।

৬| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

ভুয়া মফিজ বলেছেন: ট্রেনের ছবিগুলো দেখে দুঃখ পেলাম। সময় এবং রিসোর্সের কি দারুন অপচয়!!!

এই ট্রেনসহ বাংলাদেশের প্রতিটা ট্রেনে আমাদের বর্তমান নেতা-নেত্রী আর উনাদের স্বপ্নের ছবি দেখতে চাই। এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার জোর দাবী আপনার মাধ্যমে জানাইলাম। :-B

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ছাত্রলীগ বিষয়টি কেমন দেখছেন তাহা বুঝা যাচ্ছেনা। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের জন্য বেগম জিয়ার উপহার দেয়া বাস ও খালেদা জিয়া হলের যে বেহাল অবস্থা হয়েছে, সোনার ছেলে এই নান্দনিক চিত্তাকর্ষক রঙ তুলির আঁচড়ের উপর দলীয় স্লোগান সহ নেতা নেত্রীর খোমা এঁকে দেয়া মোটেও অস্বাভাবিক নয়। ভালো বিষয় অবতারণা করার জন্য আপনাকে ধন্যবাদ ভুয়া মফিজ।

৭| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৩

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর ! কয়েকদিন থেকে ফেসবুকের ওয়ালে এই ছবিগুলো ই ভেসে বেড়াচ্ছে।

২৯ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ। চারদিক ছবিতে সয়লাব ছিল।

৮| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। রেলওয়ে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সব ট্রেন এরকম দৃষ্টিনন্দন করতে পারে।

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কর্তৃপক্ষ এগুলো করবে না। ঘুষের পেছনে ছুটে বেড়াতে ব্যাস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.