নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

দেশ বাঁচাও মানুষ বাঁচাও।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:৩৭

ঠিক যখন সরকার মহোদয় বলছেন মিতব্যয়ী হওন তখন পত্রিকায় খবর বের হচ্ছে, কিছু সরকারি কর্মকর্তাদের গাছে পানি দেয়া শিখানোর জন্য নেদারল্যান্ড পাঠানো হচ্ছে। নিষেধাজ্ঞার পরও কিভাবে ওনারা সরকারি খরচে বিদেশ যান তা চিন্তা করতেই আপনাকে হতাশায় ডুবে যেতে হবে।দেশে জ্বালানি সংকটের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। ভেপসা গরমের সাথে অবিরাম লোড শেডিং এর জন্য দোহাই দেয়া হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড ৪৭০০ কোটি ডলার আছে বললেও আসলেই যে তত নেই মোটামুটি কম শিক্ষিত যে কারও পক্ষেই তাহা সহজেই অনুমেয়।

দেশের এই খারাপ অবস্থায়ও বলিউড অভিনেতা আনার দরকার কতটুকু ছিল? ১১ জন স্কুল ছাত্র গাফিলতির জন্য ও দায়িত্বহীনতার জন্য মা-বাবার বুক খালি করে চলে গেল। সে ১১ জনের মধ্যে আমাদের নিজের সন্তান নেই বলে দু কলম লিখে দায়িত্ব শেষ শেষ করে দিচ্ছি।

আমাদের দেশ সম্ভবত পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে বিরোধী দল কে হবে এবং তাদের যে আন্দোলন তো দূরের কথা, বলারও যে সুযোগ নেই তাহা সলিম উদ্দিন ককলিমউদ্দিনও জানে।

এতো গুলা গণ মাধ্যম। একটিও নিরপেক্ষ নেই। কখনক পরিমনি কখনো হিরো আলম কখনো এটা কখনো সেটা দিয়ে দৃষ্টি ঘুরিয়ে দেয়া হচ্ছে। সরকারি ডিবি পুরা দেশে শুধু ১৫ দিন অভিযান চালানোর মাধ্যমে বাজার সিণ্ডিকেটের ভেঙ্গে চুরমার করে দিতে পারে। কিন্তু না তা করবেনা। সওদা হয়ে যাচ্ছে মিলিয়ন বিলিয়ন টাকা। পাচারকৃত অর্থ নিয়ে কদিন মাঠ গরম থাকলেও পরবর্তীতে আবার চুপ হয়ে যাচ্ছে।

ট্রাফিক পুলিশ হাত পেতে দাঁড়িয়ে আছে। হয় ঘুষ দাও না হয় কেস খাও। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করা লম্পট হয়ে যাচ্ছে জাতীয় নেতা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী প্রার্থী সবাইকে হতবাক করে দিলেও আমরা সব কিছু স্বাভাবিক নিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। চারদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। আমরা শাস্তি দিতে পারি অসহায় হিরো আলমকে।একটা ইয়াবা কিং এর একটা লোমও বাঁকা করতে পারি না। ছিঃ আমাদেরকে। আমরা মেরুদণ্ডহীণ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
গতকাল দেখলাম বিদ্যুৎ বিভাগের বড় কর্মকর্তা গেছেন বাজারে, তার ড্রাইভার গাড়িতে বসে আছে ৩ ঘন্টা এসি চালিয়ে।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এটাই বাংলাদেশ।

২| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৭

সোনাগাজী বলেছেন:




রিজার্ভে ৪৭০০ কোটী টাকা আছে মাত্র? আপনি গুণে টুনে দেখছেন তো?

১১ জন শিশুর আবার কি হলো, দুধের অভাবে মারা গেছে?

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঠিক করে দিয়েছি। ধন্যবাদ শুদ্ধতার জন্য।

৩| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৮

ভুয়া মফিজ বলেছেন: দেশ বা মানুষ, কোনটা বাচানোর কোন নমুনা দেখা যাচ্ছে না।

আজ দু'টা টিভি রিপোর্টিং দেখলাম। একটাতে সরকারী গাড়ি বাচ্চাদের স্কুলে নামানো, বাসার বাজার করার কাজে ব্যবহার করা হচ্ছে। পিয়ন বাজার করতে গিয়েছে, ড্রাইভার দেড় ঘন্টা গাড়িতে এসি ছেড়ে বসে ছিল। রিপোর্টার কারন জিজ্ঞেস করাতে জানালো, স্যারের বাজার করতে হচ্ছে। আপনে এসব দেখায়ে আমার চাকুরী খাইয়েন না!!!

আরেকটাতে দেখানো হলো পল্লী বিদ্যুতের হেড অফিস। ফ্যান, লাইট চলছে, কিন্তু রুমে কেউ নাই। আরেক রুমে এসি চলছে, কিন্তু জানালা খোলা। এদিকে সাধারন মানুষের লোডশেডিংয়ে নাভিশ্বাস উঠছে। কি বলবেন?

সরকার যেসব কৃচ্ছতাসাধানের কথা বলছে, সব লোক দেখানো।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: যে দেশের পলিসিমেকাররা গৃহপালিত, বুদ্ধিজীবীরা সুবিধাবাদী, গণমাধ্যম দলীয়, প্রধানমন্ত্রীর ইচ্ছে থাকারও পরও হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার না থাকার নির্দেশ সেখানে আপনি এর চেয়ে বেশি আর কি কি প্রত্যাশা করেন?

৪| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:২৯

সোনাগাজী বলেছেন:



১১ জন শিশুর আবার কি হলো, দুধের অভাবে মারা গেছে?

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বুঝেও না বুঝার ভান করলে তাহাকে কেহ বুঝাবার পারে না।

৫| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এগুলো বলতে গেলে অতি লীগাররা যারা বিদেশে বসে দেশের জন্য জান দিচ্ছে তার রাগ করবেন।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অতি সবকিছুই বর্জ্য পদার্থ।

৬| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


স্বর্গের কথা ভাবলে,বাংলার গডফাদাররা উন্নত লেভেলের স্বর্গে থাকে।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ওটা না বলি। স্বর্গসুখ পৃথিবীতে অসম্ভব। তবে ওনাদের দুনিয়ায় জান্নাত কোরানে আছে।

৭| ০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা শেখার জন্য ওটা শেখার জন্য এতজন বিদেশ যাচ্ছেন, এটা কিনতে ওটা কিনতে কোটি কোটি টাকা খরচ- এসব নিউজ পড়ে খুব অবাক লাগে। এসব অনিয়ম কি নিয়মে পরিণত হয়ে গেছে? গরিব একটা দেশের মানুষের সাথে এ কেমন রসিকতা!

১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সত্যি দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.