নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইনে এপ্রিল-২০২৩ এর প্রথম ১০ দিনে আলোচিত পাঁচ পোষ্ট।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৬

ব্লগে একটু অভিজ্ঞ যারা আছেন তারা বোঝার কথা এপ্রিল-২০২৩ সামুতে একটি বিশেষ মাস কয়েকটি কারণে। প্রথমত - ব্লগের আয় ব্যয় এর হিসেব নিয়ে মিথ্যা অভিযোগের দায়ে স্থায়ী ভাবে বাতিল করা হয় এই সময়ের পরিচিত ব্লগার "অনল চৌধুরীকে" তিনি "ব্লগে পুনরায় ব্যক্তিগত আক্রমণ। ধর্মবিরোধী লেখা ছাপানোর যুক্তি এবং তুঘলকি আয়-ব্যায়ের দাবী কে কে বিশ্বাস করেন ?" শিরোনামে একটা আজগুবি পোস্ট লিখলে সামু উক্ত ব্লগারকে সুলেমানি ব্যান করে।এছাড়াও সামুর ইতিহাসে সবচেয়ে বেশী বার নীতিমালায় আসা ব্লগার "সোনাগাজীকে" জেনারেল ও এক যুগ আগের ব্লগার "রাজীব নুর " কে " ফ্রন্ট পেজ ব্যান করে সামু। এর আগে মার্চ মাসে সুপরিচিত ব্লগার "জুলভার্ন" তার সকল পোস্ট ড্রাফট করলে সঙ্গত কারণে আঙ্গুল ওঠে ব্লগার সোনাগাজীর উপরে। কারণ তাকে প্রায় প্রতিদিনই ব্লগার জুলভার্ন ঘরনার ব্লগারদের খোঁচাখোঁচি ও ভুল ধরতে দেখা দিয়েছে। ভুল ধরাটা ব্লগে অতি স্বাভাবিক হলেও ভুল ধরার নামে কাউকে আঘাত করা ও কষ্ট দেয়া ব্যক্তি আক্রমণের সামিল যা ব্লগে দীর্ঘদিন ধরে নীতিমালা পরিপন্থী হিসেবে বিবেচিত হয়ে আসছে। যদিও সোনাগাজী পক্ষীয় ব্লগারদের অভিযোগ ব্যক্তি আক্রমণ দুপক্ষ থেকে হয়েছে , নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হলে উভয়পক্ষের ব্লগারদের করতে হবে, কিন্তু তা কর্তৃপক্ষকে আপাতত আমলে নিতে দেখা যায়নি। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি কর্তৃপক্ষ সব ব্যাক্তি আক্রমণকারীকে পর্যবেক্ষণে রেখেছে চলতি মাসে এই ব্যাপারে দলমত নির্বিশেষে কোন পার্সিয়া-লিটি করবেনা ব্লগ টিম। শুরুতে বলছিলাম পুরনো যারা আছেন তারা বোঝার কথা এপ্রিল-২০২৩ সামুতে একটি বিশেষ মাস কয়েকটি কারণে , তা হইল , মাত্র কয়েকদিনের ব্যবধানে একই সাথে ৩ জন প্রথম পাতার নিয়মিত পোস্ট-দাতাকে দীর্ঘদিন ধরে নীতিমালায় আনা হয়নি সম্ভবত।

অন্যদিকে চলমান ঘটনা প্রবাহ ও সমসাময়িক বিষয়ে ব্লগে বেশ কয়েকজন ব্লগার প্রতিদিন ভালো মানের আলোচনা করার মতো কয়েকটি পোস্ট লিখেছেন। আসুন দেখে নেই এই মাসের আলোচিত ৬ পোষ্ট:

১০-০৪-২০২৩
স্লিপ প্যারালাইসিস এনজয় করেন - শূন্য সারমর্ম।
পোস্টটিতে সামুর ১৫ জন একটিভ ব্লগার মন্তব্য করেন। ৪৮ টি মন্তব্য পোয়া পোস্টটি এখন পর্যন্ত ৩২৫ বার পঠিত হয়।

০৯-০৪-২০২৩

মঙ্গল শোভাযাত্রা হবে। - ...নিপুণ কথন...
৩ দিন পর পহেলা বৈশাখ। বাঙ্গালী জাতীর শ্রেষ্ঠ একটি দিন। এই দিনে সাদা পাঞ্জাবি আর লাল পাড়ের শাড়ি বাঙ্গালী সাজে অপরূপ। মঙ্গল শুভ-যাত্রা নাম দিয়ে বের হয় আনন্দ মিছিল। এই মিছিলে দলমত নির্বিশেষে সকলে অংশ গ্রহণ করেন। আমরা দেখেছি যখনই পহেলা বৈশাখ আসে একশ্রেণীর মৌলবাদী উদ্ভট আচরণ ক্রেন। গতবছর সামুতে আমরা পোষ্ট স্টিকি হতে দেখেছি। এই বছর চিত্র ভয়াবহ। একজন লয়ার উকিল নোটিশ পাঠিয়েছেন মঙ্গল শুভ যাত্রা বন্ধ করার জন্য। কিন্তু সংস্কৃতি ঈও উৎসব প্রিয় জাতী রীতিমত চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মঙ্গল শুভযাত্রা সফল করার।

০৮ -০৪ -২০২৩

তাহলে কি আমরা তালেবানদের পথেই হাঁটছি? - জ্যাক স্মিথ

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাইব্রিড ধার্মিকদের বাড়াবাড়ি। পবিত্র রমজানে মাসে হেফাজতে রমজান নামক এক উগ্র ধার্মিক দল এর উত্তান হয়েছে। তারা রোজা না রেখে হোটেল রেস্তোরাঁয় খাওয়ার অপরাধে আইন নিজের হাতে তুলে কানে ধরে ওঠবস করাচ্ছে। জোরজবরদস্তি করে রোজা রাখতে বাধ্য করছে উগ্ররা। স্বল্প কথার পোস্টে এই সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়টি ব্যক্ত হয়েছে।

০৭-০৪-২০২৩

***~~এবারের রোজায় আমার মকটেইলস !! আর সবার জন্য রেসিপি~~*** - শায়মা

রমজান এলে আমরা সামুর জনপ্রিয় ব্লগার শায়মার একটি চমকপ্রদ ইফতার সামগ্রী নিয়ে পোষ্ট পড়ি প্রতিবছর। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পোষ্টগুলো রমজানের আবহ ও আসন্ন ঈদের বার্তা দিয়ে যায় সামুর ব্লগারদের। প্রায় সকল একটিভ ব্লগারদের সে পোষ্টে মন্তব্য করতে দেখা যায়। এবার রোজায় তিনি তিনটি চমৎকার মকটেইলস এর রেসিপি উপহার দেন সামুর ব্লগার ও পাঠক-বৃন্দদের। মকটেইলএর চমৎকার উপস্থাপন ও বর্ণনা ও ৩০ জন সচল ব্লগারের মন্তব্য পোষ্টটিকে সমৃদ্ধ করেছে। ৬৭৮ বার পঠিত হওয়া পোষ্টটি ১৬ জন ব্লগার লাইক করেন।

০৩-০৪-২০২৩
এই একই তারিখে সামুর প্রথম পাতার এই দুইটা পোস্টই খুব জমজমাট ছিলঃ

সমালোচনা, ব্যক্তি-আক্রমণ, ব্লগীয় আচরণ এবং বিদগ্ধ মুক্তিযোদ্ধা-ব্লগার জুল ভার্নের ব্লগ ছেড়ে যাওয়া- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

শুরুতেই বলছিলাম গতমাসের শেষ থেকে চলতি মাসে ব্লগার সোনাগাজীকে জেনারেল না করার আগ পর্যন্ত সামুর আলোচিত বিষয় ছিল ব্লগার জুলভার্ন এর ব্লগ থেকে পোষ্ট ড্রাফট করে অফ হয়ে যাওয়া। তার সমসাময়িক ব্লগার সোনাবীজের পোষ্টে ব্যক্তি আক্রমণে জর্জরিত হয়ে জুলভার্ন চেলে গেছেন বলে অনেকে মন্তব্য করেন। যদিও মন্তব্য কারীদের কয়েকজনকে নিজেদেরকেই বিভিন্ন সময় ব্যাক্তি আক্রমণ করতে দেখা গেছে। পোষ্টটি ৯১২ বার পঠিত হয় , ২১ জন ব্লগার লাইক দেন। এবং একই সাথে সেটি মাসের সর্বাধিক পঠিত হওয়া পোষ্ট।



শুধু একজনের নয় সকলের সব রকম ব্যক্তি আক্রমণ ব্লগ থেকে বন্ধ করতে হবে।- মোহাম্মদ গোফরান

ব্লগার জুলভার্ন এর হঠাত চলে যাওয়া নিয়ে একের পর এক পোষ্ট আসে সামুতে । সেসব পোষ্টের বক্তব্য ও মন্তব্য এর মাধ্যমে জুলভার্ন এর চলে যাওয়ার জন্য দায়ী করা হয় একজন নির্দিষ্ট ব্লগারকে। বলা হতে থাকে উক্ত ব্লগার ব্যক্তি আক্রমণের ফলে বারবার নীতিমালায় আসার পরও তাকে কেন সুলেমানি ব্যান কর হচ্ছে না। এই প্রশ্নের জবা নোটিশ-বোর্ড থেকে জবাব দেয়া হয় - নির্দিষ্ট ব্লগারের আগের নিকের কার্যকলাপের উপর ভিত্তি করে বর্তমান কোন নিককে স্থগিত করতে পারেনা কর্তৃপক্ষ। ব্যক্তি আক্রমণ যেই করুক সবাইকেই নিরপেক্ষ ভাবে নীতিমালার অন্তর্ভুক্ত করার দাবী ওঠে পোষ্টে। পোষ্টটি প্রায় ৭৩০ বার পঠিত হয় ও ১০ জন ব্লগার মন্তব্য করেন।এখন পর্যন্ত পোষ্টটি মাসের ২য় সর্বাধিক পঠিত হওয়া পোষ্ট।


অনেক দিন কিছু লেখা হয়না। তাই স্বভাব সুলভ রিভিউ ভুল ত্রুটি আছে। নিরপেক্ষ পোষ্টটি সংকলিত ও পরিমার্জিত।

কেচাল ও বেক্টি আক্রমণ এড়াতে পোষ্টে মন্তব্য রিভিউ হবে অপশন নির্বাচন করা হল। বেক্তি আক্রমণ এর বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে নিতে বড্ড দেরী হয়ে যায়। যেহেতু বর্তমানে ব্লগে বেক্তি আক্রমণ এর বিরুদ্ধে সকল ভদ্রলোক একই সাথে আওয়াজ তুলছেন সেহেতু মডারেটরকে - বেক্তি আক্রমণকারী যে সিন্ডিকেটেরই হোক না কেন তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেয়ার জন্য সামুর সাধারণ ব্লগারদের পক্ষ থেকে জোর দাবী থাকবে এই পোষ্টের মাধ্যমে।

মন্তব্য ০ টি রেটিং +৫/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.