নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

মে-২০২৩ - সামহোয়্যারইনে ১৪ দিনে আলোচিত ৭ পোস্ট।! (ব্লগে -/১২ বছর পূর্ণ হল)

১৪ ই মে, ২০২৩ রাত ৮:১৮

চলতি মাসের শুরুতে ব্লগে পোষ্ট ও মন্তব্য কম হওয়ার কারণে ০৪-০৫-২০২৩ ইং তারিখে একটা পোষ্ট লিখেছিলাম "ব্লগের এই অবস্থা কেন"? সে পোষ্টে উল্লেখিত তারিখে ব্লগারদের পোষ্টে পাওয়া মন্তব্যের পরিসংখ্যান তুলে ধরি। সে পোষ্টে সামুর কিছু ব্লগারগণ বিভিন্ন কারণ ব্যক্ত করে এবং খুশির সংবাদ এর পর গেল সপ্তাহে ব্লগ জমজমাট হয়ে উঠে। ব্লগের পাঠক, মন্তব্য, সামুর প্রতি ভালোবাসা, বেশী মন্তব্য পাওয়ার উপায় এসব বিষয়বস্তুর উপর ভিত্তি কইরা একাধিক পোষ্ট আসে। ১০ই মে মডারেশন থেকে "শৈশব স্মৃতি" নিয়ে লেখার আহবান জানিয়ে পোষ্ট আসলে উহা 'স্টিকি' করা হয়। এবং ব্লগাররা ভালোই সাড়া দেন। গত ৫ দিন আমরা হারিয়ে যায় প্রিয় ব্লগারদের মনের মাধুরি দিয়ে লেখা সেসব স্মৃতিময় শৈশবে। শুধু ৫ দিনে শৈশব স্মৃতি নিয়ে আসে ১৩ টি পোষ্ট। সবচেয়ে বেশী জনপ্রিয়তা পায় ব্লগার সাড়ে চুয়াত্তর এর লেখা - 'শৈশবের নিখাদ প্রেম'। ১২ তারিখে লেখা পোষ্টটি ৪৮ ঘণ্টায় ৪৩৮ টি হিট, ৫২ টি মন্তব্য ও ১৩ টি লাইক পায়। ১০ই মে ব্লগার অপু তানভীরের - 'চ্যাট জিপিটির চোখে সামুর ব্লগারগণ' শিরোনামে লেখা পোষ্টটি ব্লগারদের কিছুটা হলেও আনন্দ দিয়েছে। পোষ্টটি এখন পর্যন্ত ৭০৮ বার পঠিত হয়েছে, ১২ টি লাইক পেয়েছে ও ৬৬ টি মন্তব্য পেয়েছে। একই বিষয়বস্তুর উপর লেখা ব্লগার সোনালী কাবিন এর পোষ্টটিতেও ব্লগার ভালো অংশগ্রহণ করেছিলেন।

মে মাসে ১৪ দিনে সামুতে আসা সর্বমোট পোষ্ট -২২৩ টি। দেখা গিয়েছে ২২৩ টি পোষ্টের মধ্যে যারা ব্লগিয় ইন্টারেকশন বজায় রাখেন ও ব্লগে পরিচিতি পেয়েছেন তারা সকলেই কম বেশী পাঠক, মন্তব্য ও লাইক পেয়েছেন। যারা ব্লগিয় ইন্টারেকশন বজায় রাখেন নি, অন্যের পোষ্টে মন্তব্য করেন নি, পোষ্ট দিয়ে মন্তব্যের জবাব দেননি উনারা পাঠক, মন্তব্য ও লাইক পাননি। হয়তো উনারা নিজের জন্য লিখেন।

১৪ দিনে সামুতে সর্বাধিক লাইক পাওয়া পোষ্ট:

মধুর আমার মায়ের হাসি - শেরজা তপন
মোট লাইক: ১৬ টি।

১৪ দিনে সামুতে সর্বাধিক মন্তব্য পাওয়া পোষ্ট:

জীনের ভয়ে ব্রিটিশ নাস্তিক নারীর ইসলাম গ্রহণ - সাড়ে চুয়াত্তর
মোট মন্তব্য: ৯৭ টি

১৪ দিনে সামুতে সবচেয়ে বেশী পাঠক পাওয়া পোষ্ট:

‘বৈয়াম পাখি: আমরা কারিনার ক্লিভেজ মুগ্ধ হয়ে দেখি আর মমকে দেখে গালি দেই!’ - মোহাম্মদ গোফরান।
মোট হিট: ৯৬৪ টি।

প্রিয় ব্লগার লক্ষ্য করুন সর্বাধিক মন্তব্য, লাইক ও হিট পাওয়া ৩ জন ব্লগারই কিন্তু ব্লগিয় ইন্টারেকশন বজায় রাখেন। অন্য ব্লগারদের পোষ্টে মন্তব্য করেন। তাই যারা অধিক পাঠক, লাইক, মন্তব্য পেতে চান তাদের ব্লগীয় ইন্টারেকশন বজায় রাখার কোন বিকল্প নেই। সবশেষে মডারেশন ও ব্লগটিমকে ধন্যবাদ দিতে চাই কারণ মে মাসে কোন ব্যক্তি আক্রমণ নেই, খোঁচাখুঁচি নেই। কোন ব্লগারকে হেয় প্রতিপন্ন ও সিন্ডিকেট আক্রমণ করা হয়নি।

শুভ ব্লগিং। আমার এই ধরনের পোষ্ট গুলো শুধু মাত্র ব্লগারদের অনুপ্রাণিত ও ব্লগকে জমজমাট করার উদ্দ্যেশ্যে লেখা। ভুল ত্রুটি মার্জনা করবেন। কেহ কষ্ট পেলে অথবা কাহারও জন্য বিরক্তিকর হলে আমি দু:খিত।



দেখতে দেখতেই ব্লগে ১২ বছর হয়ে গেল।

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৩ রাত ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে আপনার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি।

নিঃসন্দেহে আপনার এই ধরণের পোস্ট ব্লগকে জমজমাট করতে সাহায্য করছে। আপনার দেয়া পরিসংখ্যান থেকেই সেটা বোঝা যাচ্ছে। সেই সাথে ব্লগের পক্ষ থেকে স্মৃতিচারণ মুলক পোস্ট আহবান করার কারণে ব্লগারদের মধ্যে একটা সাড়া পড়ে গেছে। এই গতিটাকে বজায় রাখতে হবে সামনের দিনগুলিতে। প্রয়োজনে আরও উৎসাহের ব্যবস্থা করতে হবে ব্লগারদের পক্ষ থেকে বা ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে।

ব্লগে ব্লগারদের বিচরণ বৃদ্ধির জন্য মন্তব্যের পরিমান বৃদ্ধি হওয়া দরকার। আমার পর্যবেক্ষণ হোল যারা অন্যের পোস্টে মন্তব্য বেশী করেন তারা নিজের পোস্টে মন্তব্য বেশী পেয়ে থাকেন। এই ব্লগে অনেক ব্লগার আছেন যারা খুব ভালো লেখেন। তাদের অনেকে নিয়মিত আবার অনেকে অনিয়মিত। কিন্তু ভালো পোস্ট হওয়া সত্ত্বেও তারা তাদের পোস্টে মন্তব্য কম পান। এই ব্লগটা হোল দুমুখি যোগাযোগের একটা মাধ্যম। তাই পোস্টদাতা এবং পাঠক উভয়েরই সক্রিয় অংশ গ্রহণ বাড়াতে হবে। মন্তব্য আর প্রতিমন্তব্য বাড়লেই ব্লগের প্রতি মানুষের আগ্রহ বাড়ে এবং নতুন ব্লগাররা বা অনিয়মিত ব্লগাররা নতুন পোস্ট দিতে আগ্রহী হয়ে ওঠেন। অনেক পাঠক মন্তব্য পড়তে ভালোবাসেন পোস্টের চেয়ে।

১৪ ই মে, ২০২৩ রাত ৯:০৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ ব্লগার সাড়ে চুয়াত্তর।

২| ১৪ ই মে, ২০২৩ রাত ৯:৩৪

মিরোরডডল বলেছেন:



সামু ব্লগে এক যুগ পার করার অভিনন্দন তাসনিমকে।
হ্যাঁ এরকম পোষ্ট ব্লগারদের অনুপ্রাণিত করে।
থ্যাংকস অনেক সময় দিয়ে এই পোষ্ট করার জন্য।

১৫ ই মে, ২০২৩ রাত ১২:১১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ আয়না পুতুল :)

৩| ১৪ ই মে, ২০২৩ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: মোটেও শুধু এই ব্লগারেরা ইন্টারএকশন বজায় রাখায় এতবার পঠিত ও মন্তব্য পায়নি বা পায়না।

সাড়ে ভাইয়ার জ্বীনের পোস্টে জ্বীন আসর হওয়াতেই অত মন্তব্য আর অতবার পঠিত হয়েছিলো।

এটা কিন্তু মোটেও আমার ফান করে করা মন্তব্য না বিশ্বাস না হয় সাড়ে চুয়াত্তরভাইয়াকেই জিগাসা করে দেখো।


অপুভাইয়ার পোস্টে ব্লগারদের সম্পর্কে উল্টা পাল্টা ইনফরমেশন যা মজার ছিলো বলেই এতবার পঠিত ও মন্তব্য পেয়েছিলো

আর গোফরানভাইয়ার পোস্ট শুধুমাত্র অমন শিরোনামের কারণেই সবাই হয়ত উকি দিয়েছিলো। তবে ভাইয়ার পোস্টেও মাঝে মাঝে জ্বীনের আসর হয় মানে পঠিত সংখ্যা বাড়্তেই থাকে।


তবে সাড়ে চুয়াত্তর ভাইয়াই একমাত্র তার পোস্টের জ্বীনের আসর সম্পর্কে ওয়াকিবহাল !:)

১৫ ই মে, ২০২৩ রাত ১২:১৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ব্লগে আজকাল জ্বিন ভুত আসা শুরু করেছে? উল্লেখিত ব্লগারদের প্রাই সকল পোষ্ট পাঠক মন্তব্য লাইক ইত্যাদি পেয়ে থাকে :)

৪| ১৪ ই মে, ২০২৩ রাত ৯:৩৯

মিরোরডডল বলেছেন:



হা হা হা হা
শায়মাপুতো দিলে ওদের সব ক্রেডিট ভণ্ডুল করে!
সাচু এখনই আসবে প্রতিবাদ করতে :)

১৫ ই মে, ২০২৩ রাত ১২:১৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: :D চলে আসছেন সাড়ে সাহেব।

৫| ১৪ ই মে, ২০২৩ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: ক্রেডিট আর যারই থাকুক সাচুভাইয়ার ঘেচু পোস্টের না। সেটা সবই ছিলো জ্বীনেদের খেলা।

এখন থেকে যেদিন যাকে পছন্দ হবে জ্বীনেরা তাদের পোস্টেই ভর করানো হবে।

মানে যাদেরকে না মানে যাদের পোস্টকে পছন্দ হবে। যেমন এই পোস্টে ভর করেছি আজিকে! :)

১৫ ই মে, ২০২৩ রাত ১২:১৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নতুন নাম জ্বীন শায়মা :D

৬| ১৪ ই মে, ২০২৩ রাত ৯:৫৬

মিরোরডডল বলেছেন:

হা হা হা কিন্তু এই লেখায় জ্বীন পোষ্টের কথা বলেনি, সাচুর অন্য পোষ্টের কথা বলেছে :)






১৫ ই মে, ২০২৩ রাত ১২:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: @ শায়মা।

৭| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:০০

শায়মা বলেছেন: মিররমনি সাচু ভাইয়ার ঘেচু জ্বীনের পোস্টেই এই জগতের জ্যান্ত জ্বীনের আসর পড়েছিলো তাই অত শত পঠিত আর কমেন্ট এসেছিলো। ভাইয়া নিজেই বলেছে গিয়ে দেখে আসো! :)

৮| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:০১

মিরোরডডল বলেছেন:
শায়মাপু স্মৃতিচারণ কৈশোরের পোষ্ট দিবে কবে?
চিলেকোঠা, বৈষ্ণবী, যৌথ পরিবার, এসব তোমার লেখায় দারুণ ছিলো!

৯| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:০৪

মিরোরডডল বলেছেন:



শায়মা বলেছেন: মিররমনি সাচু ভাইয়ার ঘেচু জ্বীনের পোস্টেই এই জগতের জ্যান্ত জ্বীনের আসর পড়েছিলো তাই অত শত পঠিত আর কমেন্ট এসেছিলো।

সেটাতো জানি আপু। আমি বলেছি আজকের তাসনিমের লেখায় সাচুর অন্য পোষ্টের কথা এসেছে।
সেগুলোতে জ্যান্ত জ্বীনের ভুমিকা ছিলোনা :)






১০| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর কথা ঠিক আছে। আমার ঐ জীনের পোস্টে মেয়ে জীনদের আরও মন্তব্য আসত যদি ঝাঁটা দিয়ে এদের বিদায় না করতাম। এদের তো দাওয়াত দিয়া আনা লাগে না। 'মান না মান ম্যায় তেরা মেহমান' টাইপের জীন এইগুলি। আর আসলে এগুলি জীনও তো ঠিক না এই মেয়ে জীনের আরেকটা সুন্দর নাম আছে। সেটা শুনলে আবার এক মেয়ে জীনের হিস্টিরিয়া রোগের দশা হয়। তখন যা মুখে আসে তাই বলে।

এই মেয়ে জীনের মধ্যে একজন আসলেই মনে হয় জীন বা জীনের বান্ধবী হবে। অনেকদিন এক জীনের সাথে ছিল। পড়ে হুজুর ডাইকা সাথের জিনটারে তাড়াইসে। একটায় নাচে আর আরেকটা সুড়সুড়ি দেয় যেন বেশী করে নাচে।

এই পোস্টের উপর নজর পড়ছে আজকে। সাবধানে থাইকেন। কোন সাহায্য লাগলে আমাকে বইলেন। তাড়ানুর ব্যবস্থা করে দিব। এগুলি দিন রাতের কোন বালাই নাই। একটা এখন মাঝরাতে উইঠা খিল খিল খিল খিল কইরা দাঁত কেলাইয়া হাসতেছে।

১১| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:০৯

মিরোরডডল বলেছেন: শায়মাপু শোন তুমি ধারাপুর পোষ্টে যাও।
ওখানে কমেন্টে অনেক মজার কিছু ওয়েট করছে :)
তুমি ছিলে না, আজ তোমাকে ছাড়াই অনেক হাসলাম।


১২| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:১৩

মিরোরডডল বলেছেন:



কোন সাহায্য লাগলে আমাকে বইলেন। তাড়ানুর ব্যবস্থা করে দিব।

তারমানে সাচু নিজেই বলছে যে সে একজন ওঝা।
এতদিন ছিলো ঘটক, আবার এখন হয়েছে ওঝা।
এরপর কি হবে???

১৩| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল - এরপর হব চৌকিদার। ব্লগ পাহারা দেব যেন কোন দুষ্ট মেয়ে জীন, ভুত, শাঁকচুন্নি বা পেত্নি মাঝরাতে ব্লগে আইসা দাঁত কেলাইয়া হাসতে না পারে। কোন দুষ্ট মেয়ে জীন দেখলেই ঝাঁটার বাড়ি দিয়া জীনদের দেশ কোহেকাফ নগরে পাঠাইয়া দেয়া হইবে।

১৪| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর কথা ঠিক আছে। আমার ঐ জীনের পোস্টে মেয়ে জীনদের আরও মন্তব্য আসত যদি ঝাঁটা দিয়ে এদের বিদায় না করতাম। এদের তো দাওয়াত দিয়া আনা লাগে না। 'মান না মান ম্যায় তেরা মেহমান' টাইপের জীন এইগুলি। আর আসলে এগুলি জীনও তো ঠিক না এই মেয়ে জীনের আরেকটা সুন্দর নাম আছে। সেটা শুনলে আবার এক মেয়ে জীনের হিস্টিরিয়া রোগের দশা হয়। তখন যা মুখে আসে তাই বলে।

এই মেয়ে জীনের মধ্যে একজন আসলেই মনে হয় জীন বা জীনের বান্ধবী হবে। অনেকদিন এক জীনের সাথে ছিল। পড়ে হুজুর ডাইকা সাথের জিনটারে তাড়াইসে। একটায় নাচে আর আরেকটা সুড়সুড়ি দেয় যেন বেশী করে নাচে।

এই পোস্টের উপর নজর পড়ছে আজকে। সাবধানে থাইকেন। কোন সাহায্য লাগলে আমাকে বইলেন। তাড়ানুর ব্যবস্থা করে দিব। এগুলি দিন রাতের কোন বালাই নাই। একটা এখন মাঝরাতে উইঠা খিল খিল খিল খিল কইরা দাঁত কেলাইয়া হাসতেছে।



হা হা হা হা হা হা একবার কাভাভাইয়া রেগে মেগে আমাকে কি বলেছিলো জানো?

হা হা থাক আর বললাম না....... :P


আমি কিন্তু আসলেও!!!!!!!!! :)

একবার একজনরে ভুডো ডল দিয়ে কুপোকাইৎ করে ফেলছিলাম। তুমিও সাবধানে থাকো সাচু ভাইয়ু!!! ভুডো ডল চেনো??

১৫| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: ৮. ১৪ ই মে, ২০২৩ রাত ১০:০১০

মিরোরডডল বলেছেন:
শায়মাপু স্মৃতিচারণ কৈশোরের পোষ্ট দিবে কবে?
চিলেকোঠা, বৈষ্ণবী, যৌথ পরিবার, এসব তোমার লেখায় দারুণ ছিলো!


দেবো আমার যখন একটু সময় হবে। :)

শৈশবকাল, কৈশোরকাল পেত্নীকাল সবই দেবো। :)


মিরোরডডল বলেছেন:



শায়মা বলেছেন: মিররমনি সাচু ভাইয়ার ঘেচু জ্বীনের পোস্টেই এই জগতের জ্যান্ত জ্বীনের আসর পড়েছিলো তাই অত শত পঠিত আর কমেন্ট এসেছিলো।

সেটাতো জানি আপু। আমি বলেছি আজকের তাসনিমের লেখায় সাচুর অন্য পোষ্টের কথা এসেছে।
সেগুলোতে জ্যান্ত জ্বীনের ভুমিকা ছিলোনা :)


একশোবার ছিলো! জ্যান্ত জ্বীন ছাড়া ঐ পোস্ট অনেক দূরে থাকতো! জ্বীনরে বেশি মানুষ ভুই পায়!!


একমাত্র জ্বীনরাই জ্বীন পোস্ট ভুই পায় তো নাই! বরং খুশি হয়। :)



ধারা আপুর পোস্ট পড়েছি।

সাচু ভাইয়া এখন ঘটক ওঝা এবং আলীবাবা চল্লিশ চোর নাটকের দর্জী কানা.....

১৬| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুডো ডল শায়মা আপুর মত দেখতে এক রকমের ডল। এই ডল সারা গালে আটা, ময়দা আর সুজি ঘইশা ঘইশা চেহারার এমন অবস্থা বানায় যেন সার্কাসের রিটায়ার্ড বান্দরও তার দিকে না তাকায়।

১৭| ১৪ ই মে, ২০২৩ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: বুঝছি ভুডো ডলের কার্য্যক্রম সম্পর্কে তুমি অবহিত নও। যাইহোক তাসনিম ভাইজান ফিরে এসে রেগে যাবার আগে এইখান থেকে ভাগি। তবে ভুডোডলের কার্য্যক্রম শুরু হইতেসে। :)

১৮| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: হায় হায় রে ফের শুরু হয়েছে এই তিনজনের পাল্টাপাল্টি মন্তব্য প্রতিমন্তব্য :)
আমি সেদিন জ্বীনের গল্প থেকে বেশী মজা পেয়েছি এদের গল্পে!
আপনার যুক্তি কিছু ক্ষেত্রে ঠিক। কিছু ভাল লিখিয়ে ব্লগার আছেন অন্যের পোস্টে মন্তব্যতো করনই না নিজের পোস্টের মন্তব্যেরও উত্তর দিতে গড়িমসি করেন, তারা যত ভালই লিখেন ব্লগারদের সাথে হৃদ্যতা না থাকলে মন্তব্য কমতেই থাকবে। এখানে অল্প কিছু লেখক আর বেশীরভাগ যদি পড়ুয়া থাকতা তাহলে সমস্যা ছিল না কিন্তু প্রায় সবাই পড়েন ও লিখেন। সেকারনে বেশীরবাগ ব্লগার আশায় থাকেন যার পোস্টে তিনি একের অধিকবার মন্তব্য করেছেন্তিনি অন্তত নিজের উপস্থিতিটা জানিয়ে যাবেন তাঁর পোস্টে এসে কিংবা ভাল মন্দ দু'চার কথা বলে যাবেন।
সাচু তাঁর প্রথম মন্তব্যে ভাল বলেছেন।
ধন্যবাদ আপনাকে।

১৫ ই মে, ২০২৩ রাত ১২:২০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: তারা ৩ জন এর মন্তব্য উপভোগ্য হয়ে উঠিছে। ধন্যবাদ প্রিয় শেরজা তপন। যথার্থই বলেছেন।

১৯| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:০১

শেরজা তপন বলেছেন: ওহ্‌ একযুগ পূর্তিতে অভিনন্দন! !:#P

১৫ ই মে, ২০২৩ রাত ১২:২০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ।

২০| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: সামুতে ১২ বছরের পদচারনায় আপনাকে অভিনন্দন।

১৫ ই মে, ২০২৩ রাত ১২:২১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ।

২১| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:০৫

রানার ব্লগ বলেছেন: কমেন্ট পোস্টের মতই কাজ করে।

১৫ ই মে, ২০২৩ রাত ১২:২২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সঠিক ক্ষেত্রবিশেষে অন্যরকম হয়ে থাকে।

২২| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর কৈশোরের পোস্ট মানে হইল কোন বাদাইম্মা পোলার লগে নৌকায় চইড়া লটর পটর। তাড়ি খাওয়া আর গাঞ্জা খাওয়া পোলাপান হইল ওনার গল্পের নায়ক যে কি না প্রেমিকার বিয়ার কথা শুইনা সাইকেলে চইড়া বাড়ি ছাইড়া পলায়।

২৩| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:২২

শায়মা বলেছেন: ২. ১৪ ই মে, ২০২৩ রাত ১১:০৯০

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর কৈশোরের পোস্ট মানে হইল কোন বাদাইম্মা পোলার লগে নৌকায় চইড়া লটর পটর। তাড়ি খাওয়া আর গাঞ্জা খাওয়া পোলাপান হইল ওনার গল্পের নায়ক যে কি না প্রেমিকার বিয়ার কথা শুইনা সাইকেলে চইড়া বাড়ি ছাইড়া পলায়।



হা হা হা হা হা এইবার কিন্তু এই সত্যকথন শুনে সত্যই হাসতে হাসতে মরে গেছি। :P

কিছুদিন আগে এক সাইকেল নিয়ে পলায়ন কৈশোর বুইড়াকালে আমাকে খুঁজে বের করে নক দিয়েছিলো। বললো, চিনছো আমারে? আমি বললাম চিনবো নাকি ভাবছি! :) সে বলে ভাবতেছো মানে ? চেনা চিনতে ভাবা লাগে নাকি? আমি বললাম হ আমার লাগে। তারপর সে বলে শুনো আমি অনেক কষ্টে তোমারে খুঁজে বের করছি। আমি বললাম কেনো? সে বললো
আমার কন্যা এক বাদাইম্মা পোলার লগে নৌকায় চইড়া লটর পটর কইরা তাড়ি খাওয়া আর গাঞ্জা খাইয়া আমার মাইয়ার বিয়ার কথা শুইনা সাইকেলে চইড়া বাড়ি ছাইড়া পালায়া গেছে। প্লিজ তুমি আমারে মাফ দাও! তোমার অভিশাপেই এমন হইসে......

আমি ......... ;)

২৪| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:৩৯

মিরোরডডল বলেছেন:



২২ নং কমেন্ট আর ২৩ রিপ্লাই রক্স :)

নাহ আপু, তাসনিম রাগ করবে না।
সামান্য চিন্তায় পড়ে যাবে।
হয়তো বুঝবে সর্বাধিক মন্তব্যের পোষ্টের রহস্য কোথায় :)

১৫ ই মে, ২০২৩ রাত ১২:২৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সাড়ে চুয়াত্তর এর অন্য মৌলিক পোষ্টগুলোতেও অধিকাংশ ব্লগার আলোচনা তর্ক বিতর্ক ইত্যাদি করে থাকেন।

২৫| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:৪২

শায়মা বলেছেন: ২৪. ১৪ ই মে, ২০২৩ রাত ১১:৩৯১

মিরোরডডল বলেছেন:



২২ নং কমেন্ট আর ২৩ রিপ্লাই রক্স :)

নাহ আপু, তাসনিম রাগ করবে না।
সামান্য চিন্তায় পড়ে যাবে।
হয়তো বুঝবে সর্বাধিক মন্তব্যের পোষ্টের রহস্য কোথায় :)



তাসনিম রাগবে এবং কেনো রাগবে সেটাও আমি জানি.......

তাসনিমও জানে এত মন্তব্যের রহস্য কোথায় তাই আরও বেশি রাগবে...... :)

২৬| ১৫ ই মে, ২০২৩ রাত ১:৫১

জটিল ভাই বলেছেন:
নেক্সট এই ধরণের পোস্টে এই লিখার জন্যে তাসনিম সাহেব যে ক্রেডিট পাবেন তার পেছনে কোন ইন্টারেকসন কাজ করবে বলে মনে করেন? =p~

২৭| ১৫ ই মে, ২০২৩ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে অভিনন্দন ভাইয়া
শুভ ব্লগিং

অনেকেই আবার রিফ্রেশ করে আলোচিত পোস্টে এসে যায় । আবার কারো পোস্টে একজনের মন্তব্য আর প্রতি মন্তব্যে ভরা থাকে যার কারণে হিট বেশী হয়। আবার ভালো লেখায় এমনিতেই হিট বেশী আসে।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৪:৫২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: যারা অটো রিফ্রেশ দেয় তাদের অভিজ্ঞতা থেকে আমি আইডেন্টিফাই করতে পারি। পোষ্টে উল্লেখিক সকলে উন্নত ব্যাক্তিত্বের অধিকারী। তাহারা রিফ্রেশ দিয়ে পোষ্ট করানোর মত সস্তা কাজ করবেন না।

২৮| ১৫ ই মে, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ১২ বছর অনেক লম্বা সময়।
আপনাকে অভিনন্দন।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৪:৫২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।

২৯| ১৫ ই মে, ২০২৩ বিকাল ৩:২৬

রানার ব্লগ বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর কৈশোরের পোস্ট মানে হইল কোন বাদাইম্মা পোলার লগে নৌকায় চইড়া লটর পটর। তাড়ি খাওয়া আর গাঞ্জা খাওয়া পোলাপান হইল ওনার গল্পের নায়ক যে কি না প্রেমিকার বিয়ার কথা শুইনা সাইকেলে চইড়া বাড়ি ছাইড়া পলায়।


ঘটনা কোন যুগের? তখন কি সাইকেলের থেকে দ্রুতগামী কোন যান বাহন ছিলো না? লোকটা পালিয়ে বেচে গেছে। আবার শুনলাম কেউ নাকি মাফ চাইছে পালানোর দায়ে।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: :)

৩০| ২০ শে মে, ২০২৩ সকাল ১১:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ রানার ব্লগ- পালানোর আগে মাফ না চাইলে শায়মা তারে ধইরা আইনা পায়ে ধরাইয়া মাফ চাওয়াই তো। :)

ঐ বাদাইম্মা পোলার সাইকেল ছাড়া আর কোন গতি ছিল না। ঐ সাইকেলে চইরা নায়িকারে নিয়া গান গাইত ' আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো' এই গানটা।

তবে পোলাটা পলাইয়া বাইচা গেছে। :)

২৯ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: :D

৩১| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনার একযুগ পূর্তিতে আন্তরিক অভিনন্দন!
কিন্তু ব্লগে এক যুগ পূর্তির পরপরই অনুপস্থিত হয়ে গেলেন কেন? প্রায় তিন মাস ধরে নীরব হয়ে আছেন। আবার সরব হউন।
পোস্টে প্লাস আগেই দিয়ে গিয়েছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.