নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইনের ফেব্রুয়ারী - ২০২৪।

০১ লা মার্চ, ২০২৪ রাত ১২:১৪



মাসের সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্ট:
ব্লগে আপনি নিজের সম্পর্কে কতটুকু তথ্য দিতে পারেন? - ব্লগার সোনাগাজী
মন্তব্য করেছেন - ৩২ জন ব্লগার।

২) সর্বাধিক লাইক প্রাপ্ত পোস্ট:
তুমি ভুল মানুষের কাছে এসেছো, ক্যান্সার! - হাসান মাহবুব
মোট লাইক - ২১ টি

মধুর বসন্ত এসেছে...... শায়মা
মোট লাইক - ২১ টি।

৩) সর্বাধিক পঠিত হওয়া পোস্ট:
মুশতাক-তিশা দম্পতিকে অপদস্ত করা নবী স: এর শিখানো বিধানের প্রতি অসম্মান।
ব্লগার: মোহাম্মদ গোফরান
মোট হিট- ১৩৫০ টি।

৪) মাসের সর্বাধিক পোস্ট দাতা:
ব্লগার সোনাগাজী।
মোট পোস্ট দিয়েছেন: ২২ টি।

সামহোয়্যারইনের ফেব্রুয়ারী ২০২৪ বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ। অমর ২১ উপলক্ষে ব্লগে চমৎকার ব্যানার উঠিয়ে বরণ করা হয় ভাষার মাস ফেব্রুয়ারীকে। একুশে বই মেলায় ব্লগারদের বই বের হওয়ায় মাস টি প্রতিবছরই ব্লগারদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ১লা ফাল্গুনের ফুলেল আগমনী , অমর শহীদ দিবস, বাংলা একাডেমি পুরষ্কার, সনাতন ধর্মাবলম্বী দের সরস্বতী পূজা, বই মেলা সব মিলিয়ে ব্লগে উৎসব মুখর পরিবেশ বিরাজ করলেও নোটিশ বোর্ড আমাদের চিন্তার সাগরে ডুবিয়ে দেয় এক মর্মান্তিক দু:সংবাদ দিয়ে। ব্লগ মাতার অসুস্থতার সংবাদ আমাদের মন খারাপ শুধু করেনি করেছে ভীষণ ভাবে চিন্তিতও।

শর্ষের হলুদ রঙ আর বষন্তের কৃষ্ণচূড়া রাঙিয়ে দিয়েছে পুরা দেশকে। মাসের শুরুর দিকে তীব্র শৈত্য প্রবাহ জনজীবন অতিষ্ঠ করেছে বটে তবে বসন্তের আগমনের পুর্বেই রঙিন শিমুল ফুল, চাষীদের হাসি, নতুন বইয়ের মলাট এবং ব্লগ মাতার হার না মানা দৃড় মনোবল আমাদের আমাদের আত্নবিশ্বাসী করে তুলেছে।

ফেব্রুয়ারিতে ব্লগে ব্যক্তি আক্রমণ মাত্রা ছড়িয়ে যায়। দীর্ঘদিন পর আমরা ব্লগ মাতার পোস্ট পেয়েছি - যা বর্তমানে স্টিকি আছে এবং এমন দু:সময়েও লৌহ মানবীর সাহসী কণ্ঠে উচ্চারিত হয়েছে "-সব রকম অন্ধকার পেরিয়ে আমরা "আলো"তেই বাস করবো সবাই "। এমন লৌহ মানবী যে ব্লগে নেতৃত্ব দেন সে ব্লগের ক্ষতি করবে এমন সাধ্য আছে কার! মাসের উল্লেখযোগ্য ঘটনা ছিল - বই মেলায় মোস্তাক তিশার হেনেস্তা হওয়া। উক্ত ঘটনা নিয়ে লেখা পোস্টটি ফেব্রুয়ারী ২০২৪তে সর্বাধিক পাঠক পাওয়া পোস্ট। এছাড়াও পবিত্র শব ই মিরাজ ও শব ই বরাত এই মাসে হওয়াই প্রতিবছরের মতো এই বছরও কয়েকটি পোস্ট এসেছে। সেসকল পোস্টে আলোচনাও হয়েছে। অন্যন্য মাসের তুলনায় ফেব্রুয়ারির পোস্টে পাঠক মন্তব্য লাইক উল্লেখযোগ্য হারে কম। ৩ ভাগের ২ ভাগ পোস্ট খুব কম পাঠক পেয়েছে।

অন্যান্য বছর সামহোয়্যারইন এর ফেব্রুয়ারী মাস অত্যন্ত জমজমাট ছিল।এই বছর তুলনামূলক ভাবে কম। দৈনিক পোস্ট আসার পরিমা ছিল তুলনামূলক ভাবে বেশি। চলতি মাসে এই পোস্ট প্রকাশের আগ পর্যন্ত পোস্ট এসেছে --- টি। সর্বমোট নির্বাচিত পোস্ট - -- টি,।
আসুন এক নজরে দেখে নেই মাসের উল্লেখযোগ্য পোস্ট গুলো:

আমার চোখে ফেব্রুয়ারী ২০২৪ এ সামহোয়্যারইনে উল্লেখযোগ্য ৩১ পোস্ট:

১)তুমি তবে কোথা আছো, বলো সুজানা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
২) মনের ইচ্ছার কারণে লিঙ্গ পরিবর্তন করাকে ইসলাম ধর্ম সমর্থন করে না - সাড়ে চুয়াত্তর
৩)নিষিদ্ধ কয়েকটি বই!★★ - নূর আলম হিরণ
৪)দুঃখবোধ তৃতীয় (লাটিম) - রানার ব্লগ
৫)ব্লগে আপনি নিজের সম্পর্কে কতটুকু তথ্য দিতে পারেন? - সোনাগাজী
৬) মাধবীর স্মৃতি কথা লতা পাতা- ঠাকুরমাহমুদ
৭)আয়নিক রীতি - মোহাম্মদ আলী আকন্দ
৮) অকালপ্রয়াত কালজয়ী গায়কেরা.... [ওরা চারজন - (পেছনে ফিরে দেখা) (পর্ব ০৫)] - বোকা মানুষ বলতে চায়
৯)একটি লেক একটি নাফ নদী আর কাটাতাড়ের বেড়া -জুন
১০)নোবেল বিজয়ী সাহিত্যিক (২০২৩) ইয়ন ফসের সাক্ষাৎকার আমার সংকলন ও অনুবাদে - সাজিদ উল হক আবির
১১) কবে যাবো পাহাড়ে আহারে _ রাস আল খাইমা ভ্রমন ০২ - নতুন
১২)আইসক্রিম ও উপলব্ধি - করুণা ধারা।
১৩)হৃদয় থেকে হৃদযন্ত্রঃ সচেতনতার বিকল্প নাই - ভুয়া মফিজ
১৪) স্যার আইজ্যাক নিউটন - একজন একেশ্বরবাদী বিজ্ঞানী - সত্যপথিক শাইয়্যান
১৫)ভাষা (বাংলা) তুমি কার?? (ভাষা নিয়ে আমার মত আধা মূর্খ লোকেদের ভাবনা) - শেরজা তপন
১৬) আমরা না খুব সুখে আছি! - ঋণাত্মক শূণ্য
১৭) যেনবা তারে নিয়া গ্যাছে কাগজের পাসপোর্ট ভেবে - শরৎ চৌধুরী
১৮)আর্কাইভ থেকে: তান্নুদের বাড়ি - অর্ক
১৯)আপনি সন্তান নেবার মত যোগ্য? - ৎৎৎঘূৎৎ
২০)পাকিস্তানের নির্বাচনে যাই হোক, সকল কট্টর ইসলামপন্থি দলগুলোর ভরাডুবি। - হাসান কালবৈশাখী
২১)ঘুরে এলাম আমেরিকার ইন্ডিয়ানা থেকে - কাছের মানুষ
২২) একুশ তুমি চেতনা - সেলিম আনোয়ার
২৩)ওয়াজ শুনতে আসা দর্শকদের জেমসের গান শোনানো, আর কনসার্টে গিয়ে আযহারির ওয়াজ শোনানো, পার্থক্য কি ? - মাহমুদ পিয়াস
২৪) তার গল্পটা এই রকম - রাজীব নূর
২৫)ডানকি - অবৈধ অভিবাসনের ভয়ঙ্কর সব কৌশল - ঢাবিয়ান
২৬)জেগে আছো কি - সামিয়া
২৭) ডিটেকটিভ, সাইকোলজিক্যাল থ্রিলার: মধ্য বৃত্ত - রিয়াদ (শেষ রাতের আঁধার)
২৮) স্বপ্ন ছড়ানো মাধবী রাতের গান - খায়রুল আহসান
২৯)জনতার উচিৎ মেয়েটির কাছে ক্ষমা চাওয়া - জ্যাক স্মিথ
৩০) মাইকোয়া পাড়ায় দুইদিন - অপু তানভীর
৩১)অধিবর্ষের আদি-অন্ত - মরুভূমির জলদস্যু
৩২) ড্রাইভার ছাড়া এ বাসে হাজারো যাত্রী, চলছি হাই-রোডে। - মি: বিকেল মাসের সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোস্ট:



ফেব্রুয়ারী শেষে কাল থেকে শুরু হলো অগ্নি ঝড়া মার্চ। মার্চ মাস আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই শুরু হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ সৃষ্টির লড়াই। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের পর ২৫শে মার্চ কাল রাত্রিতে বর্বর পাক হানাদার বাহিনীর নির্মম আঘাতের পর ২৬ শে মার্চ থেকে শুরু হয় বাংলাদেশ সৃষ্টির লড়াই। সে লড়াইয়ে পাক হানাদার বাহিনী নির্মম ভাবে হত্যা করে আমাদের দেশের ৩০ লক্ষ শহীদ দের। সম্ভ্রম হানি করে ৩ লক্ষ মা বোনের। সেই ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা বোনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পোস্ট শেঢ করছি।আসছে পবিত্র রমজান মাস ও ঈদ। মহান রব সকলের নসীবে পবিত্র রমজান লিপিবদ্ধ করুন।


* পোস্টের সকল কিছুই অধমের চোখে।
* পোস্ট সংশোধিত ও পরিমার্জিত
* একজন ব্লগারের ১ টি করে পোস্ট নেয়া হয়েছে।
*পোস্টে টাইপো ও বানানের ভুল রয়েছে।
* ক্যাচাল এড়াতে কমেন্ট মডারেশনে থাকবে।
* পোস্ট আলোচনার জন্য উম্মুক্ত তবে ক্যাচালের উদ্দেশ্যে করা মন্তব্য ও ব্যক্তি আক্রমণ করা মন্তব্য মুছে দেয়া হবে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৪ ভোর ৬:০১

সোনাগাজী বলেছেন:



আপনি কি ম্যানুয়েলী গণনা করেন?

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জ্বি।

২| ০১ লা মার্চ, ২০২৪ ভোর ৬:৫৬

চারাগাছ বলেছেন:
রাজীব নুর আর সোনাগাজী ছাড়া আর কে কে মাসে ২০টার উপরে পোস্ট দেন?
একসময় রাজীব নুর দুইবেলা পোষ্ট দিতেন।

হামা ভাই চমৎকার একটা মানুষ কে নিয়ে চমৎকার একটা পোষ্ট দিয়েছেন।
পরিস্তিতি বিচারে সেটা মাসের সেরা পোষ্ট হতে পারে।

গোফরানের পোষ্টটা নবী সাঃ কে শিরোনামে এনে হিট করেছেন। উনার পোস্টের মন্তব্যে এমনটাই বলেছিলাম।

সোনাগাজীর পোষ্টটা মন্তব্য করার মত পোষ্ট ছিল। অন্তত শ খানেক ব্লগারের উচিত ছিল মন্তব্য করা।

তাসনিম আপনাকে ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঠিক জানা নেই। হ্যাঁ পোষ্ট দেয়া তো খারাপ কিছু না। সেরা পোস্ট নির্বাচন করবেন ব্লগারেরা আমার সে সাধ্য নেই। শিরোনামের কারণে উল্লেখযোগ্য পাঠক পেয়েছেন তিনি।

ধন্য আপোনাকেউ।

৩| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:২৩

শেরজা তপন বলেছেন: সবার প্রতি শুভকামনা রইল।
আমার মনে হয়না ফেব্রিয়ারি মাসে ব্লগে খুব বেশী প্রাণ চাঞ্চল্য ছিল।

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনার অনুমান সঠিক শেরজা তপন। আপনার পোষ্ট থেকে সৃষ্ট অসুস্থ ক্যাচাল এর পর ব্লগ ঘুমন্ত ছিল পুরা মাস জুড়ে। ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কষ্টসাধ্য পোস্ট, + রইলো।

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ মরুভূমির জলদস্যুকে।

৫| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৪৭

এম ডি মুসা বলেছেন: আপনার নিজের নাম ই নাই! সেখানে অন্য জনের পোস্ট লিস্ট করে কি পেলেন? এই রকম পোস্ট অনেক জনের এভোইট করি।

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নিজের পোস্ট নিজে কেমনে দেই। ওভোয়েড যার যার ব্যক্তগত ব্যপার। সকলের পছন্দসইকে সমীক্ষা করি।ধন্যবাদ।

৬| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৪৯

এম ডি মুসা বলেছেন: আপনার পোষ্ট আপনি বার বার পড়েন অনেকে বাব পঠিত হবে।

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কোন পোস্ট নিজে পড়েছেন কোন পোস্ট পাঠক পড়েছেন উহা সহজেই অনুমেয়।

৭| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। ধৈর্য্য লাগে।

ধন্যবাদ আপনাকে।

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৪:০১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে।

৮| ০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৫:২৭

মিরোরডডল বলেছেন:





কেমন আছে তাসনিম?

আজ সকালে আলোচিত পাতায় এক পোষ্ট ছিলো সর্বাধিক লাইক প্রাপ্ত।
যেখানে লাইক মাত্র দুইটা।

এখন আছে সর্বাধিক লাইক, তিন লাইক নিয়ে।

কি করুণ অবস্থা!!!!


০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো?

আমার পোস্ট প্রকাশিত হয়েছিলো গত রাত্রি সাড়ে ১২ টা নাগাদ। অনলাইনে ছিলেন ৮ জন ব্লগার। যার মধ্যে ৬ জনই কখনো পোস্ট মন্তব্য লাইক করেন না। ছুটির দিনে ব্লগারদের উপস্থিতি তুলনামূলক কম থাকে। তবে মাত্র ২-৩ টি লাইক/মন্তব্য পেয়ে পোস্ট আলোচিত পাতায় যাওয়ার বিষয় সত্যিই বড্ড চিন্তার বিষয়।

৯| ০১ লা মার্চ, ২০২৪ রাত ৮:২৭

নূর আলম হিরণ বলেছেন: আপনি কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে?

১০| ০১ লা মার্চ, ২০২৪ রাত ১০:২৮

আরিফ রুবেল বলেছেন: ভালোই কষ্ট করেছেন বোঝা যাচ্ছে। আরেকটু কষ্ট করলে আমার মত অনিয়মিতদের উপকার হত। যদি উল্লেখযোগ্য পোস্টগুলো হাইপারলিংক করে দিতেন। পোস্টের জন্য বিশেষ ধন্যবাদ।

১১| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১২| ০২ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.