![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইমেলায় কত শত বই আসে। কতগুলোর খবর আর রাখা যায়। বাজারী লেখকদের বই কিনতেই তো পাঠকের সব টাকা ফুরিয়ে যায় । নতুন লেখক? নাক কুঁচকায় তারা। কে যায় রিস্ক নিতে। কিন্তু একবারো ভাবে না, এদের মধ্য থেকেই জন্ম নেবে আগামীর হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল ।এদিক দিয়ে সামু পাঠকদের একটু ব্যতিক্রম দেখছি। অনেক সামু ব্লগার বই লিখেছেন এবং অনেক সামু পাঠক বলছেন সবগুলো কিনবেন। এটা কম বড় কলিজার কথা নয়! বস্তুত এরকম চিন্তা চেতনা আর সাহসিকতা থেকেই নতুন কিছু হয় । খুশির একটা খবর হলঃ এবারের বই মেলায় আমারও প্রথম বই বেরুচ্ছে আগামী ১১ তারিখ সময় প্রকাশন থেকে। সায়েন্স ফিকশনঃ তৃতীয় অনুভূতি। মূল্যঃ ৭৫ টাকা মাত্র। কেউ কিনলে কৃতজ্ঞ হব!
©somewhere in net ltd.