![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় অনেকদিন পরে এলাম আর এসে দেখি ব্লগ লিখেছি: ৪ বছর ২ মাস ।প্রথমেই আমি সামহোয়্যারইন বাংলা ব্লগের আমার সকল
সহ ব্লগারদের আন্তরিক ধন্যবাদ চির কৃতজ্ঞতা জানাই। সহ ব্লগারদের আন্তরিকতা ও ভালোবাসা না পেলে একটা প্ল্যাটফরমে এক সঙ্গে হয়ত
এতদিন এক সাথে থাকা বা লেখা সম্ভব হত না । পাশাপাশি ব্লগের সকল কলাকৌশলিদেরও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
বিশেষ কৃতজ্ঞতা ব্লগের অ্যাডমিন জানা আপুকে। পাশাপাশি আরো কৃতজ্ঞতা জানাই ব্লগ নির্বাচন কারি মডারেট ক্লাপনিক_ভালোবাসা ভাইকে,তিনিও আমার অনেক লেখা নির্বাচিত করে এবং নির্বাচিত পাতায় স্থান দিয়ে আমাকে লেখায় উৎসাহ দিয়েছেন।
সাথে অগনিত ভালোবাসা থাকলো সকল সহ ব্লগারদের জন্য। এখানে প্রতিটা ব্লগারের গুনের শেষ নেই । একেক জনের একেক বৈচিত্রের লেখা,গল্প,কবিতা ফিউচার,রম্য আরো অনেককিছু যা আমি এক এক করে লিখলে কয়েক জনমেও লিখে শেষ করতে পারবো না।
তবে বেশির ভাগ লেখাতে্ই উৎপত্তি থাকে,সাথে থাকে জ্ঞানগর্ব ভরা কথা ।
ব্লগ মানেই তর্ক বিতর্ক আর এত সব তর্ক বিতর্কের মাঝেই অবশেষে বেরিয়ে আছে প্রতিটি লেখার মূল পয়েন্ট বা লেখার মূল বিষয়বস্তু।
আমি ব্লগার হিসেবে এখানেই সব থেকে বড় গর্ববোধ করি যে আমরা ব্লগাররা চাইলে একটা লেখার মাধ্যমেই সকল জটিলতা তুলে ধরে
সেই জটিলতার সমাধান বা নিরাসন করতে জানি বা পারি।
পরিশেষে সকলকে ৪র্থ বর্ষের শুভেচ্ছা জানাই।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই । অনেকদিন পরে কথা হচ্ছে আপনাদের সাথে । আশা করি ভালো আছেন ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: অভিনন্দন।
সাথেই আছি।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮
ঠ্যঠা মফিজ বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা থাকল ভাই রাজীব নুর ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঠ্যঠা মফিজ ভাই আপনি ব্লগ লিখছেন: ৪ বছর ২ মাস! ভালো - কিন্তু কোনো খোঁজ খবর নেই এটি কি ভালো? এখন যদি বলি ভাই আপনি কে? আপনাকে চিনতে পারছিনা সেটি কি খুব দোষের হবে? আমার প্রতিটি পোষ্টে আপনার মন্তব্য থাকতো, তারপর কতোদিন আপনাকে ব্লগে দেখি না। তা সত্যি সত্যি ভুলে গেছি - - - আছেন কেমন?
খেজুড়ের গুড় দিয়ে মুড়ি খাওয়ার দাওয়াত রইলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে একটু ব্যস্ত ছিলাম ভাই,তাই ব্লগে তেমন আাসা হয়নি । আমি ভালো আছি আশা করি আপনিও ভালই আছেন।খেজুড়ের গুড় দিয়ে মুড়ি খাওয়ার দাওয়াত গ্রহন করিলাম।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩
তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।
এভাবে যুব যুগ সামুর সাথে থাকার কামনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা থাকলো ।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৬
ইসিয়াক বলেছেন: অভিনন্দন।
আমি নতুন .....তবু ও বলছি আশা করি এবার থেকে নিয়মিত আপনাকে ব্লগে পাবো।
শুভকামনা জানবেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: আমিও আশা করছি বাকিটুকো আল্লাহুর হাতে ভাই । আপনার জন্য শুভ কামনা রইল।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওয়েলকাম ব্যাক!!
মফিজ ভাই
আমরা ভুলি না্ই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫২
ঠ্যঠা মফিজ বলেছেন: আমিও ভুলি নাই ভাই তবে আপনাদের বেশ মিশ করেছি ।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪৭
নতুন বলেছেন: অভিনন্দন ভাই....
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৯
ঠ্যঠা মফিজ বলেছেন: শুভেচ্ছা থাকল ভাই ।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৫
মলাসইলমুইনা বলেছেন: ওয়েল কাম ব্যাক ! আবার হলো যে দ্যাখা তাতে খুশি হলাম কিন্তু একটা রিকোয়েস্ট --'খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান দার্শনিক আউরেলিয়ুস আউগুস্তিনুস' এই কঠিন শিরোনামের লেখা আর লিখবেন না । একটু নরম সরম শিরোনামের লেখা মোস্ট ওয়েলকাম । দার্শনিক সাহেবের নাম উচ্চাৰণ করতে গিয়ে আমার দাঁত দার্শনিক ভাব ধরেছে বলে তার প্রধান কাজ যথাযথ ভাবে করতে পারছে না এখনো প্রাচীন ব্যাথায় ।তাই একান্তই ওরকম লিখলে ডেন্টিস্টের নাম ধাম আর ইন্সুরেন্স পলিসি উল্লেখ করে দিলে ভালো হয় । চারবছরের ব্লগ লেখালেখির জন্য পাঁচ পদ্মের শুভেচ্ছা ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫১
ঠ্যঠা মফিজ বলেছেন: আচ্ছা ভাই আচ্ছা ভাই মনের ভুলেও ওরকম শিরোনাম দিবোনা । শুভ কামনা থাকল ভাই ।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩
হাবিব বলেছেন: শুভকামনা ঠ্যঠা ভাই
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা থাকলো হাবিব ভাই ।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮
কনফুসিয়াস বলেছেন: আপনার পোষ্টের অপেক্ষায় রইলাম।
পুনরায় স্বাগতম।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন। মাঝে কোথায় ডুব দিয়েছেন ভায়া ? ইতিহাসের খোজে নাকি ?
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
নীল আকাশ বলেছেন: কোথায় ছিলেন এতদিন? কোন খোজ খবর নেই আপনার?
এখন থেকে নিয়মিত হবেন।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে কেমন আছেন ভাই। চালিয়ে যান আছি সাথে।চার বছরের শুভেচ্ছা।
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
শিখা রহমান বলেছেন: অভিনন্দন ও শুভকামনা। ব্লগের পথযাত্রা সুন্দর হোক।
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন জানাই। সেই সাথে ব্লগ ডে এর শুভেচ্ছা। আমার পানাকে নিয়মিত ব্লগে চাই। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
আপনার পোষ্ট মিস করছিলাম অনেকদিন