নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করে দিয়েছি চিন্তা করতে করতে। কখনো চিন্তা করার উপযুক্ত সময়ে, কখনো পড়তে বসে এমনকি খেতে বসেও চিন্তা করে সময় পার করেছি। চিন্তা করি নিজেকে নিয়েই বেশি। পরিবার, সমাজ, দেশ ধর্ম, সৃষ্টিকর্তা, বহির্বিশ্ব ইত্যাদি কত ব্যাপর নিয়েই নিজ

চিন্তিত নিরন্তর

নিজেকে নিয়ে বলার মত কিছুই করতে পারিনি। যেদিন পারব, সেদিন ঠিকই বলে দেব।

চিন্তিত নিরন্তর › বিস্তারিত পোস্টঃ

চিন্তিত

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫১

আমি চিন্তিত,
কারণে অকারণে।
আমি চিন্তিত, কখনো আবেগে
কখনো অনুরাগে।

ভেবে যাই কারনে অকারণে নিজেকে নিয়ে।
কখনো তা ছাড়িয়ে যায় নিজের বৃত্তের বাইরে।
এ চিন্তা সীমাহীন, নিরন্তর, অক্লান্ত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আমি চিন্তিত,
কারণে অকারণে।
আমি চিন্তিত, কখনো আবেগে
কখনো অনুরাগে।


সুন্দর+++

শুভ ব্লগিং

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:০৭

চিন্তিত নিরন্তর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৫৬

অতৃপ্তচোখ বলেছেন: অল্পতেই অনেক কথা বলে গেছেন ভাই। খুব সুন্দর হয়েছে।

শুভ হোক পথচলা

৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:০৮

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল থাকবেন, যেখানেই থাকুন।

৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:১২

আলম দীপ্র বলেছেন: +++++ !
সুন্দর ।

৫| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৯:১৭

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.