নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করে দিয়েছি চিন্তা করতে করতে। কখনো চিন্তা করার উপযুক্ত সময়ে, কখনো পড়তে বসে এমনকি খেতে বসেও চিন্তা করে সময় পার করেছি। চিন্তা করি নিজেকে নিয়েই বেশি। পরিবার, সমাজ, দেশ ধর্ম, সৃষ্টিকর্তা, বহির্বিশ্ব ইত্যাদি কত ব্যাপর নিয়েই নিজ

চিন্তিত নিরন্তর

নিজেকে নিয়ে বলার মত কিছুই করতে পারিনি। যেদিন পারব, সেদিন ঠিকই বলে দেব।

চিন্তিত নিরন্তর › বিস্তারিত পোস্টঃ

ডঃ জাকির নায়েক একজন ধর্ম প্রচারক, ধর্ম ব্যবসায়ী নয় কি?

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৯

এক দশক আগে হঠাৎ করেই মুখে পাতলা দাড়ি সহ মোচ সহ সুট কোট পরা এক ভদ্রলোকের আবির্বাভ দেখতে পেলাম। পরিচিতজনদের অনুরোধে পিস টিভির সেই ভদ্রলোকের লেকচার ও বিতর্কগুলো বেশ মনযোগ দিয়ে শুনতে শুরু করলাম। মাস কয়েকের মধ্যেই দেখলাম ভদ্রলোক পুরাই হিট। বিভিন্ন ধর্মের লোকদের ইসলাম ধর্মের সামনে নাকানি চুবানি খাওয়ানোর চেষ্টা করছে। ধার্মিক , বকধার্মিক সবাই তার লেকচারে মোহিত। বছর দুয়েক না যেতেই বিভিন্ন ভাষায় , এমনকি আমাদের মাতৃ ভাষায় তার লেকচার দেখতে পাওয়া গেল। শুধু বাসার টিভিতে মুরুব্বীরাই না, চায়ের দোকানে বাংলা ছবির পরিবর্তে তার লেকচার আগ্রহভরে লোকেরা দেখতে শুরু করল। বছর দুয়েকের মধ্যেই ডঃ জাকির নায়েক সুপারস্টার, পৃথিবীতে তার চাইতে আর কেউ বেশি ভাল রেফারেন্স দিতে পারে না এমন একটা ধারণা জম্মাল অনেকের মনেই।

এভাবেই আরও দুই এক বছর কেটে গেল। এবার আবির্ভাব হল তার ছেলে (নাম জানিনা)। ডঃ জাকির নায়েক কে ছেলের লেকচার হাসি মুখে শুনতে দেখা যেত। সেখান থেকেই কেন যেন আমার খটকা লাগতে লাগল। তার লেকচার যতটা সাবলীল মনে হত , তার ছেলের লেকচার ততটাই বেখাপ্পা লাগত। বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান সহ অনেক কিছুই ভাল ঠেকল না। তার পোষাক না ভারতীয় না ইসলামিক ছিল।

জাকির নায়েকের উপর আমার বিরক্ত ধরে গেল তখনই, যখন সে যাকাত ফান্ড চালু করে নানা রকম বিজ্ঞাপন দেয়া শুরু করল। যে বিজ্ঞাপন গুলোতে তাকে উপস্থাপন করা হত অনেকটা হিরোর ভুমিকায় যেটা দৃষ্টি কটু।

এবার আসল কথায় আসি। আমার ধর্ম জ্ঞান খুবই কম। তবে যতটুকু জানি যাকাত যার উপরে ফরজ হয় তাকে নিজ হাতেই নিয়ম মাফিক আদায় করতে হয়। কিন্তু তিনি কিভাবে এত জ্ঞানী হবার পরেও অন্যের যাকাত আদায়ের ভার নিজের কাঁধে নিলেন। খুব পরিচিত লোকের মুখে শুনেছি, ঢাকার কোন এক ধনাট্য ব্যবসায়ী তার যাকাত ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলেন। ধরলাম সে ব্যবসায়ী নিজের কাজ সেরে ফেলেছেন। হয়তো বা সে টাকাটা ভারতীয় দরিদ্র্যদের হাতে গেছে। আমাদের দেশে জাকির নায়েক কোন যাকাত ফান্ডের টাকা বিতরন করেছেন বলে আমার জানা নেই। কিন্তু নিয়ম মাফিক এই টাকাটা আমাদের লোকজনের পাওয়ার কথা। এদেশে দরিদ্র্যের অভাব নেই, যে টাকা দিয়েছে তার আত্মীয় কেউ দরিদ্র্য নেই তা বলা যাবেনা।

এভাবেই যাকাত ফান্ড খুলে দেশ বিদেশ থেকে তার যে টাকা আয় হত, টিভি চ্যনেল চালিয়ে যে লাভ হত তার ব্যয়ের হিসেব আজ অবধি কেউ জানেনা। এমন একটা লোকের কাছ থেকে আমার মত ধর্ম বিমুখ লোক উপকার পেয়েছে বটে, সেতা খুব বেশি এগোয় নি। ভারত সরকার তাকে নিষিদ্ধ করেছে। ইদানীং তার মুখে নরেদ্র মোদির খুব সুনাম শোনা যাচ্ছে। এটা তেল বাজি কিনা কে জানে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮

জেকলেট বলেছেন: জাকির নায়েকের ব্যাপারে কিছু বলবনা কিন্তু যাকাত আমদের দেশে যেরকম আদায় হয় তা ইসলামের কোথাও নাই। যাকাত অবশ্যই রাস্ট্রই কোষাগার ইসলামে যাকে বলে বায়তুলমাল তাতে জমা দিতে হবে। তারপর সরকার যাকাতের সু্ষ্ট বন্টনের ব্যবস্থা করবে। যদি সরকার ইসলামিক না হয় বা মুসলিম না হন তাহলে কিভাবে তা আদায় করতে হবে তাও ফকিহরা বলেছেন। আশাকরি পড়ে দেখবেন।

২| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৪

চিন্তিত নিরন্তর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৪

আহলান বলেছেন: Click This Link

এই খবরটি সত্য হলে জানা যাবে উনি শুধু ধর্ম ব্যবসায়ীই নন, জঙ্গী ব্যবসায়ীও বটে ....

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

চিন্তিত নিরন্তর বলেছেন: বৃটিশ আমলে এমন ধর্ম ব্যবসায়ী বেশ কয়েকজনই হয়েছিল। এই ব্যক্তির ব্যপারে সন্দেহ উড়িয়ে দেয়া যায়না।

৪| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



জাকির ফাকিররা পাথরের যুগের লোক।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

চিন্তিত নিরন্তর বলেছেন: যার উত্থান আছে, তার পতন আছে।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০২

মহা সমন্বয় বলেছেন: জাকির নায়েক ধর্ম প্রচারক এবং ধর্ম ব্যাবসায়ী দুটোই।

নতুন একটা জাকির নায়েক পাওয়া গেসে। ;)

৭| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩০

চিন্তিত নিরন্তর বলেছেন: সামনে আরো পাওয়া যাবে, আশা করি। কেউ টিকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.