নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদ রাসেল

তৌহিদ রাসেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তৌহিদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইন বিরোধী নীলের ডেটিং

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

নীল আর আমি একই ক্যাম্পাসে থাকলেও দুই বন্ধুর কথা হয় খুবই কম।

আর দেখা তো আমাবস্যার চাদের মত অবস্থা।

যাইহোক আজ দুপুরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ঘুম ভাংলো ফোন বেজে উঠায়।



চোখ খুলে দেখি নীল কল দিয়েছে। আমি অবাক! কারন, নীল সাধারণত কল দেয় না। শুধু মিসড কল দেয়। যাই হোক ফোন রিসিভ করলাম।



- কিরে আজ সূর্য কোন দিকে উঠছে ডাইরেক্ট কল দিলি??



- সূর্য যেদিকে উঠার সেদিকেই উঠেছে। এত অবাক হওয়ার কি আছে? আমি কি ডাইরেক্ট কল দিতে পারিনা!!



- হ তা পারিস। তো তোর মতলব কি??



- দোস্ত না করিস না প্লিজ, কাল তোর ঘড়ি টা আর সানগ্লাস টা একটু দিস।



- কেন কোনো বিয়ের দাওয়াত আছে নি? দুপুরে এসে নিয়ে যাইস।



- দোস্ত সকালে লাগবো। জিএফ এর সাথে কাল ডেটিং আছে।



- কস কি! তুই যাবি ডেট করতে!! তুই না এই কয়দিন ধরে ভ্যালেন্টাইন বিরোধী স্ট্যাটাস দিয়ে আসলি!! আর তুই নাকি সেই ভ্যালেন্টাইন করতে যাবি কাল??



- দোস্ত, ফেইসবুকে পার্সোনালিটির ব্যাপার স্যাপার আছে না। তাই ব্যক্তিত্ব ধরে রাখার জন্য দেই এই আর কি।



- তোর মুখোশ বুঝা বড় দায়। তরে নি বেডা গর্ব করি আর তুই এসব করে বেড়াস??



- দোস্ত তুই অনেক নীতি কথা বলবি জানি। এখন বল সানগ্লাস আর ঘড়ি দিতে পারবি কি না??



- হ্যা নিস এসে। তবে একটা জিনিস মাথায় রাখিস ফেইসবুকের ব্যক্তিত্বের চেয়েও বাস্তব জীবনের ব্যক্তিত্ব অনেক দামি। তাই ফেইসবুকের ব্যক্তিত্বের পাশাপাশি বাস্তব জীবনের ব্যক্তিত্ব ধরে রাখিস। আর আমরা যেন তরে নিয়া গর্ব করতে পারি সেটা মাথায় রাখিস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.