![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বাবা দিবস কবে থেকে আমরা (বাংলাদেশী আল্লাহ বিশ্বাসীরা) পালন করা শূরু করেছি? ১০/১৫ বছর আগে? মনে হয় না। আজ বাবার সাথে ছেলেমেদের ভাল সম্পর্ক? যদি কেউ হা বলে, তবে এত বৃদ্ধাশ্রম কেন আজ এই বাংলায়।
১০/১৫ বছর আগেই বাবার সাথে ছেলেমেদের ভাল সম্পর্ক ছিলো যখন কোনো বাবা দিবস লাগেনি। তারা (যারা বাবা-মার সাথে থাকে না। তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাই একদিন ঘটা করে দেখতে যায় এবং তাই বাবা দিবস চায়। আপনিও চাইতেই পারেন) আপনাদেরকে একটা করে দিবস দেয় আর আপনারা উদযাপন করেন।
আপনি বিভিন্য ভাবে বাবা-মা দিবসের প্রয়োজন justify করার চেষ্টা করতে পারেন তার মানে এই না যে আপনিই সঠিক।
০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৪:০৫
তুহীদ বলেছেন: ভাই আপনি বললেন "বয়ষ্করা নিজেদের ইচ্ছায় সেখানে থাকেন" কিন্তূ আমি যত বৃদ্ধদের সাথে দেখা করেছি এই দেশে (UK) তাদের কথায় মনে হয়েছে তারা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রয় গিয়েছেন। অন্যথায় তারা এখানে আসতেন না।
আমাদের পছন্দনীয়তায় পার্থক্য থাকতে পারে কিন্তূ আমি চাই আমার ছেলে মেয়েরা যাতে আমাকে দেখে রাখে বৃদ্ধ অবস্থায়, যেভাবে আমি তাদের ছোট অবস্থায় দেখে রেখেছিলাম।
২| ২০ শে জুন, ২০১৬ সকাল ৭:২৬
বিজন রয় বলেছেন: বাবা দিবস কি খারাপ?
০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৪:০৭
তুহীদ বলেছেন: খারাপ বলিনি কিন্তূ একটা দিনে আমাকে আবদ্ধ করতে চাচ্ছি না।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ ভোর ৪:০৫
ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার মতে বৃদ্ধাশ্রম এর সংজ্ঞা কি, আমার জানা নেই। পৃথিবীর বহু দেশে সরকারী অর্থায়নে ও পৃষ্ঠপোষক্তায় বৃদ্ধাশ্রম করা হয় এবং বয়ষ্করা নিজেদের ইচ্ছায় সেখানে থাকেন।
কারন ঐ সকল সিনিয়র সিটিযেন্স হোম এ অন্যান্য বয়ষ্করা থাকেন বিধায় তাদের খারাপ লাগে না।
ছেলে হোক মেয়ে হোক, দুটি ঈ যথেষ্ট, যখন শ্লোগান সরকারই দেয়, তখন সরকারেরই বয়ষ্কদের নিয়ে এ ধরনের পরিকল্পনা থাকা উচিত।
তা না করে বাংলাদেশে সরকার সন্তানদের দোষারোপ করেন।