নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা সঠিক কিভাবে বুঝবো

তুহীদ

তুহীদ › বিস্তারিত পোস্টঃ

না বুঝেই মুসলিম হওয়া ছেলেদের সমস্যা:

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

যেভাবে বিবাহ বহির্ভুত সম্পর্ক বাংলাদেশে বেড়েছে তাতে বুঝা যায় শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই সুখী করতে ব্যর্থ হবে। প্রায় ১০০ জন ছেলের উপর গবেষণা করে দেখা গেছে যে তারা "বুঝে না বুঝে" নিজেকে ছেলেদের প্রতি শুধু আগ্রহি মনে করেন আবার আল্লাহর আছে সেটাও মানেন । তাদের এই paradox অবস্থা দেখে যদি প্রশ্ন করা হয় - তোমার আল্লাহ এবং তার কোরআন বেঠিক , যেহেতু আল্লাহর দাবি 'মেয়েদের এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে ছেলেরা তাদের প্রতি আকৃষ্ট হবেই (Q 3:14) এবং আরো দাবি করেন “তোমরা মেয়েদের কাছে গেলে শান্তি পাবা” (Q 31:21)'?

তাদের এই paradox অবস্থানটির correction হওয়া দরকার যে
১. আল্লাহ যদি থেকেই থাকেন এবং কোরআন যদি তাঁর কথা হয়েই থাকে তবে মেয়েদের প্রতি আকর্ষণ থাকবে না কেন;
২. কিভাবে আমাদের আগ্রহ্ জাগ্রত হয়? মাথা থেকে না অন্য কোন উপায়ে;
৩. আমরাকি নিজের মন যা চায় তা করতে পারি? যদি না পারি (Q 5:49), তবে কোরআনের দরকার কি ছিল guidance (Q 2:185) হিসাবে, আমরা কি এতই incapable যে নিজেদের চালাইতে পারবোনা কোরআন ছাড়া এবং সুখী হতে এবং
৪. যদি আল্লাহর উপরের কথাগুলো (Q 3:14, 31:21) সঠিক না হয় তবে কেন সমকামিতাকে নিষেধ করলেন (Q 7: 80-82)?

এই ১০০ জনের মাঝে আরো একটা বিষয় পাওয়া গেছে যে তারা বড় (সমকামিতা) এবং ছোট (masturbate) গুনাহ (Q 4:31) একসাথে করে ফেলেছে। যা থেকে এও প্রতীয়মান হয় যে আমরা সঠিক ইসলাম শিখাতে ব্যর্থ হয়েছি/হচ্ছি [ব্যক্তিগত মত]। এদের কথায় আরও পাওয়া গেছে যে প্রভুর চিন্তা মুক্ত বিভিন্ন সংগঠন তাদের এই কাজকে সহজভাবে লালন করণার্থে সহজোগিতা করছে! কিন্তূ তাদের এই পথ থেকে বের করিয়ে এনে সুখী করতে (Q 89:27) প্রভুর সাথে থাকা লোকজনের তাদের তেমন কোনো সহজোগিতা চোঁখে পরেনা

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

শাহিন বিন রফিক বলেছেন: বর্তমান মুসলিম বিশ্বে মুসলমানরা উত্তরাধিকারসূত্রে মুসলিম। পড়ে, বুঝে মুসলিম হলে এরকম হওয়ার কথা নয়। মুসলমানরা দিনে দিনে জ্ঞানশূণ্য হচ্ছে।

২| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: এই ১০০ জন কারা? তারা কি সামগ্রিক যুবসমাজকে রিপ্রেজেন্ট করে কি না সেটা দেখতে হবে।

৩| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

পলাশবাবা বলেছেন: আইচ্ছা , এই ১০০ জন ছেলের উপর গবেষণা ডা কিডা করল ? তার পরিচয় কি ?

৪| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মহসিন ৩১ বলেছেন: যেটা ঠিক সেরকমই ঠিক, সেইটাই ঠিক থেকে বেঠিক হয়ে যেতে পারে ---- ভাষার কারণ; স্বচ্ছতার কারণ; মানুষের কারণ --ইত্যাদি ইত্যাদি। অনেক কারণ , আমাদের প্রয়োজনকে নির্দেশিত করে এমন কারণের তো আর শেষ নাই। দেখার কারণও একটা আছে বটে। অথচ দেখতে গেলেই এই দুনিয়াতে যত গোল বাঁধে।------ দুনিয়াটাতেই আসলেই স্বচ্ছতা নাই।

৫| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

আল ইফরান বলেছেন: বেশ বড়সড় পোস্ট। আপনার সব কথার মুলকথা হচ্ছে গিয়ে আত্ননিয়ন্ত্রন যা আমাদের অন্যান্য চতুস্পদ ও দ্বিপদী জন্তুদের কাছ থেকে আলাদা করে।

৬| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০০

প্রশ্নের কারখানা বলেছেন: Q (৩১:২১) ঠিক আছে কি?

৭| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অভিভাবকরা ছোট থেকে ধর্মীয় শিক্ষার ব্যপারে উদাসীন হলে বড় হয়ে সীমার বাইরে চলে যায় কেউ কেউ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.