নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেরানীর চাকরী করি। আর কখনো সময় ও মন দুটোই মিলে গেলে লেখার চেষ্টা করি, এই আর কি!

তৌফিক

আমি আমার মতই। সুখদুঃখের স্মৃতিতেই আমার বসবাস। তবে সুখের কথাগুলোই বলতে ভালোবাসি।

তৌফিক › বিস্তারিত পোস্টঃ

একলক্ষ দালান ধসের ঘটনায় উদ্ধার করতে সময় লাগবে কমপক্ষে ৫৪৮ বছর

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। এ ঘটনায় সকলে শোকাহত। এই শোক থেকে সবাইকে একটা বিষয় ভেবে দেখা দরকার যে, ঢাকায় যদি মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হানে তাহলে কি অবস্থা দাঁড়াবে! সেজন্য আসলে দালান তৈরির সময় বিল্ডিং কোড মানা জরুরি।



গোটা রাজধানী যখন সচল, রানা প্লাজা ধসের ঘটনায় সরকার সচেতনভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন, তারপরেও দেড় দিন পার হয়ে গেলো, তবুও সকল চাপা পড়া মানুষগুলোকে উদ্ধার করা সম্ভব হলোনা! তাহলে ভূমিকম্পে রাজধানীর ১ লক্ষ দালান ভেঙ্গে পড়লে উদ্ধার করতে কতদিন সময় লাগতে পারে? সহজ ঐকিক নিয়মের অঙ্ক করা যাক, একটি দালানের উদ্ধার কাজ করতে সময় লাগবে দুই দিন, তাহলে এক লক্ষ দালানের জন্য সময় লাগবে দুই লক্ষ দিন। কিন্তু এ রকম অঙ্কের উত্তর লেখার সময় - দিন থেকে মাস, কিংবা মাস থেকে বছরে লিখতে হয়। কি ভাবছেন, উত্তরটা কত বছর হতে পারে, আমিই বলে দিচ্ছি প্রায় ৫৪৮ বছর। ভুল হলে জানাবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

হাবিব০৪২০০২ বলেছেন: আজকে সিচুয়ানের এক চৈনিক আমারে জিগাইতাছে "তোমাদের মং-জিয়া-লা(বাংলাদেশ) তে কি ভূমিকম্প হইছে!" এরপর আমার বিস্মিত মুখ দেখে বলতেছে..... "ভিডিওতে যা দেখলাম তা আমাদের সিচুয়ানে ঘটে যাওয়া ৭ মাত্রার ভূমিকম্পের মত!"

আমি মনে মনে কইলাম, ভাই রে..... শ'খানেক লোক মোগো দেশে এমনিই মরে, বিল্ডিং ভাইঙ্গা মরে, আগুনে পুইড়া মরে, মাথার উপর ব্রীজ ভাইঙ্গা পড়ে, পুলিশের গুলিতে মরে; তেজপাতারও দাম আছে কিন্তু আমগো বাংলাদেশীগোর জীবনের কোন দাম নেই. যদি ৭ মাত্রার ভূমিকম্প হয় তাহলে কয়েক লাখ না বরঞ্চ কোটি খানেক লোক মরবে কেননা কয়জন লোকই বা আর বাড়ি বানানোর আগে মাটি পরীক্ষা করে নিছে, বেশিরভাগ বিল্ডিংই বানানো হয় হেড মিস্ত্রীর কথা অনুযায়ী, দক্ষ ইঞ্জিনিয়ারদের ইট্যাবস্/অন্য কোন সফ্টওয়্যার দিয়ে লোড ক্যালকুলেশন করে বানানো নকশা কেউ ফলো করে না এর কারন তাদের সেফটি ফ্যাক্টরের হিসাবটা মালিকদের কাছে বেশি বেশি বলে মনে হয়; মালিক&রাজমিস্ত্রীর দৃষ্টিতে এই অপচয়ের পরিমাণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী মানুষের মরদেহের সমান, তবে এই সূত্র সরকারি ঘুষখোর ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়.

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

রিফাত হোসেন বলেছেন: হাবিব০৪২০০২ বলেছেন: আজকে সিচুয়ানের এক চৈনিক আমারে জিগাইতাছে "তোমাদের মং-জিয়া-লা(বাংলাদেশ) তে কি ভূমিকম্প হইছে!" এরপর আমার বিস্মিত মুখ দেখে বলতেছে..... "ভিডিওতে যা দেখলাম তা আমাদের সিচুয়ানে ঘটে যাওয়া ৭ মাত্রার ভূমিকম্পের মত!"

আমি মনে মনে কইলাম, ভাই রে..... শ'খানেক লোক মোগো দেশে এমনিই মরে, বিল্ডিং ভাইঙ্গা মরে, আগুনে পুইড়া মরে, মাথার উপর ব্রীজ ভাইঙ্গা পড়ে, পুলিশের গুলিতে মরে; তেজপাতারও দাম আছে কিন্তু আমগো বাংলাদেশীগোর জীবনের কোন দাম নেই. যদি ৭ মাত্রার ভূমিকম্প হয় তাহলে কয়েক লাখ না বরঞ্চ কোটি খানেক লোক মরবে কেননা কয়জন লোকই বা আর বাড়ি বানানোর আগে মাটি পরীক্ষা করে নিছে, বেশিরভাগ বিল্ডিংই বানানো হয় হেড মিস্ত্রীর কথা অনুযায়ী, দক্ষ ইঞ্জিনিয়ারদের ইট্যাবস্/অন্য কোন সফ্টওয়্যার দিয়ে লোড ক্যালকুলেশন করে বানানো নকশা কেউ ফলো করে না এর কারন তাদের সেফটি ফ্যাক্টরের হিসাবটা মালিকদের কাছে বেশি বেশি বলে মনে হয়; মালিক&রাজমিস্ত্রীর দৃষ্টিতে এই অপচয়ের পরিমাণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী মানুষের মরদেহের সমান, তবে এই সূত্র সরকারি ঘুষখোর ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.